সম্পাদকীয়
তালগাছ এক পায়ে দাঁড়িয়ে/সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে/মনে সাধ কালো মেঘ ফুঁড়ে যায়/একেবারে উড়ে যায়/কোথা পাবে পাখা সে?—রবীন্দ্রনাথ ঠাকুরের এই শিশুতোষ কবিতা অনেকেই পড়েছেন। এ ছাড়াও তালগাছ নিয়ে আরও অনেক ছড়া-কবিতা আছে, যেমন: ওই দেখা যায় তালগাছ ওই আমাদের গাঁ/ওইখানেতে বাস করে কানা বগির ছা।
এসব কবিতার কথা মনে পড়ল, আজকের পত্রিকায় ‘৩ হাজার তালবীজ রোপণ করেছেন শিক্ষক’ শিরোনামের একটি খবর পড়ে। কেরানীগঞ্জের স্কুলশিক্ষক তাজউল ইসলাম চৌধুরী তাঁর মায়ের অনুপ্রেরণায় ২০০৮ সাল থেকে বিভিন্ন জায়গায় তালবীজ রোপণ করছেন। চলতি বছর পর্যন্ত তাঁর রোপণ করা তালগাছের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় তিন হাজার।
এ কাজে তাঁকে তাঁর ছাত্র, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা সহযোগিতা করেছেন। কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় রাস্তার দুই পাশে এখন প্রচুর তালগাছ। এর সবই রোপণ করেছেন শিক্ষক তাজউল ইসলাম চৌধুরী। তাঁকে দেখে এখন অনেকেই তালগাছ লাগানোয় উদ্বুদ্ধ হয়েছেন। তাজউল ইসলাম বলেছেন, সব ধরনের গাছের প্রতিই তাঁর দুর্বলতা রয়েছে। তবে তালগাছের বিলুপ্তপ্রায় অবস্থা দেখে তিনি তালের প্রতি বেশি আগ্রহী হয়েছেন।
সাম্প্রতিক বছরগুলোয় বজ্রপাতের পরিমাণ আশঙ্কাজনকভাবে বেড়েছে। তালগাছকে বজ্রপাতনিরোধক বৃক্ষ হিসেবে মনে করা হয়। সে জন্য সরকারও তালগাছ লাগানোর উদ্যোগ নিয়েছে। একটি উপাদেয় খাদ্য ছাড়াও তাল ও তালগাছ নানা কারণেইআমাদের উপকারে লাগে। তালের রস, রস থেকে গুড়, তালমিছরি, পাকা তালের পিঠা, তালশাঁস দিয়ে তৈরি হয় সুস্বাদু মোরব্বা। গ্রীষ্মে তালের শাঁস অনেকের কাছেই প্রিয়। তালের পাখার বাতাস একসময় কারও পছন্দের বাইরে ছিল না। আগে তো পাঠশালায় লেখার জন্যও তালপাতার ব্যবহার ছিল। গ্রামীণ আবাসন তৈরিতেও তালের কাঠের ব্যবহার ছিল। এ ছাড়াও তালের রয়েছে ঔষধি গুণ। অন্য ফলের তুলনায় তালে ক্যালসিয়াম, লৌহ, আঁশ ও ক্যালরির উপস্থিতি অনেক বেশি।
দেশের বেশ কিছু অঞ্চলের মানুষের কাছে তালের রয়েছে অর্থনৈতিক গুরুত্ব। তাল বিক্রি করে অনেকের সংসার চলে। এক হিসাবে জানা যায়, মৌসুমে তালশাঁস বিক্রি থেকে দৈনিক ৫০ লাখ টাকা লেনদেন হয় ঢাকায়। ২৫-৩০ বছর বয়সের একটি তালগাছের মূল্য প্রায় ৫০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। মৌসুমে একটি তালগাছ থেকে ৭০০-১৫০০ লিটার রস সংগ্রহ করা সম্ভব।
তালগাছ দেড়-দুই শ বছর বেঁচে থাকে। টেকসই, ভূমিক্ষয়, ঝড়বাদল এবং বজ্রপাত প্রতিরোধক হিসেবে অবদানের জন্য তালগাছ আবার জনপ্রিয় হয়ে উঠছে। কেরানীগঞ্জের স্কুলশিক্ষক তাজউল ইসলাম চৌধুরী তালগাছ লাগানোর ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে নিঃসন্দেহে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করে সবার কাছে নন্দিত হবেন। এমন শিক্ষকই তো আমরা চাই, যাঁরা শুধু শ্রেণিকক্ষে নয়; প্রকৃতি ও জীবনের প্রয়োজন পূরণের সক্ষমতার পাঠ দিয়ে বিকশিত ও আলোকিত মানুষ গড়ে তুলবেন।
তালগাছ এক পায়ে দাঁড়িয়ে/সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে/মনে সাধ কালো মেঘ ফুঁড়ে যায়/একেবারে উড়ে যায়/কোথা পাবে পাখা সে?—রবীন্দ্রনাথ ঠাকুরের এই শিশুতোষ কবিতা অনেকেই পড়েছেন। এ ছাড়াও তালগাছ নিয়ে আরও অনেক ছড়া-কবিতা আছে, যেমন: ওই দেখা যায় তালগাছ ওই আমাদের গাঁ/ওইখানেতে বাস করে কানা বগির ছা।
এসব কবিতার কথা মনে পড়ল, আজকের পত্রিকায় ‘৩ হাজার তালবীজ রোপণ করেছেন শিক্ষক’ শিরোনামের একটি খবর পড়ে। কেরানীগঞ্জের স্কুলশিক্ষক তাজউল ইসলাম চৌধুরী তাঁর মায়ের অনুপ্রেরণায় ২০০৮ সাল থেকে বিভিন্ন জায়গায় তালবীজ রোপণ করছেন। চলতি বছর পর্যন্ত তাঁর রোপণ করা তালগাছের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় তিন হাজার।
এ কাজে তাঁকে তাঁর ছাত্র, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা সহযোগিতা করেছেন। কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় রাস্তার দুই পাশে এখন প্রচুর তালগাছ। এর সবই রোপণ করেছেন শিক্ষক তাজউল ইসলাম চৌধুরী। তাঁকে দেখে এখন অনেকেই তালগাছ লাগানোয় উদ্বুদ্ধ হয়েছেন। তাজউল ইসলাম বলেছেন, সব ধরনের গাছের প্রতিই তাঁর দুর্বলতা রয়েছে। তবে তালগাছের বিলুপ্তপ্রায় অবস্থা দেখে তিনি তালের প্রতি বেশি আগ্রহী হয়েছেন।
সাম্প্রতিক বছরগুলোয় বজ্রপাতের পরিমাণ আশঙ্কাজনকভাবে বেড়েছে। তালগাছকে বজ্রপাতনিরোধক বৃক্ষ হিসেবে মনে করা হয়। সে জন্য সরকারও তালগাছ লাগানোর উদ্যোগ নিয়েছে। একটি উপাদেয় খাদ্য ছাড়াও তাল ও তালগাছ নানা কারণেইআমাদের উপকারে লাগে। তালের রস, রস থেকে গুড়, তালমিছরি, পাকা তালের পিঠা, তালশাঁস দিয়ে তৈরি হয় সুস্বাদু মোরব্বা। গ্রীষ্মে তালের শাঁস অনেকের কাছেই প্রিয়। তালের পাখার বাতাস একসময় কারও পছন্দের বাইরে ছিল না। আগে তো পাঠশালায় লেখার জন্যও তালপাতার ব্যবহার ছিল। গ্রামীণ আবাসন তৈরিতেও তালের কাঠের ব্যবহার ছিল। এ ছাড়াও তালের রয়েছে ঔষধি গুণ। অন্য ফলের তুলনায় তালে ক্যালসিয়াম, লৌহ, আঁশ ও ক্যালরির উপস্থিতি অনেক বেশি।
দেশের বেশ কিছু অঞ্চলের মানুষের কাছে তালের রয়েছে অর্থনৈতিক গুরুত্ব। তাল বিক্রি করে অনেকের সংসার চলে। এক হিসাবে জানা যায়, মৌসুমে তালশাঁস বিক্রি থেকে দৈনিক ৫০ লাখ টাকা লেনদেন হয় ঢাকায়। ২৫-৩০ বছর বয়সের একটি তালগাছের মূল্য প্রায় ৫০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। মৌসুমে একটি তালগাছ থেকে ৭০০-১৫০০ লিটার রস সংগ্রহ করা সম্ভব।
তালগাছ দেড়-দুই শ বছর বেঁচে থাকে। টেকসই, ভূমিক্ষয়, ঝড়বাদল এবং বজ্রপাত প্রতিরোধক হিসেবে অবদানের জন্য তালগাছ আবার জনপ্রিয় হয়ে উঠছে। কেরানীগঞ্জের স্কুলশিক্ষক তাজউল ইসলাম চৌধুরী তালগাছ লাগানোর ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে নিঃসন্দেহে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করে সবার কাছে নন্দিত হবেন। এমন শিক্ষকই তো আমরা চাই, যাঁরা শুধু শ্রেণিকক্ষে নয়; প্রকৃতি ও জীবনের প্রয়োজন পূরণের সক্ষমতার পাঠ দিয়ে বিকশিত ও আলোকিত মানুষ গড়ে তুলবেন।
আওয়ামী লীগের সঙ্গে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) নাম জুড়ে দিয়ে ওই তিন দলসহ মোট ১১টি দলকে কোনো রাজনৈতিক কার্যক্রম চালানোর অনুমতি না দিতে অন্তর্বর্তীকালীন নির্দেশনা চেয়ে রিট করার সংবাদ ছড়িয়ে পড়লে দেশে ব্যাপক সমালোচনা হয়েছিল। ১১টি দলের তালিকায় এলডিপির নামও
৩ ঘণ্টা আগেঅত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে এই লেখাটা লিখছি। রাষ্ট্র ও সমাজ নিয়ে অন্য একটি প্রবন্ধ লিখব বলে ভেবেছিলাম। গত রোববার থেকেই বুকের মধ্যে কেমন যেন পাথরচাপা একটা কষ্ট অনুভব করছি। প্রথমে টেলিভিশনে খবরে দেখলাম, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির তিন ছাত্র মারা গেছেন। যে তিন ছাত্র মারা গেছেন, তাঁদের সমবয়সী হবে
৩ ঘণ্টা আগেবাংলা ভাষায় বহুল পরিচিত একটি শব্দ হলো কালাজ্বর। শব্দটি কমবেশি আমরা সবাই শুনেছি। এমনকি কেউ কেউ কালাজ্বরে আক্রান্তও হয়েছি। কিন্তু এই জ্বরকে কালাজ্বর কেন বলা হয়? কালো রঙের সঙ্গে এর কি কোনো সম্পর্ক রয়েছে? জ্বরের প্রকারভেদে রঙের কি আদৌ কোনো ভূমিকা রয়েছে? যদি না থাকে তাহলে প্রশ্ন হলো, কেন এ জ্বরকে কালাজ্ব
৩ ঘণ্টা আগেসাংবাদিকদের হয়রানি করা কোনো গণতান্ত্রিক সমাজের বৈশিষ্ট্য হতে পারে না। সম্প্রতি দেশের বিভিন্ন স্থল ও বিমানবন্দরে সাংবাদিকদের ইমিগ্রেশনে যেভাবে হয়রানির শিকার হতে হচ্ছে, তা কেবল পেশাগত বাধার উদাহরণ নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতা এবং মুক্তচিন্তার ওপর একধরনের চাপ। এই ধরনের আচরণ রাষ্ট্রের মৌলিক চেতনা ও মানব
৪ ঘণ্টা আগে