অনলাইন ডেস্ক
কেউ কেউ বিশ্বাস করে হাতের তালু দেখে মানুষের ভাগ্য বলা যায়। আবার হস্তরেখাবিদ্যা দাবি করে, রেখাগুলো ব্যক্তিত্ব প্রকাশ করে। তবে বিজ্ঞান বলছে, টাইপ করা, চায়ের কাপ বা অন্য কিছু ধরা এবং অন্যান্য কাজে হাতের তালুর সংকোচন–প্রসারণে রেখাগুলো সাহায্য করে।
হস্তরেখা বা পামার ফ্লেক্সিয়ন ক্রিজ হাতের ত্বককে প্রসারিত ও সংকুচিত করতে সাহায্য করে। এগুলো অনেকগুলো আলাদা কাপড়ের তালির মতো। হস্তরেখার কারণেই তালুকে অত্যধিক প্রসারিত বা সংকুচিত না করেই মুষ্টিবদ্ধ করাসহ হাতের নানা জটিল আকার দেওয়ার সম্ভব হয়। এর ফলে কোনো জিনিস ধরতে সুবিধা হয়। তাই বুড়ো ও অন্যান্য আঙুলের হাড় যেখানে মিলিত হয় সেখানে একটি বড় রেখা থাকে।
হস্তরেখার মাধ্যমে স্বাস্থ্যগত অবস্থাও শনাক্ত করা যায়।
হস্তরেখা শিশু ভূমিষ্ঠের আগেই বিকশিত হয়। গর্ভাবস্থার ১২তম সপ্তাহে ভ্রূণের হাতে রেখা তৈরি হয়। সাধারণত হাতের তালুতে রেখার সংখ্যা বংশগত বৈশিষ্ট্যের ওপরও নির্ভর করে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের মতে, বেশির ভাগ লোকের হাতের তালুর উপরিভাগে তিনটি প্রধান রেখা থাকে। কিন্তু কখনো কখনো শুধু একটি রেখাও থাকতে পারে। হাতের তালুতে একটিমাত্র রেখা থাকলে (এটি ‘সিমিয়ান ক্রিজ’ নামেও পরিচিত) তা ভ্রূণের অস্বাভাবিক বিকাশের ইঙ্গিত হতে পারে।
একটিমাত্র হস্তরেখা অনেক সময় শিশুর ডাউন সিনড্রোম বা ফিটাল অ্যালকোহল সিনড্রোমের ইঙ্গিত হতে পারে। অবশ্য এ ধরনের রোগ নির্ণয়ে চিকিৎসক আরও কয়েকটি বিষয় বিবেচনা করেন।
কেউ কেউ বিশ্বাস করে হাতের তালু দেখে মানুষের ভাগ্য বলা যায়। আবার হস্তরেখাবিদ্যা দাবি করে, রেখাগুলো ব্যক্তিত্ব প্রকাশ করে। তবে বিজ্ঞান বলছে, টাইপ করা, চায়ের কাপ বা অন্য কিছু ধরা এবং অন্যান্য কাজে হাতের তালুর সংকোচন–প্রসারণে রেখাগুলো সাহায্য করে।
হস্তরেখা বা পামার ফ্লেক্সিয়ন ক্রিজ হাতের ত্বককে প্রসারিত ও সংকুচিত করতে সাহায্য করে। এগুলো অনেকগুলো আলাদা কাপড়ের তালির মতো। হস্তরেখার কারণেই তালুকে অত্যধিক প্রসারিত বা সংকুচিত না করেই মুষ্টিবদ্ধ করাসহ হাতের নানা জটিল আকার দেওয়ার সম্ভব হয়। এর ফলে কোনো জিনিস ধরতে সুবিধা হয়। তাই বুড়ো ও অন্যান্য আঙুলের হাড় যেখানে মিলিত হয় সেখানে একটি বড় রেখা থাকে।
হস্তরেখার মাধ্যমে স্বাস্থ্যগত অবস্থাও শনাক্ত করা যায়।
হস্তরেখা শিশু ভূমিষ্ঠের আগেই বিকশিত হয়। গর্ভাবস্থার ১২তম সপ্তাহে ভ্রূণের হাতে রেখা তৈরি হয়। সাধারণত হাতের তালুতে রেখার সংখ্যা বংশগত বৈশিষ্ট্যের ওপরও নির্ভর করে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের মতে, বেশির ভাগ লোকের হাতের তালুর উপরিভাগে তিনটি প্রধান রেখা থাকে। কিন্তু কখনো কখনো শুধু একটি রেখাও থাকতে পারে। হাতের তালুতে একটিমাত্র রেখা থাকলে (এটি ‘সিমিয়ান ক্রিজ’ নামেও পরিচিত) তা ভ্রূণের অস্বাভাবিক বিকাশের ইঙ্গিত হতে পারে।
একটিমাত্র হস্তরেখা অনেক সময় শিশুর ডাউন সিনড্রোম বা ফিটাল অ্যালকোহল সিনড্রোমের ইঙ্গিত হতে পারে। অবশ্য এ ধরনের রোগ নির্ণয়ে চিকিৎসক আরও কয়েকটি বিষয় বিবেচনা করেন।
সেলিব্রিটি শেফ বা ইতালি নানিরা যা কখনোই কল্পনা করতে পারেননি তাই তৈরি করে দেখালেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষকেরা। বিশ্বের সবচেয়ে পাতলা স্প্যাগেটি তৈরি করলেন তাঁরা। গবেষকেরা এমন এক স্টার্চ ন্যানোফাইবারের তৈরি স্প্যাগেটি তৈরি করেছে, যা মাত্র ৩৭২ ন্যানোমিটার চওড়া। চুলের চেয়ে ২০০ গুণ পাত
২ দিন আগেপ্রথমবারের মতো মিল্কিওয়ে গ্যালাক্সি বা আকাশগঙ্গা ছায়াপথের বাইরে একটি নক্ষত্রের মৃত্যুর মুহূর্তের ছবি তুলতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা। ছবিতে সুপারনোভা বিস্ফোরণের আগের পরিস্থিতি তুলে ধরেছে। ছবিতে নক্ষত্রটিকে অদ্ভুত ডিম আকারের কোকুনের (রেশমগুটি) মতো দেখা যায়।
২ দিন আগেআমাদের অনেকেরই অফিসে কাজ করতে গিয়ে দীর্ঘসময় বসে থাকতে হয়। আর দিনের একটা বড় সময় বসে থাকাটা বাড়ায় হৃৎপিণ্ডের রোগের ঝুঁকি। এমনকি অবসর সময়ে শরীরচর্চা করেও এই ক্ষতিকর প্রভাব থেকে রেহাই মিলবে না। এসব তথ্য উঠে এসেছে নতুন এক গবেষণায়।
৫ দিন আগেবিজ্ঞানীরা বলছেন, জিপিএসের সাহায্য ছাড়াই এআই ব্যবহারের মাধ্যমে ব্যাকটেরিয়া থেকে কোনো ব্যক্তির সাম্প্রতিক অবস্থান চিহ্নিত করা যাবে।
১১ দিন আগে