ফিচার ডেস্ক
হাঁটা
নিউইয়র্ক সিটির একজন ব্যক্তিগত ব্যায়াম প্রশিক্ষক সাহমুরা গঞ্জালেজ জানিয়েছেন, হাঁটা খুব সহজ মনে হয়। কিন্তু প্রতিদিন ৪০ থেকে ৬০ মিনিটের দ্রুত হাঁটা বিপাক ক্রিয়া ঠিক রাখতে বিস্ময়কর কাজ করতে পারে। এটি স্ট্রেস হরমোন কমায়, যা পেটের চর্বি কমায়। তবে একইভাবে না হেঁটে নির্দিষ্ট সময়কে দ্রুত, মাঝারি ও অতিদ্রুত গতিতে ভাগ করে হাঁটুন।
ঝুঁকে দৌড়ানো
লস অ্যাঞ্জেলেসভিত্তিক ব্যক্তিগত জিম প্রশিক্ষক জিল পেনফোল্ড জানিয়েছেন, পিঠ সমান করে দৌড়ানোর বদলে কিছুটা ঝুঁকে দৌড়ানোর ফলে ক্যালরি ক্ষয়ের পরিমাণ ৫০ শতাংশ বেড়ে যায়। দৌড়ানোর এই ভঙ্গি ক্ষুধা দমন করতে সাহায্য করে এবং হৃৎস্পন্দন বাড়িয়ে দেয় বলে পেটের ক্ষতিকর চর্বি কমে যায়।
যোগব্যায়াম
যোগব্যায়াম শুধু পেশি নমনীয় করে না, এটি পেশিকে শক্তিশালী এবং শিথিলও করে। হৃৎস্পন্দন বাড়ানোর জন্যও এটি দুর্দান্ত প্রক্রিয়া এবং এতে চর্বি ক্ষয় হওয়ার হার বাড়ে। যোগব্যায়াম হৃৎস্পন্দন বাড়িয়ে দিয়ে অন্যান্য জায়গার মতো পেটের চর্বিও কমাতে সহায়তা করে।
ভারোত্তোলন
এটি কঠিন ব্যায়াম হলেও চর্বি পোড়ানোর জন্য ভীষণ কার্যকর উপায়। কিন্তু একটি উপযুক্ত ডায়েটের সঙ্গে বিপরীতটি সত্য। ভারোত্তোলন শরীরের সামগ্রিক শক্তি বাড়ায়, ওভারলোডের মাধ্যমে অতিরিক্ত ওজন নেওয়ার ক্ষমতা বৃদ্ধি করে। এতে শরীরের পেশির আকার, শক্তি ও সহনশীলতা বাড়তে থাকে। অন্যদিকে পুরো শরীরের সঙ্গে পেটের চর্বিও কমতে থাকে।
সূত্র: এমএসএন
হাঁটা
নিউইয়র্ক সিটির একজন ব্যক্তিগত ব্যায়াম প্রশিক্ষক সাহমুরা গঞ্জালেজ জানিয়েছেন, হাঁটা খুব সহজ মনে হয়। কিন্তু প্রতিদিন ৪০ থেকে ৬০ মিনিটের দ্রুত হাঁটা বিপাক ক্রিয়া ঠিক রাখতে বিস্ময়কর কাজ করতে পারে। এটি স্ট্রেস হরমোন কমায়, যা পেটের চর্বি কমায়। তবে একইভাবে না হেঁটে নির্দিষ্ট সময়কে দ্রুত, মাঝারি ও অতিদ্রুত গতিতে ভাগ করে হাঁটুন।
ঝুঁকে দৌড়ানো
লস অ্যাঞ্জেলেসভিত্তিক ব্যক্তিগত জিম প্রশিক্ষক জিল পেনফোল্ড জানিয়েছেন, পিঠ সমান করে দৌড়ানোর বদলে কিছুটা ঝুঁকে দৌড়ানোর ফলে ক্যালরি ক্ষয়ের পরিমাণ ৫০ শতাংশ বেড়ে যায়। দৌড়ানোর এই ভঙ্গি ক্ষুধা দমন করতে সাহায্য করে এবং হৃৎস্পন্দন বাড়িয়ে দেয় বলে পেটের ক্ষতিকর চর্বি কমে যায়।
যোগব্যায়াম
যোগব্যায়াম শুধু পেশি নমনীয় করে না, এটি পেশিকে শক্তিশালী এবং শিথিলও করে। হৃৎস্পন্দন বাড়ানোর জন্যও এটি দুর্দান্ত প্রক্রিয়া এবং এতে চর্বি ক্ষয় হওয়ার হার বাড়ে। যোগব্যায়াম হৃৎস্পন্দন বাড়িয়ে দিয়ে অন্যান্য জায়গার মতো পেটের চর্বিও কমাতে সহায়তা করে।
ভারোত্তোলন
এটি কঠিন ব্যায়াম হলেও চর্বি পোড়ানোর জন্য ভীষণ কার্যকর উপায়। কিন্তু একটি উপযুক্ত ডায়েটের সঙ্গে বিপরীতটি সত্য। ভারোত্তোলন শরীরের সামগ্রিক শক্তি বাড়ায়, ওভারলোডের মাধ্যমে অতিরিক্ত ওজন নেওয়ার ক্ষমতা বৃদ্ধি করে। এতে শরীরের পেশির আকার, শক্তি ও সহনশীলতা বাড়তে থাকে। অন্যদিকে পুরো শরীরের সঙ্গে পেটের চর্বিও কমতে থাকে।
সূত্র: এমএসএন
একটু খেয়াল করলেই দেখবেন, ইদানীং আশপাশের অনেকে হাঁচি-কাশিতে আক্রান্ত হচ্ছে। কেউ কেউ এটাকে সিজনাল অ্যালার্জি হিসেবে ধরে নিচ্ছেন। আবার অনেকের ধারণা, বয়সের কারণে হয়তো এসব লেগে থাকে। কিন্তু প্রশ্ন হলো, এই সাধারণ উপসর্গগুলো দেখা দিলে তাৎক্ষণিক আরাম পেতে কী করা জরুরি, তা কি আমরা জানি? আবার কখন চিকিৎসা...
৬ ঘণ্টা আগেসোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহারের কারণে কিশোরীদের মধ্যে বিষণ্নতার হার আশঙ্কাজনকভাবে বেড়ে যাচ্ছে। এক গবেষণায় দেখা গেছে, ছেলেদের তুলনায় মেয়েরা অনেক বেশি সময় সোশ্যাল মিডিয়ায় কাটায় এবং এটি তাদের মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
৬ ঘণ্টা আগে৭০ বছরেও আপনি শারীরিকভাবে কতটা সুস্থ থাকবেন, তা অনেকটাই নির্ভর করে মধ্য়বয়সে কী খাচ্ছেন তার ওপর। হার্ভার্ড ইউনিভার্সিটির টি এইচ চ্যান স্কুল অব পাবলিক হেলথের গবেষকদের নেতৃত্বে পরিচালিত একটি গবেষণায় এমনই এক তথ্য উঠে এসেছে।
৬ ঘণ্টা আগেখাবার কেবল শরীরের জ্বালানি নয়, এটি মনেরও খাদ্য। আমাদের প্রতিদিনের খাবার শুধু পেট ভরায় না, এর সরাসরি প্রভাব পড়ে আবেগ, মনোভাব, মানসিক স্থিতি ও একাগ্রতার ওপর। একটা ভালো খাবার যেমন মুখে হাসি এনে দিতে পারে, তেমনি খাওয়ার অনুপযোগী কিছুদিনের আনন্দ কেড়ে নিতে পারে। তাই খাবার হওয়া চাই শরীর ও মনের সঙ্গে...
৬ ঘণ্টা আগে