রক্তক্ষয়ী সংঘর্ষ শেষে কাজাখস্তানের পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। স্বাভাবিক জীবনে ফিরেছে সেখানকার মানুষ। তবে ব্যাপক ধরপাকড় ও মারধরের স্মৃতি এখনো তাড়া করে বেড়াচ্ছে আন্দোলনকারীদের। আন্দোলনকারীদের অভিযোগ, ইউনিফর্ম পরিহিত সশস্ত্র ব্যক্তিরা কাজাখস্তানের হাসপাতালগুলোর ওয়ার্ডে ওয়ার্ডে তল্লাশি করেছিলেন। চিৎকার করে বলেছিলেন, গণ-আন্দোলনে আহত ব্যক্তিদের খোঁজ করছেন তাঁরা।
আজ শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে আহত আন্দোলনকারীদের সেই সময়ের দুর্বিষহ স্মৃতির কথা তুলে ধরেছে।
বিবিসি বলছে, সহিংসতার সময় গুলিবিদ্ধ হয়ে সে সময় হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন এক নারী। তিনি বলেন, ‘ইউনিফর্ম পরা লোকেরা হাসপাতালে আসেন। তাঁদের মধ্যে থাকা একজন চিৎকার করে বলেন, ফের প্রতিবাদ করলে মেরে ফেলা হবে।’
গুলিবিদ্ধ ওই নারী জানান, অস্ত্রধারী ব্যক্তিরা পুলিশের বিশেষ বাহিনী কিংবা নিরাপত্তা বাহিনীর সদস্য। সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া লোকদের খুঁজে খুঁজে গ্রেপ্তার করছিল তারা।
নিরাপত্তা বাহিনীর সদস্যরা গুলিবিদ্ধ ওই নারীকে তুলে নিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু তিনি এত বেশি আহত হয়েছিলেন যে হাঁটতেই পারছিলেন না।
আন্দোলনের সময়ের বর্ণনা দিতে গিয়ে গুলিবিদ্ধ ওই নারী বলেন, ‘পরিস্থিতি হঠাৎ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। গোলাগুলি ও স্টান গ্রেনেডের শব্দে চত্বর কেঁপে ওঠে। আমার পায়ে গুলি লাগে। পা থেকে রক্ত ঝরছিল। আমাকে একটি ট্রাকে করে হাসপাতালে নেওয়া হয়। আমার পায়ের ওপর আরও অনেকেই অচেতন হয়ে শুয়ে ছিল।’
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে জ্বালানির মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আন্দোলনে নামে কাজাখস্তানের মানুষ। সেই আন্দোলন রূপ নেয় সহিংসতায়। রক্তক্ষয়ী সংঘর্ষে ২২৫ জন প্রাণ হারান। গ্রেপ্তার করা হয় ১০ হাজার জনকে।
রক্তক্ষয়ী সংঘর্ষ শেষে কাজাখস্তানের পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। স্বাভাবিক জীবনে ফিরেছে সেখানকার মানুষ। তবে ব্যাপক ধরপাকড় ও মারধরের স্মৃতি এখনো তাড়া করে বেড়াচ্ছে আন্দোলনকারীদের। আন্দোলনকারীদের অভিযোগ, ইউনিফর্ম পরিহিত সশস্ত্র ব্যক্তিরা কাজাখস্তানের হাসপাতালগুলোর ওয়ার্ডে ওয়ার্ডে তল্লাশি করেছিলেন। চিৎকার করে বলেছিলেন, গণ-আন্দোলনে আহত ব্যক্তিদের খোঁজ করছেন তাঁরা।
আজ শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে আহত আন্দোলনকারীদের সেই সময়ের দুর্বিষহ স্মৃতির কথা তুলে ধরেছে।
বিবিসি বলছে, সহিংসতার সময় গুলিবিদ্ধ হয়ে সে সময় হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন এক নারী। তিনি বলেন, ‘ইউনিফর্ম পরা লোকেরা হাসপাতালে আসেন। তাঁদের মধ্যে থাকা একজন চিৎকার করে বলেন, ফের প্রতিবাদ করলে মেরে ফেলা হবে।’
গুলিবিদ্ধ ওই নারী জানান, অস্ত্রধারী ব্যক্তিরা পুলিশের বিশেষ বাহিনী কিংবা নিরাপত্তা বাহিনীর সদস্য। সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া লোকদের খুঁজে খুঁজে গ্রেপ্তার করছিল তারা।
নিরাপত্তা বাহিনীর সদস্যরা গুলিবিদ্ধ ওই নারীকে তুলে নিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু তিনি এত বেশি আহত হয়েছিলেন যে হাঁটতেই পারছিলেন না।
আন্দোলনের সময়ের বর্ণনা দিতে গিয়ে গুলিবিদ্ধ ওই নারী বলেন, ‘পরিস্থিতি হঠাৎ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। গোলাগুলি ও স্টান গ্রেনেডের শব্দে চত্বর কেঁপে ওঠে। আমার পায়ে গুলি লাগে। পা থেকে রক্ত ঝরছিল। আমাকে একটি ট্রাকে করে হাসপাতালে নেওয়া হয়। আমার পায়ের ওপর আরও অনেকেই অচেতন হয়ে শুয়ে ছিল।’
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে জ্বালানির মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আন্দোলনে নামে কাজাখস্তানের মানুষ। সেই আন্দোলন রূপ নেয় সহিংসতায়। রক্তক্ষয়ী সংঘর্ষে ২২৫ জন প্রাণ হারান। গ্রেপ্তার করা হয় ১০ হাজার জনকে।
যুক্তরাজ্যের সর্বোচ্চ আদালত জানিয়েছেন, সমতা নিশ্চিতের জন্য তৈরি করা ব্রিটিশ আইনে ‘নারী’ তারাই যাদের ‘জৈবিক লিঙ্গ নারী’ অর্থাৎ যারা শারীরিকভাবে নারী। তবে আদালত বলেছেন, এই রায়ে ট্রান্সজেন্ডাররা কোনো সমস্যায় পড়বেন না। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগেভারতের রাজস্থান রাজ্যের মাউন্ট আবুর দিলওয়ারা জৈন মন্দিরে তুলকালাম কাণ্ড ঘটিয়েছেন এক মধ্যবয়সী। গোপনে মন্দিরে আসা তরুণীর পায়ের ছবি তুলেছেন ওই ব্যক্তি। ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়ার পর সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে, এক তরুণী অভিযুক্ত ব্যক্তিকে কঠোর ভাষায় ভর্ৎসনা করছেন। তরুণীর এক বন্ধু ঘটনার
১ ঘণ্টা আগেভারতের সেভেন সিস্টার্স খ্যাত উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যে আলাদাভাবে বিনিয়োগ টানতে বিশেষ বিনিয়োগ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে দিল্লি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণম জয়শঙ্কর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, সময়ের সঙ্গে উত্তর-পূর্ব ভারতের গুরুত্ব বাড়তে থাকবে। ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া
৩ ঘণ্টা আগেচীনের ওপর শুল্কের পরিমাণ আরও বাড়িয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর আরোপ করা বাড়তি শুল্কের কারণে চীনের ওপর এখন মার্কিন শুল্কের পরিমাণ দাঁড়িয়েছে ২৪৫ শতাংশে। মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসের এক ঘোষণা থেকে এ তথ্য জানা গেছে...
৪ ঘণ্টা আগে