শারমিন কচি
প্রশ্ন: লিপস্টিক ব্যবহারের বেশ কিছুক্ষণ পরই ঠোঁট খুব শুষ্ক দেখায়। কী করব?
মেরি ডি কস্তা, নাটোর
যাঁদের ঠোঁট শুষ্ক, তাঁরা লিপস্টিক লাগানোর আগে লিপবাম বা লিপক্রিম লাগিয়ে একটু অপেক্ষা করে লিপস্টিক লাগিয়ে নিলে ঠোঁট কোমল ও মসৃণ দেখাবে। মোটা ঠোঁটের ক্ষেত্রে লিপলাইনার দিয়ে ঠোঁটের বাইরের কিছুটা অংশ এঁকে নিয়ে তারপর লিপস্টিক লাগালে সুন্দরভাবে বসবে এবং ছড়িয়ে যাওয়ার আশঙ্কা থাকবে না। দেখতেও সুন্দর লাগবে। আবার ঠোঁট যাঁদের পাতলা, তাঁরা যদি ঠোঁটের কিনার ঘেঁষে লিপস্টিক পরেন, তাহলে ভালো লাগবে।
প্রশ্ন: ত্বকের পানিশূন্যতা রোধে কী করণীয়?
আফরোজা পারভীন, ফরিদপুর
পানিশূন্য ত্বকে নিয়মিত কাঠবাদামের বাটা, ঠান্ডা দুধ ও গোলাপজল দিয়ে তৈরি ফেসপ্যাক ব্যবহার করুন। এটি শুষ্ক ও পানিশূন্য ত্বকের জন্য খুবই উপকারী। পানিশূন্যতায় অনেকের ঠোঁট ফাটে। তাঁরা রাতে ঘুমানোর আগে ঠোঁটে ভালো করে ভ্যাসলিন বা পেট্রোলিয়াম জেলি লাগাবেন।
প্রশ্ন: গরমে ঘাম হলে ত্বকের যত্ন কীভাবে নেব? সহজ কোনো টোটকা আছে, যা ত্বক পরিষ্কার রাখবে?
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা
এক চা-চামচ গ্রিন টি গুঁড়া নিয়ে তার সঙ্গে এক চা-চামচ টক দই মিশিয়ে পুরো মুখে ২ থেকে ৩ মিনিট ম্যাসাজ করে ধুয়ে নিতে হবে। টক দই না থাকলে দুই টেবিল চামচ কাঁচা দুধের সঙ্গে আপেল সিডার ভিনেগার ২ থেকে ৩ ফোঁটা অথবা লেবুর রস মিশিয়ে মুখে লাগিয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।
পরামর্শ দিয়েছেন: শারমিন কচি, রূপবিশেষজ্ঞ ও বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ারের স্বত্বাধিকারী
প্রশ্ন: লিপস্টিক ব্যবহারের বেশ কিছুক্ষণ পরই ঠোঁট খুব শুষ্ক দেখায়। কী করব?
মেরি ডি কস্তা, নাটোর
যাঁদের ঠোঁট শুষ্ক, তাঁরা লিপস্টিক লাগানোর আগে লিপবাম বা লিপক্রিম লাগিয়ে একটু অপেক্ষা করে লিপস্টিক লাগিয়ে নিলে ঠোঁট কোমল ও মসৃণ দেখাবে। মোটা ঠোঁটের ক্ষেত্রে লিপলাইনার দিয়ে ঠোঁটের বাইরের কিছুটা অংশ এঁকে নিয়ে তারপর লিপস্টিক লাগালে সুন্দরভাবে বসবে এবং ছড়িয়ে যাওয়ার আশঙ্কা থাকবে না। দেখতেও সুন্দর লাগবে। আবার ঠোঁট যাঁদের পাতলা, তাঁরা যদি ঠোঁটের কিনার ঘেঁষে লিপস্টিক পরেন, তাহলে ভালো লাগবে।
প্রশ্ন: ত্বকের পানিশূন্যতা রোধে কী করণীয়?
আফরোজা পারভীন, ফরিদপুর
পানিশূন্য ত্বকে নিয়মিত কাঠবাদামের বাটা, ঠান্ডা দুধ ও গোলাপজল দিয়ে তৈরি ফেসপ্যাক ব্যবহার করুন। এটি শুষ্ক ও পানিশূন্য ত্বকের জন্য খুবই উপকারী। পানিশূন্যতায় অনেকের ঠোঁট ফাটে। তাঁরা রাতে ঘুমানোর আগে ঠোঁটে ভালো করে ভ্যাসলিন বা পেট্রোলিয়াম জেলি লাগাবেন।
প্রশ্ন: গরমে ঘাম হলে ত্বকের যত্ন কীভাবে নেব? সহজ কোনো টোটকা আছে, যা ত্বক পরিষ্কার রাখবে?
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা
এক চা-চামচ গ্রিন টি গুঁড়া নিয়ে তার সঙ্গে এক চা-চামচ টক দই মিশিয়ে পুরো মুখে ২ থেকে ৩ মিনিট ম্যাসাজ করে ধুয়ে নিতে হবে। টক দই না থাকলে দুই টেবিল চামচ কাঁচা দুধের সঙ্গে আপেল সিডার ভিনেগার ২ থেকে ৩ ফোঁটা অথবা লেবুর রস মিশিয়ে মুখে লাগিয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।
পরামর্শ দিয়েছেন: শারমিন কচি, রূপবিশেষজ্ঞ ও বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ারের স্বত্বাধিকারী
১৯৫১ সাল। ইরানের রাজা রেজা শাহ পাহলভি এলেন পৃথিমপাশা জমিদারবাড়িতে। সে এক হুলুস্থুল ব্যাপার! এ বাড়ির পূর্বপুরুষেরা ইরান থেকে এসেছিলেন বলে জানা যায়।
৪ দিন আগেশীতে কাপড় ভালো রাখতে সেগুলোকে যেমন রোদে মেলে দিতে হয়, সম্পর্ক উন্নয়নে মাঝেমধ্যে তেমনি ভ্রমণেও যেতে হয়। শীত চলে এসেছে। ভ্রমণপ্রেমীরা হয়ে উঠেছেন সরব।
৪ দিন আগেপর্যটন বন্ধে কারফিউ! হ্যাঁ, তেমনটিই ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। গ্রামের নাম বুকচন হ্যানোক। দক্ষিণ কোরিয়ার জংনো জেলায় এর অবস্থান। বুকচন হ্যানোক দেশটির ‘মাস্ট ভিজিট’ পর্যটন গন্তব্য।
৪ দিন আগেভ্রমণের স্বাদ একবার রক্তে ঢুকলে, তা থেকে মুক্তি পাওয়া কঠিন। এক অদৃশ্য তাড়না কাজ করতে থাকে ভেতরে-ভেতরে।
৪ দিন আগে