Ajker Patrika

ভারতে মহাসড়কে ভুল পথে ঢুকে পড়ল গাড়ি, প্রাণ গেল ৬ জনের

অনলাইন ডেস্ক
আপডেট : ২৯ জুন ২০২৪, ১২: ৪০
ভারতে মহাসড়কে ভুল পথে ঢুকে পড়ল গাড়ি, প্রাণ গেল ৬ জনের

ভারতের মহারাষ্ট্রের মুম্বাই-নাগপুর মহাসড়কে ভুল দিক থেকে একটি গাড়ি ঢুকে পড়ায় ভয়াবহ সংঘর্ষে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত চারজন। গতকাল শুক্রবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

এনডিটিভির খবরে বলা হয়েছে, মুম্বাই থেকে ৪০০ কিলোমিটার দূরে মুম্বাই-নাগপুর জাতীয় মহাসড়কের—যা সমৃদ্ধি মহামার্গ বা সমৃদ্ধি এক্সপ্রেসওয়ে নামে পরিচিত—কদ্বনচি গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থল জালনা জেলায় অবস্থিত। 

স্থানীয় সময় রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মূলত জ্বালানি নেওয়ার পর সুজুকি ব্র‍্যান্ডের একটি সুইফট ডিজায়ার গাড়ি ভুল দিক থেকে মহাসড়কে প্রবেশ করলে দ্রুতবেগে আসা মারুতির এরটিগা মডেলের একটি গাড়িকে ধাক্কা দেয়। এরটিগা গাড়িটি নাগপুর থেকে মুম্বাই যাচ্ছিল। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংঘর্ষ এতটাই মারাত্মক ছিল যে এরটিগা বাতাসে উড়ে হাইওয়ের পাশের ব্যারিকেডের ওপর গিয়ে পড়ে। এ সময় গাড়িটি থেকে যাত্রীরা বের হয়ে রাস্তায় পড়ে যায়। আর সুইফট ডিজায়ার গাড়িটি দুমড়ে-মুচড়ে গিয়েছিল মারাত্মকভাবে। ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয় এবং তাদের রক্তাক্ত মরদেহ মহাসড়কে পড়ে থাকতে দেখা যায়। 

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় সমৃদ্ধি হাইওয়ে পুলিশ ও জালনা থানার পুলিশ। গাড়িগুলো সরানোর জন্য একটি ক্রেন আনা হয় দ্রুতই। আহতদের চিকিৎসার জন্য জালনা জেলা হাসপাতালে পাঠানো হয়। 

উল্লেখ্য, সমৃদ্ধি মহামার্গ মহারাষ্ট্রের আংশিক কার্যকর ছয় লেনবিশিষ্ট ৭০১ কিলোমিটার দীর্ঘ প্রবেশ নিয়ন্ত্রিত এক্সপ্রেসওয়ে। এটি মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই ও রাজ্যের তৃতীয় বৃহত্তম শহর নাগপুরের সংযোগকারী সড়ক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত