জীবনধারা ডেস্ক
আপনি কি জানেন, প্রতিবার টয়লেটে ফ্ল্যাশ করার ফলে ঠিক কতটুকু পানি খরচ হচ্ছে? প্রায় সাত লিটার! ফলে, যাঁরা প্রয়োজন ছাড়াও ফ্ল্যাশ করেন, তাঁরা এখনই সতর্ক হোন। যদি একটু খেয়াল করেন, তাহলে নিজেই বুঝতে পারবেন, কেবল আমাদের বাড়িতেই নানাভাবে পানির অপচয় হচ্ছে। অথচ একটু সতর্ক হলেই কিন্তু পানির এই অপচয় রোধ করা সম্ভব।
দাঁত মাজা ও কাপড় ধোয়ার সময় কল বন্ধ রাখুন
অনেকেই দাঁত মাজা ও কাপড় ধোয়ার সময় অকারণে বেসিনের কল খুলে রাখেন। এতে করে প্রচুর পানির অপচয় হয়। প্রয়োজন ছাড়া এখন থেকে কাজটি করবেন না। এতে করে কয়েক লিটার পানি অপচয় হওয়া থেকে বাঁচবে। একইভাবে বাসন-কোসন ধোয়ার সময়ও অযথা কল খুলে রাখা থেকে বিরত থাকতে হবে।
স্নানের সময় পানি ব্যবহারে সচেতনতা
দীর্ঘ সময় ধরে স্নান করার ফলে পানির অপচয় হয়। গোসলের সময়ভেদে একজন মানুষ প্রতি মিনিটে ৬ থেকে ৪৫ লিটার পানি ব্যবহার করে। গোসলের সময় যেন পানির অপচয় না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
কাজ শেষে কল ভালোভাবে বন্ধ করুন
বেসিন, সিংক বা স্নানঘরের কল ভালোভাবে বন্ধ রাখুন। কলের পাইপে লিকেজ থাকলে যত দ্রুত সম্ভব সারিয়ে নিন। ফোঁটায় ফোঁটায় কিন্তু আপনার অলক্ষ্য়েই প্রচুর পানি অপচয় হচ্ছে। এই ফোঁটা ফোঁটা পানি হিসাব করলে দেখা যায়, প্রতিদিন প্রায় ১৫ লিটার এবং বছরে পায় ৫ হাজার ৫০০ লিটার পানি অপচয় হচ্ছে।
পানির পুনর্ব্যবহার নিয়ে ভাবতে হবে
রান্নাঘরে চাল, ডাল ও সবজি ধোয়া পানি গাছের গোড়ায় ব্যবহার করুন। এতে করে কলের বিশুদ্ধ পানি অনেকটাই বেঁচে যাবে। অন্যদিকে, শস্য ও সবজি ধোয়া পানি গাছের বৃদ্ধিতে সহায়তা করবে। কাপড় ধোয়ার পর সেই পানি টয়লেটে বা গাছের গোড়ায় ঢালতে পারেন। এতে পরিষ্কার পানির অপচয় অনেকটাই রোধ করা সম্ভব হবে। এ ছাড়া বৃষ্টির পানি ধরে রেখে বাগানে ব্যবহার করা হলে বিশুদ্ধ পানির অপচয় রোধ করা সম্ভব। তা ছাড়া বৃষ্টির পানি ক্লোরিনমুক্ত হওয়ায় গাছের জন্য বেশ ভালো।
পাইপের মাধ্যমে পানি ছড়িয়ে গাড়ি ধোয়ার সময় প্রতি মিনিটে গড়ে ১০ লিটার অপচয় হয়। প্রতিবার একটি গাড়ি ধুতে গড়ে ৩৫ লিটার বা তার বেশি পানি দরকার। তবে বালতিতে পানি নিয়ে মগের মাধ্যমে ঢেলে ঢেলে ধোয়ার সময় অপেক্ষাকৃত কম পানি খরচ হয়। বৃষ্টির পানি ধরে রেখে তা গাড়ি ধোয়ার কাজে ব্যবহার করা যায় অনায়াসে। দাগ ও ময়লা তুলতে বৃষ্টির পানি ভালো কাজ করে।
সূত্র: গ্রিন লিভিং জার্নাল ও অন্যান্য
আপনি কি জানেন, প্রতিবার টয়লেটে ফ্ল্যাশ করার ফলে ঠিক কতটুকু পানি খরচ হচ্ছে? প্রায় সাত লিটার! ফলে, যাঁরা প্রয়োজন ছাড়াও ফ্ল্যাশ করেন, তাঁরা এখনই সতর্ক হোন। যদি একটু খেয়াল করেন, তাহলে নিজেই বুঝতে পারবেন, কেবল আমাদের বাড়িতেই নানাভাবে পানির অপচয় হচ্ছে। অথচ একটু সতর্ক হলেই কিন্তু পানির এই অপচয় রোধ করা সম্ভব।
দাঁত মাজা ও কাপড় ধোয়ার সময় কল বন্ধ রাখুন
অনেকেই দাঁত মাজা ও কাপড় ধোয়ার সময় অকারণে বেসিনের কল খুলে রাখেন। এতে করে প্রচুর পানির অপচয় হয়। প্রয়োজন ছাড়া এখন থেকে কাজটি করবেন না। এতে করে কয়েক লিটার পানি অপচয় হওয়া থেকে বাঁচবে। একইভাবে বাসন-কোসন ধোয়ার সময়ও অযথা কল খুলে রাখা থেকে বিরত থাকতে হবে।
স্নানের সময় পানি ব্যবহারে সচেতনতা
দীর্ঘ সময় ধরে স্নান করার ফলে পানির অপচয় হয়। গোসলের সময়ভেদে একজন মানুষ প্রতি মিনিটে ৬ থেকে ৪৫ লিটার পানি ব্যবহার করে। গোসলের সময় যেন পানির অপচয় না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
কাজ শেষে কল ভালোভাবে বন্ধ করুন
বেসিন, সিংক বা স্নানঘরের কল ভালোভাবে বন্ধ রাখুন। কলের পাইপে লিকেজ থাকলে যত দ্রুত সম্ভব সারিয়ে নিন। ফোঁটায় ফোঁটায় কিন্তু আপনার অলক্ষ্য়েই প্রচুর পানি অপচয় হচ্ছে। এই ফোঁটা ফোঁটা পানি হিসাব করলে দেখা যায়, প্রতিদিন প্রায় ১৫ লিটার এবং বছরে পায় ৫ হাজার ৫০০ লিটার পানি অপচয় হচ্ছে।
পানির পুনর্ব্যবহার নিয়ে ভাবতে হবে
রান্নাঘরে চাল, ডাল ও সবজি ধোয়া পানি গাছের গোড়ায় ব্যবহার করুন। এতে করে কলের বিশুদ্ধ পানি অনেকটাই বেঁচে যাবে। অন্যদিকে, শস্য ও সবজি ধোয়া পানি গাছের বৃদ্ধিতে সহায়তা করবে। কাপড় ধোয়ার পর সেই পানি টয়লেটে বা গাছের গোড়ায় ঢালতে পারেন। এতে পরিষ্কার পানির অপচয় অনেকটাই রোধ করা সম্ভব হবে। এ ছাড়া বৃষ্টির পানি ধরে রেখে বাগানে ব্যবহার করা হলে বিশুদ্ধ পানির অপচয় রোধ করা সম্ভব। তা ছাড়া বৃষ্টির পানি ক্লোরিনমুক্ত হওয়ায় গাছের জন্য বেশ ভালো।
পাইপের মাধ্যমে পানি ছড়িয়ে গাড়ি ধোয়ার সময় প্রতি মিনিটে গড়ে ১০ লিটার অপচয় হয়। প্রতিবার একটি গাড়ি ধুতে গড়ে ৩৫ লিটার বা তার বেশি পানি দরকার। তবে বালতিতে পানি নিয়ে মগের মাধ্যমে ঢেলে ঢেলে ধোয়ার সময় অপেক্ষাকৃত কম পানি খরচ হয়। বৃষ্টির পানি ধরে রেখে তা গাড়ি ধোয়ার কাজে ব্যবহার করা যায় অনায়াসে। দাগ ও ময়লা তুলতে বৃষ্টির পানি ভালো কাজ করে।
সূত্র: গ্রিন লিভিং জার্নাল ও অন্যান্য
মাত্র ২৭ দিনে নেপালের তিনটি ছয় হাজার মিটারের বেশি উচ্চতার তিন পর্বতচূড়া জয় করেছেন আহসানুজ্জামান তৌকির (২৭)। কোনো ধরনের শেরপার সাহায্য ছাড়াই চূড়াগুলো জয় করেছেন তিনি। তার এই অভিযানের নাম ছিল, ‘থ্রি পিক ইন এ রো’। গত ৩০ অক্টোবর সকাল মেরা পিক জয়ের মাধ্যমে অভিযানটির সফল সমাপ্তি হয়।
১৬ ঘণ্টা আগেঢাকার উপকণ্ঠে ধামরাই। শহরঘেঁষা হলেও এখানে আছে নয়নাভিরাম প্রকৃতি; বিশেষ করে ধামরাইয়ের কাজিয়ালকুণ্ড, আড়ালিয়া, মাখুলিয়া, কানারচর, মাধবপট্টিসহ আরও অনেক গ্রাম ছবির মতো সুন্দর।
২১ ঘণ্টা আগেবছরখানেক আগেও মধ্যপ্রাচ্যের ভ্রমণ গন্তব্যের তালিকায় বেশ পিছিয়ে ছিল সৌদি আরব। তবে খুব অল্প সময়ে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে দেশটি। ২০২৪ সালে এসে মধ্যপ্রাচ্যের অন্যতম পর্যটনবান্ধব দেশ এখন সৌদি আরব। ২০৩০ সালের মধ্যে প্রায় ১০ কোটি পর্যটক আনতে চায় দেশটি।
২১ ঘণ্টা আগেজার্মান যুবক মারকুস ভালোবাসেন ভেসপায় চড়ে ভ্রমণ করতে। শুধু ভালোবাসেন বললে কম বলা হয়। বলা ভালো, তাঁর জীবনযাপনের অংশ ভেসপা। এমনকি ভেসপায় চড়ে ভ্রমণের সব স্মৃতি সংগ্রহে রেখেছেন তিনি। তৈরি করেছেন ‘লা ভিডা ভেসপা’ নামে একটি ব্যক্তিগত ব্লগ সাইট।
২১ ঘণ্টা আগে