ভারতের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী ও বিজেপি নেতা গিরিরাজ সিং বলেছেন, ঝাড়খণ্ডে ক্ষমতাসীন জনমুক্তি মোর্চা (জিএমএম) ও কংগ্রেসের জোট সরকার রাজ্যের কতিপয় জেলাকে বাংলাদেশ এবং রাজ্যের রাজধানী রাঁচিতে পাকিস্তানের শহর করাচিতে পরিণত করার চেষ্টা করছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের এক দিন আগে কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাংসদ গিরিরাজ সিংয়ের এই মন্তব্য বিতর্কের সৃষ্টি করেছে। গতকাল মঙ্গলবার গিরিরাজ সিং বলেছেন, ‘হেমন্ত সরেনের নেতৃত্বে জোট সরকার রাঁচিকে করাচি এবং দুমকা, সাহেবগঞ্জ ও দেওঘরকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছে।’
বিহারের রাজধানীর পাটনা বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় গিরিরাজ সিং আরও বলেন, ‘বোরকা পরিহিতা নারীদের ভোট দেওয়ার আগে তাদের পরিচয় যাচাই করা উচিত।’ গিরিরাজ সিং বলেন, ‘বোরকা পরা নারীদের পরিচয় যাচাই করা উচিত। নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এটা জরুরি।’
এ সময় ভারতের কেন্দ্রীয় টেক্সটাইল মন্ত্রী গিরিরাজ সিং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে উদ্দেশ করে বলেন, ‘সমাজে ঘৃণা ছড়ানো এবং ভোটারদের সাম্প্রদায়িকভাবে বিভক্ত করার চেষ্টা করছে কংগ্রেস।’
গিরিরাজ সিং বলেন, ‘হেমন্ত সরেন এবং কংগ্রেস মিলে রাঁচিকে করাচিতে পরিণত করার চেষ্টা করছে। দুমকা, সাহেবগঞ্জ এবং দেওঘরকে বাংলাদেশে পরিণত করার পরিকল্পনা করছে। কংগ্রেস এবং তাদের সহযোগীরা আমাদের বিভক্ত করতে চায়। ভোটারদের নিজেদের সন্তানদের ভবিষ্যৎ এবং পরিবারের মহিলাদের সম্মান রক্ষার কথা ভেবে ভোট দিতে হবে।’
বিজেপির এই নেতা আরও অভিযোগ করেন, ‘ঝাড়খণ্ডে আইনশৃঙ্খলা রক্ষায় সরেন সরকার ব্যর্থ হয়েছে।’ সেই সঙ্গে তিনি আরও দাবি করেন, রাজ্যে হিন্দুদের জনসংখ্যা কমে যাচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, ‘সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় নেতারা সমাজে ঘৃণা ছড়াচ্ছেন।’
উল্লেখ্য, ঝাড়খণ্ড বিধানসভার নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আজ ২০ নভেম্বর। এই দফায় মোট ৩৮টি আসনে ভোটগ্রহণ হবে। প্রথম দফায় গত ১৩ নভেম্বর ৪৩টি আসনে ভোট হয়েছে।
ভারতের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী ও বিজেপি নেতা গিরিরাজ সিং বলেছেন, ঝাড়খণ্ডে ক্ষমতাসীন জনমুক্তি মোর্চা (জিএমএম) ও কংগ্রেসের জোট সরকার রাজ্যের কতিপয় জেলাকে বাংলাদেশ এবং রাজ্যের রাজধানী রাঁচিতে পাকিস্তানের শহর করাচিতে পরিণত করার চেষ্টা করছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের এক দিন আগে কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাংসদ গিরিরাজ সিংয়ের এই মন্তব্য বিতর্কের সৃষ্টি করেছে। গতকাল মঙ্গলবার গিরিরাজ সিং বলেছেন, ‘হেমন্ত সরেনের নেতৃত্বে জোট সরকার রাঁচিকে করাচি এবং দুমকা, সাহেবগঞ্জ ও দেওঘরকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছে।’
বিহারের রাজধানীর পাটনা বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় গিরিরাজ সিং আরও বলেন, ‘বোরকা পরিহিতা নারীদের ভোট দেওয়ার আগে তাদের পরিচয় যাচাই করা উচিত।’ গিরিরাজ সিং বলেন, ‘বোরকা পরা নারীদের পরিচয় যাচাই করা উচিত। নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এটা জরুরি।’
এ সময় ভারতের কেন্দ্রীয় টেক্সটাইল মন্ত্রী গিরিরাজ সিং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে উদ্দেশ করে বলেন, ‘সমাজে ঘৃণা ছড়ানো এবং ভোটারদের সাম্প্রদায়িকভাবে বিভক্ত করার চেষ্টা করছে কংগ্রেস।’
গিরিরাজ সিং বলেন, ‘হেমন্ত সরেন এবং কংগ্রেস মিলে রাঁচিকে করাচিতে পরিণত করার চেষ্টা করছে। দুমকা, সাহেবগঞ্জ এবং দেওঘরকে বাংলাদেশে পরিণত করার পরিকল্পনা করছে। কংগ্রেস এবং তাদের সহযোগীরা আমাদের বিভক্ত করতে চায়। ভোটারদের নিজেদের সন্তানদের ভবিষ্যৎ এবং পরিবারের মহিলাদের সম্মান রক্ষার কথা ভেবে ভোট দিতে হবে।’
বিজেপির এই নেতা আরও অভিযোগ করেন, ‘ঝাড়খণ্ডে আইনশৃঙ্খলা রক্ষায় সরেন সরকার ব্যর্থ হয়েছে।’ সেই সঙ্গে তিনি আরও দাবি করেন, রাজ্যে হিন্দুদের জনসংখ্যা কমে যাচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, ‘সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় নেতারা সমাজে ঘৃণা ছড়াচ্ছেন।’
উল্লেখ্য, ঝাড়খণ্ড বিধানসভার নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আজ ২০ নভেম্বর। এই দফায় মোট ৩৮টি আসনে ভোটগ্রহণ হবে। প্রথম দফায় গত ১৩ নভেম্বর ৪৩টি আসনে ভোট হয়েছে।
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুইঝৌ প্রদেশে নির্মাণাধীন হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন সেতুটি চলতি বছরের জুনে চালু হবে। নদীর পানিস্তর থেকে সেতুটি প্রায় ২ হাজার ৫১ ফুট ওপরে থাকবে। বর্তমানে বিশ্বের সবচেয়ে উঁচু সেতু ফ্রান্সের মিলাউ ভায়াডাক্টের চেয়ে এই সেতুটি প্রায় ৯৪৭ ফুট বেশি উঁচু হবে।
৩৭ মিনিট আগেপেরুর সাবেক প্রেসিডেন্ট ওলান্তা হুমালা ও তাঁর স্ত্রী নাদিন হেরেদিয়াকে অর্থপাচারের দায়ে দোষী সাব্যস্ত করে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন রাজধানী লিমার একটি আদালত। আদালতের রায়ে বলা হয়েছে, ২০০৬ ও ২০১১ সালের নির্বাচনী প্রচার চালানোর জন্য হুমালা ভেনেজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ এবং ব্রাজিলের
১ ঘণ্টা আগেজার্মানির বার্লিনে প্যালিয়েটিভ কেয়ারে নিযুক্ত এক চিকিৎসকের বিরুদ্ধে ১৫ জন রোগীকে হত্যার অভিযোগে হত্যা মামলা দায়ের করা হয়েছে। ৪০ বছর বয়সী এই চিকিৎসক মারাত্মক ওষুধের মিশ্রণ ব্যবহার করে ওই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছেন বলে অভিযোগ।
২ ঘণ্টা আগেযুক্তরাজ্যের সর্বোচ্চ আদালত জানিয়েছেন, সমতা নিশ্চিতের জন্য তৈরি করা ব্রিটিশ আইনে ‘নারী’ তারাই যাদের ‘জৈবিক লিঙ্গ নারী’ অর্থাৎ যারা শারীরিকভাবে নারী। তবে আদালত বলেছেন, এই রায়ে ট্রান্সজেন্ডাররা কোনো সমস্যায় পড়বেন না। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে