শারমিন কচি
প্রশ্ন: চুল সিল্কি করতে কী করতে হবে?
উত্তর: প্রতিদিন প্রোটিন শ্যাম্পু এবং এক্সট্রা কন্ডিশনার ব্যবহার করতে হবে। সপ্তাহে দুই থেকে তিন দিন শ্যাম্পু করার দুই ঘণ্টা আগে চুলে তেল দিন। সপ্তাহে এক দিন হেয়ার মাস্ক ব্যবহার করুন। এক-আধবার ব্যবহার করলেই চুল সিল্কি হবে না। কিছুদিন ব্যবহার করতে হবে। ধীরে ধীরে চুল সিল্কি ও মসৃণ হয়ে উঠবে।
প্রশ্ন: নাক ফোঁড়ানোর জায়গায় লালচে ভাব হলে এবং পুঁজ জমলে কী করতে হবে?
উত্তর: নাকে ফোঁড়ানোর জায়গায় সংক্রমণ হতে পারে। ক্ষতে যাতে সংক্রমণ না হয়, সেদিকে বিশেষ দৃষ্টি দিতে হবে। আর সংক্রমণ হলে চিকিৎসকের পরামর্শমতো চলতে হবে। নিজে নিজে অ্যান্টিবায়োটিক ওষুধ খাবেন না।
প্রশ্ন: ডে আর নাইট ক্রিম আসলেই কি উপকার করে?
উত্তর: ডে ক্রিম ধুলাবালু থেকে ত্বককে সুরক্ষা দেয়। ত্বকে পানির ভারসাম্য বজায় রাখতে এবং বলিরেখা প্রতিরোধ করতে সাহায্য করে। সূর্যরশ্মি থেকে ত্বক বাঁচাতে ডে ক্রিমে এসপিএফ থাকে। নাইট ক্রিম ত্বকে পুষ্টি জোগায়, বলিরেখা এবং ত্বকের কালো দাগ কমাতে সাহায্য করে। পাশাপাশি রক্ত সঞ্চালন বাড়ায় এবং কোলাজেন তৈরিতে সাহায্য করে। নাইট ক্রিমে থাকে রেটিনল ও ভিটামিন সি। ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করতে এই উপাদানগুলো বেশ কার্যকর।
পরামর্শ দিয়েছেন, শারমিন কচি, রূপবিশেষজ্ঞ ও বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ারের স্বত্বাধিকারী
চিঠি পাঠানোর ঠিকানা
বিভাগীয় সম্পাদক
লাইফস্টাইল (রূপ বটিকা)
আজকের পত্রিকা
বাড়ি-৮, সড়ক-২, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
ই-মেইল: aj@ajkerpatrika.com
প্রশ্ন: চুল সিল্কি করতে কী করতে হবে?
উত্তর: প্রতিদিন প্রোটিন শ্যাম্পু এবং এক্সট্রা কন্ডিশনার ব্যবহার করতে হবে। সপ্তাহে দুই থেকে তিন দিন শ্যাম্পু করার দুই ঘণ্টা আগে চুলে তেল দিন। সপ্তাহে এক দিন হেয়ার মাস্ক ব্যবহার করুন। এক-আধবার ব্যবহার করলেই চুল সিল্কি হবে না। কিছুদিন ব্যবহার করতে হবে। ধীরে ধীরে চুল সিল্কি ও মসৃণ হয়ে উঠবে।
প্রশ্ন: নাক ফোঁড়ানোর জায়গায় লালচে ভাব হলে এবং পুঁজ জমলে কী করতে হবে?
উত্তর: নাকে ফোঁড়ানোর জায়গায় সংক্রমণ হতে পারে। ক্ষতে যাতে সংক্রমণ না হয়, সেদিকে বিশেষ দৃষ্টি দিতে হবে। আর সংক্রমণ হলে চিকিৎসকের পরামর্শমতো চলতে হবে। নিজে নিজে অ্যান্টিবায়োটিক ওষুধ খাবেন না।
প্রশ্ন: ডে আর নাইট ক্রিম আসলেই কি উপকার করে?
উত্তর: ডে ক্রিম ধুলাবালু থেকে ত্বককে সুরক্ষা দেয়। ত্বকে পানির ভারসাম্য বজায় রাখতে এবং বলিরেখা প্রতিরোধ করতে সাহায্য করে। সূর্যরশ্মি থেকে ত্বক বাঁচাতে ডে ক্রিমে এসপিএফ থাকে। নাইট ক্রিম ত্বকে পুষ্টি জোগায়, বলিরেখা এবং ত্বকের কালো দাগ কমাতে সাহায্য করে। পাশাপাশি রক্ত সঞ্চালন বাড়ায় এবং কোলাজেন তৈরিতে সাহায্য করে। নাইট ক্রিমে থাকে রেটিনল ও ভিটামিন সি। ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করতে এই উপাদানগুলো বেশ কার্যকর।
পরামর্শ দিয়েছেন, শারমিন কচি, রূপবিশেষজ্ঞ ও বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ারের স্বত্বাধিকারী
চিঠি পাঠানোর ঠিকানা
বিভাগীয় সম্পাদক
লাইফস্টাইল (রূপ বটিকা)
আজকের পত্রিকা
বাড়ি-৮, সড়ক-২, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
ই-মেইল: aj@ajkerpatrika.com
ফ্রান্স ও বেলজিয়ামের কয়েকটি শহর অনেক বছর ধরে তাদের বাসিন্দাদের বিনা মূল্যে মুরগি দিচ্ছে। ফ্রান্সের কোলমার শহরের তৎকালীন প্রেসিডেন্ট গিলবার্ট মেয়ার ২০১৪ সালে ‘একটি পরিবার, একটি মুরগি’ স্লোগান দিয়ে নির্বাচনে জয়ী হয়েছিলেন।
১ দিন আগেসকাল সকাল স্মার্টফোনে অ্যালার্ম বাজতেই তড়িঘড়ি করে গোসল করতে দৌড়। এরপর আলমারি খুলে হাতের কাছে যা পাওয়া যায়, তাই পরে ব্যাগটা কাঁধে নিয়েই চম্পট। পাঁচ মিনিট দেরি হলেই বাস পাওয়া যাবে না। মেট্রো তো না-ই। যে মেয়েটার রোজ ক্লাস বা অফিস ধরতে এমনভাবে সকালটা যায়, বিশেষ দিনগুলোয় তার হালটা বোঝেন...
২ দিন আগেগরম মানেই প্রচণ্ড তাপ আর ঘাম। কিন্তু রোদে বের হলে ত্বক কেমন যেন শুষ্ক হয়ে যাচ্ছে। আঙুলের ডগা, গোড়ালি এমনকি ঠোঁটও ফাটে এখনকার গ্রীষ্মকালে। ভাবা যায়? এর কারণ হলো, গরম পড়লেও বাতাসে আর্দ্রতা কম, ফলে ত্বকে টান টান অনুভব হয়, অতিরিক্ত শুষ্কতাও দেখা দেয়। গরমে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে বাড়তি যত্ন নেওয়া চাই।
২ দিন আগেএখন কাঁচা আমের সময়। নববর্ষের প্রথম দিন বানাতে পারেন কাঁচা আমের কয়েক রকমের পদ। রেসিপি ও ছবি দিয়েছেন আফরোজা খানম মুক্তা।
২ দিন আগে