৮ মার্চ বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। নারীরা আজ সব বাধা তুড়ি মেরে নিজেদের পছন্দনীয় পেশায় যুক্ত হচ্ছেন। বাংলাদেশের ফ্যাশন ও বিউটি ইন্ডাস্ট্রিতেও নারীরা যুক্ত করছেন নতুন ভাবনা, খুলে দিচ্ছেন সম্ভাবনার নতুন দরজা। নারী উদ্যোক্তাদের সঙ্গে আলাপ করেছেন সানজিদা সামরিন
জামদানি কাপড় আরামদায়ক পোশাকের জন্য ব্যবহার করেছি
নুসরাত মার্জিয়া, স্বত্বাধিকারী, কারুতন্ত্র
আমি যে ফ্যাব্রিক নিয়ে কাজ করি, তা হলো জামদানি। এটি আমাদের দেশের অন্যতম প্রাচীন কাপড়। এটি আমাদের ঐতিহ্যের সঙ্গে মিশে আছে। আগে জামদানি বলতে কেবল শাড়িকেই বুঝতাম। কিন্তু সেটাকে ফিউশন ওয়্যার হিসেবে উপস্থাপনের চেষ্টা করেছি—নতুন প্রজন্মের মেয়ে, যাঁরা শাড়ি পরতে স্বচ্ছন্দবোধ করেন না কিংবা সব সময় পরেন না, তাঁদের জন্য।
এ ছাড়া আমাদের কর্মজীবী নারী যাঁরা রয়েছেন, তাঁদের অনেক সময় কোট পরতে হয়। তাঁদের জন্যও জামদানিকে ফ্যাব্রিক হিসেবে ব্যবহার করে শার্ট, কোট ও টপস ডিজাইন করেছি। এককথায় জামদানিকে নারীরা যাতে শাড়ির বাইরেও আরামদায়ক পোশাক হিসেবে ব্যবহার করতে পারেন, তা নিয়ে কাজ করছি।
সব বয়সী নারীর জন্যই আমার নকশা
ফায়জা আহমেদ রাফা, ডিজাইনার ও স্বত্বাধিকারী, আর্টেমিস
আমার কাছে নারীর ফ্যাশন বা সৌন্দর্য তাঁর নিজস্ব স্বকীয়তার মাধ্যমে সাধারণের মধ্যে অসাধারণ হয়ে ওঠা। আমি নারীদের পোশাক ডিজাইন করি। পোশাকে খুব সাধারণ মোটিফগুলোই ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করি। যেমন একটা ফুল কিংবা পাখি অথবা আমাদের ঐতিহ্যের কোনো মোটিফ।
আমার ধারণা, ডিজাইন কোনো নির্দিষ্ট বয়সের নারীদের জন্য নয়। যেকোনো বয়সের নারীই যেন তাঁদের ফ্যাশনে আর্টেমিসের পোশাক পছন্দ করতে পারেন, সেভাবেই ডিজাইন করি। সব বয়সী নারীর জন্যই আর্টেমিস নকশা করে থাকে।
প্রত্য়েক নারীই ফিটনেস সচেতন হয়ে উঠুন
নেহা রেজওয়ান, ফিটনেস ইনফ্লুয়েন্সার, ভোগ ফিউচার ফিটনেস জিম
পুরোনো একটি প্রবাদ আছে, স্বাস্থ্যই সকল সুখের মূল। সুস্থ শরীর মানে সুস্থ মন। তাই ফিটনেস ইনফ্লুয়েন্সার হিসেবে আমি মনে করি, প্রত্যেক নারীরই শারীরিকভাবে নিজেকে ফিট রাখা জরুরি। অধিকাংশ নারী নিজের খাদ্যাভ্যাসে নজর দেন না। শরীর ফিট রাখতে প্রথম শর্ত স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস গড়ে তোলা।
এর সঙ্গে করতে হবে ব্যায়াম। ডায়েটিশিয়ানের সাহায্যে ডায়েট চার্টে রোজ কী খাচ্ছেন, তার একটা হিসাব তৈরি করে রাখুন।কোনোভাবেই ওজন বাড়তে দেবেন না। আপনার উচ্চতা আর ওজনের মধ্যে একটা ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন। একান্ত অসুস্থ না হলে ফিটনেস রুটিনে যেন কোনো বিরতি না আসে, সে বিষয়টি মেনে চলা খুবই জরুরি। প্রতিদিন খানিকটা সময় নিজের জন্য বরাদ্দ রাখুন।
ওয়্যারেবল আর্টকে নারীরা গুরুত্ব দিচ্ছেন
সাদিয়া শারমিন, কারুশিল্পী ও পরিচালক, মনসিজ ক্র্যাফট
সৌন্দর্য বৃদ্ধি ও ব্যক্তিত্ব প্রকাশের ক্ষেত্রে পোশাকের সঙ্গে গয়না গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সাধারণ প্রেক্ষাপট থেকে একজন নকশাকার তাঁর গ্রাহকদের কথা বিবেচনায় রেখে বয়স ও ফ্যাশনকে সবার আগে প্রাধান্য দেয়। কিন্তু একজন কারুশিল্পী হিসেবে সাধারণ ঘরানার বাইরে নিরীক্ষাধর্মী গয়নার দিকে আমার আগ্রহ বেশি। যুগের চাহিদা আর সময়ের ধরনের বাইরে প্রাকৃতিক উপকরণ, মানুষের বিশ্বাস, সংস্কৃতি, ঐতিহ্য, এশীয়-পাশ্চাত্যের গয়নাশিল্পের আবহকেই বেশি প্রাধান্য দিই। কড়ি, শামুক, ঝিনুক, পাটের সুতা, রংবেরঙের ঝরা পালকের পর এবার অ্যাক্রিলিক নিয়ে কাজ করছি। বর্তমান প্রজন্মকে ইলেকট্রনিক ডিভাইসের বাইরে বিভিন্ন শৌখিন সংগ্রহ ও শখের মধ্য দিয়ে ইতিহাস জানাতেই কিছু ভিন্নধর্মী গয়না নিয়ে কাজ করছে মনসিজ ক্র্যাফট।
৮ মার্চ বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। নারীরা আজ সব বাধা তুড়ি মেরে নিজেদের পছন্দনীয় পেশায় যুক্ত হচ্ছেন। বাংলাদেশের ফ্যাশন ও বিউটি ইন্ডাস্ট্রিতেও নারীরা যুক্ত করছেন নতুন ভাবনা, খুলে দিচ্ছেন সম্ভাবনার নতুন দরজা। নারী উদ্যোক্তাদের সঙ্গে আলাপ করেছেন সানজিদা সামরিন
জামদানি কাপড় আরামদায়ক পোশাকের জন্য ব্যবহার করেছি
নুসরাত মার্জিয়া, স্বত্বাধিকারী, কারুতন্ত্র
আমি যে ফ্যাব্রিক নিয়ে কাজ করি, তা হলো জামদানি। এটি আমাদের দেশের অন্যতম প্রাচীন কাপড়। এটি আমাদের ঐতিহ্যের সঙ্গে মিশে আছে। আগে জামদানি বলতে কেবল শাড়িকেই বুঝতাম। কিন্তু সেটাকে ফিউশন ওয়্যার হিসেবে উপস্থাপনের চেষ্টা করেছি—নতুন প্রজন্মের মেয়ে, যাঁরা শাড়ি পরতে স্বচ্ছন্দবোধ করেন না কিংবা সব সময় পরেন না, তাঁদের জন্য।
এ ছাড়া আমাদের কর্মজীবী নারী যাঁরা রয়েছেন, তাঁদের অনেক সময় কোট পরতে হয়। তাঁদের জন্যও জামদানিকে ফ্যাব্রিক হিসেবে ব্যবহার করে শার্ট, কোট ও টপস ডিজাইন করেছি। এককথায় জামদানিকে নারীরা যাতে শাড়ির বাইরেও আরামদায়ক পোশাক হিসেবে ব্যবহার করতে পারেন, তা নিয়ে কাজ করছি।
সব বয়সী নারীর জন্যই আমার নকশা
ফায়জা আহমেদ রাফা, ডিজাইনার ও স্বত্বাধিকারী, আর্টেমিস
আমার কাছে নারীর ফ্যাশন বা সৌন্দর্য তাঁর নিজস্ব স্বকীয়তার মাধ্যমে সাধারণের মধ্যে অসাধারণ হয়ে ওঠা। আমি নারীদের পোশাক ডিজাইন করি। পোশাকে খুব সাধারণ মোটিফগুলোই ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করি। যেমন একটা ফুল কিংবা পাখি অথবা আমাদের ঐতিহ্যের কোনো মোটিফ।
আমার ধারণা, ডিজাইন কোনো নির্দিষ্ট বয়সের নারীদের জন্য নয়। যেকোনো বয়সের নারীই যেন তাঁদের ফ্যাশনে আর্টেমিসের পোশাক পছন্দ করতে পারেন, সেভাবেই ডিজাইন করি। সব বয়সী নারীর জন্যই আর্টেমিস নকশা করে থাকে।
প্রত্য়েক নারীই ফিটনেস সচেতন হয়ে উঠুন
নেহা রেজওয়ান, ফিটনেস ইনফ্লুয়েন্সার, ভোগ ফিউচার ফিটনেস জিম
পুরোনো একটি প্রবাদ আছে, স্বাস্থ্যই সকল সুখের মূল। সুস্থ শরীর মানে সুস্থ মন। তাই ফিটনেস ইনফ্লুয়েন্সার হিসেবে আমি মনে করি, প্রত্যেক নারীরই শারীরিকভাবে নিজেকে ফিট রাখা জরুরি। অধিকাংশ নারী নিজের খাদ্যাভ্যাসে নজর দেন না। শরীর ফিট রাখতে প্রথম শর্ত স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস গড়ে তোলা।
এর সঙ্গে করতে হবে ব্যায়াম। ডায়েটিশিয়ানের সাহায্যে ডায়েট চার্টে রোজ কী খাচ্ছেন, তার একটা হিসাব তৈরি করে রাখুন।কোনোভাবেই ওজন বাড়তে দেবেন না। আপনার উচ্চতা আর ওজনের মধ্যে একটা ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন। একান্ত অসুস্থ না হলে ফিটনেস রুটিনে যেন কোনো বিরতি না আসে, সে বিষয়টি মেনে চলা খুবই জরুরি। প্রতিদিন খানিকটা সময় নিজের জন্য বরাদ্দ রাখুন।
ওয়্যারেবল আর্টকে নারীরা গুরুত্ব দিচ্ছেন
সাদিয়া শারমিন, কারুশিল্পী ও পরিচালক, মনসিজ ক্র্যাফট
সৌন্দর্য বৃদ্ধি ও ব্যক্তিত্ব প্রকাশের ক্ষেত্রে পোশাকের সঙ্গে গয়না গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সাধারণ প্রেক্ষাপট থেকে একজন নকশাকার তাঁর গ্রাহকদের কথা বিবেচনায় রেখে বয়স ও ফ্যাশনকে সবার আগে প্রাধান্য দেয়। কিন্তু একজন কারুশিল্পী হিসেবে সাধারণ ঘরানার বাইরে নিরীক্ষাধর্মী গয়নার দিকে আমার আগ্রহ বেশি। যুগের চাহিদা আর সময়ের ধরনের বাইরে প্রাকৃতিক উপকরণ, মানুষের বিশ্বাস, সংস্কৃতি, ঐতিহ্য, এশীয়-পাশ্চাত্যের গয়নাশিল্পের আবহকেই বেশি প্রাধান্য দিই। কড়ি, শামুক, ঝিনুক, পাটের সুতা, রংবেরঙের ঝরা পালকের পর এবার অ্যাক্রিলিক নিয়ে কাজ করছি। বর্তমান প্রজন্মকে ইলেকট্রনিক ডিভাইসের বাইরে বিভিন্ন শৌখিন সংগ্রহ ও শখের মধ্য দিয়ে ইতিহাস জানাতেই কিছু ভিন্নধর্মী গয়না নিয়ে কাজ করছে মনসিজ ক্র্যাফট।
১৯৫১ সাল। ইরানের রাজা রেজা শাহ পাহলভি এলেন পৃথিমপাশা জমিদারবাড়িতে। সে এক হুলুস্থুল ব্যাপার! এ বাড়ির পূর্বপুরুষেরা ইরান থেকে এসেছিলেন বলে জানা যায়।
১ দিন আগেশীতে কাপড় ভালো রাখতে সেগুলোকে যেমন রোদে মেলে দিতে হয়, সম্পর্ক উন্নয়নে মাঝেমধ্যে তেমনি ভ্রমণেও যেতে হয়। শীত চলে এসেছে। ভ্রমণপ্রেমীরা হয়ে উঠেছেন সরব।
১ দিন আগেপর্যটন বন্ধে কারফিউ! হ্যাঁ, তেমনটিই ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। গ্রামের নাম বুকচন হ্যানোক। দক্ষিণ কোরিয়ার জংনো জেলায় এর অবস্থান। বুকচন হ্যানোক দেশটির ‘মাস্ট ভিজিট’ পর্যটন গন্তব্য।
১ দিন আগেভ্রমণের স্বাদ একবার রক্তে ঢুকলে, তা থেকে মুক্তি পাওয়া কঠিন। এক অদৃশ্য তাড়না কাজ করতে থাকে ভেতরে-ভেতরে।
১ দিন আগে