হাসপাতালে চোখের অস্ত্রোপচার করাতে যাওয়ার রোগীদের মধ্যরাতে ঘুম ভাঙিয়ে ফোন নম্বর ও ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) নিয়েছেন এক ব্যক্তি। এরপর রোগীরা জানতে পারেন তিনি বিজেপির সদস্য হয়ে গেছেন! গুজরাটের রাজকোটের এক চক্ষু হাসপাতালে এভাবেই ৩৫০ জন রোগীকে তাঁদের অজান্তে বিজেপির সদস্য করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনা ভিডিও প্রকাশ্যে আসার পরই শুরু হয়েছে বিতর্ক।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন থেকে জানা গেছে, কমলেশ ঠুম্মার নামে এক ব্যক্তি চোখের অস্ত্রোপচার করাতে ভর্তি হয়েছিলেন রাজকোটের রানছোড় দাস হাসপাতালে। তাঁর পাশাপাশি সেখানে ভর্তি ছিলেন আরও ৩৫০ জন। কমলেশ সংবাদকর্মীদের বলেন, মাঝরাতে ওই হাসপাতালে উপস্থিত হন এক যুবক। ঘুমিয়ে থাকা রোগীদের ডেকে তুলে তাঁদের কাছ থেকে নেওয়া হয় ফোন নম্বর ও ওটিপি। দাবি মতো নম্বর ও ওটিপি দেওয়ার পর আমাদের ফোনে মেসেজ আসে আমরা বিজেপির সদস্য হয়ে গেছি!
কমলেশ দাবি করেন, সঙ্গে সঙ্গে এই ঘটনার প্রতিবাদ জানান তিনি। তখন ওই যুবক স্বীকার করেন তাঁরা বিজেপি কর্মী এবং রোগীদের দলের সদস্য করা হচ্ছে।
না জানিয়ে কেন তাঁদের বিজেপির সদস্য করা হচ্ছে—এ প্রশ্ন তুললে ওই বিজেপি কর্মী বলেন, বিজেপির সদস্য না হলে কারও নিস্তার নেই! এমন হুমকি দেওয়ার পর আর বাকিরা আপত্তি করার সাহস পাননি।
গোপনে সেই ঘটনার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে দেন কমলেশ। এরপরই প্রকাশ্যে আসে বিষয়টি। ঘটনার নিন্দায় সরব হন বিরোধীরা।
পরে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, যে ব্যক্তিকে ভিডিওতে দেখা যাচ্ছে তিনি হাসপাতালের কর্মী নন, রোগীর পরিবারের কেউ হতে পারেন। তাঁরা ঘটনার তদন্ত করছেন।
তবে এভাবে কাউকে সদস্য করার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। গুজরাট বিজেপির সহ–সভাপতি গোর্ধন জাদাফিয়া গণমাধ্যমকে বলেন, ‘আমরা কাউকে ভুল বুঝিয়ে দলের সদস্য বানাই না। এই ঘটনার সঙ্গে দলের কেউ জড়িত নন। যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে তবে অবশ্যই আমরা তদন্ত করব।’
হাসপাতালে চোখের অস্ত্রোপচার করাতে যাওয়ার রোগীদের মধ্যরাতে ঘুম ভাঙিয়ে ফোন নম্বর ও ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) নিয়েছেন এক ব্যক্তি। এরপর রোগীরা জানতে পারেন তিনি বিজেপির সদস্য হয়ে গেছেন! গুজরাটের রাজকোটের এক চক্ষু হাসপাতালে এভাবেই ৩৫০ জন রোগীকে তাঁদের অজান্তে বিজেপির সদস্য করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনা ভিডিও প্রকাশ্যে আসার পরই শুরু হয়েছে বিতর্ক।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন থেকে জানা গেছে, কমলেশ ঠুম্মার নামে এক ব্যক্তি চোখের অস্ত্রোপচার করাতে ভর্তি হয়েছিলেন রাজকোটের রানছোড় দাস হাসপাতালে। তাঁর পাশাপাশি সেখানে ভর্তি ছিলেন আরও ৩৫০ জন। কমলেশ সংবাদকর্মীদের বলেন, মাঝরাতে ওই হাসপাতালে উপস্থিত হন এক যুবক। ঘুমিয়ে থাকা রোগীদের ডেকে তুলে তাঁদের কাছ থেকে নেওয়া হয় ফোন নম্বর ও ওটিপি। দাবি মতো নম্বর ও ওটিপি দেওয়ার পর আমাদের ফোনে মেসেজ আসে আমরা বিজেপির সদস্য হয়ে গেছি!
কমলেশ দাবি করেন, সঙ্গে সঙ্গে এই ঘটনার প্রতিবাদ জানান তিনি। তখন ওই যুবক স্বীকার করেন তাঁরা বিজেপি কর্মী এবং রোগীদের দলের সদস্য করা হচ্ছে।
না জানিয়ে কেন তাঁদের বিজেপির সদস্য করা হচ্ছে—এ প্রশ্ন তুললে ওই বিজেপি কর্মী বলেন, বিজেপির সদস্য না হলে কারও নিস্তার নেই! এমন হুমকি দেওয়ার পর আর বাকিরা আপত্তি করার সাহস পাননি।
গোপনে সেই ঘটনার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে দেন কমলেশ। এরপরই প্রকাশ্যে আসে বিষয়টি। ঘটনার নিন্দায় সরব হন বিরোধীরা।
পরে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, যে ব্যক্তিকে ভিডিওতে দেখা যাচ্ছে তিনি হাসপাতালের কর্মী নন, রোগীর পরিবারের কেউ হতে পারেন। তাঁরা ঘটনার তদন্ত করছেন।
তবে এভাবে কাউকে সদস্য করার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। গুজরাট বিজেপির সহ–সভাপতি গোর্ধন জাদাফিয়া গণমাধ্যমকে বলেন, ‘আমরা কাউকে ভুল বুঝিয়ে দলের সদস্য বানাই না। এই ঘটনার সঙ্গে দলের কেউ জড়িত নন। যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে তবে অবশ্যই আমরা তদন্ত করব।’
আদালতে প্রধান বিচারপতি কেন্দ্র সরকারকে জিজ্ঞাসা করেন, ‘হিন্দু দেবোত্তর বোর্ডের সদস্য হিসেবে কোনো মুসলিমকে সদস্য হতে দেবে সরকার? খোলাখুলি বলুন। যদি না দেয়, তবে ওয়াক্ফ বোর্ডে হিন্দু কেন?’ তিনি আরও বলেন, এই আইন নিয়ে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা হচ্ছে, এটি ‘খুবই উদ্বেগজনক’।
১৭ মিনিট আগেচীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুইঝৌ প্রদেশে নির্মাণাধীন হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন সেতুটি চলতি বছরের জুনে চালু হবে। নদীর পানিস্তর থেকে সেতুটি প্রায় ২ হাজার ৫১ ফুট ওপরে থাকবে। বর্তমানে বিশ্বের সবচেয়ে উঁচু সেতু ফ্রান্সের মিলাউ ভায়াডাক্টের চেয়ে এই সেতুটি প্রায় ৯৪৭ ফুট বেশি উঁচু হবে।
১ ঘণ্টা আগেপেরুর সাবেক প্রেসিডেন্ট ওলান্তা হুমালা ও তাঁর স্ত্রী নাদিন হেরেদিয়াকে অর্থপাচারের দায়ে দোষী সাব্যস্ত করে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন রাজধানী লিমার একটি আদালত। আদালতের রায়ে বলা হয়েছে, ২০০৬ ও ২০১১ সালের নির্বাচনী প্রচার চালানোর জন্য হুমালা ভেনেজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ এবং ব্রাজিলের
২ ঘণ্টা আগেজার্মানির বার্লিনে প্যালিয়েটিভ কেয়ারে নিযুক্ত এক চিকিৎসকের বিরুদ্ধে ১৫ জন রোগীকে হত্যার অভিযোগে হত্যা মামলা দায়ের করা হয়েছে। ৪০ বছর বয়সী এই চিকিৎসক মারাত্মক ওষুধের মিশ্রণ ব্যবহার করে ওই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছেন বলে অভিযোগ।
২ ঘণ্টা আগে