মিয়ানমারের কাচিন রাজ্যে জান্তা বাহিনীর কাছ থেকে দুই দিনে অন্তত ৯টি ঘাঁটি কেড়ে নেওয়ার দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি (কেআইএ) ও এর মিত্ররা। কাচিনের ওয়াইংমও ও মমৌক শহরে এসব ঘাঁটি অবস্থিত। মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত সপ্তাহের বৃহস্পতিবার কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি, পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ), আরাকান আর্মি ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠী যৌথভাবে আক্রমণ চালিয়ে ওয়াইংমও শহরে অবস্থিত কেআইএ-এর আঞ্চলিক হেডকোয়ার্টারের কাছাকাছি অবস্থিত নাফাও ও পাজাও বাম গ্রামের একটি বড় সেনা ঘাঁটি দখল করে নিয়েছে জান্তা বাহিনীর কাছ থেকে।
কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি জানিয়েছে, এ ছাড়া পাজাও বাম গ্রাম ও পার্শ্ববর্তী লিয়াজা শহরের মাঝামাঝি আরও অন্তত ৫টি জান্তা ঘাঁটি দখল করে নিয়েছে বিদ্রোহীরা। গত বৃহস্পতিবার নুমলাং গ্রামে অবস্থিত ৪৩৫-লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নের সদর দপ্তর ও মোমাউক টাউনশিপের নাউং কাউন গ্রামের ৬১৬ আর্টিলারি ব্যাটালিয়নের ঘাঁটি দখল করে নিয়েছে বিদ্রোহীরা।
এ ছাড়া, গুরুত্বপূর্ণ মহাসড়ক মিতকিয়ান-ভামোর দায়িত্বে নিয়োজিত জান্তা বাহিনীর ৪৩৮-ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নের ঘাঁটিও দখল করে নিয়েছে। লিয়াজা শহরের অবস্থিত কাচিন ইন্ডিপেনডেন্স আর্মির খুব কাছাকাছি অবস্থিত। বিগত দুই দশক ধরে কাচিন বিদ্রোহীদের এই হেডকোয়ার্টারটিকে ঘিরে রেখেছিল জান্তা বাহিনী। চলতি সপ্তাহের শনিবার সকালে জান্তা বাহিনীর ৩৭০ আর্টিলারি ব্যাটালিয়নকে হারিয়ে দেয় বিদ্রোহীরা।
এর আগে, কেআইএ ও এর মিত্ররা গত ৮ মার্চ ডাউথপোনিয়ান শহরে জান্তা বাহিনীর পদাতিক ব্যাটালিয়ন-১৪২ এর সদর দপ্তর ও ১৫ মার্চ মোমাউক টাউনশিপের দাসাই গ্রামের কাছে পদাতিক ব্যাটালিয়ন-২৩৭ সদর দপ্তর দখল করে নেয়।
মিয়ানমারের কাচিন রাজ্যে জান্তা বাহিনীর কাছ থেকে দুই দিনে অন্তত ৯টি ঘাঁটি কেড়ে নেওয়ার দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি (কেআইএ) ও এর মিত্ররা। কাচিনের ওয়াইংমও ও মমৌক শহরে এসব ঘাঁটি অবস্থিত। মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত সপ্তাহের বৃহস্পতিবার কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি, পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ), আরাকান আর্মি ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠী যৌথভাবে আক্রমণ চালিয়ে ওয়াইংমও শহরে অবস্থিত কেআইএ-এর আঞ্চলিক হেডকোয়ার্টারের কাছাকাছি অবস্থিত নাফাও ও পাজাও বাম গ্রামের একটি বড় সেনা ঘাঁটি দখল করে নিয়েছে জান্তা বাহিনীর কাছ থেকে।
কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি জানিয়েছে, এ ছাড়া পাজাও বাম গ্রাম ও পার্শ্ববর্তী লিয়াজা শহরের মাঝামাঝি আরও অন্তত ৫টি জান্তা ঘাঁটি দখল করে নিয়েছে বিদ্রোহীরা। গত বৃহস্পতিবার নুমলাং গ্রামে অবস্থিত ৪৩৫-লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নের সদর দপ্তর ও মোমাউক টাউনশিপের নাউং কাউন গ্রামের ৬১৬ আর্টিলারি ব্যাটালিয়নের ঘাঁটি দখল করে নিয়েছে বিদ্রোহীরা।
এ ছাড়া, গুরুত্বপূর্ণ মহাসড়ক মিতকিয়ান-ভামোর দায়িত্বে নিয়োজিত জান্তা বাহিনীর ৪৩৮-ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নের ঘাঁটিও দখল করে নিয়েছে। লিয়াজা শহরের অবস্থিত কাচিন ইন্ডিপেনডেন্স আর্মির খুব কাছাকাছি অবস্থিত। বিগত দুই দশক ধরে কাচিন বিদ্রোহীদের এই হেডকোয়ার্টারটিকে ঘিরে রেখেছিল জান্তা বাহিনী। চলতি সপ্তাহের শনিবার সকালে জান্তা বাহিনীর ৩৭০ আর্টিলারি ব্যাটালিয়নকে হারিয়ে দেয় বিদ্রোহীরা।
এর আগে, কেআইএ ও এর মিত্ররা গত ৮ মার্চ ডাউথপোনিয়ান শহরে জান্তা বাহিনীর পদাতিক ব্যাটালিয়ন-১৪২ এর সদর দপ্তর ও ১৫ মার্চ মোমাউক টাউনশিপের দাসাই গ্রামের কাছে পদাতিক ব্যাটালিয়ন-২৩৭ সদর দপ্তর দখল করে নেয়।
যুক্তরাষ্ট্রে থাকাকালীন ২০২২ সালের ২২ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করে রাশিয়া। কসেনিয়া এই দিনেই একটি ইউক্রেনীয় দাতব্য সংস্থায় ৫১ ডলার (৩৯ পাউন্ড) দান করেছিলেন। রাশিয়ান ফেডারেশনের ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) তাঁকে ইউক্রেনীয় সামরিক বাহিনীকে অস্ত্র সরবরাহকারী...
১৮ মিনিট আগেসুদানের ভারপ্রাপ্ত বিচারমন্ত্রী মুয়াওইয়া ওসমান আদালতে বলেন, আরব আমিরাতের সমর্থন ও মদদে র্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ) ও তাদের মিত্র আরব মিলিশিয়া বাহিনী ২০২৩ সালে পশ্চিম দারফুরে মাসালিত গোত্রের বিরুদ্ধে সংঘটিত গণহত্যায় জড়িত ছিল। তিনি আদালতকে আমিরাতের এই সহায়তা বন্ধে জরুরি ব্যবস্থা নিতে অনুরোধ করেন।
৩ ঘণ্টা আগেসাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও মিশেল ওবামার বিবাহবিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছিল কয়েক মাস ধরেই। বিষয়টি নিয়ে সাবেক প্রেসিডেন্ট বা ফার্স্ট লেডি কাউকে কথা বলতে শোনা যায়নি। তবে সম্প্রতি এক পডকাস্টে নিজে থেকেই বিষয়টি সামনে আনেন মিশেল ওবামা। অভিনেত্রী সোফিয়া বুশের উপস্থাপনায় ‘ওয়ার্ক ইন প্রগ্রেস’...
৭ ঘণ্টা আগেইসরায়েলি আগ্রাসনে আহত ফিলিস্তিনিদের আশ্রয় দেবে ইন্দোনেশিয়া। গতকাল বুধবার সাংবাদিকদের এ কথা জানান দেশটির প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। তিনি জানান, প্রথম ধাপে এই সংখ্যা হাজারখানেক হতে পারে। তিনি বলেন, ‘ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনে আহতদের অস্থায়ীভাবে আশ্রয় দিতে প্রস্তুত ইন্দোনেশিয়া।’
৭ ঘণ্টা আগে