শোভন সাহা
প্রশ্ন: শুনেছি, ত্বকের দাগ কেমিক্যাল পিলের সাহায্যে সারানো হয়। এই কেমিক্যাল পিল আসলে কী? কীভাবে করা হয়? এটা কি সব ত্বকের জন্য উপযোগী? কেমন খরচ পড়তে পারে?
নিশাত মাহমুদ দিদার, চট্টগ্রাম
ত্বকের দাগ দূর করার জন্য কেমিক্যাল পিল করা যেতে পারে। সেটা করার জন্য বিশেষজ্ঞকে আগে ত্বক দেখিয়ে পরামর্শ নিতে হবে। কেমিক্যাল পিল অনেক ধরনের হয়। অনেক ধরনের অ্যাসিডে এই পিল তৈরি। এর মাত্রাও বিভিন্ন রকমের হয়। তাই আপনার উচিত হবে একজন বিশেষজ্ঞের সঙ্গে দেখা করা। তিনি ত্বক দেখে বলতে পারবেন, কোন ধরনের কেমিক্যাল পিল উপযোগী এবং কতগুলো সেশন আপনাকে নিতে হবে।
প্রশ্ন: লিপ বাম ব্যবহার করলে কি ঠোঁট কালচে হয়ে যায়?
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা
লিপ বাম ব্যবহার করলে ঠোঁটের রং কালো হয়ে যায় না। তবে লিপ বামে যদি রং থাকে এবং সেটার মান ভালো না হয়, তাহলে দীর্ঘদিন ব্যবহারের পর ঠোঁট কালচে দেখাতে পারে।
প্রশ্ন: টাইফয়েডের কারণে আমার চুল অনেক পাতলা হয়ে গেছে। কী করলে চুলের বৃদ্ধি ঘটানো যাবে?
লীনা ফেরদৌসী, টাঙ্গাইল
কোনো ভালো বিউটি ক্লিনিকে গিয়ে কিছু ভিটামিনের সমন্বয়ে চুলে ট্রিটমেন্ট নিতে হবে। তাহলে আপনার চুল আবার আগের মতো বৃদ্ধি পাবে।
পরামর্শ দিয়েছেন– শোভন সাহা, কসমেটোলজিস্ট, শোভন মেকওভার
প্রশ্ন: শুনেছি, ত্বকের দাগ কেমিক্যাল পিলের সাহায্যে সারানো হয়। এই কেমিক্যাল পিল আসলে কী? কীভাবে করা হয়? এটা কি সব ত্বকের জন্য উপযোগী? কেমন খরচ পড়তে পারে?
নিশাত মাহমুদ দিদার, চট্টগ্রাম
ত্বকের দাগ দূর করার জন্য কেমিক্যাল পিল করা যেতে পারে। সেটা করার জন্য বিশেষজ্ঞকে আগে ত্বক দেখিয়ে পরামর্শ নিতে হবে। কেমিক্যাল পিল অনেক ধরনের হয়। অনেক ধরনের অ্যাসিডে এই পিল তৈরি। এর মাত্রাও বিভিন্ন রকমের হয়। তাই আপনার উচিত হবে একজন বিশেষজ্ঞের সঙ্গে দেখা করা। তিনি ত্বক দেখে বলতে পারবেন, কোন ধরনের কেমিক্যাল পিল উপযোগী এবং কতগুলো সেশন আপনাকে নিতে হবে।
প্রশ্ন: লিপ বাম ব্যবহার করলে কি ঠোঁট কালচে হয়ে যায়?
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা
লিপ বাম ব্যবহার করলে ঠোঁটের রং কালো হয়ে যায় না। তবে লিপ বামে যদি রং থাকে এবং সেটার মান ভালো না হয়, তাহলে দীর্ঘদিন ব্যবহারের পর ঠোঁট কালচে দেখাতে পারে।
প্রশ্ন: টাইফয়েডের কারণে আমার চুল অনেক পাতলা হয়ে গেছে। কী করলে চুলের বৃদ্ধি ঘটানো যাবে?
লীনা ফেরদৌসী, টাঙ্গাইল
কোনো ভালো বিউটি ক্লিনিকে গিয়ে কিছু ভিটামিনের সমন্বয়ে চুলে ট্রিটমেন্ট নিতে হবে। তাহলে আপনার চুল আবার আগের মতো বৃদ্ধি পাবে।
পরামর্শ দিয়েছেন– শোভন সাহা, কসমেটোলজিস্ট, শোভন মেকওভার
১৯৫১ সাল। ইরানের রাজা রেজা শাহ পাহলভি এলেন পৃথিমপাশা জমিদারবাড়িতে। সে এক হুলুস্থুল ব্যাপার! এ বাড়ির পূর্বপুরুষেরা ইরান থেকে এসেছিলেন বলে জানা যায়।
৩ দিন আগেশীতে কাপড় ভালো রাখতে সেগুলোকে যেমন রোদে মেলে দিতে হয়, সম্পর্ক উন্নয়নে মাঝেমধ্যে তেমনি ভ্রমণেও যেতে হয়। শীত চলে এসেছে। ভ্রমণপ্রেমীরা হয়ে উঠেছেন সরব।
৩ দিন আগেপর্যটন বন্ধে কারফিউ! হ্যাঁ, তেমনটিই ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। গ্রামের নাম বুকচন হ্যানোক। দক্ষিণ কোরিয়ার জংনো জেলায় এর অবস্থান। বুকচন হ্যানোক দেশটির ‘মাস্ট ভিজিট’ পর্যটন গন্তব্য।
৩ দিন আগেভ্রমণের স্বাদ একবার রক্তে ঢুকলে, তা থেকে মুক্তি পাওয়া কঠিন। এক অদৃশ্য তাড়না কাজ করতে থাকে ভেতরে-ভেতরে।
৩ দিন আগে