কাঁটাতারে মই বেয়ে ভারতে পাচার হচ্ছিল পেরুর ‘আলপাকা’, উদ্ধার করল বিএসএফ 

অনলাইন ডেস্ক
আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ১৪: ০৩
Thumbnail image

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমান্তসংলগ্ন এলাকা থেকে লাতিন আমেরিকার দেশ পেরুর প্রাণী আলপাকা উদ্ধার করা হয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পশ্চিমবঙ্গের নদীয়া জেলার বনপুর সীমান্ত ফাঁড়ির কাছাকাছি এলাকা থেকে আলপাকাটি উদ্ধার করে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের নদীয়া জেলার বনপুর সীমান্ত ফাঁড়িতে বিএসএফ গত মঙ্গলবার ভারতীয় ভূখণ্ডে বেআইনিভাবে একটি আলপাকা আনার চেষ্টাকারী একদল চোরাকারবারিকে আটক করেছে। 

লাতিন আমেরিকার দেশ পেরুর আন্দেজ পর্বতের পাদদেশে আলপাকার আধিক্য দেখা যায়। অভিজাত শীতবস্ত্র তৈরিতে এই প্রাণীর লোম ব্যবহার করা হয়। এই প্রাণী উট পরিবারের অন্তর্গত গৃহপালিত পশু। পেরু ছাড়াও দক্ষিণ আমেরিকার কলম্বিয়া, ইকুয়েডরের দক্ষিণ থেকে উত্তর চিলি এবং উত্তর আর্জেন্টিনা পর্যন্ত জলাবদ্ধ পাহাড়ি এলাকায় বসবাস করে। 

উট পরিবারে অন্তর্ভুক্ত হলেও তাদের আকার তুলনামূলকভাবে উটের চেয়ে অনেক ছেট, যা তাদের পরিবারের অন্য সদস্যদের থেকে আলাদা করে। সাধারণত আলপাকা ৩৫ ইঞ্চি পর্যন্ত উঁচু হয়ে থাকে এবং প্রায় ৫৫-৬৫ কেজি ওজনের হতে পারে। 

বিএসএফ জানিয়েছে, আলপাকাটি বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হচ্ছিল। বিএসএফের এক বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক সীমান্তে নিযুক্ত বিএসএফ কর্মীরা লক্ষ করেন যে তিন বাংলাদেশি চোরাকারবারি বাঁশের মই ব্যবহার করে আন্তর্জাতিক সীমান্তের বেড়ার ওপরে আলপাকা স্থানান্তর করার চেষ্টা করছেন এবং প্রাণীটিকে গ্রহণ করার জন্য তাঁদের চার ভারতীয় সহযোগী অপেক্ষা করছেন। 
 
বিএসএফ বলেছে, পাচার কার্যক্রম বন্ধ করতে প্রথমে এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। এর ফলে ভারতীয় চোরাকারবারিরা নিকটস্থ এক আমবাগানে অদৃশ্য হয়ে যান এবং বাংলাদেশিরা নিজ ভূখণ্ডে পালিয়ে যান। প্রটোকল অনুযায়ী উদ্ধার করা আলপাকাটি পুনর্বাসন ও পরিচর্যার জন্য বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত