ভারতীয় এক চা বিক্রেতা বিলিয়নিয়ার ব্যবসায়ী বিল গেটসকে চা পরিবেশন করে সারা পৃথিবীতে ভাইরাল হয়ে গেছেন ভারতীয় এক চা ওয়ালা। মজার বিষয় হলো—‘ডলি চাইওয়ালা’ নামের সেই ব্যবসায়ী জানতেনই না যে তিনি স্বয়ং বিল গেটসকে চা পান করাচ্ছেন।
সম্প্রতি ভারত সফর করতে গিয়ে দেশটির নাগপুরে ডলির চা স্টলে ক্ষণিকের জন্য বিরতি নিয়েছিলেন টেক জায়ান্ট বিল গেটস। পরে তিনি সেই দোকানের একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেন। এভাবে নিজের অজান্তেই দুনিয়াজুড়ে পরিচিত মুখ হয়ে ওঠেন সেই চা ওয়ালা।
ভিডিওটি পোস্ট করে বিল গেটস লিখেছিলেন—ভারতে আবারও আসতে পেরে উত্তেজিত, অবিশ্বাস্য উদ্ভাবকদের জন্মভূমি, যারা জীবন বাঁচাতে এবং উন্নত করতে নতুন উপায়ে কাজ করছেন এবং এমনকি এক কাপ চাও বানিয়েছেন!’
এই পোস্টের বদলে রাতারাতি ভাগ্য বদলে যায় সেই ডলি চাইওয়ালার। আজ বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে তিনি জানিয়েছিলেন, চা পরিবেশনের সময় বিল গেটসকে তিনি চিনতেই পারেননি। বিল গেটস কে তা জানেনও না। তিনি বলেন, ‘আমি শুধু তাকে একজন বিদেশি ভেবেছিলাম এবং চা অফার করেছিলাম। পরে নাগপুরে লোকেরা আমাকে বলছিল—তুমি কাকে চা পরিবেশন করেছিলে!’
সেই চা ওয়ালা এবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কাছে চা পরিবেশন করতে চান বলে জানিয়েছেন। নিজের চা বানানোর অভিনব শৈলী সম্পর্কে তিনি জানিয়েছেন, দক্ষিণ ভারতীয় সিনেমা দেখে তিনি বিষয়টি রপ্ত করেছেন।
ডলি চাইওয়ালা চা পরিবেশনের সময় তাঁর শারীরিক ক্ষিপ্রতা এবং বৈশিষ্ট্যের জন্য এখন সুপরিচিত মুখ। ইন্টারনেটে বর্তমানে তাঁর অসংখ্য ফলোয়ার রয়েছে।
ভারতীয় এক চা বিক্রেতা বিলিয়নিয়ার ব্যবসায়ী বিল গেটসকে চা পরিবেশন করে সারা পৃথিবীতে ভাইরাল হয়ে গেছেন ভারতীয় এক চা ওয়ালা। মজার বিষয় হলো—‘ডলি চাইওয়ালা’ নামের সেই ব্যবসায়ী জানতেনই না যে তিনি স্বয়ং বিল গেটসকে চা পান করাচ্ছেন।
সম্প্রতি ভারত সফর করতে গিয়ে দেশটির নাগপুরে ডলির চা স্টলে ক্ষণিকের জন্য বিরতি নিয়েছিলেন টেক জায়ান্ট বিল গেটস। পরে তিনি সেই দোকানের একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেন। এভাবে নিজের অজান্তেই দুনিয়াজুড়ে পরিচিত মুখ হয়ে ওঠেন সেই চা ওয়ালা।
ভিডিওটি পোস্ট করে বিল গেটস লিখেছিলেন—ভারতে আবারও আসতে পেরে উত্তেজিত, অবিশ্বাস্য উদ্ভাবকদের জন্মভূমি, যারা জীবন বাঁচাতে এবং উন্নত করতে নতুন উপায়ে কাজ করছেন এবং এমনকি এক কাপ চাও বানিয়েছেন!’
এই পোস্টের বদলে রাতারাতি ভাগ্য বদলে যায় সেই ডলি চাইওয়ালার। আজ বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে তিনি জানিয়েছিলেন, চা পরিবেশনের সময় বিল গেটসকে তিনি চিনতেই পারেননি। বিল গেটস কে তা জানেনও না। তিনি বলেন, ‘আমি শুধু তাকে একজন বিদেশি ভেবেছিলাম এবং চা অফার করেছিলাম। পরে নাগপুরে লোকেরা আমাকে বলছিল—তুমি কাকে চা পরিবেশন করেছিলে!’
সেই চা ওয়ালা এবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কাছে চা পরিবেশন করতে চান বলে জানিয়েছেন। নিজের চা বানানোর অভিনব শৈলী সম্পর্কে তিনি জানিয়েছেন, দক্ষিণ ভারতীয় সিনেমা দেখে তিনি বিষয়টি রপ্ত করেছেন।
ডলি চাইওয়ালা চা পরিবেশনের সময় তাঁর শারীরিক ক্ষিপ্রতা এবং বৈশিষ্ট্যের জন্য এখন সুপরিচিত মুখ। ইন্টারনেটে বর্তমানে তাঁর অসংখ্য ফলোয়ার রয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘শারীরিক ও মানসিকভাবে সুস্থ’ রয়েছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের চিকিৎসক। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ওয়াশিংটন ডিসির একটি হাসপাতালে দ্বিতীয় মেয়াদে প্রথমবারের মতো বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা করান ট্রাম্প। রোববার এক বিবৃতিতে প্রেসিডেন্টের ব্যক্তিগত
২ ঘণ্টা আগেচলমান এই বাণিজ্যযুদ্ধে কোন দেশ প্রথম পিছু হটবে, তা বিশ্লেষণ করার জন্য মার্কিন সংবাদমাধ্যম সিএনএন যুক্তরাষ্ট্র থেকে চীন কী কী আমদানি করে, তা নিয়ে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন তৈরি করেছে। সিএনএন দেখেছে, যুক্তরাষ্ট্রের বিকল্প হিসেবে চীন কীভাবে অন্য দেশ থেকে এসব পণ্য আমদানি করে তাদের চাহিদা পূরণ করতে
৩ ঘণ্টা আগেইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর সুমিতে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩২ জন নিহত ও ৮৪ জন আহত হয়েছেন বলে দাবি করেছে কিয়েভ। রোববার সকালে পাম সানডে (খ্রিষ্টানদের পবিত্র সপ্তাহের প্রথম দিন) উপলক্ষে সুমির একটি চার্চে স্থানীয়রা সমবেত হচ্ছিলেন। ঠিক তখনই (স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটের
৫ ঘণ্টা আগেভ্রমণকারীদের ভোটে নির্বাচিত বিশ্বের সেরা ১০০টি বিমানবন্দরের তালিকায় এশিয়ার আধিপত্য দেখা গেছে। সেরা ১০টি বিমানবন্দরের মধ্যে ছয়টিই এশিয়ার। তবে এই তালিকায় দক্ষিণ এশিয়ার দুটি বিমানবন্দর স্থান পেলেও বাংলাদেশের কোনো বিমানবন্দর জায়গা করে নিতে পারেনি।
৬ ঘণ্টা আগে