অনলাইন ডেস্ক
উৎক্ষেপণের পরপরই বিস্ফোরিত হয়েছে জাপানের প্রথম বেসরকারি উদ্যোগ স্পেস ওয়ানের স্যাটেলাইট বহনকারী রকেট। সলিড ফুয়েলে পরিচালিত এই কাইরোস রকেটটি উৎক্ষেপণের কয়েক সেকেন্ড পরই বিস্ফোরিত হয়। এর ফলে জাপানের প্রথম বেসরকারি রকেট উদ্যোগ ব্যর্থ হয়ে গেল।
জাপানি সংবাদমাধ্যম জাপান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ১৮ মিটার উচ্চতার কাইরোস রকেটটির ওজন ২৩ টন। স্থানীয় সময় আজ বুধবার বেলা ১১টার পর রকেটটিকে জাপানের ওয়াকায়ামা প্রিফেকচারের কুশিমতো উৎক্ষেপণকেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়। কিন্তু কয়েক সেকেন্ড পরই এটি বিস্ফোরিত হয়।
ওয়াকায়ামা প্রশাসন জানিয়েছে, মাঝ আকাশে রকেটটি বিস্ফোরিত হয়। এই রকেটটি জাপান সরকারের একটি গোয়েন্দা স্যাটেলাইট বহন করছিল। বিস্ফোরণের পর রকেটটির একাংশ নিকটস্থ পার্বত্য অঞ্চলে পতিত এবং এবং কিছু অংশ সাগরে পড়ে। এতে কেউ হতাহত হয়নি বলেই জানা গেছে।
ওয়াকায়ামা প্রশাসনের কর্মকর্তা সুহেই কিশিমতো সাংবাদিকদের বলেছেন, ব্যর্থতার পরও এই উৎক্ষেপণ উদ্যোগটি সামনে এগিয়ে যাওয়ার এক বড় অগ্রগতি। কারণ, এটিকে স্বয়ংক্রিয়ভাবে উৎক্ষেপণ করা গেছে। এমনকি এই মিশন স্বয়ংক্রিয়ভাবে বাতিলের সুযোগও ছিল।
এর আগে, গত শনিবার এই রকেট উৎক্ষেপণ করার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে এসে এর উৎক্ষেপণ বাতিল করা হয়। সেদিন উৎক্ষেপণের মাত্র ১০ মিনিট আগে উৎক্ষেপণস্থলের খুব কাছে একটি জাহাজ চলে আসায় নিরাপত্তাজনিত কারণে সেই উৎক্ষেপণ বাতিল করা হয়।
স্পেস ওয়ান ২০২১ সালে প্রথম উৎক্ষেপণের উদ্যোগ নেয়। কিন্তু তারপর অন্তত পাঁচ দফায় বাতিল করা হয় উৎক্ষেপণ প্রচেষ্টা। মূলত কোভিড-১৯ মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিভিন্ন যন্ত্রাংশ ক্রয়ে দেরি হওয়ায় বারবার উৎক্ষেপণ পিছিয়ে যায়।
উৎক্ষেপণের পরপরই বিস্ফোরিত হয়েছে জাপানের প্রথম বেসরকারি উদ্যোগ স্পেস ওয়ানের স্যাটেলাইট বহনকারী রকেট। সলিড ফুয়েলে পরিচালিত এই কাইরোস রকেটটি উৎক্ষেপণের কয়েক সেকেন্ড পরই বিস্ফোরিত হয়। এর ফলে জাপানের প্রথম বেসরকারি রকেট উদ্যোগ ব্যর্থ হয়ে গেল।
জাপানি সংবাদমাধ্যম জাপান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ১৮ মিটার উচ্চতার কাইরোস রকেটটির ওজন ২৩ টন। স্থানীয় সময় আজ বুধবার বেলা ১১টার পর রকেটটিকে জাপানের ওয়াকায়ামা প্রিফেকচারের কুশিমতো উৎক্ষেপণকেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়। কিন্তু কয়েক সেকেন্ড পরই এটি বিস্ফোরিত হয়।
ওয়াকায়ামা প্রশাসন জানিয়েছে, মাঝ আকাশে রকেটটি বিস্ফোরিত হয়। এই রকেটটি জাপান সরকারের একটি গোয়েন্দা স্যাটেলাইট বহন করছিল। বিস্ফোরণের পর রকেটটির একাংশ নিকটস্থ পার্বত্য অঞ্চলে পতিত এবং এবং কিছু অংশ সাগরে পড়ে। এতে কেউ হতাহত হয়নি বলেই জানা গেছে।
ওয়াকায়ামা প্রশাসনের কর্মকর্তা সুহেই কিশিমতো সাংবাদিকদের বলেছেন, ব্যর্থতার পরও এই উৎক্ষেপণ উদ্যোগটি সামনে এগিয়ে যাওয়ার এক বড় অগ্রগতি। কারণ, এটিকে স্বয়ংক্রিয়ভাবে উৎক্ষেপণ করা গেছে। এমনকি এই মিশন স্বয়ংক্রিয়ভাবে বাতিলের সুযোগও ছিল।
এর আগে, গত শনিবার এই রকেট উৎক্ষেপণ করার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে এসে এর উৎক্ষেপণ বাতিল করা হয়। সেদিন উৎক্ষেপণের মাত্র ১০ মিনিট আগে উৎক্ষেপণস্থলের খুব কাছে একটি জাহাজ চলে আসায় নিরাপত্তাজনিত কারণে সেই উৎক্ষেপণ বাতিল করা হয়।
স্পেস ওয়ান ২০২১ সালে প্রথম উৎক্ষেপণের উদ্যোগ নেয়। কিন্তু তারপর অন্তত পাঁচ দফায় বাতিল করা হয় উৎক্ষেপণ প্রচেষ্টা। মূলত কোভিড-১৯ মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিভিন্ন যন্ত্রাংশ ক্রয়ে দেরি হওয়ায় বারবার উৎক্ষেপণ পিছিয়ে যায়।
যুক্তরাষ্ট্রে উচ্চ বিদ্যালয়ে পড়া দুই ছাত্রী এমন একটি গাণিতিক সমস্যার সমাধান করেছেন, যা এত দিন প্রায় অসম্ভব বলে মনে করতেন অনেকে। ২০২২ সালে ত্রিকোণমিতি ব্যবহার করে পিথাগোরাসের তত্ত্ব প্রমাণ করে আলোচনায় আসে ক্যালসিয়া জনসন ও নে’কিয়া জ্যাকসন। এই অর্জন এবার বিজ্ঞান সাময়িকী ‘আমেরিকান ম্যাথেমেটিক্যাল মান্থল
৪ ঘণ্টা আগেসমুদ্রতীরে কাঁকড়ার চলাফেরা খেয়াল করলে দেখা যায়, এরা কখনো এদের সম্মুখের দিকে হাঁটে না! এরা সরাসরি সামনে হাঁটার পরিবর্তে দ্রুতগতিতে এক কাত হয়ে হাঁটে। যেখানে মানুষের জন্য ডান বা বাম দিকে একপাশে হাঁটা খুব কঠিন।
২ দিন আগেনিজের যৌবন ধরে রাখতে বিভিন্ন পন্থা অবলম্বন করেন প্রযুক্তি ধনকুব ব্রায়ান জনসন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের চুলের চমকপ্রদ পরিবর্তন শেয়ার করেন। ৪৬ বছর বয়সী এই ব্যক্তি এক বছরের কম সময় নিজের চুল পড়া রোধ করেছেন ও চুলের প্রাকৃতিক রঙ পুনরুদ্ধার করেছেন।
৫ দিন আগেপ্রত্নতাত্ত্বিকেরা ধূমপানের উল্লেখযোগ্য স্থায়ী পার্শ্বপ্রতিক্রিয়া আবিষ্কার করেছেন। তাঁদের গবেষণায় বেরিয়ে এসেছে, তামাক ধূমপায়ীদের হাড়ে যে চিহ্ন তৈরি করে—তা কেবল তাদের জীবিতাবস্থায় নয়, মৃত্যুর পরেও বহু শতাব্দী ধরে রয়ে যায়।
১১ দিন আগে