নাজনীন আহমেদ
বৈশ্বিক মরণব্যাধি কোভিড-১৯ বা করোনা গত দেড় বছরে বিশ্বব্যাপী যে আলোড়ন সৃষ্টি করেছে, এর আগে কোনো মহামারিকালে এমন হয়নি। কারণ, এখন পৃথিবী বিচ্ছিন্ন নয়। এক প্রান্তের ঘটনা বিশ্বময় ছড়িয়ে পড়তে এবং মানুষকে নাড়া দিতে বেশি সময় লাগে না।
আমরা সবাই এখন জানি, করোনার বিরুদ্ধে লড়াইয়ে সবচেয়ে বড় হাতিয়ার টিকা। আর এটিও জানা আছে যে সারা দুনিয়ায় টিকা নিয়ে নানা রকম বৈষম্য চলছে। ধনী দেশের বেশির ভাগ মানুষই যেখানে ইতিমধ্যে টিকার আওতায় চলে এসেছে, দরিদ্র ও উন্নয়নশীল দেশের ১০ শতাংশ মানুষকেও এখনো টিকার আওতায় আনা সম্ভব হয়নি। বাংলাদেশ নানাভাবে চেষ্টা করছে টিকার আওতায় আনতে। এই মুহূর্তে টিকাদান কর্মসূচি চলছে। তার পরও জনবহুল এই দেশের সবাইকে টিকার আওতায় আনতে আরও অনেক টিকা লাগবে। তাই খুবই জরুরি হচ্ছে সতর্ক থাকা, যেন টিকার কোনো অপচয় না হয়। আমরা যদি টিকার অপচয় না করি, তাহলে বেশিসংখ্যক মানুষকে টিকার সুরক্ষা দেওয়া যাবে। পার্শ্ববর্তী দেশ ভারতের অভিজ্ঞতা থেকে দেখা যায়, সেখানকার কিছু কিছু রাজ্যে যেমন ঝাড়খন্ডে টিকার অপচয় ৩৭.৩ শতাংশ। যেখানে বিশ্বের সব মানুষের জন্য টিকাপ্রাপ্তি এখনো অনিশ্চিত, সেখানে এরূপ অপচয় খুবই দুঃখজনক। আবার ভারতের কেরালা রাজ্যে টিকার অপচয় তো হয়ইনি, বরং এখানকার সাফল্য শতভাগের বেশি। প্রশ্ন আসতে পারে, শতভাগের বেশি সাফল্য কী
করে সম্ভব?
সাধারণভাবে টিকার একটি অ্যাম্পুল থেকে যে কয়টি টিকা দেওয়া সম্ভব, তার চেয়েও একটু বেশি ওষুধ থাকে। এ জন্য যে অ্যাম্পুল থেকে সিরিঞ্জে টিকার ওষুধ ভরার সময় কিছু কমবেশি হতে পারে। দক্ষতার সঙ্গে দেওয়া গেলে একটি অ্যাম্পুলের গায়ে যা লেখা থাকে, তার চেয়েও টিকা বেশি দেওয়া সম্ভব।
কেরালা রাজ্যের দক্ষ স্বাস্থ্যকর্মীরা সেটাই করেছেন। ফলে তাঁদের দেওয়া অ্যাম্পুল থেকে যেখানে ৭৩ লাখ ৩৮ হাজার ৮৬০ ডোজ টিকা দেওয়া সম্ভব ছিল, সেখানে তাঁরা দিতে পেরেছেন ৭৪ লাখ ২৬ হাজার ১৬৪ শট।
কেরালা রাজ্যের এই সাফল্য থেকে আমরা শিক্ষা নিতে পারি। ১০০ শতাংশের ওপরে সফলতা লাভ সম্ভব না হলেও অন্তত অপচয় যেন না হয়, তার চেষ্টা তো আমরা করতেই পারি। যেহেতু প্রয়োজনীয়সংখ্যক টিকাপ্রাপ্তি নিশ্চিত করা এক বড় চ্যালেঞ্জ, সেখানে এর অপচয় একেবারেই কাম্য নয়। তাই টিকার অপচয় রোধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ খুবই জরুরি। টিকার অপচয় রোধে এর সংরক্ষণ, পরিবহন ও টিকাদানের যথাযথ ব্যবস্থাপনার পরিকল্পনা খুবই জরুরি। বিভিন্ন এলাকায় টিকাদানকর্মীদের দক্ষতার দিকে যেমন মনোযোগ দিতে হবে, তেমনি টিকা সংরক্ষণের জন্য কোল্ড চেইন ঠিকভাবে পরিচালনা করতে হবে। আবার কোথাও অ্যাম্পুল খোলার পর কোনো কারণে টিকা দেওয়া না গেলে অথবা টিকার অপচয় হওয়ার সম্ভাবনা তৈরি হলে সে ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা কী হবে, সেই প্রস্তুতিও থাকা দরকার। যেমন কোনো এলাকায় এরূপ অবস্থা যদি তৈরি হয়, তাহলে দ্রুত মাইকিং করে লোকজনকে এক জায়গায় জড়ো করে টিকা দিয়ে দেওয়া যেতে পারে। আমাদের এই গরম আবহাওয়ায় ঠান্ডা স্থানে টিকা সংরক্ষণ এবং এক স্থান থেকে আরেক স্থানে পরিবহনের সময় উপযুক্ত যানবাহন খুবই চ্যালেঞ্জিং বিষয়। এ ক্ষেত্রে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম—এমন বিশেষ যানবাহন ব্যবহার করতে হয়। আবার টিকাদানকেন্দ্রে টিকা সংরক্ষণ করতে হয় অনুরূপ ঠান্ডা জায়গায়। টিকাদান কর্মসূচি সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারলে তা আমাদের স্বাস্থ্যঝুঁকি কমাতে যেমন সহায়ক হবে, তেমনি অর্থনৈতিক ঝুঁকি কমাতেও সহায়ক হবে। কারণ, যত দ্রুত টিকাদান কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে করোনার ঝুঁকি কিছুটা কমাতে পারব আমরা, ততই অর্থনীতির পক্ষে সম্ভব হবে স্বাভাবিক কার্যক্রমে ফিরে যাওয়া। তাই উপযুক্ত পরিকল্পনার মাধ্যমে আগানো গেলে আগামী কয়েক মাস ধরে যে টিকাদান কর্মসূচি চলবে, তা বেশিসংখ্যক মানুষের উপকারে আসবে, সম্পদের সাশ্রয় হবে। বিষয়টি জরুরি, তাই সে অনুযায়ী পদক্ষেপ গ্রহণও জরুরি।
লেখক: কান্ট্রি ইকোনমিস্ট, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)
বৈশ্বিক মরণব্যাধি কোভিড-১৯ বা করোনা গত দেড় বছরে বিশ্বব্যাপী যে আলোড়ন সৃষ্টি করেছে, এর আগে কোনো মহামারিকালে এমন হয়নি। কারণ, এখন পৃথিবী বিচ্ছিন্ন নয়। এক প্রান্তের ঘটনা বিশ্বময় ছড়িয়ে পড়তে এবং মানুষকে নাড়া দিতে বেশি সময় লাগে না।
আমরা সবাই এখন জানি, করোনার বিরুদ্ধে লড়াইয়ে সবচেয়ে বড় হাতিয়ার টিকা। আর এটিও জানা আছে যে সারা দুনিয়ায় টিকা নিয়ে নানা রকম বৈষম্য চলছে। ধনী দেশের বেশির ভাগ মানুষই যেখানে ইতিমধ্যে টিকার আওতায় চলে এসেছে, দরিদ্র ও উন্নয়নশীল দেশের ১০ শতাংশ মানুষকেও এখনো টিকার আওতায় আনা সম্ভব হয়নি। বাংলাদেশ নানাভাবে চেষ্টা করছে টিকার আওতায় আনতে। এই মুহূর্তে টিকাদান কর্মসূচি চলছে। তার পরও জনবহুল এই দেশের সবাইকে টিকার আওতায় আনতে আরও অনেক টিকা লাগবে। তাই খুবই জরুরি হচ্ছে সতর্ক থাকা, যেন টিকার কোনো অপচয় না হয়। আমরা যদি টিকার অপচয় না করি, তাহলে বেশিসংখ্যক মানুষকে টিকার সুরক্ষা দেওয়া যাবে। পার্শ্ববর্তী দেশ ভারতের অভিজ্ঞতা থেকে দেখা যায়, সেখানকার কিছু কিছু রাজ্যে যেমন ঝাড়খন্ডে টিকার অপচয় ৩৭.৩ শতাংশ। যেখানে বিশ্বের সব মানুষের জন্য টিকাপ্রাপ্তি এখনো অনিশ্চিত, সেখানে এরূপ অপচয় খুবই দুঃখজনক। আবার ভারতের কেরালা রাজ্যে টিকার অপচয় তো হয়ইনি, বরং এখানকার সাফল্য শতভাগের বেশি। প্রশ্ন আসতে পারে, শতভাগের বেশি সাফল্য কী
করে সম্ভব?
সাধারণভাবে টিকার একটি অ্যাম্পুল থেকে যে কয়টি টিকা দেওয়া সম্ভব, তার চেয়েও একটু বেশি ওষুধ থাকে। এ জন্য যে অ্যাম্পুল থেকে সিরিঞ্জে টিকার ওষুধ ভরার সময় কিছু কমবেশি হতে পারে। দক্ষতার সঙ্গে দেওয়া গেলে একটি অ্যাম্পুলের গায়ে যা লেখা থাকে, তার চেয়েও টিকা বেশি দেওয়া সম্ভব।
কেরালা রাজ্যের দক্ষ স্বাস্থ্যকর্মীরা সেটাই করেছেন। ফলে তাঁদের দেওয়া অ্যাম্পুল থেকে যেখানে ৭৩ লাখ ৩৮ হাজার ৮৬০ ডোজ টিকা দেওয়া সম্ভব ছিল, সেখানে তাঁরা দিতে পেরেছেন ৭৪ লাখ ২৬ হাজার ১৬৪ শট।
কেরালা রাজ্যের এই সাফল্য থেকে আমরা শিক্ষা নিতে পারি। ১০০ শতাংশের ওপরে সফলতা লাভ সম্ভব না হলেও অন্তত অপচয় যেন না হয়, তার চেষ্টা তো আমরা করতেই পারি। যেহেতু প্রয়োজনীয়সংখ্যক টিকাপ্রাপ্তি নিশ্চিত করা এক বড় চ্যালেঞ্জ, সেখানে এর অপচয় একেবারেই কাম্য নয়। তাই টিকার অপচয় রোধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ খুবই জরুরি। টিকার অপচয় রোধে এর সংরক্ষণ, পরিবহন ও টিকাদানের যথাযথ ব্যবস্থাপনার পরিকল্পনা খুবই জরুরি। বিভিন্ন এলাকায় টিকাদানকর্মীদের দক্ষতার দিকে যেমন মনোযোগ দিতে হবে, তেমনি টিকা সংরক্ষণের জন্য কোল্ড চেইন ঠিকভাবে পরিচালনা করতে হবে। আবার কোথাও অ্যাম্পুল খোলার পর কোনো কারণে টিকা দেওয়া না গেলে অথবা টিকার অপচয় হওয়ার সম্ভাবনা তৈরি হলে সে ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা কী হবে, সেই প্রস্তুতিও থাকা দরকার। যেমন কোনো এলাকায় এরূপ অবস্থা যদি তৈরি হয়, তাহলে দ্রুত মাইকিং করে লোকজনকে এক জায়গায় জড়ো করে টিকা দিয়ে দেওয়া যেতে পারে। আমাদের এই গরম আবহাওয়ায় ঠান্ডা স্থানে টিকা সংরক্ষণ এবং এক স্থান থেকে আরেক স্থানে পরিবহনের সময় উপযুক্ত যানবাহন খুবই চ্যালেঞ্জিং বিষয়। এ ক্ষেত্রে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম—এমন বিশেষ যানবাহন ব্যবহার করতে হয়। আবার টিকাদানকেন্দ্রে টিকা সংরক্ষণ করতে হয় অনুরূপ ঠান্ডা জায়গায়। টিকাদান কর্মসূচি সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারলে তা আমাদের স্বাস্থ্যঝুঁকি কমাতে যেমন সহায়ক হবে, তেমনি অর্থনৈতিক ঝুঁকি কমাতেও সহায়ক হবে। কারণ, যত দ্রুত টিকাদান কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে করোনার ঝুঁকি কিছুটা কমাতে পারব আমরা, ততই অর্থনীতির পক্ষে সম্ভব হবে স্বাভাবিক কার্যক্রমে ফিরে যাওয়া। তাই উপযুক্ত পরিকল্পনার মাধ্যমে আগানো গেলে আগামী কয়েক মাস ধরে যে টিকাদান কর্মসূচি চলবে, তা বেশিসংখ্যক মানুষের উপকারে আসবে, সম্পদের সাশ্রয় হবে। বিষয়টি জরুরি, তাই সে অনুযায়ী পদক্ষেপ গ্রহণও জরুরি।
লেখক: কান্ট্রি ইকোনমিস্ট, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)
আর কিছুদিন পরই পয়লা বৈশাখ। সেদিন মঙ্গল শোভাযাত্রা হবে, না আনন্দ শোভাযাত্রা, তা নিয়ে বিস্তর তর্ক-বিতর্কের পর স্থির হলো মঙ্গলেই সবাই নোঙর ফেলবে। আলাপ শুধু এখানে হলে ভালো হতো, দেখা গেল মঙ্গল শোভাযাত্রায় কোন ধরনের মোটিফ ও পুতুল থাকবে...
২ ঘণ্টা আগেএবার ঈদের আমেজ নানা কারণেই কিছুটা ভিন্ন। এত লম্বা ঈদের ছুটি আগে কখনো হয়েছিল কি? ঈদ সামনে রেখে জিনিসপত্রের দাম বাড়ানোর যে বেপরোয়া প্রতিযোগিতা দেখা যায়, এবার সেটা ছিল না। যাঁরা ড. মুহাম্মদ ইউনূসের সরকারের কোনো সাফল্য দেখেন না, তাঁরা এই বাজারের নিরুত্তাপের বিষয়টি বিবেচনায় নিতে পারেন।
২ ঘণ্টা আগেআজ ৪ এপ্রিল দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব সন্জীদা খাতুনের ৯৩তম জন্মদিন। মাত্র কয়েক দিন আগেই গত ২৫ মার্চ তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। সন্জীদা খাতুন সম্পর্কে বিশেষ কিছু বলা আমার পক্ষে ধৃষ্টতার শামিল। তবে আজীবন দেশমাতৃকার মঙ্গল কামনায় ব্রতী এই মহীয়সী নারী...
২ ঘণ্টা আগেকথা বলি কেন? না, বড় বড় তাত্ত্বিক বা পণ্ডিতি ব্যাখ্যায় যাচ্ছি না। আমি কথা বলি, কারণ কথা না বলে আমার চলে না। এই যাপিত জীবনে আমার বলার নানান বিষয় আছে, আবার জানারও নানান বিষয় আছে। অতএব, কথা আমাকে বলতেই হয়।
১ দিন আগে