Ajker Patrika

ভারতেও উত্তাপ ছড়াচ্ছে বাংলাদেশি গান ‘দেশটা তোমার বাপের নাকি’

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১৯: ২৩
ভারতেও উত্তাপ ছড়াচ্ছে বাংলাদেশি গান ‘দেশটা তোমার বাপের নাকি’

বাংলাদেশে শেখ হাসিনাবিরোধী আন্দোলনে জনপ্রিয় হয়েছিল ‘দেশটা তোমার বাপের নাকি’ গানটি। আন্দোলনের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষ করে ফেসবুকে অসংখ্য রিল এবং ভিডিও ফুটেজেও ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে গানটির ব্যবহার দেখা গেছে। এবার সেই গানই ভারতের একাধিক রাজ্যে প্রতিবাদের ভাষা হয়ে গেছে। শুধু তা-ই নয়, আন্দোলনে এই গান গেয়ে আসামে একজন গ্রেপ্তারও হয়েছেন। 

মঙ্গলবার ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আসামের বাঙালি-মুসলিম গায়ক আলতাপ হুসেন একটি বিতর্কিত প্রতিবাদী গানের জন্য গ্রেপ্তার হয়েছেন। গানটির মাধ্যমে তিনি হিন্দু ও মিয়া সম্প্রদায়ের মধ্যে বিরোধ ঘটানোর চেষ্টা করেছেন বলে গত ৩০ আগস্ট একটি মামলা নথিভুক্ত হয়েছিল। পরদিনই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। 

আসামের ধুবরি জেলার ৩৫ বছর বয়সী গায়ক আলতাপ যে গানটি গেয়েছিলেন, সেটির কথাগুলো ছিল এমন—‘অসম তোমার বাপর নেকি, খালি মিয়া খেদিবো খুজা’ (আসাম তোমার বাবার নাকি যে মিয়াকে তাড়াতে চাও)। প্রতিবাদী এই গান বাংলাদেশি গান ‘দেশটা তোমার বাপের নাকি’ গানের অনুকরণে। গানটির মধ্যে ব্যবহৃত ‘মিয়া’ শব্দটি দিয়ে আসামে সাধারণত বাঙালি মুসলমানদের নির্দেশ করা হয়। ভাইরাল হয়ে যাওয়া ওই গানে রাজ্যের নওগা জেলার একটি মন্দিরের পুরোহিতদের দ্বারা ১৪ বছর বয়সী এক কিশোরীর ধর্ষিত হওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। 

গত রোববার আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একটি ফেসবুক লাইভে আলতাপের গ্রেপ্তারের কথা উল্লেখ করেছেন। তিনি গানটিকে ‘আক্রমণাত্মক’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘মিয়া বিহু গান গাওয়া আলতাপ হুসেন নামের এই ব্যক্তিকে আজ গ্রেপ্তার করেছে পুলিশ। আমি একটি কথা স্পষ্টভাবে বলতে চাই, যত দিন আমরা পাশাপাশি আছি, যত দিন আমাদের সমাজ বেঁচে থাকবে, তত দিন আমরা আত্মসম্মান নিয়ে বেঁচে থাকব। আমরা আমাদের সামাজিক শৃঙ্খলার ওপর আক্রমণ মেনে নেব না।’ 

এদিকে ভারতীয় গণমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, আসামই শুধু নয়, বাংলাদেশি ‘দেশটা তোমার বাপের নাকি’ গানটি জনপ্রিয় হয়ে উঠেছে ভারতের পশ্চিমবঙ্গসহ পূর্ব ভারতীয় অন্যান্য রাজ্যেও। সম্প্রতি উত্তপ্ত হয়ে ওঠা পশ্চিমবঙ্গে আন্দোলনকারী এবং সাধারণ মানুষের মুখেও এই গান শোনা যাচ্ছে। বাজানো হচ্ছে লাউড স্পিকারেও। রাজ্যভেদে নিজস্ব ভাষা এবং কথা ব্যবহার করেও গাওয়া হচ্ছে এই গান। 

আসামে এই গানের অনুকরণে যে গান আলতাপ গেয়েছিলেন, তাতে স্পষ্টভাবেই আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বাঙালি মুসলমান নীতির সমালোচনা করা হয়েছে। ইথুন বাবুর কথা ও সুরে বাংলাদেশে গানটি গেয়েছেন মৌসুমি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত