অনলাইন ডেস্ক
ভারতের উত্তর প্রদেশে হিন্দু ধর্মীয় উৎসব হোলি খেলায় মেতে উঠেছিলেন একদল মানুষ। এ সময় পাশ দিয়ে যাওয়া দুই মুসলিম নারীকে হেনস্তা করা অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। হেনস্তার একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর ভারতীয় প্ল্যাটফর্মে।
ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা গেছে, উত্তর প্রদেশে বিঞ্জর এলাকার একটি রাস্তায় মোটরসাইকেলে বসে থাকা এক পুরুষ চালক ও আরোহী দুই নারীকে ঘিরে ধরেছে একদল মানুষ। অপেক্ষাকৃত তরুণ বয়সী সেই মানুষগুলোর হাতে ছিল পানি এবং রং। সেই রং মিশ্রিত পানি বাইকের আরোহী দুই নারীর ওপর ছিটিয়ে দেন তারা। অনেক অনুরোধের পরও এ ধরনের হেনস্তা থেকে রেহাই পাননি ওই দুই নারী। একপর্যায়ে বালতি ভর্তি পানিও তাদের দিকে ছুড়ে মারা হয়। শুধু তাই নয়, বাইকের চালক ব্যক্তি ও নারীদের মধ্যে একজনের মুখে জোর করে রং মাখিয়ে দেওয়া হয়।
ভিডিওতে নারীদের প্রতিবাদের মুখে হেনস্তাকারীদের বলতে শোনা গেছে—এটা তাদের ৭০ বছরের পুরোনো ঐতিহ্য। একপর্যায়ে বাইকটিকে ছেড়ে দেওয়ার পর হেনস্তাকারীদের ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতেও শোনা গেছে।
এ বিষয়ে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিওটি ভাইরাল হওয়ার পরই নড়েচড়ে বসেছে বিঞ্জর পুলিশ। সেখানকার পুলিশ প্রধান স্থানীয় পুলিশকে এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এ অবস্থায় অনুসন্ধান করে পুলিশ জানতে পারে ঘটনাটি ঘটেছে বিঞ্জরের ধামপুর এলাকায়। ভাইরাল ভিডিওটি পুঙ্খানুপুঙ্খ দেখে হেনস্তাকারীদেরও শনাক্ত করা হয়। পরে তাদের বিরুদ্ধ নারীর ওপর সহিংসতা সহ বিভিন্ন ধারায় মামলা নথিভুক্ত করা হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে তিন কিশোরকেও।
এদিকে ঘটনাটির প্রেক্ষিতে বিঞ্জর পুলিশের প্রধান নীরাজ কুমার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাক্সে হোলি খেলায় কাউকে হেনস্তা না করার আহ্বান জানিয়ে একটি টুইট করেছেন। নীরাজ লিখেছেন, ‘প্লিজ, জোর করে কারও ওপর রং ছিটাবেন না। এই নিয়মটি যে অমান্য করবে তার বিরুদ্ধেই ব্যবস্থা নেবে পুলিশ।’
ভারতের উত্তর প্রদেশে হিন্দু ধর্মীয় উৎসব হোলি খেলায় মেতে উঠেছিলেন একদল মানুষ। এ সময় পাশ দিয়ে যাওয়া দুই মুসলিম নারীকে হেনস্তা করা অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। হেনস্তার একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর ভারতীয় প্ল্যাটফর্মে।
ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা গেছে, উত্তর প্রদেশে বিঞ্জর এলাকার একটি রাস্তায় মোটরসাইকেলে বসে থাকা এক পুরুষ চালক ও আরোহী দুই নারীকে ঘিরে ধরেছে একদল মানুষ। অপেক্ষাকৃত তরুণ বয়সী সেই মানুষগুলোর হাতে ছিল পানি এবং রং। সেই রং মিশ্রিত পানি বাইকের আরোহী দুই নারীর ওপর ছিটিয়ে দেন তারা। অনেক অনুরোধের পরও এ ধরনের হেনস্তা থেকে রেহাই পাননি ওই দুই নারী। একপর্যায়ে বালতি ভর্তি পানিও তাদের দিকে ছুড়ে মারা হয়। শুধু তাই নয়, বাইকের চালক ব্যক্তি ও নারীদের মধ্যে একজনের মুখে জোর করে রং মাখিয়ে দেওয়া হয়।
ভিডিওতে নারীদের প্রতিবাদের মুখে হেনস্তাকারীদের বলতে শোনা গেছে—এটা তাদের ৭০ বছরের পুরোনো ঐতিহ্য। একপর্যায়ে বাইকটিকে ছেড়ে দেওয়ার পর হেনস্তাকারীদের ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতেও শোনা গেছে।
এ বিষয়ে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিওটি ভাইরাল হওয়ার পরই নড়েচড়ে বসেছে বিঞ্জর পুলিশ। সেখানকার পুলিশ প্রধান স্থানীয় পুলিশকে এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এ অবস্থায় অনুসন্ধান করে পুলিশ জানতে পারে ঘটনাটি ঘটেছে বিঞ্জরের ধামপুর এলাকায়। ভাইরাল ভিডিওটি পুঙ্খানুপুঙ্খ দেখে হেনস্তাকারীদেরও শনাক্ত করা হয়। পরে তাদের বিরুদ্ধ নারীর ওপর সহিংসতা সহ বিভিন্ন ধারায় মামলা নথিভুক্ত করা হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে তিন কিশোরকেও।
এদিকে ঘটনাটির প্রেক্ষিতে বিঞ্জর পুলিশের প্রধান নীরাজ কুমার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাক্সে হোলি খেলায় কাউকে হেনস্তা না করার আহ্বান জানিয়ে একটি টুইট করেছেন। নীরাজ লিখেছেন, ‘প্লিজ, জোর করে কারও ওপর রং ছিটাবেন না। এই নিয়মটি যে অমান্য করবে তার বিরুদ্ধেই ব্যবস্থা নেবে পুলিশ।’
কংগ্রেস ভবনের সব শৌচাগার, পোশাক পরিবর্তনের কক্ষ, লকার রুমগুলো নারী–পুরুষ অনুযায়ী ভাগ করা আছে। নারীদের জন্য নির্ধারিত পরিসরে শুধু নারীদের অধিকার থাকা উচিত বলেও মন্তব্য করেন লুইজিয়ানার এই রিপাবলিকান প্রতিনিধি।
২ ঘণ্টা আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি দাবি করেছেন, ইমরান খানের সরকার পতনের পেছনে সৌদি আরবের ভূমিকা ছিল। কারাবন্দী ইমরান খানের স্ত্রী এক বিরল ভিডিও বার্তায় এই দাবি করেছেন। পাশাপাশি, তিনি ভিডিওতে আগামী ২৪ নভেম্বর ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া বিক্ষোভ মিছিলে ইমরান খানের দল পাকিস
১৪ ঘণ্টা আগেপোল্যান্ডে থাকা যুক্তরাষ্ট্রের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটি ‘পারমাণবিক সংঘাতের ঝুঁকি বাড়ানোর’ কারণ হতে পারে বলে সতর্ক করেছে রাশিয়া। পাশাপাশি বলেছে, এই ক্ষেপণাস্ত্র ঘাঁটি এখন রাশিয়ার সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। অর্থাৎ, রাশিয়া প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই ঘাঁটিতে হামলা চা
১৪ ঘণ্টা আগেমার্কিন অ্যাটর্নি জেনারেল পদ থেকে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন রিপাবলিকান কংগ্রেসম্যান ম্যাট গেটজ। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএসের প্রতিবেদন থেকে
১৪ ঘণ্টা আগে