ক্ষমতার অপব্যবহারসহ নানা অভিযোগে এরই মধ্যে আলোচনায় এসেছেন ভারতের আইএএস (ইন্ডিয়ান সিভিল সার্ভিস) অফিসার পূজা খেদকার। তবে তারপর থেকে শনি যেন তাঁর পিছু ছাড়ছে না। একের পর এক তাঁর এবং তাঁর পরিবারের কুকীর্তি বেরিয়ে আসছে। এবার ফাঁস হয়েছে পূজার মায়ের কুকীর্তি। ভিডিও থেকে দেখা গেছে ওই নারী বন্দুক হাতে কৃষকদের হুমকি–ধমকি দিচ্ছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, কিছুদিন আগে আইএএস অফিসার পূজা খেদকারের মা এক ব্যক্তিকে বন্দুক হাতে হুমকি দেন। সম্প্রতি তারই একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যা পূজা খেদকারকে আরও বিপদে ফেলে দিয়েছে।
আইএএস–২০২৩ ব্যাচে ভারতীয় ক্যাডার সার্ভিসে নিয়োগ পান পূজা। তবে তাঁর নিয়োগ প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছে। তিনি ভারত সরকার নির্ধারিত ওবিসি তথা অন্যান্য অনগ্রসর শ্রেণি—কোটায় চাকরিতে নিয়োগ পান। নিয়োগ প্রক্রিয়ায় ছাড় পেতে পূজা নিজেকে দৃষ্টি ও মানসিকভাবে প্রতিবন্ধী বলে দাবি করেছিলেন। কিন্তু তাঁর বিষয়টি নিশ্চিত করার জন্য যে বাধ্যতামূলক পরীক্ষা করতে অস্বীকার করেন। ভারতীয় আইনে এটি বাধ্যতামূলক হলেও তিনি তা করেননি।
নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকটি সূত্র জানিয়েছে, তাঁকে পাঁচবার শারীরিক অক্ষমতার বিষয়টি পরীক্ষার জন্য ডাকা হলেও তিনি সেগুলো এড়িয়ে যান। এসব অভিযোগের ভিত্তিতে ভারতের ক্যাডার সার্ভিস নিয়ন্ত্রণকারী সংস্থা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন পূজার নিয়োগকে চ্যালেঞ্জ করেছিল। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে একটি ট্রাইব্যুনাল তাঁর নিয়োগের বিরুদ্ধে রায় দেয়। তার পরও পূজা সিভিল সার্ভিস নিয়োগ নিশ্চিত করতে সক্ষম হন।
পূজার বাবা দিলীপ খেদকারও সাবেক আইএএস কর্মকর্তা। অভিযোগ আছে, তিনি দুর্নীতির মাধ্যমে কোটি কোটি রুপি কামিয়েছেন এবং মহারাষ্ট্রের পুনে জেলার মুলসি তালুকের বিভিন্ন স্থানে ২৫ একর জমিও কিনেছেন। তবে স্থানীয়দের অভিযোগ, পরিবারটি প্রতিবেশী কৃষকদের জমিও দখলের চেষ্টা করেছে বিভিন্ন সময়ে। কৃষকেরা এর বিরোধিতা করলে পূজার মা মনোরমা খেদকার তাঁর নিরাপত্তারক্ষীদের নিয়ে বন্দুক হাতে কৃষকদের শাসান।
সেই ঘটনাটি ভিডিওতে ধারণ করেন স্থানীয় একজনই। প্রায় দুই মিনিটের সেই ভিডিও থেকে দেখা যায়, মনোরমা খেদকার তাঁর হাতে একটি পকেট পিস্তল নিয়ে একজনকে চিৎকার করে শাসাচ্ছেন। বন্দুক নাড়িয়ে তিনি সেই কৃষকের কাছে জমির দলিল দেখতে চান। একপর্যায়ে মনোরমা সেই কৃষককে সতর্ক করে বলেন, তাঁর সঙ্গে লাগতে না আসতে। কৃষকেরা আরও অভিযোগ করেছেন, তাঁরা খেদকার পরিবারের বিরুদ্ধে পুনের পাউড থানায় অভিযোগ দায়ের করার চেষ্টা করেছিলেন কিন্তু ফিরিয়ে দেওয়া হয়েছিল।
এদিকে, এনডিটিভির কাছে আসা এক বিশেষ নথি থেকে দেখা গেছে, ‘২০২৩ সালের স্থাবর সম্পত্তির বিবৃতি’ অনুসারে, পূজা খেদকর মহারাষ্ট্রের বিভিন্ন স্থানে পাঁচটি প্লট ও দুটি অ্যাপার্টমেন্টের মালিক, যার মূল্য ২২ কোটি টাকা। তিনি আহমেদনগর ও পুনেতে যথাক্রমে ৪৫ লাখ এবং ৭৫ লাখ মূল্যের দুটি অ্যাপার্টমেন্টের মালিক।
পূজা খেদকার ভারতীয় প্রশাসন ক্যাডার আইএএসের ২০২৩ ব্যাচের কর্মকর্তা। সম্প্রতি তিনি তাঁর ব্যক্তিগত বিলাসবহুল সেডান গাড়িতে সাইরেন, ভিআইপি নম্বর প্লেট এবং ‘মহারাষ্ট্র সরকার’ স্টিকার ব্যবহারসহ বেশ কয়েকটি অভিযোগের মুখোমুখি হয়েছেন। এমনকি দায়িত্ব পালনকালে অধিকার না থাকলেও তাঁকে পুনের অতিরিক্ত কালেক্টর অজয় মোরের অফিস ব্যবহার করতেও দেখা গেছে।
কেবল তা–ই নয়, কোটায় চাকরি পাওয়া এই অফিসার তাঁর অফিসের আসবাব অপসারণ করেছেন। অথচ এই সুবিধাগুলো কোনো জুনিয়র অফিসার পাওয়ার কথা নয়। তবে পূজার সাবেক সরকারি কর্মকর্তা বাবা তাঁর মেয়ের এসব চাহিদা পূরণের জন্য সংশ্লিষ্টদের চাপ দিয়েছিলেন। পরে পুনের কালেক্টর সুহাস ডিভাসে মহারাষ্ট্র সরকারের মুখ্য সচিবের কাছে অভিযোগ করলে পূজা খেদকারকে ওয়াশিমে বদলি করা হয়।
ক্ষমতার অপব্যবহারসহ নানা অভিযোগে এরই মধ্যে আলোচনায় এসেছেন ভারতের আইএএস (ইন্ডিয়ান সিভিল সার্ভিস) অফিসার পূজা খেদকার। তবে তারপর থেকে শনি যেন তাঁর পিছু ছাড়ছে না। একের পর এক তাঁর এবং তাঁর পরিবারের কুকীর্তি বেরিয়ে আসছে। এবার ফাঁস হয়েছে পূজার মায়ের কুকীর্তি। ভিডিও থেকে দেখা গেছে ওই নারী বন্দুক হাতে কৃষকদের হুমকি–ধমকি দিচ্ছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, কিছুদিন আগে আইএএস অফিসার পূজা খেদকারের মা এক ব্যক্তিকে বন্দুক হাতে হুমকি দেন। সম্প্রতি তারই একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যা পূজা খেদকারকে আরও বিপদে ফেলে দিয়েছে।
আইএএস–২০২৩ ব্যাচে ভারতীয় ক্যাডার সার্ভিসে নিয়োগ পান পূজা। তবে তাঁর নিয়োগ প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছে। তিনি ভারত সরকার নির্ধারিত ওবিসি তথা অন্যান্য অনগ্রসর শ্রেণি—কোটায় চাকরিতে নিয়োগ পান। নিয়োগ প্রক্রিয়ায় ছাড় পেতে পূজা নিজেকে দৃষ্টি ও মানসিকভাবে প্রতিবন্ধী বলে দাবি করেছিলেন। কিন্তু তাঁর বিষয়টি নিশ্চিত করার জন্য যে বাধ্যতামূলক পরীক্ষা করতে অস্বীকার করেন। ভারতীয় আইনে এটি বাধ্যতামূলক হলেও তিনি তা করেননি।
নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকটি সূত্র জানিয়েছে, তাঁকে পাঁচবার শারীরিক অক্ষমতার বিষয়টি পরীক্ষার জন্য ডাকা হলেও তিনি সেগুলো এড়িয়ে যান। এসব অভিযোগের ভিত্তিতে ভারতের ক্যাডার সার্ভিস নিয়ন্ত্রণকারী সংস্থা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন পূজার নিয়োগকে চ্যালেঞ্জ করেছিল। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে একটি ট্রাইব্যুনাল তাঁর নিয়োগের বিরুদ্ধে রায় দেয়। তার পরও পূজা সিভিল সার্ভিস নিয়োগ নিশ্চিত করতে সক্ষম হন।
পূজার বাবা দিলীপ খেদকারও সাবেক আইএএস কর্মকর্তা। অভিযোগ আছে, তিনি দুর্নীতির মাধ্যমে কোটি কোটি রুপি কামিয়েছেন এবং মহারাষ্ট্রের পুনে জেলার মুলসি তালুকের বিভিন্ন স্থানে ২৫ একর জমিও কিনেছেন। তবে স্থানীয়দের অভিযোগ, পরিবারটি প্রতিবেশী কৃষকদের জমিও দখলের চেষ্টা করেছে বিভিন্ন সময়ে। কৃষকেরা এর বিরোধিতা করলে পূজার মা মনোরমা খেদকার তাঁর নিরাপত্তারক্ষীদের নিয়ে বন্দুক হাতে কৃষকদের শাসান।
সেই ঘটনাটি ভিডিওতে ধারণ করেন স্থানীয় একজনই। প্রায় দুই মিনিটের সেই ভিডিও থেকে দেখা যায়, মনোরমা খেদকার তাঁর হাতে একটি পকেট পিস্তল নিয়ে একজনকে চিৎকার করে শাসাচ্ছেন। বন্দুক নাড়িয়ে তিনি সেই কৃষকের কাছে জমির দলিল দেখতে চান। একপর্যায়ে মনোরমা সেই কৃষককে সতর্ক করে বলেন, তাঁর সঙ্গে লাগতে না আসতে। কৃষকেরা আরও অভিযোগ করেছেন, তাঁরা খেদকার পরিবারের বিরুদ্ধে পুনের পাউড থানায় অভিযোগ দায়ের করার চেষ্টা করেছিলেন কিন্তু ফিরিয়ে দেওয়া হয়েছিল।
এদিকে, এনডিটিভির কাছে আসা এক বিশেষ নথি থেকে দেখা গেছে, ‘২০২৩ সালের স্থাবর সম্পত্তির বিবৃতি’ অনুসারে, পূজা খেদকর মহারাষ্ট্রের বিভিন্ন স্থানে পাঁচটি প্লট ও দুটি অ্যাপার্টমেন্টের মালিক, যার মূল্য ২২ কোটি টাকা। তিনি আহমেদনগর ও পুনেতে যথাক্রমে ৪৫ লাখ এবং ৭৫ লাখ মূল্যের দুটি অ্যাপার্টমেন্টের মালিক।
পূজা খেদকার ভারতীয় প্রশাসন ক্যাডার আইএএসের ২০২৩ ব্যাচের কর্মকর্তা। সম্প্রতি তিনি তাঁর ব্যক্তিগত বিলাসবহুল সেডান গাড়িতে সাইরেন, ভিআইপি নম্বর প্লেট এবং ‘মহারাষ্ট্র সরকার’ স্টিকার ব্যবহারসহ বেশ কয়েকটি অভিযোগের মুখোমুখি হয়েছেন। এমনকি দায়িত্ব পালনকালে অধিকার না থাকলেও তাঁকে পুনের অতিরিক্ত কালেক্টর অজয় মোরের অফিস ব্যবহার করতেও দেখা গেছে।
কেবল তা–ই নয়, কোটায় চাকরি পাওয়া এই অফিসার তাঁর অফিসের আসবাব অপসারণ করেছেন। অথচ এই সুবিধাগুলো কোনো জুনিয়র অফিসার পাওয়ার কথা নয়। তবে পূজার সাবেক সরকারি কর্মকর্তা বাবা তাঁর মেয়ের এসব চাহিদা পূরণের জন্য সংশ্লিষ্টদের চাপ দিয়েছিলেন। পরে পুনের কালেক্টর সুহাস ডিভাসে মহারাষ্ট্র সরকারের মুখ্য সচিবের কাছে অভিযোগ করলে পূজা খেদকারকে ওয়াশিমে বদলি করা হয়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘শারীরিক ও মানসিকভাবে সুস্থ’ রয়েছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের চিকিৎসক। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ওয়াশিংটন ডিসির একটি হাসপাতালে দ্বিতীয় মেয়াদে প্রথমবারের মতো বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা করান ট্রাম্প। রোববার এক বিবৃতিতে প্রেসিডেন্টের ব্যক্তিগত
১ ঘণ্টা আগেচলমান এই বাণিজ্যযুদ্ধে কোন দেশ প্রথম পিছু হটবে, তা বিশ্লেষণ করার জন্য মার্কিন সংবাদমাধ্যম সিএনএন যুক্তরাষ্ট্র থেকে চীন কী কী আমদানি করে, তা নিয়ে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন তৈরি করেছে। সিএনএন দেখেছে, যুক্তরাষ্ট্রের বিকল্প হিসেবে চীন কীভাবে অন্য দেশ থেকে এসব পণ্য আমদানি করে তাদের চাহিদা পূরণ করতে
২ ঘণ্টা আগেইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর সুমিতে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩২ জন নিহত ও ৮৪ জন আহত হয়েছেন বলে দাবি করেছে কিয়েভ। রোববার সকালে পাম সানডে (খ্রিষ্টানদের পবিত্র সপ্তাহের প্রথম দিন) উপলক্ষে সুমির একটি চার্চে স্থানীয়রা সমবেত হচ্ছিলেন। ঠিক তখনই (স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটের
৪ ঘণ্টা আগেভ্রমণকারীদের ভোটে নির্বাচিত বিশ্বের সেরা ১০০টি বিমানবন্দরের তালিকায় এশিয়ার আধিপত্য দেখা গেছে। সেরা ১০টি বিমানবন্দরের মধ্যে ছয়টিই এশিয়ার। তবে এই তালিকায় দক্ষিণ এশিয়ার দুটি বিমানবন্দর স্থান পেলেও বাংলাদেশের কোনো বিমানবন্দর জায়গা করে নিতে পারেনি।
৫ ঘণ্টা আগে