সিঙ্গাপুরের ৮ বছর বয়সী এক বালক কোনো গ্র্যান্ডমাস্টারকে হারানো সর্বকনিষ্ঠ দাবা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছে। গত রোববার সুইজারল্যান্ডের ‘বার্গডর্ফার স্ট্যাডথাউস’ ওপেনে ৩ ঘণ্টার লড়াই শেষে ৮ বছর ৬ মাস বয়সী অশ্বথ কৌশিক ৩৭ বছর বয়সী পোলিশ গ্র্যান্ডমাস্টার জ্যাসেক স্টোপাকে পরাজিত করেন।
এ বিষয়ে আজ মঙ্গলবার দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, কৌশিক মাত্র কয়েক দিন আগেই সার্বিয়ার লিওনিড ইভানোভিচের করা রেকর্ডটি ভেঙে ফেলেছে। মাত্র এক সপ্তাহ আগেই লিউনিড ৮ বছর ১১ মাস বয়সে ৫৯ বছর বয়সী বুলগেরিয়ান গ্র্যান্ডমাস্টার মিলকো পপচেভকে পরাজিত করেছিল।
প্রতিবেদনে বলা হয়েছে, কৌশিক একজন ভারতীয়। সাত বছর আগে পরিবারের সঙ্গে সে সিঙ্গাপুরে চলে গিয়েছিল। বিজয়ের পর সিঙ্গাপুর স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে কৌশিক বলেছে, ‘বোর্ডে প্রথমবারের মতো কোনো গ্র্যান্ডমাস্টারকে হারানোর অনুভূতি খুবই রোমাঞ্চকর, একই সঙ্গে আশ্চর্যজনক। তাই আমি নিজেকে নিয়ে খুব গর্বিত।’
চেস ডটকমের মতে, প্রতিযোগিতামূলক দাবায় সাম্প্রতিক সময়ে কম বয়সী এমনকি শিশুরা অসাধারণ ফলাফল দেখাচ্ছে। বিষয়টি মহামারির জন্য হতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ এই সময়টিতে বাড়ির ভেতরে অবস্থান করে দাবায় ডুব দিয়েছিল অসংখ্য শিশু।
গত রোববার কৌশিক তার প্রতিদ্বন্দ্বী জ্যাসেক স্টোপার সঙ্গে প্রথম তিনটি গেমে জয় পায়। কিন্তু পরের খেলায় ব্রিটিশ খেলোয়াড় হ্যারি গ্রিভের কাছে সে হেরে যায়। ২৩ বছর বয়সী হ্যারি গ্রিভ ২০২২ সালে ব্রিটিশ দাবা চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন।
হ্যারি গ্রিভের কাছে হেরে গেলেও কৌশিকের কৃতিত্বে খুশি তার পরিবার। তার মা রোহিনী রামচন্দ্রন জানিয়েছেন, মাত্র চার বছর বয়সেই দাবা খেলার সঙ্গে পরিচয় ঘটেছিল কৌশিকের। কিন্তু দাবা খেলা শেখার মাস দুয়েকের মধ্যেই সে তার বাবা-মা সহ পরিবারের অন্য সদস্যদেরও যখন-তখন হারিয়ে দিতে পারত।
সিঙ্গাপুরের ৮ বছর বয়সী এক বালক কোনো গ্র্যান্ডমাস্টারকে হারানো সর্বকনিষ্ঠ দাবা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছে। গত রোববার সুইজারল্যান্ডের ‘বার্গডর্ফার স্ট্যাডথাউস’ ওপেনে ৩ ঘণ্টার লড়াই শেষে ৮ বছর ৬ মাস বয়সী অশ্বথ কৌশিক ৩৭ বছর বয়সী পোলিশ গ্র্যান্ডমাস্টার জ্যাসেক স্টোপাকে পরাজিত করেন।
এ বিষয়ে আজ মঙ্গলবার দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, কৌশিক মাত্র কয়েক দিন আগেই সার্বিয়ার লিওনিড ইভানোভিচের করা রেকর্ডটি ভেঙে ফেলেছে। মাত্র এক সপ্তাহ আগেই লিউনিড ৮ বছর ১১ মাস বয়সে ৫৯ বছর বয়সী বুলগেরিয়ান গ্র্যান্ডমাস্টার মিলকো পপচেভকে পরাজিত করেছিল।
প্রতিবেদনে বলা হয়েছে, কৌশিক একজন ভারতীয়। সাত বছর আগে পরিবারের সঙ্গে সে সিঙ্গাপুরে চলে গিয়েছিল। বিজয়ের পর সিঙ্গাপুর স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে কৌশিক বলেছে, ‘বোর্ডে প্রথমবারের মতো কোনো গ্র্যান্ডমাস্টারকে হারানোর অনুভূতি খুবই রোমাঞ্চকর, একই সঙ্গে আশ্চর্যজনক। তাই আমি নিজেকে নিয়ে খুব গর্বিত।’
চেস ডটকমের মতে, প্রতিযোগিতামূলক দাবায় সাম্প্রতিক সময়ে কম বয়সী এমনকি শিশুরা অসাধারণ ফলাফল দেখাচ্ছে। বিষয়টি মহামারির জন্য হতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ এই সময়টিতে বাড়ির ভেতরে অবস্থান করে দাবায় ডুব দিয়েছিল অসংখ্য শিশু।
গত রোববার কৌশিক তার প্রতিদ্বন্দ্বী জ্যাসেক স্টোপার সঙ্গে প্রথম তিনটি গেমে জয় পায়। কিন্তু পরের খেলায় ব্রিটিশ খেলোয়াড় হ্যারি গ্রিভের কাছে সে হেরে যায়। ২৩ বছর বয়সী হ্যারি গ্রিভ ২০২২ সালে ব্রিটিশ দাবা চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন।
হ্যারি গ্রিভের কাছে হেরে গেলেও কৌশিকের কৃতিত্বে খুশি তার পরিবার। তার মা রোহিনী রামচন্দ্রন জানিয়েছেন, মাত্র চার বছর বয়সেই দাবা খেলার সঙ্গে পরিচয় ঘটেছিল কৌশিকের। কিন্তু দাবা খেলা শেখার মাস দুয়েকের মধ্যেই সে তার বাবা-মা সহ পরিবারের অন্য সদস্যদেরও যখন-তখন হারিয়ে দিতে পারত।
চলমান এই বাণিজ্যযুদ্ধে কোন দেশ প্রথম পিছু হটবে, তা বিশ্লেষণ করার জন্য মার্কিন সংবাদমাধ্যম সিএনএন যুক্তরাষ্ট্র থেকে চীন কী কী আমদানি করে, তা নিয়ে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন তৈরি করেছে। সিএনএন দেখেছে, যুক্তরাষ্ট্রের বিকল্প হিসেবে চীন কীভাবে অন্য দেশ থেকে এসব পণ্য আমদানি করে তাদের চাহিদা পূরণ করতে
৩৭ মিনিট আগেইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর সুমিতে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩২ জন নিহত ও ৮৪ জন আহত হয়েছেন বলে দাবি করেছে কিয়েভ। রোববার সকালে পাম সানডে (খ্রিষ্টানদের পবিত্র সপ্তাহের প্রথম দিন) উপলক্ষে সুমির একটি চার্চে স্থানীয়রা সমবেত হচ্ছিলেন। ঠিক তখনই (স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটের
৩ ঘণ্টা আগেভ্রমণকারীদের ভোটে নির্বাচিত বিশ্বের সেরা ১০০টি বিমানবন্দরের তালিকায় এশিয়ার আধিপত্য দেখা গেছে। সেরা ১০টি বিমানবন্দরের মধ্যে ছয়টিই এশিয়ার। তবে এই তালিকায় দক্ষিণ এশিয়ার দুটি বিমানবন্দর স্থান পেলেও বাংলাদেশের কোনো বিমানবন্দর জায়গা করে নিতে পারেনি।
৪ ঘণ্টা আগেপাকিস্তান থেকে দেড় লাখ শ্রমিক নেবে পূর্ব ইউরোপের দেশ বেলারুশ। দেশটি সফরকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গত শুক্রবার এই কথা জানিয়েছে। তিনি বলেছেন, বেলারুশ ১ লাখ ৫০ হাজারের বেশি তরুণ, উচ্চ দক্ষতাসম্পন্ন পাকিস্তানি কর্মীকে তাদের দেশে জাতি গঠনে সাহায্য করার জন্য আমন্ত্রণ জানিয়েছে। পাকিস্তানি
৫ ঘণ্টা আগে