বিজ্ঞানীরা খুঁজে পেলেন রক্তের নতুন গ্রুপ, উদ্ঘাটন হলো ৫০ বছরের রহস্য

অনলাইন ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০০: ০২
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৬: ৩২

যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) বিজ্ঞানীরা একটি নতুন রক্তের গ্রুপ সিস্টেম আবিষ্কার করেছেন। এই নতুন রক্তের গ্রুপ বিশ্বজুড়ে হাজার হাজার মানুষের জীবন বাঁচাতে পারে। এই আবিষ্কার ৫০ বছরের পুরোনো রহস্যের সমাধান করেছে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের দক্ষিণ গ্লুচেস্টারশায়ারের এনএইচএস ব্লাড অ্যান্ড ট্রান্সপ্লান্ট (এনএইচএসবিটি) বিজ্ঞানীদের একটি গবেষক দল ‘এমএএল’ নামে একটি রক্তের গ্রুপ খুঁজে পেয়েছে। তাঁরা ১৯৭২ সালে আবিষ্কৃত ‘AnWj’ রক্তের গ্রুপ অ্যান্টিজেনের জেনেটিক পটভূমি শনাক্ত করেছে। তবে নতুন এই পরীক্ষার আগ পর্যন্ত বিষয়টি অজানা ছিল। 

এনএইচএসবিটির সিনিয়র গবেষণা বিজ্ঞানী লুইস টিলি বলেছেন, এই আবিষ্কারের ফলে বিরল রোগীদের আরও ভালো চিকিৎসা দেওয়া যেতে পারে। ২০ বছর ধরে এই প্রকল্পে কাজ করা মিসেস টিলি বিবিসিকে বলেছেন, কতজন লোক এই পরীক্ষা থেকে উপকৃত হবেন তা সংখ্যায় বলা বেশ কঠিন। যা হোক, প্রতি বছর সারা বিশ্বে প্রায় ৪০০ রোগীর জন্য শেষ অবলম্বন এনএইচএসবিটি। 

প্রত্যেক মানুষেরই লোহিত রক্তকণিকার বাইরে প্রোটিন থাকে, যা অ্যান্টিজেন নামে পরিচিত। কিন্তু কিছু মানুষের এতে ঘাটতি দেখা দিতে পারে। জেনেটিক মাধ্যমে এনএইচএসবিটি-এর আন্তর্জাতিক ব্লাড গ্রুপ রেফারেন্স ল্যাবরেটরি প্রথমবারের মতো নতুন এক পরীক্ষা করেছে, যা এই অ্যান্টিজেন ঘাটতি থাকা রোগীদের শনাক্ত করবে। 

পরীক্ষাটি রক্ত সঞ্চালনের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখানো মানুষদের জন্য জীবন রক্ষাকারী হতে পারে। এই বিরল রক্তের গ্রুপের মানুষদের খুঁজে পাওয়া সহজ করে তুলবে। 

গবেষণাগারের প্রধান নিকোল থর্নটন বলেছেন, AnWj-এর জেনেটিক ভিত্তি সমাধান করা আমাদের সবচেয়ে চ্যালেঞ্জিং প্রকল্পগুলোর মধ্যে একটি। এখানে অনেক কাজ আছে, যা প্রমাণ করে যে একটি জিন আসলে একটি রক্তের গ্রুপের অ্যান্টিজেনকে এনকোড করে। এই আবিষ্কার বিশ্বজুড়ে বিরল রোগীদের নানা সুবিধা দেবে। এখন জিনোটাইপিং পরীক্ষাগুলো জেনেটিক্যালি AnWj-নেগেটিভ রোগী এবং দাতাদের শনাক্ত করার জন্য ডিজাইন করা যেতে পারে। এই ধরনের পরীক্ষা বিদ্যমান জিনোটাইপিং প্ল্যাটফর্মগুলোতে যোগ করা যেতে পারে।’ 

বিবিসির স্বাস্থ্য প্রতিবেদক ম্যাথিউ হিল বলেছিলেন, ‘তাঁরা কেবল বিশ্বের প্রথম এই পরীক্ষা করেনি, তাঁরা গবেষণা জন্য সারা বিশ্বকে অ্যান্টিবডি সরবরাহের সুযোগ সৃষ্টি করেছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত