অনলাইন ডেস্ক
টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে রোববার সন্ধ্যায় শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। এর মধ্য দিয়ে তিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর রেকর্ড স্পর্শ করেছেন। রাজধানী নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে মোদির সঙ্গে ছিলেন তাঁর শীর্ষ সহযোগী রাজনাথ সিং, অমিত শাহ এবং নিতিন গড়করি। ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু মোদিকে শপথ বাক্য পাঠ করান।
প্রধানমন্ত্রী হিসেবে মোদির শপথের পর শপথ নেন তাঁর মন্ত্রিসভার সদস্যরা। মোদির নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভায় ৩০ জন পূর্ণ মন্ত্রী ছাড়াও রয়েছেন ৩৬ জন প্রতিমন্ত্রী এবং ৫ জন স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী।
ভারতীয় গণমাধ্যমগুলোতে প্রকাশিত তালিকা অনুযায়ী, মোদির মন্ত্রী সভার পূর্ণ মন্ত্রীরা হলেন—রাজনাথ সিং, অমিত শাহ, নিতিন গড়কারি, জেপি নাড্ডা, শিবরাজ সিং চৌহান, নির্মলা সীতারমণ, এস জয়শঙ্কর, মনোহর লাল খাত্তার, এইচ ডি কুমারাস্বামী, পীযূষ গয়াল, ধর্মেন্দ্র প্রধান, জিতন রাম মাঁঝি, সর্বানন্দ সোনোয়াল, রাজীব রঞ্জন সিং, বীরেন্দ্র কুমার, কিঞ্জারাপু রাম মোহন নাইডু, প্রহ্লাদ যোশি, জুয়াল ওরাম, গিরিরাজ সিং, অশ্বিনী বৈষ্ণ, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, ভুপেন্দর যাদব, গজেন্দ্র সিং শেখাওয়াত, অন্নপূর্ণা দেবী, কিরেন রিজিজু, হারদ্বীপ সিং পুরি, মানসুখ মান্দাবিয়া, জি কিষান রেড্ডি, চিরাগ পাসওয়ান এবং সিআর পাতিল।
স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত ৫ প্রতিমন্ত্রী হলেন—রাও ইন্দ্রজিত সিং, জিতেন্দ্র সিং, অর্জুন রাম মেঘওয়াল, প্রতাপ্রাও গেনপত্র যাদব এবং জয়ন্ত চৌধুরী।
প্রতিমন্ত্রী হওয়া বাকি ৩৬ জন হলেন—জিতিন প্রাসাদা, শ্রিপদ নাইক, পঙ্কজ চৌধুরি, কৃষ্ণন পাল গুরজার, রামদাস আত্তাল, রামনাথ ঠাকুর, নিত্যানন্দ রাই, অনুপ্রিয়া প্যাটেল, ভি সোমন্না, ড. চন্দ্রশেখর পেমাসানি, এসপি সিং বেঘেল, সভা কারান্দলাজি, কীর্তি বর্ধন সিং, বিএল ভার্মা, শান্তনু ঠাকুর, সুরেষ গোপি, এল মুরুগান, অজয় তামতা, বান্দি সঞ্জয় কুমার, কমলেশ পাসওয়ান, ভাগিরথ চৌধুরি, সতিশ চন্দ্র ডুবে, সঞ্জয় শেঠ, রবনিত সিং বিট্টু, দুর্গা দাস উইকি, রক্ষা খাদজি, সুকান্ত মজুমদার, সাবিত্রি ঠাকুর, তুখান সাহু, রাজভুষন চৌধুরি, ভুপাতিরাজু শ্রিনিবাস ভার্মা, হর্ষ মালহোত্রা, নিমুবেন জয়ন্তিভাই, মুরলিধর মোহল, জর্জ কুরিয়ান ও পবিত্র মার্ঘেরিটা।
টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে রোববার সন্ধ্যায় শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। এর মধ্য দিয়ে তিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর রেকর্ড স্পর্শ করেছেন। রাজধানী নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে মোদির সঙ্গে ছিলেন তাঁর শীর্ষ সহযোগী রাজনাথ সিং, অমিত শাহ এবং নিতিন গড়করি। ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু মোদিকে শপথ বাক্য পাঠ করান।
প্রধানমন্ত্রী হিসেবে মোদির শপথের পর শপথ নেন তাঁর মন্ত্রিসভার সদস্যরা। মোদির নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভায় ৩০ জন পূর্ণ মন্ত্রী ছাড়াও রয়েছেন ৩৬ জন প্রতিমন্ত্রী এবং ৫ জন স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী।
ভারতীয় গণমাধ্যমগুলোতে প্রকাশিত তালিকা অনুযায়ী, মোদির মন্ত্রী সভার পূর্ণ মন্ত্রীরা হলেন—রাজনাথ সিং, অমিত শাহ, নিতিন গড়কারি, জেপি নাড্ডা, শিবরাজ সিং চৌহান, নির্মলা সীতারমণ, এস জয়শঙ্কর, মনোহর লাল খাত্তার, এইচ ডি কুমারাস্বামী, পীযূষ গয়াল, ধর্মেন্দ্র প্রধান, জিতন রাম মাঁঝি, সর্বানন্দ সোনোয়াল, রাজীব রঞ্জন সিং, বীরেন্দ্র কুমার, কিঞ্জারাপু রাম মোহন নাইডু, প্রহ্লাদ যোশি, জুয়াল ওরাম, গিরিরাজ সিং, অশ্বিনী বৈষ্ণ, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, ভুপেন্দর যাদব, গজেন্দ্র সিং শেখাওয়াত, অন্নপূর্ণা দেবী, কিরেন রিজিজু, হারদ্বীপ সিং পুরি, মানসুখ মান্দাবিয়া, জি কিষান রেড্ডি, চিরাগ পাসওয়ান এবং সিআর পাতিল।
স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত ৫ প্রতিমন্ত্রী হলেন—রাও ইন্দ্রজিত সিং, জিতেন্দ্র সিং, অর্জুন রাম মেঘওয়াল, প্রতাপ্রাও গেনপত্র যাদব এবং জয়ন্ত চৌধুরী।
প্রতিমন্ত্রী হওয়া বাকি ৩৬ জন হলেন—জিতিন প্রাসাদা, শ্রিপদ নাইক, পঙ্কজ চৌধুরি, কৃষ্ণন পাল গুরজার, রামদাস আত্তাল, রামনাথ ঠাকুর, নিত্যানন্দ রাই, অনুপ্রিয়া প্যাটেল, ভি সোমন্না, ড. চন্দ্রশেখর পেমাসানি, এসপি সিং বেঘেল, সভা কারান্দলাজি, কীর্তি বর্ধন সিং, বিএল ভার্মা, শান্তনু ঠাকুর, সুরেষ গোপি, এল মুরুগান, অজয় তামতা, বান্দি সঞ্জয় কুমার, কমলেশ পাসওয়ান, ভাগিরথ চৌধুরি, সতিশ চন্দ্র ডুবে, সঞ্জয় শেঠ, রবনিত সিং বিট্টু, দুর্গা দাস উইকি, রক্ষা খাদজি, সুকান্ত মজুমদার, সাবিত্রি ঠাকুর, তুখান সাহু, রাজভুষন চৌধুরি, ভুপাতিরাজু শ্রিনিবাস ভার্মা, হর্ষ মালহোত্রা, নিমুবেন জয়ন্তিভাই, মুরলিধর মোহল, জর্জ কুরিয়ান ও পবিত্র মার্ঘেরিটা।
আফগানিস্তানে মেয়েদের শিক্ষার অধিকার নিয়ে কাজ করা এক অধিকারকর্মীকে গ্রেপ্তার করেছে তালেবান বাহিনী। পরিবারের বরাত দিয়ে আজ সোমবার যুক্তরাজ্য-ভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, ২৫ বছর বয়সী ওয়াজির খানকে গত ২৪ ফেব্রুয়ারি রাজধানী কাবুলের বাসা থেকে ধরে নিয়ে যাওয়া হয়।
১ ঘণ্টা আগেনগ্নতাকে উদ্যাপন করতেও শৃঙ্খলা প্রয়োজন। তাই নগ্ন সৈকতে অনুপযুক্ত আচরণ রোধে নতুন আইন চালু করেছে জার্মানির রস্টক শহর। এখন থেকে এই শহরের নগ্ন সৈকতে পোশাক পরা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তিদের নিষিদ্ধ করা হবে।
২ ঘণ্টা আগেইউক্রেনকে এই সময়ের সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে আখ্যায়িত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বাংলাদেশের সময় আজ রাত সাড়ে ৯টার দিকে ব্রিটিশ পার্লামেন্টে দাঁড়িয়ে এমন বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘ইউক্রেন আমাদের সময়ের সবচেয়ে বড় পরীক্ষা।’
২ ঘণ্টা আগেক্রিপটো রিজার্ভ গঠন করবে যুক্তরাষ্ট্র—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার পর ক্রিপটোকারেন্সির বাজারে বড় ধরনের উত্থান দেখা গেছে। মার্কিন ক্রিপটো রিজার্ভের প্রথম ধাপে পাঁচটি ডিজিটাল টোকেন অন্তর্ভুক্ত করা হয়েছে।
৪ ঘণ্টা আগে