অধ্যাপক ডা. সানজিদা শাহরিয়া
সোশ্যাল মিডিয়ায় ‘সেলফ লাভ’ বা নিজেকে ভালোবাসা বিষয়ে বিভিন্ন অনুপ্রেরণামূলক কথা ঘুরে বেড়ায়। আমাদের ‘আমিসর্বস্ব’ জীবন হওয়ার পরেও কেন আমরা দুঃখ, ভয়, রাগ, বেদনা, নিঃসঙ্গতা, প্রত্যাখ্যান, অসহায়ত্ব এবং তিক্ততায় ভুগি? তার মানে কি আমরা নিজেকে পর্যাপ্ত মনোযোগ দিই না? আর সেটাই প্রমাণ করে যে আমরা নিজেকে পর্যাপ্ত ভালোবাসি না।
জীবনের নেতিবাচক অতৃপ্তিগুলোই অবচেতনভাবে ইঙ্গিত করে যে আমরা নিজেদের সঠিক উপায়ে ভালোবাসতে শিখি না। পক্ষান্তরে আমাদের ছোটবেলা থেকে বেড়ে ওঠায় সমাজ তথাকথিত অনেক মূল্যবোধ আরোপ করে।
এই সমাজ লালিত নৈতিকতার জ্ঞান কখনো কখনো ভ্রান্তিরও জন্ম দেয় যে নিজেকে ভালোবাসা মানে স্বার্থপরতা। কিন্তু একটু ভালো করে ভেবে দেখুন তো, যদি নিজেই শারীরিক ও মানসিকভাবে সুস্থ না থাকেন কিংবা ভালো না থাকেন, তাহলে অন্যকে ভালোবাসবেন কী করে।
নিজের জন্য যা করবেন
পর্যাপ্ত ঘুম: ভালো ঘুম আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য খুবই জরুরি। বয়স, শারীরিক সক্রিয়তা এবং স্বাস্থ্যের ধরন অনুযায়ী সবারই ৭ থেকে ৯ ঘণ্টা ঘুম জরুরি। তাই পর্যাপ্ত ঘুমের সঙ্গে আপস করবেন না।
ব্যায়াম: আমাদের দেশের প্রেক্ষাপটে খুব কম মানুষই দৈনিক ব্যায়াম করেন। ব্যায়াম বা শরীরচর্চা ফিটনেস ধরে রাখতে তো বটেই, ভালো হরমোন নিঃসরণ করতেও সহায়তা করে। হাঁটলে শরীরে এন্ডোরফিন হরমোন নিঃসৃত হয়। এই হরমোন আমাদের মন প্রফুল্ল রাখে।
খাবারে নজর দিন: আমাদের দেশে মায়েরা পরিবারের অন্যদের পাতে ভালো খাবারটি বা মাছের বড় টুকরাটি তুলে দেন। কিন্তু প্রয়োজনের সময়ও নিজে পুষ্টিকর খাবারটি খান না। খাবারে প্রোটিন ও প্রয়োজনীয় খনিজ রাখা জরুরি। প্রতিদিনের খাবারে মাছ, ফল, শাকসবজি, ডিম, দুধ, বাদাম, কিশমিশ রাখতে হবে। পর্যাপ্ত পানি পান করতে হবে। অন্যদিকে লাল মাংস, চিনি, শর্করা, ক্যাফেইন গ্রহণ কমাতে হবে।
বাউন্ডারি তৈরি করুন: সম্পর্ক সুস্থ রাখার জন্য বাউন্ডারি তৈরি করা বা রাখা খুবই গুরুত্বপূর্ণ। কাছের বন্ধু হলেও একটা সীমারেখা টেনে দেওয়া উচিত। প্রয়োজনে না বলতে শেখাও জরুরি। সময়বিশেষে নিজের কাজ শেষ করে অন্যকে সাহায্য করুন। মনে রাখুন, বিশেষ সময়ে নিজেকে গুরুত্ব দেওয়া দোষের নয় বা স্বার্থপরতা নয়।
নিজেকে বাহবা দিন: ভালো কাজ করার পর বা সাফল্য এলে পাশের মানুষটির মুখের দিকে চেয়ে থাকি উৎসাহ-উদ্দীপনা নিয়ে। অপেক্ষায় না থেকে নিজেকে বাহবা দিন। বিশ্বাস করুন, আপনি পারবেন, আপনাকে দিয়েই সম্ভব। নিজের পাশে থাকুন আর কাজের প্রতি আস্থা রাখুন। এর পাশাপাশি শেখার মানসিকতা রাখতে পারলে জয় তো আপনারই।
নিজের জন্য সময় রাখুন: ‘মি টাইম’ বলে একটা শব্দ খুব চর্চিত হচ্ছে ইদানীং। দিনে কিছু সময় হলেও মি টাইম বা নিজের সঙ্গে নিজে সময় কাটান। সে সময়টায় যা আনন্দ পান, তা-ই করুন। প্রডাকটিভ কিছুও করতে পারেন। নিজের শরীর ও মনের যত্নে নিজের জন্য এইটুকু সময় রাখাটা দোষের কিছু নয়।
নিজেকে বুঝতে শিখুন: আমরা অন্য মানুষের কাছে চিহ্নিত হই কীভাবে?
কোনো মানুষ বা ঘটনার সঙ্গে আমি কোন ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছি, সেটি দিয়ে। এই প্রতিক্রিয়ার সঙ্গে অনুভূতি, চিন্তা এবং আচরণ ইত্যাদি বিশেষভাবে যুক্ত থাকে। যখন আমরা পছন্দ, ভালোবাসা, মর্যাদা, বিশ্বাস—এই শব্দগুলো নিজের প্রতি উপলব্ধি করতে পারি না, তখনই নিজেকে তুচ্ছ, অপাঙ্ক্তেয় এবং খুবই অপ্রয়োজনীয় হিসেবে ভাবি। হীনম্মন্যতায় ভুগি। তখন আমাদের জীবনের অবস্থা হয় ‘আমি ঠিক নই, তুমি ঠিক’। অথবা আরও এক ধাপ এগিয়ে গিয়ে ‘আমি-তুমি
কেউই ঠিক নই’।
হয় আমি নিজেকে ‘পরিশুদ্ধ’ বানিয়ে ফেলি, ‘আমি খুব ভালো’ বলে অহংকার করি। অথবা নিজেকে ক্ষুদ্রাতিক্ষুদ্র বলে বিবেচনা করি। ‘আমি কী’, সেই আয়না নিজের চোখে ধরি না। এর ফলে কোনো সমতা থাকে না। আর ঠিক এই জায়গাটাতেই আত্মকেন্দ্রিক বনাম আত্মসম্মানের পার্থক্যটি তৈরি হয়।
চোখে আয়না ধরলেই আমরা স্পষ্ট বুঝতে পারি যে কখন আমি আত্মসম্মানের কারণে এই আচরণ করছি, আর কখন আত্মকেন্দ্রিক হয়ে সেই আচরণ করছি। তাই নিজের চাওয়া-পাওয়াকে বুঝতে হবে।
অধ্যাপক ডা. সানজিদা শাহরিয়া, চিকিৎসক ও কাউন্সেলর, সাইকোথেরাপি প্র্যাকটিশনার, ফিনিক্স ওয়েলনেস সেন্টার, ঢাকা
সোশ্যাল মিডিয়ায় ‘সেলফ লাভ’ বা নিজেকে ভালোবাসা বিষয়ে বিভিন্ন অনুপ্রেরণামূলক কথা ঘুরে বেড়ায়। আমাদের ‘আমিসর্বস্ব’ জীবন হওয়ার পরেও কেন আমরা দুঃখ, ভয়, রাগ, বেদনা, নিঃসঙ্গতা, প্রত্যাখ্যান, অসহায়ত্ব এবং তিক্ততায় ভুগি? তার মানে কি আমরা নিজেকে পর্যাপ্ত মনোযোগ দিই না? আর সেটাই প্রমাণ করে যে আমরা নিজেকে পর্যাপ্ত ভালোবাসি না।
জীবনের নেতিবাচক অতৃপ্তিগুলোই অবচেতনভাবে ইঙ্গিত করে যে আমরা নিজেদের সঠিক উপায়ে ভালোবাসতে শিখি না। পক্ষান্তরে আমাদের ছোটবেলা থেকে বেড়ে ওঠায় সমাজ তথাকথিত অনেক মূল্যবোধ আরোপ করে।
এই সমাজ লালিত নৈতিকতার জ্ঞান কখনো কখনো ভ্রান্তিরও জন্ম দেয় যে নিজেকে ভালোবাসা মানে স্বার্থপরতা। কিন্তু একটু ভালো করে ভেবে দেখুন তো, যদি নিজেই শারীরিক ও মানসিকভাবে সুস্থ না থাকেন কিংবা ভালো না থাকেন, তাহলে অন্যকে ভালোবাসবেন কী করে।
নিজের জন্য যা করবেন
পর্যাপ্ত ঘুম: ভালো ঘুম আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য খুবই জরুরি। বয়স, শারীরিক সক্রিয়তা এবং স্বাস্থ্যের ধরন অনুযায়ী সবারই ৭ থেকে ৯ ঘণ্টা ঘুম জরুরি। তাই পর্যাপ্ত ঘুমের সঙ্গে আপস করবেন না।
ব্যায়াম: আমাদের দেশের প্রেক্ষাপটে খুব কম মানুষই দৈনিক ব্যায়াম করেন। ব্যায়াম বা শরীরচর্চা ফিটনেস ধরে রাখতে তো বটেই, ভালো হরমোন নিঃসরণ করতেও সহায়তা করে। হাঁটলে শরীরে এন্ডোরফিন হরমোন নিঃসৃত হয়। এই হরমোন আমাদের মন প্রফুল্ল রাখে।
খাবারে নজর দিন: আমাদের দেশে মায়েরা পরিবারের অন্যদের পাতে ভালো খাবারটি বা মাছের বড় টুকরাটি তুলে দেন। কিন্তু প্রয়োজনের সময়ও নিজে পুষ্টিকর খাবারটি খান না। খাবারে প্রোটিন ও প্রয়োজনীয় খনিজ রাখা জরুরি। প্রতিদিনের খাবারে মাছ, ফল, শাকসবজি, ডিম, দুধ, বাদাম, কিশমিশ রাখতে হবে। পর্যাপ্ত পানি পান করতে হবে। অন্যদিকে লাল মাংস, চিনি, শর্করা, ক্যাফেইন গ্রহণ কমাতে হবে।
বাউন্ডারি তৈরি করুন: সম্পর্ক সুস্থ রাখার জন্য বাউন্ডারি তৈরি করা বা রাখা খুবই গুরুত্বপূর্ণ। কাছের বন্ধু হলেও একটা সীমারেখা টেনে দেওয়া উচিত। প্রয়োজনে না বলতে শেখাও জরুরি। সময়বিশেষে নিজের কাজ শেষ করে অন্যকে সাহায্য করুন। মনে রাখুন, বিশেষ সময়ে নিজেকে গুরুত্ব দেওয়া দোষের নয় বা স্বার্থপরতা নয়।
নিজেকে বাহবা দিন: ভালো কাজ করার পর বা সাফল্য এলে পাশের মানুষটির মুখের দিকে চেয়ে থাকি উৎসাহ-উদ্দীপনা নিয়ে। অপেক্ষায় না থেকে নিজেকে বাহবা দিন। বিশ্বাস করুন, আপনি পারবেন, আপনাকে দিয়েই সম্ভব। নিজের পাশে থাকুন আর কাজের প্রতি আস্থা রাখুন। এর পাশাপাশি শেখার মানসিকতা রাখতে পারলে জয় তো আপনারই।
নিজের জন্য সময় রাখুন: ‘মি টাইম’ বলে একটা শব্দ খুব চর্চিত হচ্ছে ইদানীং। দিনে কিছু সময় হলেও মি টাইম বা নিজের সঙ্গে নিজে সময় কাটান। সে সময়টায় যা আনন্দ পান, তা-ই করুন। প্রডাকটিভ কিছুও করতে পারেন। নিজের শরীর ও মনের যত্নে নিজের জন্য এইটুকু সময় রাখাটা দোষের কিছু নয়।
নিজেকে বুঝতে শিখুন: আমরা অন্য মানুষের কাছে চিহ্নিত হই কীভাবে?
কোনো মানুষ বা ঘটনার সঙ্গে আমি কোন ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছি, সেটি দিয়ে। এই প্রতিক্রিয়ার সঙ্গে অনুভূতি, চিন্তা এবং আচরণ ইত্যাদি বিশেষভাবে যুক্ত থাকে। যখন আমরা পছন্দ, ভালোবাসা, মর্যাদা, বিশ্বাস—এই শব্দগুলো নিজের প্রতি উপলব্ধি করতে পারি না, তখনই নিজেকে তুচ্ছ, অপাঙ্ক্তেয় এবং খুবই অপ্রয়োজনীয় হিসেবে ভাবি। হীনম্মন্যতায় ভুগি। তখন আমাদের জীবনের অবস্থা হয় ‘আমি ঠিক নই, তুমি ঠিক’। অথবা আরও এক ধাপ এগিয়ে গিয়ে ‘আমি-তুমি
কেউই ঠিক নই’।
হয় আমি নিজেকে ‘পরিশুদ্ধ’ বানিয়ে ফেলি, ‘আমি খুব ভালো’ বলে অহংকার করি। অথবা নিজেকে ক্ষুদ্রাতিক্ষুদ্র বলে বিবেচনা করি। ‘আমি কী’, সেই আয়না নিজের চোখে ধরি না। এর ফলে কোনো সমতা থাকে না। আর ঠিক এই জায়গাটাতেই আত্মকেন্দ্রিক বনাম আত্মসম্মানের পার্থক্যটি তৈরি হয়।
চোখে আয়না ধরলেই আমরা স্পষ্ট বুঝতে পারি যে কখন আমি আত্মসম্মানের কারণে এই আচরণ করছি, আর কখন আত্মকেন্দ্রিক হয়ে সেই আচরণ করছি। তাই নিজের চাওয়া-পাওয়াকে বুঝতে হবে।
অধ্যাপক ডা. সানজিদা শাহরিয়া, চিকিৎসক ও কাউন্সেলর, সাইকোথেরাপি প্র্যাকটিশনার, ফিনিক্স ওয়েলনেস সেন্টার, ঢাকা
সামাজিক যোগাযোগমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা স্ক্রলিং করার এই অভ্যাসটিকে বলা হয় ‘ডুমস্ক্রলিং’। এটি দিয়ে মূলত মানুষের নেতিবাচক খবর খোঁজা এবং পড়ে দেখার একটি প্রবণতাকে বোঝানো হয়। ফলে ডুমস্ক্রলিং মানুষের মন খারাপের কারণ হতে পারে। কিন্তু ঠিক কীভাবে এটি মানুষের মন খারাপের কারণ হয়, সেই বিষয়টি উদ্ঘাটন করেছেন বিজ
৫ ঘণ্টা আগেসুস্থভাবে জীবনযাপন করার জন্য দেহের পুষ্টির চাহিদা মেটাতে হয়। সাধারণত পুষ্টির কথা ভাবলে মনে করি সবটুকুই আমার খাদ্য থেকেই অর্জন করি। তবে এই ধারণাটি ভুল বললেন বিজ্ঞানীরা। নতুন গবেষণায় বলা যায়, মানুষ কিছু পুষ্টি বায়ু থেকেও শোষণ করতে পারে!
৪ দিন আগেবিশ্বজুড়ে কোটি কোটি মানুষকে প্রভাবিত করে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন। হৃদরোগ, স্ট্রোক, কিডনির ক্ষতি এবং দৃষ্টি শক্তিসহ বেশ কিছু গুরুতর স্বাস্থ্য সমস্যার প্রধান ঝুঁকির কারণ এটি। এই ধরনের ঝুঁকি কমানোর জন্য স্বাস্থ্যকর জীবনযাত্রা ও বিভিন্ন ধরনের ওষুধ সেবনের পরামর্শ দেন চিকিৎসকেরা। তবে সম্প্রতি যুক্তরাষ
৫ দিন আগেডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১ হাজার ৩৮৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছরে আজ রোববার পর্যন্ত এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলো ৭৯ হাজার ৯৮৪ জন। মারা গেছে আরও আটজন।
৫ দিন আগে