অনলাইন ডেস্ক
ভারতে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন নরেন্দ্র মোদি। নির্বাচিত হওয়ার পরপরই নতুন মন্ত্রিসভা গঠন করেছেন মোদি। তাঁর মন্ত্রিসভায় পূর্ণ ও প্রতিমন্ত্রী মিলিয়ে ৭১ জন সদস্য আছেন। গত রোববার মোদির মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করলেও কাউকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি। অবশেষে দায়িত্ব বণ্টন করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে—কর্মী, জন অভিযোগ ও পেনশন মন্ত্রণালয়, পারমাণবিক শক্তি বিভাগ, মহাকাশ বিভাগসহ গুরুত্বপূর্ণ নীতিমালা নির্ধারণ বিভাগসহ বেশ কয়েকটি মন্ত্রণালয় কাউকে দেওয়া হয়নি। আবার বেশ কয়েকটি পদে খুব একটা পরিবর্তন আসেনি।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় অমিত শাহের দায়িত্বেই আছে। তাঁর মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে আছেন নিত্যানন্দ রাই ও বান্দি সঞ্জয় কুমার। সহযোগিতাবিষয়ক মন্ত্রণালয়ও গেছে অমিত শাহের দখলে। এখানে তাঁর প্রতিমন্ত্রী কৃষ্ণ পাল ও মুরলিধর মহল। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী যথাক্রমে রাজনাথ সিং ও সঞ্জয় শেঠ।
মোদির এবারের মন্ত্রিসভায় স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতো পরিবর্তন আসেনি পররাষ্ট্র মন্ত্রণালয়েও। এবারও ভারতের গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন সুব্রহ্মণম জয়শংকর। অবশ্য তাঁর সহযোগী হিসেবে আছেন কীর্তি বর্ধন সিং ও পবিত্র মার্গেরিটা।
পরিবর্তন আসেনি অর্থ মন্ত্রণালয়েও। এবারের মন্ত্রিসভায় নির্মলা সীতারমণই অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। এই মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হয়েছেন পঙ্কজ চৌধুরী। এ ছাড়া, বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বও নির্মলা সীতারমণের কাছে। তাঁর প্রতিমন্ত্রী হর্ষ মালহোত্রা।
সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয়ের দায়িত্ব গেছে নিতিন গাদকারির কাছে। এখানে তাঁর প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন অজয় তামতা ও হর্ষ মালহোত্রা। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন জেপি নাড্ডা এবং তাঁর মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রী হলেন অনুপ্রিয়া প্যাটেল ও গণপতরাও যাদব। জেপি নাড্ডা ভারতের রাসায়নিক ও সার মন্ত্রণালয়ের দায়িত্বও পেয়েছেন। এখানেও তাঁর প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল।
নতুন মন্ত্রিসভায় দেশটির বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মনোহর লাল খাট্টার। তাঁর প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন শ্রীপদ নায়েক। দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন অশ্বিনী বৈষ্ণব। তাঁর প্রতিমন্ত্রী এল মুরুগান। অশ্বিনী বৈষ্ণব ভারতের রেল মন্ত্রণালয়েরও দায়িত্ব পেয়েছেন। সেখানে তাঁর প্রতিমন্ত্রী হিসেবে থাকবেন রবনীত সিং ও ভি সোমান্না। অশ্বিনী বৈষ্ণব আরও একটি মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্বে আছেন—ইলেকট্রনিকস অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি।
ভারতে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন নরেন্দ্র মোদি। নির্বাচিত হওয়ার পরপরই নতুন মন্ত্রিসভা গঠন করেছেন মোদি। তাঁর মন্ত্রিসভায় পূর্ণ ও প্রতিমন্ত্রী মিলিয়ে ৭১ জন সদস্য আছেন। গত রোববার মোদির মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করলেও কাউকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি। অবশেষে দায়িত্ব বণ্টন করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে—কর্মী, জন অভিযোগ ও পেনশন মন্ত্রণালয়, পারমাণবিক শক্তি বিভাগ, মহাকাশ বিভাগসহ গুরুত্বপূর্ণ নীতিমালা নির্ধারণ বিভাগসহ বেশ কয়েকটি মন্ত্রণালয় কাউকে দেওয়া হয়নি। আবার বেশ কয়েকটি পদে খুব একটা পরিবর্তন আসেনি।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় অমিত শাহের দায়িত্বেই আছে। তাঁর মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে আছেন নিত্যানন্দ রাই ও বান্দি সঞ্জয় কুমার। সহযোগিতাবিষয়ক মন্ত্রণালয়ও গেছে অমিত শাহের দখলে। এখানে তাঁর প্রতিমন্ত্রী কৃষ্ণ পাল ও মুরলিধর মহল। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী যথাক্রমে রাজনাথ সিং ও সঞ্জয় শেঠ।
মোদির এবারের মন্ত্রিসভায় স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতো পরিবর্তন আসেনি পররাষ্ট্র মন্ত্রণালয়েও। এবারও ভারতের গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন সুব্রহ্মণম জয়শংকর। অবশ্য তাঁর সহযোগী হিসেবে আছেন কীর্তি বর্ধন সিং ও পবিত্র মার্গেরিটা।
পরিবর্তন আসেনি অর্থ মন্ত্রণালয়েও। এবারের মন্ত্রিসভায় নির্মলা সীতারমণই অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। এই মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হয়েছেন পঙ্কজ চৌধুরী। এ ছাড়া, বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বও নির্মলা সীতারমণের কাছে। তাঁর প্রতিমন্ত্রী হর্ষ মালহোত্রা।
সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয়ের দায়িত্ব গেছে নিতিন গাদকারির কাছে। এখানে তাঁর প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন অজয় তামতা ও হর্ষ মালহোত্রা। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন জেপি নাড্ডা এবং তাঁর মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রী হলেন অনুপ্রিয়া প্যাটেল ও গণপতরাও যাদব। জেপি নাড্ডা ভারতের রাসায়নিক ও সার মন্ত্রণালয়ের দায়িত্বও পেয়েছেন। এখানেও তাঁর প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল।
নতুন মন্ত্রিসভায় দেশটির বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মনোহর লাল খাট্টার। তাঁর প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন শ্রীপদ নায়েক। দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন অশ্বিনী বৈষ্ণব। তাঁর প্রতিমন্ত্রী এল মুরুগান। অশ্বিনী বৈষ্ণব ভারতের রেল মন্ত্রণালয়েরও দায়িত্ব পেয়েছেন। সেখানে তাঁর প্রতিমন্ত্রী হিসেবে থাকবেন রবনীত সিং ও ভি সোমান্না। অশ্বিনী বৈষ্ণব আরও একটি মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্বে আছেন—ইলেকট্রনিকস অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি।
আফগানিস্তানে মেয়েদের শিক্ষার অধিকার নিয়ে কাজ করা এক অধিকারকর্মীকে গ্রেপ্তার করেছে তালেবান বাহিনী। পরিবারের বরাত দিয়ে আজ সোমবার যুক্তরাজ্য-ভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, ২৫ বছর বয়সী ওয়াজির খানকে গত ২৪ ফেব্রুয়ারি রাজধানী কাবুলের বাসা থেকে ধরে নিয়ে যাওয়া হয়।
১ ঘণ্টা আগেনগ্নতাকে উদ্যাপন করতেও শৃঙ্খলা প্রয়োজন। তাই নগ্ন সৈকতে অনুপযুক্ত আচরণ রোধে নতুন আইন চালু করেছে জার্মানির রস্টক শহর। এখন থেকে এই শহরের নগ্ন সৈকতে পোশাক পরা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তিদের নিষিদ্ধ করা হবে।
২ ঘণ্টা আগেইউক্রেনকে এই সময়ের সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে আখ্যায়িত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বাংলাদেশের সময় আজ রাত সাড়ে ৯টার দিকে ব্রিটিশ পার্লামেন্টে দাঁড়িয়ে এমন বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘ইউক্রেন আমাদের সময়ের সবচেয়ে বড় পরীক্ষা।’
২ ঘণ্টা আগেক্রিপটো রিজার্ভ গঠন করবে যুক্তরাষ্ট্র—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার পর ক্রিপটোকারেন্সির বাজারে বড় ধরনের উত্থান দেখা গেছে। মার্কিন ক্রিপটো রিজার্ভের প্রথম ধাপে পাঁচটি ডিজিটাল টোকেন অন্তর্ভুক্ত করা হয়েছে।
৪ ঘণ্টা আগে