ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক সাক্ষাৎকারে গিয়ে ক্যামেরার সামনে চোখের পানি ফেলেছেন। মূলত, সাক্ষাৎকারের একপর্যায়ে মায়ের স্মৃতিচারণ করতে গিয়ে কেঁদে ফেলেন তিনি। এ সময়ই তিনি তাঁর দুর্বলতার কথাও জানান। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউকে এই সাক্ষাৎকার দেন তিনি, যা গত সোমবার প্রচারিত ও প্রকাশিত হয়।
মোদি বলেন, ‘আমি যখন বিজেপির সঙ্গে জাতীয় পর্যায়ে কাজ করার পর গুজরাটের মুখ্যমন্ত্রী হলাম, তখন আমার মা খুবই খুশি হয়েছিলেন। সেদিন তিনি আমাকে বলেছিলেন, দেখ ভাই—আমার সামনে ওয়াদা কর, প্রথমত তুই গরিবের কল্যাণে কাজ করবি এবং দ্বিতীয়ত কখনোই ঘুষ নিবি না।’ এ সময় তাঁর চোখ অশ্রুসিক্ত হয়ে ওঠে।
গরিবের কল্যাণে কাজ করার বিষয়টি নিয়ে মোদি বলেন, ‘আপনি এটাকে আমার দুর্বলতা বা যা খুশি বলতে পারেন। কিন্তু গরিব-দুঃখীদের কথা উঠলেই আমি আবেগপ্রবণ হয়ে উঠি এবং এটি আমার দুর্বলতা। পরে নিজের লোকসভা আসন বারানসি ও গঙ্গা নদীর সঙ্গে তাঁর বন্ধনের কথা বলতে গিয়ে মোদির চোখ আরও দুবার অশ্রুসিক্ত হয়ে ওঠে।
বারানসি প্রসঙ্গে মোদি বলেন, ‘বারানসির সঙ্গে আমার যেন মা-ছেলের সম্পর্ক। একই সম্পর্ক কাশীর সঙ্গে।’ এ সময় তিনি অশ্রুসিক্ত হয়ে পড়েন। গঙ্গা নদীর সঙ্গে মোদি তাঁর আত্মিক সম্পর্কের ইঙ্গিত দিয়ে বলেন, ‘বারানসির সঙ্গে আমার বিশেষ সংযোগ আছে। ২০১৪ সালের নির্বাচনের সময় আমার প্রার্থিতা শেষ মুহূর্তে ঘোষণা করা হয়েছিল। সেবার আমি কাশীতে মনোনয়নপত্র দাখিলের আনুষ্ঠানিকতা শেষ করে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছিলাম।’
মোদি আরও বলেন, ‘তখন আমি সেখানে বলেছিলাম, আমি নিজে এখানে আসিনি বা কেউই আমাকে এখানে পাঠায়নি। আমি এখানে এসেছি মা গঙ্গার ডাকে। আজ ১০ বছর পর আমি আবারও বলতে পারি... (দীর্ঘ বিরতি) মা গঙ্গা আমাকে দত্তক নিয়েছেন।’ এই পর্যায়ে তিনি আবারও অশ্রুসিক্ত হয়ে ওঠেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক সাক্ষাৎকারে গিয়ে ক্যামেরার সামনে চোখের পানি ফেলেছেন। মূলত, সাক্ষাৎকারের একপর্যায়ে মায়ের স্মৃতিচারণ করতে গিয়ে কেঁদে ফেলেন তিনি। এ সময়ই তিনি তাঁর দুর্বলতার কথাও জানান। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউকে এই সাক্ষাৎকার দেন তিনি, যা গত সোমবার প্রচারিত ও প্রকাশিত হয়।
মোদি বলেন, ‘আমি যখন বিজেপির সঙ্গে জাতীয় পর্যায়ে কাজ করার পর গুজরাটের মুখ্যমন্ত্রী হলাম, তখন আমার মা খুবই খুশি হয়েছিলেন। সেদিন তিনি আমাকে বলেছিলেন, দেখ ভাই—আমার সামনে ওয়াদা কর, প্রথমত তুই গরিবের কল্যাণে কাজ করবি এবং দ্বিতীয়ত কখনোই ঘুষ নিবি না।’ এ সময় তাঁর চোখ অশ্রুসিক্ত হয়ে ওঠে।
গরিবের কল্যাণে কাজ করার বিষয়টি নিয়ে মোদি বলেন, ‘আপনি এটাকে আমার দুর্বলতা বা যা খুশি বলতে পারেন। কিন্তু গরিব-দুঃখীদের কথা উঠলেই আমি আবেগপ্রবণ হয়ে উঠি এবং এটি আমার দুর্বলতা। পরে নিজের লোকসভা আসন বারানসি ও গঙ্গা নদীর সঙ্গে তাঁর বন্ধনের কথা বলতে গিয়ে মোদির চোখ আরও দুবার অশ্রুসিক্ত হয়ে ওঠে।
বারানসি প্রসঙ্গে মোদি বলেন, ‘বারানসির সঙ্গে আমার যেন মা-ছেলের সম্পর্ক। একই সম্পর্ক কাশীর সঙ্গে।’ এ সময় তিনি অশ্রুসিক্ত হয়ে পড়েন। গঙ্গা নদীর সঙ্গে মোদি তাঁর আত্মিক সম্পর্কের ইঙ্গিত দিয়ে বলেন, ‘বারানসির সঙ্গে আমার বিশেষ সংযোগ আছে। ২০১৪ সালের নির্বাচনের সময় আমার প্রার্থিতা শেষ মুহূর্তে ঘোষণা করা হয়েছিল। সেবার আমি কাশীতে মনোনয়নপত্র দাখিলের আনুষ্ঠানিকতা শেষ করে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছিলাম।’
মোদি আরও বলেন, ‘তখন আমি সেখানে বলেছিলাম, আমি নিজে এখানে আসিনি বা কেউই আমাকে এখানে পাঠায়নি। আমি এখানে এসেছি মা গঙ্গার ডাকে। আজ ১০ বছর পর আমি আবারও বলতে পারি... (দীর্ঘ বিরতি) মা গঙ্গা আমাকে দত্তক নিয়েছেন।’ এই পর্যায়ে তিনি আবারও অশ্রুসিক্ত হয়ে ওঠেন।
আদালতে প্রধান বিচারপতি কেন্দ্র সরকারকে জিজ্ঞাসা করেন, ‘হিন্দু দেবোত্তর বোর্ডের সদস্য হিসেবে কোনো মুসলিমকে সদস্য হতে দেবে সরকার? খোলাখুলি বলুন। যদি না দেয়, তবে ওয়াক্ফ বোর্ডে হিন্দু কেন?’ তিনি আরও বলেন, এই আইন নিয়ে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা হচ্ছে, এটি ‘খুবই উদ্বেগজনক’।
১৬ মিনিট আগেচীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুইঝৌ প্রদেশে নির্মাণাধীন হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন সেতুটি চলতি বছরের জুনে চালু হবে। নদীর পানিস্তর থেকে সেতুটি প্রায় ২ হাজার ৫১ ফুট ওপরে থাকবে। বর্তমানে বিশ্বের সবচেয়ে উঁচু সেতু ফ্রান্সের মিলাউ ভায়াডাক্টের চেয়ে এই সেতুটি প্রায় ৯৪৭ ফুট বেশি উঁচু হবে।
১ ঘণ্টা আগেপেরুর সাবেক প্রেসিডেন্ট ওলান্তা হুমালা ও তাঁর স্ত্রী নাদিন হেরেদিয়াকে অর্থপাচারের দায়ে দোষী সাব্যস্ত করে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন রাজধানী লিমার একটি আদালত। আদালতের রায়ে বলা হয়েছে, ২০০৬ ও ২০১১ সালের নির্বাচনী প্রচার চালানোর জন্য হুমালা ভেনেজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ এবং ব্রাজিলের
২ ঘণ্টা আগেজার্মানির বার্লিনে প্যালিয়েটিভ কেয়ারে নিযুক্ত এক চিকিৎসকের বিরুদ্ধে ১৫ জন রোগীকে হত্যার অভিযোগে হত্যা মামলা দায়ের করা হয়েছে। ৪০ বছর বয়সী এই চিকিৎসক মারাত্মক ওষুধের মিশ্রণ ব্যবহার করে ওই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছেন বলে অভিযোগ।
২ ঘণ্টা আগে