ফিচার ডেস্ক
ঈদের সময়ও আবহাওয়া অনেকটা গরম থাকবে বোঝা যাচ্ছে। ঈদে রান্নাঘরের ব্যস্ততা যত থাকুক, বাইরে গেলে একটু সাজগোজ তো করা হয়ই। গরমে ঘাম হবে। আর ঘাম হলে মুখের সাজ যদি গলে যায়—এ নিয়ে দুশ্চিন্তা আছে প্রায় সবার। গরমের ঈদে ঘাম প্রতিরোধী বা সোয়েটপ্রুফ মেকআপ করার কিছু ধাপ মেনে চললে থাকা যাবে নিশ্চিন্ত।
ধাপ ১
মেকআপ করার আগে পাতলা কাপড়ে বরফ জড়িয়ে মুখে ৫ মিনিট বুলিয়ে নিন। এতে মেকআপ করতে সুবিধা হবে, গলে যাওয়ার আশঙ্কা থাকবে না এবং লোমকূপ বন্ধ হয়ে যাওয়ায় ত্বক মসৃণ লাগবে।
ধাপ ২
বাতাসে আর্দ্রতা বেশি থাকলেও মেকআপের আগে ত্বকে ময়শ্চারাইজার লাগাতে হবে। ত্বক তৈলাক্ত হলে ওয়াটার বেসড ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। এতে ত্বক ঘেমে যাওয়ার প্রবণতা কমবে।
ধাপ ৩
এরপর সানস্ক্রিন লাগাতে হবে। আমাদের যে ধরনের আবহাওয়ায় থাকতে হয়, তাতে অন্তত এসপিএফ ৩০ প্রয়োজন। যদি খুব অল্প সময়ের জন্য রোদে থাকেন, সে ক্ষেত্রে এর থেকে কম ব্যবহার করতে পারেন। রোদে থাকার সময় যত বেশি, এসপিএফের মানও তত বাড়াতে হবে। এ ক্ষেত্রে ওয়াটার বেসড বা পাউডার ফরমের সানস্ক্রিন ব্যবহার করুন। শরীরের যে অংশগুলো রোদের সংস্পর্শে আসবে, সে অংশগুলোতে সানস্ক্রিন মাখতে হবে।
ধাপ ৪
সানস্ক্রিন ব্যবহারের কয়েক মিনিট পর প্রাইমার লাগাতে হবে। এরপর ত্বকের সঙ্গে মানানসই ফাউন্ডেশন ব্যবহার করতে হবে। এ সময় ওয়াটার বেসড বা তরল ফাউন্ডেশন ব্যবহার করা ভালো।
ধাপ ৫
যাঁরা খুব বেশি মেকআপ করবেন না ভাবছেন, তাঁরা ত্বকে অল্প কনসিলার ব্যবহার করে নিতে পারেন। আজকাল কমপ্যাক্টও হালকা কভারেজ দিয়ে থাকে। বেস খুব হালকা রাখার চেষ্টা করুন, এতে সাজ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা কমে।
ধাপ ৬
এ সময় ওয়াটারপ্রুফ আইলাইনার বা ঘেমে গেলে ছড়িয়ে যাবে না, এমন কাজল ব্যবহার করুন। ছড়িয়ে যাওয়ার আশঙ্কা কমাতে কাজলের রেখার ওপর একই রঙের আইশ্যাডো বুলিয়ে নিন। মাসকারার ক্ষেত্রেও ওয়াটারপ্রুফ মাসকারা ব্যবহার করুন। তবে ল্যাশ ঘন হলে মাসকারা ব্যবহার না করলেও হয়। আর নষ্ট যাতে না হয়, সে জন্য বেছে নিন ম্যাট লিপস্টিক।
সূত্র: পাম্প অ্যান্ড পুশ আপস
ঈদের সময়ও আবহাওয়া অনেকটা গরম থাকবে বোঝা যাচ্ছে। ঈদে রান্নাঘরের ব্যস্ততা যত থাকুক, বাইরে গেলে একটু সাজগোজ তো করা হয়ই। গরমে ঘাম হবে। আর ঘাম হলে মুখের সাজ যদি গলে যায়—এ নিয়ে দুশ্চিন্তা আছে প্রায় সবার। গরমের ঈদে ঘাম প্রতিরোধী বা সোয়েটপ্রুফ মেকআপ করার কিছু ধাপ মেনে চললে থাকা যাবে নিশ্চিন্ত।
ধাপ ১
মেকআপ করার আগে পাতলা কাপড়ে বরফ জড়িয়ে মুখে ৫ মিনিট বুলিয়ে নিন। এতে মেকআপ করতে সুবিধা হবে, গলে যাওয়ার আশঙ্কা থাকবে না এবং লোমকূপ বন্ধ হয়ে যাওয়ায় ত্বক মসৃণ লাগবে।
ধাপ ২
বাতাসে আর্দ্রতা বেশি থাকলেও মেকআপের আগে ত্বকে ময়শ্চারাইজার লাগাতে হবে। ত্বক তৈলাক্ত হলে ওয়াটার বেসড ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। এতে ত্বক ঘেমে যাওয়ার প্রবণতা কমবে।
ধাপ ৩
এরপর সানস্ক্রিন লাগাতে হবে। আমাদের যে ধরনের আবহাওয়ায় থাকতে হয়, তাতে অন্তত এসপিএফ ৩০ প্রয়োজন। যদি খুব অল্প সময়ের জন্য রোদে থাকেন, সে ক্ষেত্রে এর থেকে কম ব্যবহার করতে পারেন। রোদে থাকার সময় যত বেশি, এসপিএফের মানও তত বাড়াতে হবে। এ ক্ষেত্রে ওয়াটার বেসড বা পাউডার ফরমের সানস্ক্রিন ব্যবহার করুন। শরীরের যে অংশগুলো রোদের সংস্পর্শে আসবে, সে অংশগুলোতে সানস্ক্রিন মাখতে হবে।
ধাপ ৪
সানস্ক্রিন ব্যবহারের কয়েক মিনিট পর প্রাইমার লাগাতে হবে। এরপর ত্বকের সঙ্গে মানানসই ফাউন্ডেশন ব্যবহার করতে হবে। এ সময় ওয়াটার বেসড বা তরল ফাউন্ডেশন ব্যবহার করা ভালো।
ধাপ ৫
যাঁরা খুব বেশি মেকআপ করবেন না ভাবছেন, তাঁরা ত্বকে অল্প কনসিলার ব্যবহার করে নিতে পারেন। আজকাল কমপ্যাক্টও হালকা কভারেজ দিয়ে থাকে। বেস খুব হালকা রাখার চেষ্টা করুন, এতে সাজ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা কমে।
ধাপ ৬
এ সময় ওয়াটারপ্রুফ আইলাইনার বা ঘেমে গেলে ছড়িয়ে যাবে না, এমন কাজল ব্যবহার করুন। ছড়িয়ে যাওয়ার আশঙ্কা কমাতে কাজলের রেখার ওপর একই রঙের আইশ্যাডো বুলিয়ে নিন। মাসকারার ক্ষেত্রেও ওয়াটারপ্রুফ মাসকারা ব্যবহার করুন। তবে ল্যাশ ঘন হলে মাসকারা ব্যবহার না করলেও হয়। আর নষ্ট যাতে না হয়, সে জন্য বেছে নিন ম্যাট লিপস্টিক।
সূত্র: পাম্প অ্যান্ড পুশ আপস
ফ্রান্স ও বেলজিয়ামের কয়েকটি শহর অনেক বছর ধরে তাদের বাসিন্দাদের বিনা মূল্যে মুরগি দিচ্ছে। ফ্রান্সের কোলমার শহরের তৎকালীন প্রেসিডেন্ট গিলবার্ট মেয়ার ২০১৪ সালে ‘একটি পরিবার, একটি মুরগি’ স্লোগান দিয়ে নির্বাচনে জয়ী হয়েছিলেন।
১ দিন আগেসকাল সকাল স্মার্টফোনে অ্যালার্ম বাজতেই তড়িঘড়ি করে গোসল করতে দৌড়। এরপর আলমারি খুলে হাতের কাছে যা পাওয়া যায়, তাই পরে ব্যাগটা কাঁধে নিয়েই চম্পট। পাঁচ মিনিট দেরি হলেই বাস পাওয়া যাবে না। মেট্রো তো না-ই। যে মেয়েটার রোজ ক্লাস বা অফিস ধরতে এমনভাবে সকালটা যায়, বিশেষ দিনগুলোয় তার হালটা বোঝেন...
২ দিন আগেগরম মানেই প্রচণ্ড তাপ আর ঘাম। কিন্তু রোদে বের হলে ত্বক কেমন যেন শুষ্ক হয়ে যাচ্ছে। আঙুলের ডগা, গোড়ালি এমনকি ঠোঁটও ফাটে এখনকার গ্রীষ্মকালে। ভাবা যায়? এর কারণ হলো, গরম পড়লেও বাতাসে আর্দ্রতা কম, ফলে ত্বকে টান টান অনুভব হয়, অতিরিক্ত শুষ্কতাও দেখা দেয়। গরমে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে বাড়তি যত্ন নেওয়া চাই।
২ দিন আগেএখন কাঁচা আমের সময়। নববর্ষের প্রথম দিন বানাতে পারেন কাঁচা আমের কয়েক রকমের পদ। রেসিপি ও ছবি দিয়েছেন আফরোজা খানম মুক্তা।
২ দিন আগে