সৌদি ফ্যাশন ব্র্যান্ড লিমের ঈদ কালেকশন

জীবনধারা ডেস্ক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৪, ১৭: ৩৯
আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ১৩: ১৯

সৌদি আরবের ফ্যাশন লেবেল লিম দেশটির ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ধারাবাহিকভাবে সৃষ্টিশীল কাজ করে চলেছে। লেবেলটি ইতিমধ্যে নজরকাড়া কাফতান থেকে শুরু করে বর্ণিল কো-অর্ডস এবং আবায়া তৈরি করে খ্যাতি লাভ করেছে।

আল হালা ট্রেডিংয়ের একটি সহপ্রতিষ্ঠান লিম নামের এই ফ্যাশন লেবেলটি। আল হালার সিইও ও ম্যানেজিং ডিরেক্টর মাইলস ইয়াং জানিয়েছেন, এই ফ্যাশন ব্র্যান্ডটির লক্ষ্য হলো ঐতিহ্য ও সমকালিন প্রবণতার মিশ্রণে আধুনিক নারীদের জন্য পোশাক তৈরি করা।

নারীদের স্বাতন্ত্র্যকে ধারন করে পরিশীলিত ও ঐতিহ্যবাহী ফ্যাশনের মাধ্যমে নারীর ক্ষমতায়নকে এগিয়ে নিয়ে যাওয়া ছিল লিম তৈরির পেছনের কথা। ব্র্যান্ডটির সর্বশেষ কালেকশন ছিল রমজান ও ঈদের জন্য কালোত্তীর্ন থিমে তৈরি পোশাক।

লিমের এই কালেকশনের পোশাকের কাপড় ও রং এমনভাবে নির্বাচন করা হয়েছে যে এগুলো উদ্‌যাপনের পোশাক হিসেবে তো বটেই, প্রতিদিনের পরার পোশাক হিসেবেও ব্যবহার করা যাবে। একদিকে জার্সি ও নিট কাপড়ে তৈরি কো-অর্ড সেটগুলো ক্যাপসুল লাইনে ছিল মন মাতানো। অন্যদিকে উজ্জ্বল রঙের পোশাক ও কাফতান ছিল দারুণ। এসব পোশাক তৈরির জন্য ব্যবহার করা হয়েছিল ভিসকস, শিফন ও মিশ্র লাইওসেল কাপড়ে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত