Ajker Patrika

নাইট ক্রিম ত্বকে পুষ্টি জোগায়

শারমিন কচি
আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ১৩: ৩১
নাইট ক্রিম ত্বকে পুষ্টি জোগায়

প্রশ্ন: চুল সিল্কি করতে কী করতে হবে?
উত্তর: প্রতিদিন প্রোটিন শ্যাম্পু এবং এক্সট্রা কন্ডিশনার ব্যবহার করতে হবে। সপ্তাহে দুই থেকে তিন দিন শ্যাম্পু করার দুই ঘণ্টা আগে চুলে তেল দিন। সপ্তাহে এক দিন হেয়ার মাস্ক ব্যবহার করুন। এক-আধবার ব্যবহার করলেই চুল সিল্কি হবে না। কিছুদিন ব্যবহার করতে হবে। ধীরে ধীরে চুল সিল্কি ও মসৃণ হয়ে উঠবে। 

প্রশ্ন: নাক ফোঁড়ানোর জায়গায় লালচে ভাব হলে এবং পুঁজ জমলে কী করতে হবে?
উত্তর: নাকে ফোঁড়ানোর জায়গায় সংক্রমণ হতে পারে। ক্ষতে যাতে সংক্রমণ না হয়, সেদিকে বিশেষ দৃষ্টি দিতে হবে। আর সংক্রমণ হলে চিকিৎসকের পরামর্শমতো চলতে হবে। নিজে নিজে অ্যান্টিবায়োটিক ওষুধ খাবেন না।

প্রশ্ন: ডে আর নাইট ক্রিম আসলেই কি উপকার করে?
উত্তর: ডে ক্রিম ধুলাবালু থেকে ত্বককে সুরক্ষা দেয়। ত্বকে পানির ভারসাম্য বজায় রাখতে এবং বলিরেখা প্রতিরোধ করতে সাহায্য করে। সূর্যরশ্মি থেকে ত্বক বাঁচাতে ডে ক্রিমে এসপিএফ থাকে। নাইট ক্রিম ত্বকে পুষ্টি জোগায়, বলিরেখা এবং ত্বকের কালো দাগ কমাতে সাহায্য করে। পাশাপাশি রক্ত সঞ্চালন বাড়ায় এবং কোলাজেন তৈরিতে সাহায্য করে। নাইট ক্রিমে থাকে রেটিনল ও ভিটামিন সি। ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করতে এই উপাদানগুলো  বেশ কার্যকর।

পরামর্শ দিয়েছেন, শারমিন কচি, রূপবিশেষজ্ঞ ও বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ারের স্বত্বাধিকারী

চিঠি পাঠানোর ঠিকানা
বিভাগীয় সম্পাদক
লাইফস্টাইল (রূপ বটিকা)
আজকের পত্রিকা
বাড়ি-৮, সড়ক-২, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
ই-মেইল: aj@ajkerpatrika.com

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত