ফারিয়া রহমান খান
কফিশপে গিয়ে যাঁরা বলে ওঠেন, ‘একটা ল্যাতে দিন তো’, তাঁদের জন্য সুখবর আছে। প্রিয় কফি ল্যাতের নাম এখন জায়গা করে নিয়েছে মেকআপ ট্রেন্ডেও।
একালের ফ্যাশন আইকন হেইলি বিবার, কেন্ডাল জেনার ও বেলা হাদিদ মজেছেন এই ল্যাতে মেকআপ লুকে। শুধু তা-ই নয়, জিজি হাদিদও মজেছেন এই লুকে। সে জন্য তাঁরা দৌড়াচ্ছেন ক্যারোলিনা গঞ্জালেজ কিংবা মেরি ফিলিপসের মতো বিখ্যাত মেকআপ আর্টিস্টের কাছে। তাঁদের হাতের ছোঁয়ায় এসব মডেল ও ফ্যাশন আইকনের চোখ, ঠোঁট ও গালে ল্যাতের উষ্ণতা আর বাদামি আভা বিশ্ব মাত করছে এখন। কিন্তু কী আছে এই মেকআপে? এই উত্তর পাওয়ার আগে জেনে রাখা ভালো, ইতালীয় শব্দ ল্যাতে মানে দুধ। তাই মনে রাখতে হবে, এটি দুধকেন্দ্রিক কোনো মেকআপ ট্রেন্ড নয়; বরং কফির রঙের যে সৌন্দর্য, সেটাকে কেন্দ্র করেই এই মেকআপের নাম ল্যাতে।
মূলত ল্যাতে মেকআপ হলো মুখমণ্ডলে বাদামি ও হালকা ব্রোঞ্জ রঙের দারুণ এক খেলা। হালের ট্রেন্ডে এর জনপ্রিয়তার কারণ, গায়ের রং যা-ই হোক না কেন, এই মেকআপ যেকোনো ত্বকেই মানিয়ে যায়। প্রাকৃতিক টোন ধরে রেখে খুব আকর্ষণীয় করে তোলে সাজকে। ল্যাতে মেকআপ ত্বককে ব্রোঞ্জ, উষ্ণ ও বাদামি লুক দেয়—ঠিক ল্যাতে কফির মতোই। একটি নির্দিষ্ট শেড ব্যবহার না করে ট্যান ও সোনালি রঙের বিভিন্ন শেডের ব্যবহার মুখমণ্ডলের সৌন্দর্যকে যে দারুণভাবে ফুটিয়ে তুলতে পারে, ল্যাতে মেকআপ সেটাই প্রমাণ করে। এই মেকআপের মূল ফোকাস থাকে মূলত বেইজ, ঠোঁট ও চোখে।
ব্রোঞ্জি-গ্লোয়ি বেস
ল্যাতে মেকআপের জন্য দরকার একটা ফুল কভারেজ ফাউন্ডেশন, ব্রোঞ্জার, কনসিলার ও হাইলাইটার। প্রথমেই পুরো মুখে ফাউন্ডেশন দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে ত্বকের যেসব জায়গায় দাগ রয়েছে, সেগুলো কনসিলার দিয়ে ঢেকে ফেলুন। তবে ফাউন্ডেশন খুব হালকা করে ব্যবহার করবেন, যাতে মেকআপ দেখতে ভারী না লাগে। এরপর মুখের আকৃতি অনুযায়ী চিক বোন, জ-লাইন, কপাল ও নাকের পাশে ব্রোঞ্জার দিয়ে কনটুরিং করুন। এরপর হাইলাইটার ব্যবহার করে মুখে একটা শিমারি ভাব আনুন। ব্লাশ ব্যবহার করতে চাইলে খুব হালকা টোনের ব্লাশ ব্যবহার করতে পারেন।
শিমারি বাদামি চোখ
প্রতিদিনের ল্যাতে লুকের জন্য আপনার পাউডার ব্রোঞ্জার চোখের কিনারা দিয়ে ব্লেন্ড করতে পারেন। সঙ্গে বাদামি শেডের আইলাইনার ব্যবহার করুন। যদি বেশি কিছু করতে চান, তাহলে বাদামি আইশ্যাডো, সঙ্গে বাদামি আইলাইনার ও চোখের ভেতরের কিনারার দিকে সোনালি আইশ্যাডো ব্যবহার করতে পারেন। যেভাবেই চোখ সাজান না কেন, মাসকারা ব্যবহার করতে ভুলবেন না।
গ্লসি-শিমারি ন্যাচারাল ঠোঁট
ল্যাতে লুকের জন্য ঠোঁট যতটা প্রাকৃতিক টোনে রাখা যায়, ততই ভালো। এ জন্য পছন্দের প্রাকৃতিক শেডের লিপলাইনার ও লিপস্টিক বেছে নিন—সেটা হতে পারে ন্যুড শেড বা ক্যারামেল শেড কিংবা বাদামি শেডের। তার সঙ্গে একটা লিপজেল ব্যবহার করুন, যেন ঠোঁট গ্লসি দেখায়। তবে আরও ভালো হয় যদি ঠোঁটে লিপলাইনার ও লিপস্টিক ব্যবহারের আগে হালকা কনসিলার ব্যবহার করে নেন। এতে ঠোঁট দেখতে খুবই ন্যাচারাল লাগবে।
সূত্র: রিয়েল সিম্পল ও ওম্যান ম্যাগাজিন
কফিশপে গিয়ে যাঁরা বলে ওঠেন, ‘একটা ল্যাতে দিন তো’, তাঁদের জন্য সুখবর আছে। প্রিয় কফি ল্যাতের নাম এখন জায়গা করে নিয়েছে মেকআপ ট্রেন্ডেও।
একালের ফ্যাশন আইকন হেইলি বিবার, কেন্ডাল জেনার ও বেলা হাদিদ মজেছেন এই ল্যাতে মেকআপ লুকে। শুধু তা-ই নয়, জিজি হাদিদও মজেছেন এই লুকে। সে জন্য তাঁরা দৌড়াচ্ছেন ক্যারোলিনা গঞ্জালেজ কিংবা মেরি ফিলিপসের মতো বিখ্যাত মেকআপ আর্টিস্টের কাছে। তাঁদের হাতের ছোঁয়ায় এসব মডেল ও ফ্যাশন আইকনের চোখ, ঠোঁট ও গালে ল্যাতের উষ্ণতা আর বাদামি আভা বিশ্ব মাত করছে এখন। কিন্তু কী আছে এই মেকআপে? এই উত্তর পাওয়ার আগে জেনে রাখা ভালো, ইতালীয় শব্দ ল্যাতে মানে দুধ। তাই মনে রাখতে হবে, এটি দুধকেন্দ্রিক কোনো মেকআপ ট্রেন্ড নয়; বরং কফির রঙের যে সৌন্দর্য, সেটাকে কেন্দ্র করেই এই মেকআপের নাম ল্যাতে।
মূলত ল্যাতে মেকআপ হলো মুখমণ্ডলে বাদামি ও হালকা ব্রোঞ্জ রঙের দারুণ এক খেলা। হালের ট্রেন্ডে এর জনপ্রিয়তার কারণ, গায়ের রং যা-ই হোক না কেন, এই মেকআপ যেকোনো ত্বকেই মানিয়ে যায়। প্রাকৃতিক টোন ধরে রেখে খুব আকর্ষণীয় করে তোলে সাজকে। ল্যাতে মেকআপ ত্বককে ব্রোঞ্জ, উষ্ণ ও বাদামি লুক দেয়—ঠিক ল্যাতে কফির মতোই। একটি নির্দিষ্ট শেড ব্যবহার না করে ট্যান ও সোনালি রঙের বিভিন্ন শেডের ব্যবহার মুখমণ্ডলের সৌন্দর্যকে যে দারুণভাবে ফুটিয়ে তুলতে পারে, ল্যাতে মেকআপ সেটাই প্রমাণ করে। এই মেকআপের মূল ফোকাস থাকে মূলত বেইজ, ঠোঁট ও চোখে।
ব্রোঞ্জি-গ্লোয়ি বেস
ল্যাতে মেকআপের জন্য দরকার একটা ফুল কভারেজ ফাউন্ডেশন, ব্রোঞ্জার, কনসিলার ও হাইলাইটার। প্রথমেই পুরো মুখে ফাউন্ডেশন দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে ত্বকের যেসব জায়গায় দাগ রয়েছে, সেগুলো কনসিলার দিয়ে ঢেকে ফেলুন। তবে ফাউন্ডেশন খুব হালকা করে ব্যবহার করবেন, যাতে মেকআপ দেখতে ভারী না লাগে। এরপর মুখের আকৃতি অনুযায়ী চিক বোন, জ-লাইন, কপাল ও নাকের পাশে ব্রোঞ্জার দিয়ে কনটুরিং করুন। এরপর হাইলাইটার ব্যবহার করে মুখে একটা শিমারি ভাব আনুন। ব্লাশ ব্যবহার করতে চাইলে খুব হালকা টোনের ব্লাশ ব্যবহার করতে পারেন।
শিমারি বাদামি চোখ
প্রতিদিনের ল্যাতে লুকের জন্য আপনার পাউডার ব্রোঞ্জার চোখের কিনারা দিয়ে ব্লেন্ড করতে পারেন। সঙ্গে বাদামি শেডের আইলাইনার ব্যবহার করুন। যদি বেশি কিছু করতে চান, তাহলে বাদামি আইশ্যাডো, সঙ্গে বাদামি আইলাইনার ও চোখের ভেতরের কিনারার দিকে সোনালি আইশ্যাডো ব্যবহার করতে পারেন। যেভাবেই চোখ সাজান না কেন, মাসকারা ব্যবহার করতে ভুলবেন না।
গ্লসি-শিমারি ন্যাচারাল ঠোঁট
ল্যাতে লুকের জন্য ঠোঁট যতটা প্রাকৃতিক টোনে রাখা যায়, ততই ভালো। এ জন্য পছন্দের প্রাকৃতিক শেডের লিপলাইনার ও লিপস্টিক বেছে নিন—সেটা হতে পারে ন্যুড শেড বা ক্যারামেল শেড কিংবা বাদামি শেডের। তার সঙ্গে একটা লিপজেল ব্যবহার করুন, যেন ঠোঁট গ্লসি দেখায়। তবে আরও ভালো হয় যদি ঠোঁটে লিপলাইনার ও লিপস্টিক ব্যবহারের আগে হালকা কনসিলার ব্যবহার করে নেন। এতে ঠোঁট দেখতে খুবই ন্যাচারাল লাগবে।
সূত্র: রিয়েল সিম্পল ও ওম্যান ম্যাগাজিন
প্রতি বছরই বাজারে আসে বিভিন্ন ধরণের নতুন নতুন টেক গ্যাজেট। সেই ধারাবাহিকতা বজায় ছিল এ বছরও। বিশ্বখ্যাত সব ব্র্যান্ড তাদের নতুন প্রযুক্তি পণ্য বাজারে এনেছিল বছরের বিভিন্ন সময়। এই গ্যাজেটগুলোর আপগ্রেড ভার্সন নিজের জন্য তো বটেই হতে পারে প্রিয়জনদের জন্য চমৎকার উপহার।
১ দিন আগেআপনি কি সিঙ্গেল? শত চেষ্টা করেও জুটে না সঙ্গী? কি হতে পারে এর কারণ? আপনার ব্যক্তিত্বের জন্যই কী এই দশা? সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য। গবেষণায় বলা হচ্ছে, ব্যক্তিত্বের তিন বৈশিষ্ট্যের কথা, যা আজীবন একা থাকার সঙ্গে গভীরভাবে জড়িত। এই বৈশিষ্ট্যগুলো কি আপনার মধ্যেও আছে? চলুন নিজেকে নতুনভাবে...
২ দিন আগেকুয়াকাটা সৈকত ছেড়ে যেতে হবে ১৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। বাহন স্পিডবোট, ট্রলার ও ট্যুরিস্ট বোট। সাগর বলে ভয় পাওয়ার কিছু নেই। সে এখন তরঙ্গহীন। ঠিক যেমন নখ-দন্তহীন খাঁচায় পোষা সিংহ। তবে একটু বুঝেশুনে যাওয়া ভালো।
৩ দিন আগেধীরে ধীরে বিশ্বের অন্যতম ভ্রমণ গন্তব্য হয়ে উঠছে সৌদি আরব। ২০৩০ সালের মধ্যে পর্যটনে সবাইকে ছাড়িয়ে যেতে প্রস্তুত হচ্ছে দেশটি। এ প্রকল্প বাস্তবায়নে বিশাল অঙ্কের বাজেট নিয়ে নেমেছে তারা। পর্যটক আকর্ষণ করতে নিজেদের ঐতিহ্য আর দর্শনীয় জায়গাগুলো ঢেলে সাজিয়েছে সৌদি আরব।
৩ দিন আগে