ঐশানী মোদক
প্রাচীনকাল থেকে বর্তমান সময় পর্যন্ত ত্বকের যত্নে অনেক কিছু করেছে মানুষ। সেগুলোর একটি হলো ফেস স্টিমিং। অর্থাৎ মুখমণ্ডলে বাষ্পের ছোঁয়া দেওয়া। সারা বিশ্বেই ত্বকযত্নে সচেতন নারীদের কাছে ব্যাপক জনপ্রিয় এ প্রক্রিয়া। কিন্তু কেন?
প্রাকৃতিক পরিষ্কারক
কোনো পণ্য বা রাসায়নিকের ব্যবহার ছাড়া প্রাকৃতিকভাবেই ত্বক পরিষ্কার করে ফেস স্টিমিং। এটি মুখের লোমকূপগুলো খুলে দেয় এবং এর ভেতরে লুকিয়ে থাকা ধুলা-ময়লা, তেল ও ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করতে কার্যকর। এর ফলে মুখমণ্ডলে ব্রণের ঝামেলা থেকেও অনেকাংশে রক্ষা পাওয়া যায়।
রক্তসঞ্চালন বাড়ায়
ফেস স্টিমিংয়ের বিভিন্ন সুবিধার মধ্যে আরেকটি হলো, এটি রক্তনালির প্রসার ঘটায় এবং মুখমণ্ডলে রক্তসঞ্চালন আরও উন্নত করে। এর ফলে ত্বকের কোষগুলোতে পৌঁছে যায় সব প্রয়োজনীয় পুষ্টি, ত্বক হয়ে ওঠে আরও প্রাণবন্ত!
ত্বকের কোমলতা বাড়ায়
মুখমণ্ডল বাষ্পের মাধ্যমে ত্বক হয়ে ওঠে কোমল। ফলে মুখমণ্ডলের মৃতকোষ অপসারণ করতে এটি সহায়তা করে।
যেভাবে স্টিম নেবেন
সূত্র: ফেমিনা
প্রাচীনকাল থেকে বর্তমান সময় পর্যন্ত ত্বকের যত্নে অনেক কিছু করেছে মানুষ। সেগুলোর একটি হলো ফেস স্টিমিং। অর্থাৎ মুখমণ্ডলে বাষ্পের ছোঁয়া দেওয়া। সারা বিশ্বেই ত্বকযত্নে সচেতন নারীদের কাছে ব্যাপক জনপ্রিয় এ প্রক্রিয়া। কিন্তু কেন?
প্রাকৃতিক পরিষ্কারক
কোনো পণ্য বা রাসায়নিকের ব্যবহার ছাড়া প্রাকৃতিকভাবেই ত্বক পরিষ্কার করে ফেস স্টিমিং। এটি মুখের লোমকূপগুলো খুলে দেয় এবং এর ভেতরে লুকিয়ে থাকা ধুলা-ময়লা, তেল ও ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করতে কার্যকর। এর ফলে মুখমণ্ডলে ব্রণের ঝামেলা থেকেও অনেকাংশে রক্ষা পাওয়া যায়।
রক্তসঞ্চালন বাড়ায়
ফেস স্টিমিংয়ের বিভিন্ন সুবিধার মধ্যে আরেকটি হলো, এটি রক্তনালির প্রসার ঘটায় এবং মুখমণ্ডলে রক্তসঞ্চালন আরও উন্নত করে। এর ফলে ত্বকের কোষগুলোতে পৌঁছে যায় সব প্রয়োজনীয় পুষ্টি, ত্বক হয়ে ওঠে আরও প্রাণবন্ত!
ত্বকের কোমলতা বাড়ায়
মুখমণ্ডল বাষ্পের মাধ্যমে ত্বক হয়ে ওঠে কোমল। ফলে মুখমণ্ডলের মৃতকোষ অপসারণ করতে এটি সহায়তা করে।
যেভাবে স্টিম নেবেন
সূত্র: ফেমিনা
১৯৫১ সাল। ইরানের রাজা রেজা শাহ পাহলভি এলেন পৃথিমপাশা জমিদারবাড়িতে। সে এক হুলুস্থুল ব্যাপার! এ বাড়ির পূর্বপুরুষেরা ইরান থেকে এসেছিলেন বলে জানা যায়।
৩ দিন আগেশীতে কাপড় ভালো রাখতে সেগুলোকে যেমন রোদে মেলে দিতে হয়, সম্পর্ক উন্নয়নে মাঝেমধ্যে তেমনি ভ্রমণেও যেতে হয়। শীত চলে এসেছে। ভ্রমণপ্রেমীরা হয়ে উঠেছেন সরব।
৩ দিন আগেপর্যটন বন্ধে কারফিউ! হ্যাঁ, তেমনটিই ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। গ্রামের নাম বুকচন হ্যানোক। দক্ষিণ কোরিয়ার জংনো জেলায় এর অবস্থান। বুকচন হ্যানোক দেশটির ‘মাস্ট ভিজিট’ পর্যটন গন্তব্য।
৩ দিন আগেভ্রমণের স্বাদ একবার রক্তে ঢুকলে, তা থেকে মুক্তি পাওয়া কঠিন। এক অদৃশ্য তাড়না কাজ করতে থাকে ভেতরে-ভেতরে।
৩ দিন আগে