অনলাইন ডেস্ক
কেউ কেউ বিশ্বাস করে হাতের তালু দেখে মানুষের ভাগ্য বলা যায়। আবার হস্তরেখাবিদ্যা দাবি করে, রেখাগুলো ব্যক্তিত্ব প্রকাশ করে। তবে বিজ্ঞান বলছে, টাইপ করা, চায়ের কাপ বা অন্য কিছু ধরা এবং অন্যান্য কাজে হাতের তালুর সংকোচন–প্রসারণে রেখাগুলো সাহায্য করে।
হস্তরেখা বা পামার ফ্লেক্সিয়ন ক্রিজ হাতের ত্বককে প্রসারিত ও সংকুচিত করতে সাহায্য করে। এগুলো অনেকগুলো আলাদা কাপড়ের তালির মতো। হস্তরেখার কারণেই তালুকে অত্যধিক প্রসারিত বা সংকুচিত না করেই মুষ্টিবদ্ধ করাসহ হাতের নানা জটিল আকার দেওয়ার সম্ভব হয়। এর ফলে কোনো জিনিস ধরতে সুবিধা হয়। তাই বুড়ো ও অন্যান্য আঙুলের হাড় যেখানে মিলিত হয় সেখানে একটি বড় রেখা থাকে।
হস্তরেখার মাধ্যমে স্বাস্থ্যগত অবস্থাও শনাক্ত করা যায়।
হস্তরেখা শিশু ভূমিষ্ঠের আগেই বিকশিত হয়। গর্ভাবস্থার ১২তম সপ্তাহে ভ্রূণের হাতে রেখা তৈরি হয়। সাধারণত হাতের তালুতে রেখার সংখ্যা বংশগত বৈশিষ্ট্যের ওপরও নির্ভর করে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের মতে, বেশির ভাগ লোকের হাতের তালুর উপরিভাগে তিনটি প্রধান রেখা থাকে। কিন্তু কখনো কখনো শুধু একটি রেখাও থাকতে পারে। হাতের তালুতে একটিমাত্র রেখা থাকলে (এটি ‘সিমিয়ান ক্রিজ’ নামেও পরিচিত) তা ভ্রূণের অস্বাভাবিক বিকাশের ইঙ্গিত হতে পারে।
একটিমাত্র হস্তরেখা অনেক সময় শিশুর ডাউন সিনড্রোম বা ফিটাল অ্যালকোহল সিনড্রোমের ইঙ্গিত হতে পারে। অবশ্য এ ধরনের রোগ নির্ণয়ে চিকিৎসক আরও কয়েকটি বিষয় বিবেচনা করেন।
কেউ কেউ বিশ্বাস করে হাতের তালু দেখে মানুষের ভাগ্য বলা যায়। আবার হস্তরেখাবিদ্যা দাবি করে, রেখাগুলো ব্যক্তিত্ব প্রকাশ করে। তবে বিজ্ঞান বলছে, টাইপ করা, চায়ের কাপ বা অন্য কিছু ধরা এবং অন্যান্য কাজে হাতের তালুর সংকোচন–প্রসারণে রেখাগুলো সাহায্য করে।
হস্তরেখা বা পামার ফ্লেক্সিয়ন ক্রিজ হাতের ত্বককে প্রসারিত ও সংকুচিত করতে সাহায্য করে। এগুলো অনেকগুলো আলাদা কাপড়ের তালির মতো। হস্তরেখার কারণেই তালুকে অত্যধিক প্রসারিত বা সংকুচিত না করেই মুষ্টিবদ্ধ করাসহ হাতের নানা জটিল আকার দেওয়ার সম্ভব হয়। এর ফলে কোনো জিনিস ধরতে সুবিধা হয়। তাই বুড়ো ও অন্যান্য আঙুলের হাড় যেখানে মিলিত হয় সেখানে একটি বড় রেখা থাকে।
হস্তরেখার মাধ্যমে স্বাস্থ্যগত অবস্থাও শনাক্ত করা যায়।
হস্তরেখা শিশু ভূমিষ্ঠের আগেই বিকশিত হয়। গর্ভাবস্থার ১২তম সপ্তাহে ভ্রূণের হাতে রেখা তৈরি হয়। সাধারণত হাতের তালুতে রেখার সংখ্যা বংশগত বৈশিষ্ট্যের ওপরও নির্ভর করে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের মতে, বেশির ভাগ লোকের হাতের তালুর উপরিভাগে তিনটি প্রধান রেখা থাকে। কিন্তু কখনো কখনো শুধু একটি রেখাও থাকতে পারে। হাতের তালুতে একটিমাত্র রেখা থাকলে (এটি ‘সিমিয়ান ক্রিজ’ নামেও পরিচিত) তা ভ্রূণের অস্বাভাবিক বিকাশের ইঙ্গিত হতে পারে।
একটিমাত্র হস্তরেখা অনেক সময় শিশুর ডাউন সিনড্রোম বা ফিটাল অ্যালকোহল সিনড্রোমের ইঙ্গিত হতে পারে। অবশ্য এ ধরনের রোগ নির্ণয়ে চিকিৎসক আরও কয়েকটি বিষয় বিবেচনা করেন।
পৃথিবী থেকে সবচেয়ে দূরে অবস্থিত মহাকাশযান ভয়েজার–১ ও ভয়েজার–২ এর বৈজ্ঞানিক যন্ত্রগুলো বন্ধ করতে যাচ্ছে নাসা। এর মাধ্যমে মহাকাশযানগুলো শক্তি সঞ্চয় করবে এবং আরও দীর্ঘদিন মিশন চালিয়ে যেতে পারবে। মহাকাশযান দুটি প্রায় ৪৭ বছর আগে পৃথিবী থেকে উৎক্ষেপণ করে নাসা।
২১ ঘণ্টা আগেমহাকাশের ৪৫ কোটি গ্যালাক্সির (ছায়াপথ) মানচিত্র তৈরি করতে কক্ষপথে ‘স্ফিয়ারএক্স’ নামে নতুন টেলিস্কোপ পাঠাবে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এর মাধ্যমে বিজ্ঞানীরা গ্যালাক্সির গঠন এবং বিবর্তন সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন। সেই সঙ্গে মহাবিশ্বের উৎপত্তির দিকে একটি নতুন দৃষ্টিভঙ্গি পাবে।
২ দিন আগেকোনো প্রাণী বিলুপ্ত হয়ে গেলে সাধারণত তা চিরতরে হারিয়ে যায়। তবে উলি ম্যামথের ক্ষেত্রে এই নিয়ম কিছুটা শিথিল হতে চলেছে। প্রায় ৪ হাজার বছর আগে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাওয়া বিশাল এই হাতির মতো প্রাণীর কিছু জিনগত বৈশিষ্ট্য এখন পরীক্ষাগারে তৈরি ছোট্ট ইঁদুরের শরীরে নতুন করে ফিরে এসেছে। যুক্তরাষ্ট্রের ডালাস
২ দিন আগেবিশ্বজুড়ে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। এটি এক মুহূর্তও দূরে থাকলে অস্বস্তি বোধ করেন অনেকেই। বর্তমানে স্মার্টফোন নিকোটিন বা অ্যালকোহলের মতোই আসক্তি তৈরি করে। নতুন গবেষণায় এমনই তথ্য পেয়েছেন গবেষকেরা।
৩ দিন আগে