Ajker Patrika

মোদির নতুন মন্ত্রিসভায় কে কোন মন্ত্রণালয় পেলেন 

অনলাইন ডেস্ক
আপডেট : ১১ জুন ২০২৪, ০৯: ৫৪
মোদির নতুন মন্ত্রিসভায় কে কোন মন্ত্রণালয় পেলেন 

ভারতে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন নরেন্দ্র মোদি। নির্বাচিত হওয়ার পরপরই নতুন মন্ত্রিসভা গঠন করেছেন মোদি। তাঁর মন্ত্রিসভায় পূর্ণ ও প্রতিমন্ত্রী মিলিয়ে ৭১ জন সদস্য আছেন। গত রোববার মোদির মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করলেও কাউকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি। অবশেষে দায়িত্ব বণ্টন করা হয়েছে। 
 
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে—কর্মী, জন অভিযোগ ও পেনশন মন্ত্রণালয়, পারমাণবিক শক্তি বিভাগ, মহাকাশ বিভাগসহ গুরুত্বপূর্ণ নীতিমালা নির্ধারণ বিভাগসহ বেশ কয়েকটি মন্ত্রণালয় কাউকে দেওয়া হয়নি। আবার বেশ কয়েকটি পদে খুব একটা পরিবর্তন আসেনি। 

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় অমিত শাহের দায়িত্বেই আছে। তাঁর মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে আছেন নিত্যানন্দ রাই ও বান্দি সঞ্জয় কুমার। সহযোগিতাবিষয়ক মন্ত্রণালয়ও গেছে অমিত শাহের দখলে। এখানে তাঁর প্রতিমন্ত্রী কৃষ্ণ পাল ও মুরলিধর মহল। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী যথাক্রমে রাজনাথ সিং ও সঞ্জয় শেঠ। 

মোদির এবারের মন্ত্রিসভায় স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতো পরিবর্তন আসেনি পররাষ্ট্র মন্ত্রণালয়েও। এবারও ভারতের গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন সুব্রহ্মণম জয়শংকর। অবশ্য তাঁর সহযোগী হিসেবে আছেন কীর্তি বর্ধন সিং ও পবিত্র মার্গেরিটা। 

পরিবর্তন আসেনি অর্থ মন্ত্রণালয়েও। এবারের মন্ত্রিসভায় নির্মলা সীতারমণই অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। এই মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হয়েছেন পঙ্কজ চৌধুরী। এ ছাড়া, বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বও নির্মলা সীতারমণের কাছে। তাঁর প্রতিমন্ত্রী হর্ষ মালহোত্রা। 

সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয়ের দায়িত্ব গেছে নিতিন গাদকারির কাছে। এখানে তাঁর প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন অজয় তামতা ও হর্ষ মালহোত্রা। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন জেপি নাড্ডা এবং তাঁর মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রী হলেন অনুপ্রিয়া প্যাটেল ও গণপতরাও যাদব। জেপি নাড্ডা ভারতের রাসায়নিক ও সার মন্ত্রণালয়ের দায়িত্বও পেয়েছেন। এখানেও তাঁর প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল। 

নতুন মন্ত্রিসভায় দেশটির বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মনোহর লাল খাট্টার। তাঁর প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন শ্রীপদ নায়েক। দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন অশ্বিনী বৈষ্ণব। তাঁর প্রতিমন্ত্রী এল মুরুগান। অশ্বিনী বৈষ্ণব ভারতের রেল মন্ত্রণালয়েরও দায়িত্ব পেয়েছেন। সেখানে তাঁর প্রতিমন্ত্রী হিসেবে থাকবেন রবনীত সিং ও ভি সোমান্না। অশ্বিনী বৈষ্ণব আরও একটি মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্বে আছেন—ইলেকট্রনিকস অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত