ফিচার ডেস্ক
হাঁটা
নিউইয়র্ক সিটির একজন ব্যক্তিগত ব্যায়াম প্রশিক্ষক সাহমুরা গঞ্জালেজ জানিয়েছেন, হাঁটা খুব সহজ মনে হয়। কিন্তু প্রতিদিন ৪০ থেকে ৬০ মিনিটের দ্রুত হাঁটা বিপাক ক্রিয়া ঠিক রাখতে বিস্ময়কর কাজ করতে পারে। এটি স্ট্রেস হরমোন কমায়, যা পেটের চর্বি কমায়। তবে একইভাবে না হেঁটে নির্দিষ্ট সময়কে দ্রুত, মাঝারি ও অতিদ্রুত গতিতে ভাগ করে হাঁটুন।
ঝুঁকে দৌড়ানো
লস অ্যাঞ্জেলেসভিত্তিক ব্যক্তিগত জিম প্রশিক্ষক জিল পেনফোল্ড জানিয়েছেন, পিঠ সমান করে দৌড়ানোর বদলে কিছুটা ঝুঁকে দৌড়ানোর ফলে ক্যালরি ক্ষয়ের পরিমাণ ৫০ শতাংশ বেড়ে যায়। দৌড়ানোর এই ভঙ্গি ক্ষুধা দমন করতে সাহায্য করে এবং হৃৎস্পন্দন বাড়িয়ে দেয় বলে পেটের ক্ষতিকর চর্বি কমে যায়।
যোগব্যায়াম
যোগব্যায়াম শুধু পেশি নমনীয় করে না, এটি পেশিকে শক্তিশালী এবং শিথিলও করে। হৃৎস্পন্দন বাড়ানোর জন্যও এটি দুর্দান্ত প্রক্রিয়া এবং এতে চর্বি ক্ষয় হওয়ার হার বাড়ে। যোগব্যায়াম হৃৎস্পন্দন বাড়িয়ে দিয়ে অন্যান্য জায়গার মতো পেটের চর্বিও কমাতে সহায়তা করে।
ভারোত্তোলন
এটি কঠিন ব্যায়াম হলেও চর্বি পোড়ানোর জন্য ভীষণ কার্যকর উপায়। কিন্তু একটি উপযুক্ত ডায়েটের সঙ্গে বিপরীতটি সত্য। ভারোত্তোলন শরীরের সামগ্রিক শক্তি বাড়ায়, ওভারলোডের মাধ্যমে অতিরিক্ত ওজন নেওয়ার ক্ষমতা বৃদ্ধি করে। এতে শরীরের পেশির আকার, শক্তি ও সহনশীলতা বাড়তে থাকে। অন্যদিকে পুরো শরীরের সঙ্গে পেটের চর্বিও কমতে থাকে।
সূত্র: এমএসএন
হাঁটা
নিউইয়র্ক সিটির একজন ব্যক্তিগত ব্যায়াম প্রশিক্ষক সাহমুরা গঞ্জালেজ জানিয়েছেন, হাঁটা খুব সহজ মনে হয়। কিন্তু প্রতিদিন ৪০ থেকে ৬০ মিনিটের দ্রুত হাঁটা বিপাক ক্রিয়া ঠিক রাখতে বিস্ময়কর কাজ করতে পারে। এটি স্ট্রেস হরমোন কমায়, যা পেটের চর্বি কমায়। তবে একইভাবে না হেঁটে নির্দিষ্ট সময়কে দ্রুত, মাঝারি ও অতিদ্রুত গতিতে ভাগ করে হাঁটুন।
ঝুঁকে দৌড়ানো
লস অ্যাঞ্জেলেসভিত্তিক ব্যক্তিগত জিম প্রশিক্ষক জিল পেনফোল্ড জানিয়েছেন, পিঠ সমান করে দৌড়ানোর বদলে কিছুটা ঝুঁকে দৌড়ানোর ফলে ক্যালরি ক্ষয়ের পরিমাণ ৫০ শতাংশ বেড়ে যায়। দৌড়ানোর এই ভঙ্গি ক্ষুধা দমন করতে সাহায্য করে এবং হৃৎস্পন্দন বাড়িয়ে দেয় বলে পেটের ক্ষতিকর চর্বি কমে যায়।
যোগব্যায়াম
যোগব্যায়াম শুধু পেশি নমনীয় করে না, এটি পেশিকে শক্তিশালী এবং শিথিলও করে। হৃৎস্পন্দন বাড়ানোর জন্যও এটি দুর্দান্ত প্রক্রিয়া এবং এতে চর্বি ক্ষয় হওয়ার হার বাড়ে। যোগব্যায়াম হৃৎস্পন্দন বাড়িয়ে দিয়ে অন্যান্য জায়গার মতো পেটের চর্বিও কমাতে সহায়তা করে।
ভারোত্তোলন
এটি কঠিন ব্যায়াম হলেও চর্বি পোড়ানোর জন্য ভীষণ কার্যকর উপায়। কিন্তু একটি উপযুক্ত ডায়েটের সঙ্গে বিপরীতটি সত্য। ভারোত্তোলন শরীরের সামগ্রিক শক্তি বাড়ায়, ওভারলোডের মাধ্যমে অতিরিক্ত ওজন নেওয়ার ক্ষমতা বৃদ্ধি করে। এতে শরীরের পেশির আকার, শক্তি ও সহনশীলতা বাড়তে থাকে। অন্যদিকে পুরো শরীরের সঙ্গে পেটের চর্বিও কমতে থাকে।
সূত্র: এমএসএন
ব্যথা উপশম এবং প্রদাহ কমানোর জন্য প্রাকৃতিক প্রতিকারের কথা বলতে গেলে অ্যাসপিরিনের মতো ওভার-দ্য-কাউন্টার ওষুধের তুলনায় লবঙ্গ কম নয়। এটি কার্যকর বিকল্প হতে পারে বলে অনেকে মত দিচ্ছেন এখন। লবঙ্গ একটি ছোট্ট, কিন্তু শক্তিশালী মসলা। এটি শত শত বছর ধরে বিশ্বব্যাপী রান্নার কাজে...
১৬ ঘণ্টা আগে৩-৪ মাস আগে থেকে আমার মাসিক চলাকালীন স্তনের পাশে প্রচণ্ড ব্যথা হয়। আমার বয়স ৩৩ বছর। এর আগে কখনো এমন সমস্যা হয়নি। আমার একটি সন্তান আছে। তার বয়স ৭ বছর। অর্থাৎ আমার ক্ষেত্রে ব্রেস্ট ফিডিংয়ের বিষয় নেই এখন। হঠাৎ করে ব্যথা হওয়ায় কী করব বুঝতে পারছি না...
১৬ ঘণ্টা আগেকাঁধে ব্যথার অনেক কারণের মধ্যে অন্যতম রোটেটর কাফ সিনড্রোম। এর একটি অংশ হলো ফ্রোজেন শোল্ডার...
১৬ ঘণ্টা আগেঅনেকের ধারণা, শুধু গরমকালে পানিশূন্যতা হয়। কিন্তু বাস্তবতা হলো, শীতকালেও ডিহাইড্রেশন বা শরীরে পানির অভাব হতে পারে। শীতের শুরুতে আমরা নানা শারীরিক সমস্যার মুখোমুখি হই, যেমন ত্বক বা চুলের সমস্যা এবং বিভিন্ন স্বাস্থ্যজনিত জটিলতা। এর মধ্যে অন্যতম পানিশূন্যতা, যা শীতকালে কম গুরুত্ব দেওয়া হয়।
১৭ ঘণ্টা আগে