Ajker Patrika

সমুদ্রে ভাসছিল ১০২ রোহিঙ্গা, উদ্ধার করল শ্রীলঙ্কার নৌবাহিনী

ছবি: এপি
ছবি: এপি

একটি নৌকার মধ্যে সমুদ্রে ভাসমান অবস্থায় ১০২ জনকে উদ্ধার করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী। ধারণা করা হচ্ছে, তাঁরা সবাই রোহিঙ্গা শরণার্থী। একটি মাছ ধরার ট্রলারে শ্রীলঙ্কার উত্তর উপকূলে তাঁদের পাওয়া যায়।

শুক্রবার শ্রীলঙ্কার নৌবাহিনীর মুখপাত্র গায়ান বিক্রমসুরিয়া এই তথ্য জানান।

লঙ্কান কর্তৃপক্ষের বরাত দিয়ে অ্যাসোসিয়েট প্রেস (এপি) জানিয়েছে, গত বৃহস্পতিবার শ্রীলঙ্কার উত্তরের উপকূলে ওই ট্রলারটিকে জেলেরাই প্রথমে দেখতে পেয়েছিলেন। ট্রলারে ২৫ শিশু এবং ৩০ নারীসহ ১০২ জন ছিলেন। পরে নৌবাহিনীর জাহাজ তাদেরকে শ্রীলঙ্কার পূর্ব উপকূলের নৌঘাঁটিতে নিয়ে আসে। সেখানেই তাঁদের প্রাথমিক চিকিৎসা, খাদ্য ও পানীয় সরবরাহ করা হয়।

নৌবাহিনীর মুখপাত্র বিক্রমসুরিয়া জানান, ভাষাগত সমস্যার কারণে তারা নিশ্চিত হতে পারেননি, নৌকার মধ্যে থাকা মানুষেরা রোহিঙ্গা কিনা। তবে নৌবাহিনীর ধারণা, তাঁরা মিয়ানমার থেকেই এসেছে।

এর আগে ২০২২ সালেও শ্রীলঙ্কার নৌবাহিনী একইভাবে ১০০ রোহিঙ্গা শরণার্থীকে উদ্ধার করেছিল। শ্রীলঙ্কার জলসীমায় ভাসছিল তাঁরা।

মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠী দীর্ঘদিন ধরেই মিয়ানমারে ব্যাপক বৈষম্যের শিকার। তাদের বেশির ভাগকেই নাগরিকত্ব দেওয়া হয় না।

২০১৭ সালে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর এক নৃশংস দমন অভিযানের ফলে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়। ওই অভিযানের সময় গণধর্ষণ ও গণহত্যার অভিযোগ ওঠে। বর্তমানে ১০ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে শরণার্থী হিসেবে বসবাস করছে।

বাংলাদেশের শরণার্থীশিবিরগুলোর অতিরিক্ত জনসংখ্যা ও কষ্টকর পরিবেশ থেকে পালানোর জন্য হাজারো রোহিঙ্গা প্রতিবেশী দেশগুলোতে পাড়ি দেওয়ার চেষ্টা করছে। নভেম্বর থেকে ইন্দোনেশিয়ায় রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দেশটি আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত