শারমিন কচি
প্রশ্ন: সকালে ঘুম থেকে ওঠার পর কপালে, নাকের দুই পাশে এবং চিবুকে তেল চিটচিটে হয়ে থাকলে কী করা উচিত?
উত্তর: ট্যান তুলতে যেমন টক দই কাজে লাগে, তেমনই তেলতেলে ত্বক, ব্ল্যাকহেডস, পিগমেন্টেশনেও কাজে দেয় টক দই। নাকের ওপরে এবং চারপাশে সামান্য টক দই তুলার সাহায্যে লাগিয়ে রাখুন। ৫-১০ মিনিট রেখে মুখ ধুয়ে নিন। অন্তত এক সপ্তাহ প্রতিদিন এটা করুন। টি জোনের অতিরিক্ত তেল ত্বক থেকে শুষে নিতে সাহায্য করে ভিনেগার। তাই গোসলের আগে দুই ফোঁটা ভিনেগার তুলার সাহায্যে নাকের চারপাশের অংশে লাগিয়ে রাখুন। ১০ মিনিট রেখে পরিষ্কার ঠান্ডা পানিতে মুখ ধুয়ে নিন। সপ্তাহে তিন দিন নিয়মিত ভিনেগার ব্যবহার করলে খুব দ্রুত এই সমস্যা দূর হবে।
প্রশ্ন: হাত-পা ও কপালের ছোপ ছোপ কালো দাগ তোলার উপায় কী?
উত্তর: ২ টেবিল চামচ বেসন, ১ চা-চামচ হলুদের গুঁড়া, ২ টেবিল চামচ কাঁচা দুধ বা গোলাপজল এবং সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিন। হাত ও পায়ে দাগ রয়েছে এমন জায়গায় মিশ্রণটি লাগিয়ে নিন। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুবার ব্যবহার করলে হাত, পা ও ত্বকের ছোপ ছোপ কালো দাগ দূর হবে।
প্রশ্ন: মুখ ও নাকের দুই পাশের লোমকূপ বড় হয়ে গেলে রক্ষা পাওয়ার উপায় কী?
উত্তর: অ্যালোভেরার রস লোমকূপে লাগিয়ে রাখুন। অ্যালোভেরা পাতা থেকে জেল বের করে দাগের জায়গায় লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর ধুয়ে ফেলুন। চাইলে ময়শ্চারাইজার ব্যবহার করতে পারেন জেল ধোয়ার পর। এই জেল রাতে ঘুমানোর আগে লাগাতে পারেন। সারা রাত রেখে সকালে ধুয়ে ফেলবেন। দিনে ১ থেকে ২ বার অ্যালোভেরার জেল নিয়মিত ব্যবহার করলে উপকার পাবেন।
পরামর্শ দিয়েছেন,শারমিন কচি, রূপবিশেষজ্ঞ ও বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ারের স্বত্বাধিকারী
চিঠি পাঠানোর ঠিকানা
বিভাগীয় সম্পাদক
লাইফস্টাইল (রূপ বটিকা)
আজকের পত্রিকা
বাড়ি-৮, সড়ক-২, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
ই-মেইল: aj@ajkerpatrika.com
প্রশ্ন: সকালে ঘুম থেকে ওঠার পর কপালে, নাকের দুই পাশে এবং চিবুকে তেল চিটচিটে হয়ে থাকলে কী করা উচিত?
উত্তর: ট্যান তুলতে যেমন টক দই কাজে লাগে, তেমনই তেলতেলে ত্বক, ব্ল্যাকহেডস, পিগমেন্টেশনেও কাজে দেয় টক দই। নাকের ওপরে এবং চারপাশে সামান্য টক দই তুলার সাহায্যে লাগিয়ে রাখুন। ৫-১০ মিনিট রেখে মুখ ধুয়ে নিন। অন্তত এক সপ্তাহ প্রতিদিন এটা করুন। টি জোনের অতিরিক্ত তেল ত্বক থেকে শুষে নিতে সাহায্য করে ভিনেগার। তাই গোসলের আগে দুই ফোঁটা ভিনেগার তুলার সাহায্যে নাকের চারপাশের অংশে লাগিয়ে রাখুন। ১০ মিনিট রেখে পরিষ্কার ঠান্ডা পানিতে মুখ ধুয়ে নিন। সপ্তাহে তিন দিন নিয়মিত ভিনেগার ব্যবহার করলে খুব দ্রুত এই সমস্যা দূর হবে।
প্রশ্ন: হাত-পা ও কপালের ছোপ ছোপ কালো দাগ তোলার উপায় কী?
উত্তর: ২ টেবিল চামচ বেসন, ১ চা-চামচ হলুদের গুঁড়া, ২ টেবিল চামচ কাঁচা দুধ বা গোলাপজল এবং সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিন। হাত ও পায়ে দাগ রয়েছে এমন জায়গায় মিশ্রণটি লাগিয়ে নিন। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুবার ব্যবহার করলে হাত, পা ও ত্বকের ছোপ ছোপ কালো দাগ দূর হবে।
প্রশ্ন: মুখ ও নাকের দুই পাশের লোমকূপ বড় হয়ে গেলে রক্ষা পাওয়ার উপায় কী?
উত্তর: অ্যালোভেরার রস লোমকূপে লাগিয়ে রাখুন। অ্যালোভেরা পাতা থেকে জেল বের করে দাগের জায়গায় লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর ধুয়ে ফেলুন। চাইলে ময়শ্চারাইজার ব্যবহার করতে পারেন জেল ধোয়ার পর। এই জেল রাতে ঘুমানোর আগে লাগাতে পারেন। সারা রাত রেখে সকালে ধুয়ে ফেলবেন। দিনে ১ থেকে ২ বার অ্যালোভেরার জেল নিয়মিত ব্যবহার করলে উপকার পাবেন।
পরামর্শ দিয়েছেন,শারমিন কচি, রূপবিশেষজ্ঞ ও বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ারের স্বত্বাধিকারী
চিঠি পাঠানোর ঠিকানা
বিভাগীয় সম্পাদক
লাইফস্টাইল (রূপ বটিকা)
আজকের পত্রিকা
বাড়ি-৮, সড়ক-২, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
ই-মেইল: aj@ajkerpatrika.com
ফ্রান্স ও বেলজিয়ামের কয়েকটি শহর অনেক বছর ধরে তাদের বাসিন্দাদের বিনা মূল্যে মুরগি দিচ্ছে। ফ্রান্সের কোলমার শহরের তৎকালীন প্রেসিডেন্ট গিলবার্ট মেয়ার ২০১৪ সালে ‘একটি পরিবার, একটি মুরগি’ স্লোগান দিয়ে নির্বাচনে জয়ী হয়েছিলেন।
১ দিন আগেসকাল সকাল স্মার্টফোনে অ্যালার্ম বাজতেই তড়িঘড়ি করে গোসল করতে দৌড়। এরপর আলমারি খুলে হাতের কাছে যা পাওয়া যায়, তাই পরে ব্যাগটা কাঁধে নিয়েই চম্পট। পাঁচ মিনিট দেরি হলেই বাস পাওয়া যাবে না। মেট্রো তো না-ই। যে মেয়েটার রোজ ক্লাস বা অফিস ধরতে এমনভাবে সকালটা যায়, বিশেষ দিনগুলোয় তার হালটা বোঝেন...
২ দিন আগেগরম মানেই প্রচণ্ড তাপ আর ঘাম। কিন্তু রোদে বের হলে ত্বক কেমন যেন শুষ্ক হয়ে যাচ্ছে। আঙুলের ডগা, গোড়ালি এমনকি ঠোঁটও ফাটে এখনকার গ্রীষ্মকালে। ভাবা যায়? এর কারণ হলো, গরম পড়লেও বাতাসে আর্দ্রতা কম, ফলে ত্বকে টান টান অনুভব হয়, অতিরিক্ত শুষ্কতাও দেখা দেয়। গরমে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে বাড়তি যত্ন নেওয়া চাই।
২ দিন আগেএখন কাঁচা আমের সময়। নববর্ষের প্রথম দিন বানাতে পারেন কাঁচা আমের কয়েক রকমের পদ। রেসিপি ও ছবি দিয়েছেন আফরোজা খানম মুক্তা।
২ দিন আগে