নাহিন আশরাফ
বড় বড় সুন্দর নখ অনেকেরই ভালো লাগার বিষয়। একটা সময় প্রাকৃতিকভাবে নখ বড় করার চল ছিল। তবে এখন আর কষ্ট করে নখ বড় করতে হয় না। স্যালনে গিয়ে ‘এক্সটেনশন’ করিয়ে নিলেই চলে। আর এটাকেই বলে নেইল এক্সটেনশন।
এটি মূলত নখের সৌন্দর্য বাড়ানোর একটি প্রক্রিয়া। প্রাকৃতিক নখের ওপর বাড়তি আরেকটি কৃত্রিম নখের আবরণ লাগিয়ে দেওয়াই হলো নেইল এক্সটেনশন। এটি সাময়িকভাবে নখের সৌন্দর্য বাড়ায়। অনেকের নখ সমানভাবে বাড়ে না। বাড়লেও তা খুব সহজে ভেঙে যায়।
আবার অনেকের ক্ষেত্রে নখে সংক্রমণ বা অসুখের কারণে দাগ বসে যায়। তা ঢেকে ফেলতেও নেইল এক্সটেনশন করানো হয়। আবার অনেকে নখে কোনো ধরনের সমস্যা না থাকার পরেও নিতান্তই শখের বসে নেইল এক্সটেনশন করান।
শারমিন কচি জানান, নেইল এক্সটেনশন দুই ধরনের—এর একটি অ্যাক্রিলিক ও অন্যটি জেল নেইল এক্সটেনশন। অ্যাক্রিলিকের এক্সটেনশনে দৈর্ঘ্য অনুযায়ী নখের ওপর আঠালো উপকরণ, পাউডার এবং তরল ব্যবহার করা হয়। আর জেল এক্সটেনশনে শুধু জেল দিয়ে সেট করা হয় নখের আকার অনুযায়ী।
এক্সটেনশন করাতে চাইলে প্রাকৃতিক নখের আদল রাখা যায়, আবার নখের ওপর বিভিন্ন রকম কারুকাজও করানো যায়।
এক্সটেনশন নখের দেখভাল
নেইল এক্সটেনশন করার সময় বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান ব্যবহার করা হয়। সে ক্ষেত্রে নখ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়। এ বিষয়ে সতর্ক থাকতে হবে।
নেইল এক্সটেনশনের পর দুই থেকে তিন সপ্তাহ থাকে। আবার অনেকের এক মাসও ভালো থাকে। শারমিন কচি জানান, দীর্ঘদিন নখ ভালো রাখার জন্য বেশি সতর্ক থাকা প্রয়োজন। নেইল এক্সটেনশনের পর হাত দিয়ে করতে হয় এমন যেকোনো কাজ ভেবেচিন্তে করতে হবে। এটি যত বেশি পানির সংস্পর্শে আসবে, তত দ্রুত নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই ঘর মোছা কিংবা কাপড় ধোয়ার মতো কাজ থেকে বিরত থাকতে হবে। রান্নাঘরে যেকোনো ধরনের কাজ করার সময় গ্লাভস ব্যবহার করতে হবে। খাওয়ার সময় চামচ ব্যবহার করার চেষ্টা করতে হবে। শক্ত ঢাকনা খোলার চেষ্টা করা যাবে না, এতে অনেক সময় নখ উঠে আসতে পারে। প্রবল তাপ এড়িয়ে চলতে হবে।
অনেকে আবার বাড়িতেই এক্সটেনশন নখ তোলার চেষ্টা করেন, এতে নখের ক্ষতি হতে পারে। তাই নখ তুলতে চাইলে পেশাদারদের সাহায্য নিতে হবে।
খরচাপাতি
নেইল এক্সটেনশনের খরচ নির্ভর করছে কোন ধরনের স্যালনে এবং কী ধরনের নেইল এক্সটেনশন করানো হবে তার ওপর। অনেক সময় আর্টিস্ট দিয়ে নখের ওপর বিভিন্ন ধরনের কারুকাজ করানো হয়, সে ক্ষেত্রে খরচ বেশি হতে পারে। বেশির ভাগ স্যালনেই ১ হাজার ৫০০ থেকে ৬ হাজার টাকার মধ্যে এক্সটেনশন করতে দেখা যায়।
শারমিন কচি বলেন, ‘নেইল এক্সটেনশন একটি সংবেদনশীল ব্যাপার, সঠিকভাবে না করালে নখের নানা রকম ক্ষতি হতে পারে। তাই নেইল এক্সটেনশন করাতে চাইলে অবশ্যই ভালো মানের স্যালন ও দক্ষ কর্মী দিয়ে করাতে হবে।’
বড় বড় সুন্দর নখ অনেকেরই ভালো লাগার বিষয়। একটা সময় প্রাকৃতিকভাবে নখ বড় করার চল ছিল। তবে এখন আর কষ্ট করে নখ বড় করতে হয় না। স্যালনে গিয়ে ‘এক্সটেনশন’ করিয়ে নিলেই চলে। আর এটাকেই বলে নেইল এক্সটেনশন।
এটি মূলত নখের সৌন্দর্য বাড়ানোর একটি প্রক্রিয়া। প্রাকৃতিক নখের ওপর বাড়তি আরেকটি কৃত্রিম নখের আবরণ লাগিয়ে দেওয়াই হলো নেইল এক্সটেনশন। এটি সাময়িকভাবে নখের সৌন্দর্য বাড়ায়। অনেকের নখ সমানভাবে বাড়ে না। বাড়লেও তা খুব সহজে ভেঙে যায়।
আবার অনেকের ক্ষেত্রে নখে সংক্রমণ বা অসুখের কারণে দাগ বসে যায়। তা ঢেকে ফেলতেও নেইল এক্সটেনশন করানো হয়। আবার অনেকে নখে কোনো ধরনের সমস্যা না থাকার পরেও নিতান্তই শখের বসে নেইল এক্সটেনশন করান।
শারমিন কচি জানান, নেইল এক্সটেনশন দুই ধরনের—এর একটি অ্যাক্রিলিক ও অন্যটি জেল নেইল এক্সটেনশন। অ্যাক্রিলিকের এক্সটেনশনে দৈর্ঘ্য অনুযায়ী নখের ওপর আঠালো উপকরণ, পাউডার এবং তরল ব্যবহার করা হয়। আর জেল এক্সটেনশনে শুধু জেল দিয়ে সেট করা হয় নখের আকার অনুযায়ী।
এক্সটেনশন করাতে চাইলে প্রাকৃতিক নখের আদল রাখা যায়, আবার নখের ওপর বিভিন্ন রকম কারুকাজও করানো যায়।
এক্সটেনশন নখের দেখভাল
নেইল এক্সটেনশন করার সময় বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান ব্যবহার করা হয়। সে ক্ষেত্রে নখ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়। এ বিষয়ে সতর্ক থাকতে হবে।
নেইল এক্সটেনশনের পর দুই থেকে তিন সপ্তাহ থাকে। আবার অনেকের এক মাসও ভালো থাকে। শারমিন কচি জানান, দীর্ঘদিন নখ ভালো রাখার জন্য বেশি সতর্ক থাকা প্রয়োজন। নেইল এক্সটেনশনের পর হাত দিয়ে করতে হয় এমন যেকোনো কাজ ভেবেচিন্তে করতে হবে। এটি যত বেশি পানির সংস্পর্শে আসবে, তত দ্রুত নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই ঘর মোছা কিংবা কাপড় ধোয়ার মতো কাজ থেকে বিরত থাকতে হবে। রান্নাঘরে যেকোনো ধরনের কাজ করার সময় গ্লাভস ব্যবহার করতে হবে। খাওয়ার সময় চামচ ব্যবহার করার চেষ্টা করতে হবে। শক্ত ঢাকনা খোলার চেষ্টা করা যাবে না, এতে অনেক সময় নখ উঠে আসতে পারে। প্রবল তাপ এড়িয়ে চলতে হবে।
অনেকে আবার বাড়িতেই এক্সটেনশন নখ তোলার চেষ্টা করেন, এতে নখের ক্ষতি হতে পারে। তাই নখ তুলতে চাইলে পেশাদারদের সাহায্য নিতে হবে।
খরচাপাতি
নেইল এক্সটেনশনের খরচ নির্ভর করছে কোন ধরনের স্যালনে এবং কী ধরনের নেইল এক্সটেনশন করানো হবে তার ওপর। অনেক সময় আর্টিস্ট দিয়ে নখের ওপর বিভিন্ন ধরনের কারুকাজ করানো হয়, সে ক্ষেত্রে খরচ বেশি হতে পারে। বেশির ভাগ স্যালনেই ১ হাজার ৫০০ থেকে ৬ হাজার টাকার মধ্যে এক্সটেনশন করতে দেখা যায়।
শারমিন কচি বলেন, ‘নেইল এক্সটেনশন একটি সংবেদনশীল ব্যাপার, সঠিকভাবে না করালে নখের নানা রকম ক্ষতি হতে পারে। তাই নেইল এক্সটেনশন করাতে চাইলে অবশ্যই ভালো মানের স্যালন ও দক্ষ কর্মী দিয়ে করাতে হবে।’
খাবার মজাদার করতে আমরা সাধারণভাবে তেল-মসলার খুব বাড়াবাড়ি করে ফেলি। সেখান থেকে বাদ যায় না পেঁয়াজ কিংবা রসুন। পেঁয়াজকে কায়দা করে সরিয়ে রাখলেও খাবার মজাদার হতে পারে। তেমনই কিছু রেসিপি...
১৯ ঘণ্টা আগেবাংলা অঞ্চলে মিষ্টিজাতীয় প্রাচীন খাবারগুলোর মধ্যে সন্দেশের নাম আছে একেবারে প্রথম দিকে। সব মিষ্টির কিছু না কিছু বদল হলেও, এর বদল হয়েছে খুবই কম। যশোরের নলেন গুড়ের সন্দেশ, মানিকগঞ্জ বা নাগরপুরের প্যারা সন্দেশ, পাবনার মাছের পেটি সন্দেশ ইত্যাদি কে না খেতে পছন্দ করে!
১৯ ঘণ্টা আগেজীবনানন্দ দাশের কবিতায় ঘুরেফিরে এসেছে দারুচিনি দ্বীপের কথা, তার রহস্যময় শ্যামলিমার কথা, সেই সবুজের গহিনে দিকহারা নাবিকের আশ্রয়-আকাঙ্ক্ষার কথা। এই দারুচিনি দ্বীপ কি আসলে কোনো সমুদ্রঘেরা ভূখণ্ড, নাকি বনলতা সেন নিজেই, তা নিয়ে কবিরা বিতর্ক করুক। আমরা বরং এই দ্বীপের তত্ত্বতালাশ করি।
১৯ ঘণ্টা আগে‘প্রসেসেস’-এ প্রকাশিত এক সমীক্ষায় বলা হয়েছে, ভাতের মাড় ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের জন্য একটি হজমযোগ্য স্বাস্থ্যকর পানীয় হিসেবে কাজ করে। এমনকি এটি ওজন কমাতে পারে।
১৯ ঘণ্টা আগে