অনলাইন ডেস্ক
ভারতের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী ও বিজেপি নেতা গিরিরাজ সিং বলেছেন, ঝাড়খণ্ডে ক্ষমতাসীন জনমুক্তি মোর্চা (জিএমএম) ও কংগ্রেসের জোট সরকার রাজ্যের কতিপয় জেলাকে বাংলাদেশ এবং রাজ্যের রাজধানী রাঁচিতে পাকিস্তানের শহর করাচিতে পরিণত করার চেষ্টা করছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের এক দিন আগে কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাংসদ গিরিরাজ সিংয়ের এই মন্তব্য বিতর্কের সৃষ্টি করেছে। গতকাল মঙ্গলবার গিরিরাজ সিং বলেছেন, ‘হেমন্ত সরেনের নেতৃত্বে জোট সরকার রাঁচিকে করাচি এবং দুমকা, সাহেবগঞ্জ ও দেওঘরকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছে।’
বিহারের রাজধানীর পাটনা বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় গিরিরাজ সিং আরও বলেন, ‘বোরকা পরিহিতা নারীদের ভোট দেওয়ার আগে তাদের পরিচয় যাচাই করা উচিত।’ গিরিরাজ সিং বলেন, ‘বোরকা পরা নারীদের পরিচয় যাচাই করা উচিত। নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এটা জরুরি।’
এ সময় ভারতের কেন্দ্রীয় টেক্সটাইল মন্ত্রী গিরিরাজ সিং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে উদ্দেশ করে বলেন, ‘সমাজে ঘৃণা ছড়ানো এবং ভোটারদের সাম্প্রদায়িকভাবে বিভক্ত করার চেষ্টা করছে কংগ্রেস।’
গিরিরাজ সিং বলেন, ‘হেমন্ত সরেন এবং কংগ্রেস মিলে রাঁচিকে করাচিতে পরিণত করার চেষ্টা করছে। দুমকা, সাহেবগঞ্জ এবং দেওঘরকে বাংলাদেশে পরিণত করার পরিকল্পনা করছে। কংগ্রেস এবং তাদের সহযোগীরা আমাদের বিভক্ত করতে চায়। ভোটারদের নিজেদের সন্তানদের ভবিষ্যৎ এবং পরিবারের মহিলাদের সম্মান রক্ষার কথা ভেবে ভোট দিতে হবে।’
বিজেপির এই নেতা আরও অভিযোগ করেন, ‘ঝাড়খণ্ডে আইনশৃঙ্খলা রক্ষায় সরেন সরকার ব্যর্থ হয়েছে।’ সেই সঙ্গে তিনি আরও দাবি করেন, রাজ্যে হিন্দুদের জনসংখ্যা কমে যাচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, ‘সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় নেতারা সমাজে ঘৃণা ছড়াচ্ছেন।’
উল্লেখ্য, ঝাড়খণ্ড বিধানসভার নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আজ ২০ নভেম্বর। এই দফায় মোট ৩৮টি আসনে ভোটগ্রহণ হবে। প্রথম দফায় গত ১৩ নভেম্বর ৪৩টি আসনে ভোট হয়েছে।
ভারতের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী ও বিজেপি নেতা গিরিরাজ সিং বলেছেন, ঝাড়খণ্ডে ক্ষমতাসীন জনমুক্তি মোর্চা (জিএমএম) ও কংগ্রেসের জোট সরকার রাজ্যের কতিপয় জেলাকে বাংলাদেশ এবং রাজ্যের রাজধানী রাঁচিতে পাকিস্তানের শহর করাচিতে পরিণত করার চেষ্টা করছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের এক দিন আগে কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাংসদ গিরিরাজ সিংয়ের এই মন্তব্য বিতর্কের সৃষ্টি করেছে। গতকাল মঙ্গলবার গিরিরাজ সিং বলেছেন, ‘হেমন্ত সরেনের নেতৃত্বে জোট সরকার রাঁচিকে করাচি এবং দুমকা, সাহেবগঞ্জ ও দেওঘরকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছে।’
বিহারের রাজধানীর পাটনা বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় গিরিরাজ সিং আরও বলেন, ‘বোরকা পরিহিতা নারীদের ভোট দেওয়ার আগে তাদের পরিচয় যাচাই করা উচিত।’ গিরিরাজ সিং বলেন, ‘বোরকা পরা নারীদের পরিচয় যাচাই করা উচিত। নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এটা জরুরি।’
এ সময় ভারতের কেন্দ্রীয় টেক্সটাইল মন্ত্রী গিরিরাজ সিং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে উদ্দেশ করে বলেন, ‘সমাজে ঘৃণা ছড়ানো এবং ভোটারদের সাম্প্রদায়িকভাবে বিভক্ত করার চেষ্টা করছে কংগ্রেস।’
গিরিরাজ সিং বলেন, ‘হেমন্ত সরেন এবং কংগ্রেস মিলে রাঁচিকে করাচিতে পরিণত করার চেষ্টা করছে। দুমকা, সাহেবগঞ্জ এবং দেওঘরকে বাংলাদেশে পরিণত করার পরিকল্পনা করছে। কংগ্রেস এবং তাদের সহযোগীরা আমাদের বিভক্ত করতে চায়। ভোটারদের নিজেদের সন্তানদের ভবিষ্যৎ এবং পরিবারের মহিলাদের সম্মান রক্ষার কথা ভেবে ভোট দিতে হবে।’
বিজেপির এই নেতা আরও অভিযোগ করেন, ‘ঝাড়খণ্ডে আইনশৃঙ্খলা রক্ষায় সরেন সরকার ব্যর্থ হয়েছে।’ সেই সঙ্গে তিনি আরও দাবি করেন, রাজ্যে হিন্দুদের জনসংখ্যা কমে যাচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, ‘সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় নেতারা সমাজে ঘৃণা ছড়াচ্ছেন।’
উল্লেখ্য, ঝাড়খণ্ড বিধানসভার নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আজ ২০ নভেম্বর। এই দফায় মোট ৩৮টি আসনে ভোটগ্রহণ হবে। প্রথম দফায় গত ১৩ নভেম্বর ৪৩টি আসনে ভোট হয়েছে।
গাজায় যুদ্ধবিরতি চুক্তি আলোচনা শুরুর পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানালেন লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেম। আজ শনিবার ফিলিস্তিনিদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এই চুক্তি ইসরায়েলের বিরুদ্ধে অটল প্রতিরোধ গড়ে তোলার প্রমাণ। টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
২ ঘণ্টা আগেভারতের পশ্চিমবঙ্গে কলকাতার আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় করা গ্রেপ্তার স্থানীয় পুলিশ স্বেচ্ছাসেবী সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন আদালত। আগামী সোমবার তাঁর সাজা ঘোষণা করা হবে। আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
২ ঘণ্টা আগেগাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি আগামীকাল রোববার গাজার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছে কাতার। আজ শনিবার সকালে ছয় ঘণ্টা বৈঠকের পর নেতানিয়াহুর মন্ত্রিসভা চুক্তি অনুমোদন করে। এর মধ্য দিয়ে টানা ১৫ মাস চলা এ যুদ্ধে আনুষ্ঠানিক বিরতি আসতে চলেছে। কাতারের সংবাদমাধ্যম আল-জাজিরা এ
৩ ঘণ্টা আগেব্লিঙ্কেনের শেষ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে উত্তেজনাপূর্ণ মুহূর্ত তৈরি হয়। ইসরায়েল-গাজা যুদ্ধ নিয়ে তাঁর নীতি সমালোচনার মুখে পড়লে দুজন সাংবাদিককে টেনে বের করা হয়।
৪ ঘণ্টা আগে