অনলাইন ডেস্ক
ভারতীয় সংসদের উভয় কক্ষ আজ বৃহস্পতিবার সকালেই সাময়িকভাবে স্থগিত হয়ে গেছে। বিরোধী দলগুলোর সদস্যরা আবারও আদানি গ্রুপের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আলোচনার দাবিতে সংসদীয় কার্যক্রম ব্যাহত করেন। চলতি সপ্তাহে তৃতীয়বারের মতো এ ঘটনা ঘটল। আরব নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এর আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ৬২ বছর বয়সী গৌতম আদানিকে গ্রেপ্তারের দাবি জানিয়েছিলেন। তিনি বলেন, ৬২ বছর বয়সী গৌতম আদানিকে গ্রেপ্তার করা উচিত। বিরোধীদের এই দাবির পরিপ্রেক্ষিতে সংসদ কার্যক্রম পুনরায় চালু হওয়া অনিশ্চিত রয়েছে।
মার্কিন কর্তৃপক্ষ গৌতম আদানি, তাঁর ভাতিজা সাগর আদানি এবং আদানি গ্রিনের ব্যবস্থাপনা পরিচালক বিনীত এস জৈনকে ২৬৫ মিলিয়ন ডলার ঘুষ দেওয়ার অভিযোগে অভিযুক্ত করেছে। এ অর্থ ভারতীয় সৌরবিদ্যুৎ সরবরাহ চুক্তি পেতে এবং মার্কিন বিনিয়োগকারীদের বিভ্রান্ত করার জন্য ব্যবহৃত হয়েছে বলে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
কংগ্রেস দলের সংসদ সদস্য মানিকাম ঠাকুর বলেছেন, ‘আমরা চাই সংসদে এ বিষয়ে আলোচনা হোক। এটি তৃতীয় দিন, আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে এই বিষয়ে উত্তর দাবি করছি।’
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসসহ অন্যান্য বিরোধী দল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধে আদানি গ্রুপকে সুরক্ষা দেওয়ার এবং ভারতের অভ্যন্তরে তাঁর বিরুদ্ধে তদন্ত বাধাগ্রস্ত করার অভিযোগ এনেছে। তবে মোদি ও বিজেপি উভয়েই এই অভিযোগ অস্বীকার করেছে।
সরকার এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও বিজেপি জানিয়েছে যে, আদানিকে রক্ষা করার কোনো প্রয়োজন নেই। বিজেপির মুখপাত্র গোপাল কৃষ্ণ আগরওয়াল গত মঙ্গলবার বলেছেন, ‘আইন তার নিজস্ব পথে চলবে। তাকে নিজেকে রক্ষা করতে দিন। আমরা শিল্পপতিদের বিরুদ্ধে নই এবং তাদের জাতি গঠনে সহযোগী মনে করি।’
ভারতীয় সংসদের উভয় কক্ষ আজ বৃহস্পতিবার সকালেই সাময়িকভাবে স্থগিত হয়ে গেছে। বিরোধী দলগুলোর সদস্যরা আবারও আদানি গ্রুপের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আলোচনার দাবিতে সংসদীয় কার্যক্রম ব্যাহত করেন। চলতি সপ্তাহে তৃতীয়বারের মতো এ ঘটনা ঘটল। আরব নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এর আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ৬২ বছর বয়সী গৌতম আদানিকে গ্রেপ্তারের দাবি জানিয়েছিলেন। তিনি বলেন, ৬২ বছর বয়সী গৌতম আদানিকে গ্রেপ্তার করা উচিত। বিরোধীদের এই দাবির পরিপ্রেক্ষিতে সংসদ কার্যক্রম পুনরায় চালু হওয়া অনিশ্চিত রয়েছে।
মার্কিন কর্তৃপক্ষ গৌতম আদানি, তাঁর ভাতিজা সাগর আদানি এবং আদানি গ্রিনের ব্যবস্থাপনা পরিচালক বিনীত এস জৈনকে ২৬৫ মিলিয়ন ডলার ঘুষ দেওয়ার অভিযোগে অভিযুক্ত করেছে। এ অর্থ ভারতীয় সৌরবিদ্যুৎ সরবরাহ চুক্তি পেতে এবং মার্কিন বিনিয়োগকারীদের বিভ্রান্ত করার জন্য ব্যবহৃত হয়েছে বলে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
কংগ্রেস দলের সংসদ সদস্য মানিকাম ঠাকুর বলেছেন, ‘আমরা চাই সংসদে এ বিষয়ে আলোচনা হোক। এটি তৃতীয় দিন, আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে এই বিষয়ে উত্তর দাবি করছি।’
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসসহ অন্যান্য বিরোধী দল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধে আদানি গ্রুপকে সুরক্ষা দেওয়ার এবং ভারতের অভ্যন্তরে তাঁর বিরুদ্ধে তদন্ত বাধাগ্রস্ত করার অভিযোগ এনেছে। তবে মোদি ও বিজেপি উভয়েই এই অভিযোগ অস্বীকার করেছে।
সরকার এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও বিজেপি জানিয়েছে যে, আদানিকে রক্ষা করার কোনো প্রয়োজন নেই। বিজেপির মুখপাত্র গোপাল কৃষ্ণ আগরওয়াল গত মঙ্গলবার বলেছেন, ‘আইন তার নিজস্ব পথে চলবে। তাকে নিজেকে রক্ষা করতে দিন। আমরা শিল্পপতিদের বিরুদ্ধে নই এবং তাদের জাতি গঠনে সহযোগী মনে করি।’
গাজায় যুদ্ধবিরতি চুক্তি আলোচনা শুরুর পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানালেন লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেম। আজ শনিবার ফিলিস্তিনিদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এই চুক্তি ইসরায়েলের বিরুদ্ধে অটল প্রতিরোধ গড়ে তোলার প্রমাণ। টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
২ ঘণ্টা আগেভারতের পশ্চিমবঙ্গে কলকাতার আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় করা গ্রেপ্তার স্থানীয় পুলিশ স্বেচ্ছাসেবী সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন আদালত। আগামী সোমবার তাঁর সাজা ঘোষণা করা হবে। আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
২ ঘণ্টা আগেগাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি আগামীকাল রোববার গাজার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছে কাতার। আজ শনিবার সকালে ছয় ঘণ্টা বৈঠকের পর নেতানিয়াহুর মন্ত্রিসভা চুক্তি অনুমোদন করে। এর মধ্য দিয়ে টানা ১৫ মাস চলা এ যুদ্ধে আনুষ্ঠানিক বিরতি আসতে চলেছে। কাতারের সংবাদমাধ্যম আল-জাজিরা এ
৩ ঘণ্টা আগেব্লিঙ্কেনের শেষ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে উত্তেজনাপূর্ণ মুহূর্ত তৈরি হয়। ইসরায়েল-গাজা যুদ্ধ নিয়ে তাঁর নীতি সমালোচনার মুখে পড়লে দুজন সাংবাদিককে টেনে বের করা হয়।
৪ ঘণ্টা আগে