একঘেয়ে চোখসাজের দিন শেষ। উৎসবের সাজে চোখ সাজাতে নজর দেওয়া চাই চলতি ট্রেন্ডে। আবার ঋতুর কথা ভুললে চলবে কেন? শীতল হাওয়া যখন বইছে চারদিকে, তখন চোখের সাজেই উষ্ণতা খুঁজে নিন। তা ছাড়া শীতের কাপড়ে যখন উৎসবের রঙিন পোশাক আধখানি ঢেকেই রয়েছে, তখন সাজসজ্জার পর্বটা চোখের পাতায় সেরে নেওয়াই ভালো নয় কি! লাল ও সবুজ রঙে কীভাবে চোখ সাজাবেন, সেই পরামর্শ দিয়েছেন শোভন মেকওভারের স্বত্বাধিকারী ও কসমেটোলজিস্ট শোভন সাহা। লিখেছেন সানজিদা সামরিন।
আপার আইলিডে সমৃদ্ধির সবুজ
পোশাক যদি হয় একরঙা বা প্রিন্টের সবুজ, তাহলে চোখের ওপরের পাতাজুড়ে সবুজ আইশ্যাডো ব্রাশ করে নিতে পারেন। শিমারি হলে খুব ভালো দেখাবে। ম্যাটও মন্দ হবে না, যদি ফলস আইল্যাশ পরে মাসকারা বুলিয়ে নেওয়া যায়। চোখের ওপরের পাতায় ফেলিন স্টাইলে আইলাইনার বুলিয়ে নিতে পারেন। কনট্রাস্ট বজায় রাখতে ঠোঁটে ও গালে হালকা গোলাপি, পিচ বা ন্যুড রঙের লিপস্টিক ও ব্লাশন বুলিয়ে নিতে পারেন।
চোখের পাতায় শক্তির লাল
চোখের পাতাজুড়ে লাল রঙের আইশ্যাডো দেওয়াটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না; বরং চোখের পাতায় সবুজের কোনো শেড বুলিয়ে ক্রিজ ডিফাইন করতে পারেন লাল বা মেরুন রঙের আইলাইনার দিয়ে। এ ক্ষেত্রে ঠোঁটে লাল লিপস্টিক পরা যেতে পারে। চোখ ফোকাসে রাখতে চাইলে ঠোঁটে বুলিয়ে নিন ন্য়ুড শেডের কোনো লিপ কালার।
লাইনিংয়েই কাজ সারা
সবুজ: শুধু কালারফুল আইলাইনার বা কাজল দিয়েই কিন্তু চোখ সাজাতে পারেন। সবুজ আই পেনসিল বা লাইনার দিয়ে চোখের ওপরে উইংস টেনে নিতে
পারেন। ভ্রুর নিচে একটু হাইলাইটার বুলিয়ে নিন। মেকআপ শেষ করুন ঠোঁটে কুল টোনের লিপস্টিক দিয়ে। এই চোখের সাজের সঙ্গে একরঙা সাটিনের সবুজ কোনো শেডের পোশাক ভালো লাগবে।
লাল: লাল রঙের কোনো শেডের আই পেনসিল দিয়ে চোখের ওপর মোটা করে রেখা টানুন। শিমারি লাল আইশ্যাডো এক কোট বুলিয়ে নিন এই রেখার ওপর। কালো রঙের আইলাইনার দিয়ে চিকন রেখা টেনে নিন চোখের ওপর। এবার লাল লিপস্টিক বুলিয়ে নিন ঠোঁটে।
একঘেয়ে চোখসাজের দিন শেষ। উৎসবের সাজে চোখ সাজাতে নজর দেওয়া চাই চলতি ট্রেন্ডে। আবার ঋতুর কথা ভুললে চলবে কেন? শীতল হাওয়া যখন বইছে চারদিকে, তখন চোখের সাজেই উষ্ণতা খুঁজে নিন। তা ছাড়া শীতের কাপড়ে যখন উৎসবের রঙিন পোশাক আধখানি ঢেকেই রয়েছে, তখন সাজসজ্জার পর্বটা চোখের পাতায় সেরে নেওয়াই ভালো নয় কি! লাল ও সবুজ রঙে কীভাবে চোখ সাজাবেন, সেই পরামর্শ দিয়েছেন শোভন মেকওভারের স্বত্বাধিকারী ও কসমেটোলজিস্ট শোভন সাহা। লিখেছেন সানজিদা সামরিন।
আপার আইলিডে সমৃদ্ধির সবুজ
পোশাক যদি হয় একরঙা বা প্রিন্টের সবুজ, তাহলে চোখের ওপরের পাতাজুড়ে সবুজ আইশ্যাডো ব্রাশ করে নিতে পারেন। শিমারি হলে খুব ভালো দেখাবে। ম্যাটও মন্দ হবে না, যদি ফলস আইল্যাশ পরে মাসকারা বুলিয়ে নেওয়া যায়। চোখের ওপরের পাতায় ফেলিন স্টাইলে আইলাইনার বুলিয়ে নিতে পারেন। কনট্রাস্ট বজায় রাখতে ঠোঁটে ও গালে হালকা গোলাপি, পিচ বা ন্যুড রঙের লিপস্টিক ও ব্লাশন বুলিয়ে নিতে পারেন।
চোখের পাতায় শক্তির লাল
চোখের পাতাজুড়ে লাল রঙের আইশ্যাডো দেওয়াটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না; বরং চোখের পাতায় সবুজের কোনো শেড বুলিয়ে ক্রিজ ডিফাইন করতে পারেন লাল বা মেরুন রঙের আইলাইনার দিয়ে। এ ক্ষেত্রে ঠোঁটে লাল লিপস্টিক পরা যেতে পারে। চোখ ফোকাসে রাখতে চাইলে ঠোঁটে বুলিয়ে নিন ন্য়ুড শেডের কোনো লিপ কালার।
লাইনিংয়েই কাজ সারা
সবুজ: শুধু কালারফুল আইলাইনার বা কাজল দিয়েই কিন্তু চোখ সাজাতে পারেন। সবুজ আই পেনসিল বা লাইনার দিয়ে চোখের ওপরে উইংস টেনে নিতে
পারেন। ভ্রুর নিচে একটু হাইলাইটার বুলিয়ে নিন। মেকআপ শেষ করুন ঠোঁটে কুল টোনের লিপস্টিক দিয়ে। এই চোখের সাজের সঙ্গে একরঙা সাটিনের সবুজ কোনো শেডের পোশাক ভালো লাগবে।
লাল: লাল রঙের কোনো শেডের আই পেনসিল দিয়ে চোখের ওপর মোটা করে রেখা টানুন। শিমারি লাল আইশ্যাডো এক কোট বুলিয়ে নিন এই রেখার ওপর। কালো রঙের আইলাইনার দিয়ে চিকন রেখা টেনে নিন চোখের ওপর। এবার লাল লিপস্টিক বুলিয়ে নিন ঠোঁটে।
খাবার মজাদার করতে আমরা সাধারণভাবে তেল-মসলার খুব বাড়াবাড়ি করে ফেলি। সেখান থেকে বাদ যায় না পেঁয়াজ কিংবা রসুন। পেঁয়াজকে কায়দা করে সরিয়ে রাখলেও খাবার মজাদার হতে পারে। তেমনই কিছু রেসিপি...
১ দিন আগেবাংলা অঞ্চলে মিষ্টিজাতীয় প্রাচীন খাবারগুলোর মধ্যে সন্দেশের নাম আছে একেবারে প্রথম দিকে। সব মিষ্টির কিছু না কিছু বদল হলেও, এর বদল হয়েছে খুবই কম। যশোরের নলেন গুড়ের সন্দেশ, মানিকগঞ্জ বা নাগরপুরের প্যারা সন্দেশ, পাবনার মাছের পেটি সন্দেশ ইত্যাদি কে না খেতে পছন্দ করে!
১ দিন আগেজীবনানন্দ দাশের কবিতায় ঘুরেফিরে এসেছে দারুচিনি দ্বীপের কথা, তার রহস্যময় শ্যামলিমার কথা, সেই সবুজের গহিনে দিকহারা নাবিকের আশ্রয়-আকাঙ্ক্ষার কথা। এই দারুচিনি দ্বীপ কি আসলে কোনো সমুদ্রঘেরা ভূখণ্ড, নাকি বনলতা সেন নিজেই, তা নিয়ে কবিরা বিতর্ক করুক। আমরা বরং এই দ্বীপের তত্ত্বতালাশ করি।
১ দিন আগে‘প্রসেসেস’-এ প্রকাশিত এক সমীক্ষায় বলা হয়েছে, ভাতের মাড় ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের জন্য একটি হজমযোগ্য স্বাস্থ্যকর পানীয় হিসেবে কাজ করে। এমনকি এটি ওজন কমাতে পারে।
১ দিন আগে