অনলাইন ডেস্ক
জমিজমার দলিল বিতরণের অনুষ্ঠানে গিয়ে এক নারীকে চড় মেরেছেন ভারতের কর্ণাটকের আবাসনমন্ত্রী ও বিজেপি নেতা ভি সোমান্না। গতকাল শনিবার চামরাজনগর জেলার হাঙ্গালা গ্রামে ঘটনাটি ঘটে। এরই মধ্যে চড়ের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।
ভাইরাল ভিডিওতে ভি সোমান্নাকে ওই নারীকে চড় মারতে দেখা যায়। তবে লাঞ্ছনার শিকার হলেও সঙ্গে সঙ্গে ভি সোমান্নার পায়ে স্পর্শ করে প্রণাম করেন ওই নারী।
আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, জমির দলিল না পেয়ে মন্ত্রীর সামনে ক্ষুব্ধ হয়ে ওঠেন নারী। আর এতেই গায়ে হাত তোলেন মন্ত্রী। পরে অবশ্য এ ঘটনার জন্য ক্ষমা চান তিনি।
এদিকে বিজেপি নেতার এমন কর্মকাণ্ডের জন্য তাকে বরখাস্তের দাবি জানিয়েছেন কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘অহংকার বিজেপির মন্ত্রীদের মাথায় উঠে গেছে।’
প্রধানমন্ত্রী ও বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, ‘বিজেপির ওই মন্ত্রী নিরীহ নারীকে চড় মেরে মাটিতে ফেলে দিয়েছেন। প্রধানমন্ত্রী লাল কেল্লা থেকে নারীদের সম্মানের কথা বলছেন। এইভাবেই কি আপনি ভারতের নারীদের সুরক্ষা দিচ্ছেন?’
ওই নারী বলেন, কর্ণাটক ভূমি রাজস্ব আইনের ৯৪ গ ধারা অনুযায়ী গ্রামীণ এলাকায় ১৭৫ জনকে জমির দলিল দেওয়ার কথা ছিল। কিন্তু রাজস্ব বিভাগের অধীনে একটি প্লট না পাওয়ার বিষয়ে মন্ত্রীকে বলতে গেলেই তিনি রেগে ওঠেন এবং চড় মারেন।
উল্লেখ্য, বিজেপি নেতাদের এমন কর্মকাণ্ড এবারই প্রথম নয় এর আগেও বিজেপি মন্ত্রীদের বিরুদ্ধে নারীদেরকে এমন লাঞ্ছিত করার অভিযোগ রয়েছে।
জমিজমার দলিল বিতরণের অনুষ্ঠানে গিয়ে এক নারীকে চড় মেরেছেন ভারতের কর্ণাটকের আবাসনমন্ত্রী ও বিজেপি নেতা ভি সোমান্না। গতকাল শনিবার চামরাজনগর জেলার হাঙ্গালা গ্রামে ঘটনাটি ঘটে। এরই মধ্যে চড়ের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।
ভাইরাল ভিডিওতে ভি সোমান্নাকে ওই নারীকে চড় মারতে দেখা যায়। তবে লাঞ্ছনার শিকার হলেও সঙ্গে সঙ্গে ভি সোমান্নার পায়ে স্পর্শ করে প্রণাম করেন ওই নারী।
আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, জমির দলিল না পেয়ে মন্ত্রীর সামনে ক্ষুব্ধ হয়ে ওঠেন নারী। আর এতেই গায়ে হাত তোলেন মন্ত্রী। পরে অবশ্য এ ঘটনার জন্য ক্ষমা চান তিনি।
এদিকে বিজেপি নেতার এমন কর্মকাণ্ডের জন্য তাকে বরখাস্তের দাবি জানিয়েছেন কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘অহংকার বিজেপির মন্ত্রীদের মাথায় উঠে গেছে।’
প্রধানমন্ত্রী ও বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, ‘বিজেপির ওই মন্ত্রী নিরীহ নারীকে চড় মেরে মাটিতে ফেলে দিয়েছেন। প্রধানমন্ত্রী লাল কেল্লা থেকে নারীদের সম্মানের কথা বলছেন। এইভাবেই কি আপনি ভারতের নারীদের সুরক্ষা দিচ্ছেন?’
ওই নারী বলেন, কর্ণাটক ভূমি রাজস্ব আইনের ৯৪ গ ধারা অনুযায়ী গ্রামীণ এলাকায় ১৭৫ জনকে জমির দলিল দেওয়ার কথা ছিল। কিন্তু রাজস্ব বিভাগের অধীনে একটি প্লট না পাওয়ার বিষয়ে মন্ত্রীকে বলতে গেলেই তিনি রেগে ওঠেন এবং চড় মারেন।
উল্লেখ্য, বিজেপি নেতাদের এমন কর্মকাণ্ড এবারই প্রথম নয় এর আগেও বিজেপি মন্ত্রীদের বিরুদ্ধে নারীদেরকে এমন লাঞ্ছিত করার অভিযোগ রয়েছে।
একজন বাক্প্রতিবন্ধী তরুণকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেছিলেন। কিন্তু সৎকারের জন্য চিতায় ওঠানোর ঠিক আগমুহূর্তে প্রাণ ফিরে পেয়েছেন রোহিতাশ! দুপুর ২টা নাগাদ চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য ফ্রিজিং করে রাখা হয়।
১ ঘণ্টা আগেউত্তর কোরিয়াকে তেল, ক্ষেপণাস্ত্র ও আর্থিক সহায়তা দিয়ে ইউক্রেন যুদ্ধের জন্য সৈন্য সহায়তা নিচ্ছে রাশিয়া। আজ শুক্রবার দক্ষিণ কোরিয়ার একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
১ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে ইসরায়েলের ‘‘শেষ এবং রাজনৈতিক মৃত্যু’ হিসাবে অভিহিত করেছে ইরান।
২ ঘণ্টা আগেভারতের মণিপুর রাজ্যে নতুন করে শুরু হওয়া সহিংসতার পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকার সেখানে আরও ১০ হাজার সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। মিয়ানমারের সীমান্তবর্তী ওই রাজ্যটিতে এ নিয়ে কেন্দ্রীয় বাহিনীর মোট ২৮৮টি কোম্পানি মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি।
৩ ঘণ্টা আগে