তালেবানের নতুন সরকারে কট্টরপন্থীরাই গুরুত্বপূর্ণ পদে

অনলাইন ডেস্ক
Thumbnail image

আফগানিস্তানকে 'ইসলামিক আমিরাত' ঘোষণা করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে তালেবান। পূর্ববর্তী নির্বাচনে বিজয়ী আশরাফ গনি সরকারকে ক্ষমতাচ্যুত করে কাবুলসহ আফগানিস্তানের অধিকাংশ অঞ্চল দখলে নেওয়ার তিন সপ্তাহেরও বেশি সময় পরে সরকার গঠন করল সংগঠনটি।

৩৩ সদস্যের এই সরকারে প্রধানমন্ত্রী হয়েছেন তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ ওমরের ঘনিষ্ঠ ও আন্দোলনের অন্যতম সংগঠক মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ। ১৯৯৬ থেকে ২০২১ পর্যন্ত উপ পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা হাসান জাতিসংঘের কালো তালিকাভুক্ত। মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন হাক্কানি জঙ্গি গোষ্ঠীর নেতা সিরাজউদ্দিন হাক্কানি। তিনিও এফবিআই-এর ওয়ান্টেড তালিকায় ছিলেন। এর বাইরেও শুধু পুরুষ এবং গত দুই দশকে মার্কিন বাহিনীর ওপর হামলায় নেতৃত্ব দেওয়া বয়োজ্যেষ্ঠ তালেবান নেতাদের নিয়েই গঠিত হয়েছে এ মন্ত্রিসভা।

তালেবান নেতারা এরই মধ্যে বহুবার বলেছে তারা একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করতে চায়। তবে নারীবিহীন মন্ত্রিসভা তাঁদের এ বক্তব্যের স্পষ্ট ব্যত্যয়। এমন চললে দেশে আর্থিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া খুব সহজ হবে না বলে মনে করেন বিশেষজ্ঞরা।

মন্ত্রীরা ইসলামি আইন বাস্তবায়ন চায়
তালেবান সরকারের শীর্ষ নেতা মাওলানা হাইবাতুল্লা আখুনজাদার এক বিবৃতিতে বলা হয়, সরকার শরিয়া বহাল রাখবে। তাঁরা চায় 'প্রতিবেশী ও অন্যান্য দেশের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও মিথস্ক্রিয়ার ভিত্তিতে শক্তিশালী ও সুস্থ সম্পর্ক বজায় রাখা। তবে আখুনজাদা কখনো প্রকাশ্যে আসেননি। গত মাসে তালেবান বাহিনী কাবুল দখলে নেওয়ার পর এই প্রথম তার কাছ থেকে বার্তা এসেছে।

সম্প্রতি তুলনামূলকভাবে মধ্যপন্থী কিছু তালিবান ব্যক্তিত্ব এবং তাঁদের কট্টর সমর্থকদের মধ্যে সংঘর্ষের পর তাঁর নিয়োগকে একটি সমঝোতা হিসেবে দেখা হচ্ছে।

মার্কিন সন্ত্রাসবাদী তালিকার একজন স্বরাষ্ট্রমন্ত্রী
মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রীর নাম সিরাজউদ্দিন হাক্কানি। তিনি হাক্কানি নেটওয়ার্ক নামে পরিচিত জঙ্গি গোষ্ঠীর প্রধান। ২০১৬ সালে কাবুলে ট্রাক বোমা বিস্ফোরণে ১৫০ জনেরও বেশি মানুষকে হত্যার ঘটনায় তাঁকে দায়ী করা হয়। এই হাক্কানি নেটওয়ার্ককে যুক্তরাষ্ট্র একটি বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। এটি আল-কায়েদার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখে।

এফবিআইয়ের প্রোফাইলের বরাত দিয়ে বিবিসি জানায়, ২০০৮ সালে কাবুলের একটি হোটেলে হামলার ঘটনায় একজন আমেরিকান নাগরিকসহ ছয়জনকে হত্যা করে। এ ঘটনায়ও সিরাজউদ্দীন হাক্কানিকে দায়ী করা হয়। তিনি আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাইকে হত্যার চেষ্টার পরিকল্পনায়ও জড়িত ছিলেন।"

এ ছাড়া, ২০১১ সালের ১২ সেপ্টেম্বর কাবুলে মার্কিন দূতাবাস এবং কাছাকাছি ন্যাটো ঘাঁটিতে হামলার জন্যও হাক্কানি নেটওয়ার্ককে দায়ী করা হয়। সেই হামলায় চারজন পুলিশ কর্মকর্তা এবং চারজন বেসামরিক লোক নিহত হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত