অনলাইন ডেস্ক
মহাকাশের ৪৫ কোটি গ্যালাক্সির (ছায়াপথ) মানচিত্র তৈরি করতে কক্ষপথে ‘স্ফিয়ারএক্স’ নামে নতুন টেলিস্কোপ পাঠাবে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এর মাধ্যমে বিজ্ঞানীরা গ্যালাক্সির গঠন এবং বিবর্তন সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন। সেই সঙ্গে মহাবিশ্বের উৎপত্তির দিকে একটি নতুন দৃষ্টিভঙ্গি পাবে।
এই মানচিত্র তৈরি করার পরিকল্পনা বাস্তব রূপ দেবে নাসার ‘স্ফেরেক্স’ (স্পেকট্রো-ফটোমিটার ফর দ্য হিস্ট্রি অব দ্য ইউনিভার্স, এপোক অব রিইওনাইজেশন অ্যান্ড আইসেস এক্সপ্লোরার) মিশন। স্ফিয়ারএক্স টেলিস্কোপটি মহাকাশে উৎক্ষেপণের জন্য প্রস্তুত, যার লক্ষ্য হলো দুই বছর ধরে পুরো মহাকাশের মানচিত্র চারবার তৈরি করা।
নাসা সদর দপ্তরের অ্যাস্ট্রোফিজিক্স বিভাগের কার্যক্রম পরিচালক শওন ডোমাগাল-গোল্ডম্যান সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এটি একটি মৌলিক প্রশ্নের উত্তর দিতে সহায়ক হবে। যেমন: আমরা এখানে কীভাবে এলাম।’
আগামী বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ১০টার দিকে স্ফিয়ারএক্স বহনকারী মহাকাশযানটি ক্যালিফোর্নিয়ায় ভ্যানডেনবার্গ স্পেস ফোর্স বেস থেকে উৎক্ষেপণ হবে। তবে প্রাথমিকভাবে গত ২৭ ফেব্রুয়ারির মহাকাশযানটি উৎক্ষেপণের কথা ছিল। এই পরিকল্পনার দুইবার স্থগিত হয়। কারণ নাসা জানিয়েছিল, যন্ত্রের প্রস্তুতি ও উৎক্ষেপণের পূর্ববর্তী পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করতে অতিরিক্ত সময়ের প্রয়োজন ছিল।
এই চোঙ্গা আকৃতির মহাকাশযানটি চারটি সুটকেস আকারের স্যাটেলাইটের সঙ্গে একসঙ্গে উৎক্ষেপিত হবে, যেগুলো একটি পৃথক মিশনে সূর্য নিয়ে গবেষণা করবে। মহাকাশযানটি একটি স্পেসএক্স ফ্যালকন ৯ রকেটের মাধ্যমে উৎক্ষেপিত হবে।
এই স্ফিয়ারএক্স মিশনে ৪৮৮ মিলিয়ন ডলার ব্যয় হবে। এটি মহাবিশ্বের ১০২টি ইনফ্রারেড রঙে আকাশের মানচিত্র তৈরি করবে, যা এর আগে কোনো মিশনে কখনো দেখা যায়নি। ইনফ্রারেড যন্ত্র মহাকাশে ধুলা ও গ্যাসের মধ্য দিয়ে পুরোনো তারকা এবং গ্যালাক্সিগুলোকে দেখতে সাহায্য করবে। যেগুলো অন্যথায় মানুষের চোখে জন্য দৃশ্যমান নয়। স্পেকট্রোস্কোপি নামক একটি প্রযুক্তি ব্যবহার করে এই ইনফ্রারেড আলোকে বিভিন্ন রঙে ভাগ করতে পারবেন বৈজ্ঞানীরা, ঠিক যেমন সূর্যের আলো একটি প্রিজমের মধ্য দিয়ে যাওয়ার সময় রংগুলোতে ভাগ হয়ে যায়। এর মাধ্যমে তারা বস্তুটির তৈরি বৈশিষ্ট্য, ঘনত্ব, তাপমাত্রা এবং গতিবিধি সম্পর্কে তথ্য জানতে পারবেন।
স্ফিয়ারএক্স মিশনের প্রধান পর্যবেক্ষণকারী এবং ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক জেমি বক বলেন, স্ফিয়ারএক্স পর্যবেক্ষণাগার তার স্পেকট্রোমিটার ব্যবহার করে আকাশের ত্রিমাত্রিক মানচিত্র তৈরি করবে এবং গ্যালাক্সির বৈশিষ্ট্য বিশ্লেষণ করবে।
বক আরও বলেন, ‘এই পর্যবেক্ষণগুলো গ্যালাক্সির গঠন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে এবং আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি পানি ও অন্যান্য জৈব পদার্থের উৎপত্তি অনুসন্ধান করতে সহায়ক হতে পারে।’
পানির উৎপত্তি অনুসন্ধান করার মাধ্যমে বৈজ্ঞানিকেরা শুধু পৃথিবীতে কীভাবে জীবন গড়ে উঠেছে তা জানবেন না, একই সঙ্গে এটি অন্য স্থানে জীবন তৈরি হতে পারে এমন সম্ভাবনা সম্পর্কেও নতুন তথ্য প্রদান করতে পারেন।
স্ফিয়ারএক্স মিশন মহাবিশ্বের গঠন এবং বিগ ব্যাংয়ের প্রথম দিকের ঘটনাগুলোর গবেষণা করবে। বিগ ব্যাংয়ের পর মহাবিশ্বের দ্রুত সম্প্রসারণের তত্ত্ব ‘কসমিক ইনফ্লেশন’-এর মাধ্যমে মহাবিশ্বের বর্তমান আকার ও গঠন ব্যাখ্যা করার চেষ্টা করবে। এই মিশন এ বিষয়ে নতুন অন্তর্দৃষ্টি প্রদান করতে সক্ষম হতে পারে। কারণ এটি গ্যালাক্সির সঠিক বণ্টন চিহ্নিত করবে, যা মহাকাশের ইনফ্লেশন তত্ত্বের পরীক্ষায় গুরুত্বপূর্ণ হতে পারে।
উল্লেখ্য, ১৯৭০-এর দশকের শেষে এবং ১৯৮০-এর দশকের শুরুর দিকে এই কসমিক ইনফ্লেশন তত্ত্বের আবির্ভাব হয়। এই তত্ত্ব অনুসারে, বিগ ব্যাংয়ের পর খুব কম সময়ের মধ্যে মহাবিশ্ব ট্রিলিয়ন-ট্রিলিয়ন গুণ সম্প্রসারণ ঘটে। এটি মহাবিশ্বের সমতল জ্যামিতি এবং বক্রতার অভাব ব্যাখ্যা করতে ব্যবহৃত হয়েছে। এটি মহাবিশ্বের কিছু বৃহত্তম কাঠামো। যেমন: গ্যালাক্সি ও গ্যালাক্সি গুচ্ছের গঠন কেন ঘটেছিল, তার সম্ভাব্য কারণ হিসেবেও কাজ করে।
মহাবিশ্বে কী কারণে কসমিক ইনফ্লেশন ঘটেছিল এবং এর পেছনে কী শক্তি ছিল, তার ব্যাখ্যা জানতে জ্যোতির্বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে সংগ্রাম করছেন। স্ফিয়ারএক্স মিশন এই তত্ত্ব নতুনভাবে পরীক্ষা করতে সক্ষম হতে পারে। কারণ ‘কয়েকশ মিলিয়ন গ্যালাক্সির সঠিক বণ্টন’ নির্ধারণ করার মাধ্যমে বৈজ্ঞানীরা কসমিক ইনফ্লেশনের ‘ভৌত তত্ত্ব’ এবং এমন দ্রুত সম্প্রসারণ কীভাবে ঘটেছিল তা সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাবেন।
নাসার অ্যাস্ট্রোফিজিক্স বিভাগের অস্থায়ী পরিচালক ডোমাগাল-গোল্ডম্যান বলেন, স্ফিয়ারএক্স মিশনের মাধ্যমে গ্যালাক্সির গঠন মহাবিশ্বের উৎপত্তি এবং মৌলিক পদার্থবিদ্যা সম্পর্কে আমাদের জ্ঞান অনেকটাই এগিয়ে যাবে।
তথ্যসূত্র: এনবিসি নিউজ
মহাকাশের ৪৫ কোটি গ্যালাক্সির (ছায়াপথ) মানচিত্র তৈরি করতে কক্ষপথে ‘স্ফিয়ারএক্স’ নামে নতুন টেলিস্কোপ পাঠাবে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এর মাধ্যমে বিজ্ঞানীরা গ্যালাক্সির গঠন এবং বিবর্তন সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন। সেই সঙ্গে মহাবিশ্বের উৎপত্তির দিকে একটি নতুন দৃষ্টিভঙ্গি পাবে।
এই মানচিত্র তৈরি করার পরিকল্পনা বাস্তব রূপ দেবে নাসার ‘স্ফেরেক্স’ (স্পেকট্রো-ফটোমিটার ফর দ্য হিস্ট্রি অব দ্য ইউনিভার্স, এপোক অব রিইওনাইজেশন অ্যান্ড আইসেস এক্সপ্লোরার) মিশন। স্ফিয়ারএক্স টেলিস্কোপটি মহাকাশে উৎক্ষেপণের জন্য প্রস্তুত, যার লক্ষ্য হলো দুই বছর ধরে পুরো মহাকাশের মানচিত্র চারবার তৈরি করা।
নাসা সদর দপ্তরের অ্যাস্ট্রোফিজিক্স বিভাগের কার্যক্রম পরিচালক শওন ডোমাগাল-গোল্ডম্যান সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এটি একটি মৌলিক প্রশ্নের উত্তর দিতে সহায়ক হবে। যেমন: আমরা এখানে কীভাবে এলাম।’
আগামী বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ১০টার দিকে স্ফিয়ারএক্স বহনকারী মহাকাশযানটি ক্যালিফোর্নিয়ায় ভ্যানডেনবার্গ স্পেস ফোর্স বেস থেকে উৎক্ষেপণ হবে। তবে প্রাথমিকভাবে গত ২৭ ফেব্রুয়ারির মহাকাশযানটি উৎক্ষেপণের কথা ছিল। এই পরিকল্পনার দুইবার স্থগিত হয়। কারণ নাসা জানিয়েছিল, যন্ত্রের প্রস্তুতি ও উৎক্ষেপণের পূর্ববর্তী পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করতে অতিরিক্ত সময়ের প্রয়োজন ছিল।
এই চোঙ্গা আকৃতির মহাকাশযানটি চারটি সুটকেস আকারের স্যাটেলাইটের সঙ্গে একসঙ্গে উৎক্ষেপিত হবে, যেগুলো একটি পৃথক মিশনে সূর্য নিয়ে গবেষণা করবে। মহাকাশযানটি একটি স্পেসএক্স ফ্যালকন ৯ রকেটের মাধ্যমে উৎক্ষেপিত হবে।
এই স্ফিয়ারএক্স মিশনে ৪৮৮ মিলিয়ন ডলার ব্যয় হবে। এটি মহাবিশ্বের ১০২টি ইনফ্রারেড রঙে আকাশের মানচিত্র তৈরি করবে, যা এর আগে কোনো মিশনে কখনো দেখা যায়নি। ইনফ্রারেড যন্ত্র মহাকাশে ধুলা ও গ্যাসের মধ্য দিয়ে পুরোনো তারকা এবং গ্যালাক্সিগুলোকে দেখতে সাহায্য করবে। যেগুলো অন্যথায় মানুষের চোখে জন্য দৃশ্যমান নয়। স্পেকট্রোস্কোপি নামক একটি প্রযুক্তি ব্যবহার করে এই ইনফ্রারেড আলোকে বিভিন্ন রঙে ভাগ করতে পারবেন বৈজ্ঞানীরা, ঠিক যেমন সূর্যের আলো একটি প্রিজমের মধ্য দিয়ে যাওয়ার সময় রংগুলোতে ভাগ হয়ে যায়। এর মাধ্যমে তারা বস্তুটির তৈরি বৈশিষ্ট্য, ঘনত্ব, তাপমাত্রা এবং গতিবিধি সম্পর্কে তথ্য জানতে পারবেন।
স্ফিয়ারএক্স মিশনের প্রধান পর্যবেক্ষণকারী এবং ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক জেমি বক বলেন, স্ফিয়ারএক্স পর্যবেক্ষণাগার তার স্পেকট্রোমিটার ব্যবহার করে আকাশের ত্রিমাত্রিক মানচিত্র তৈরি করবে এবং গ্যালাক্সির বৈশিষ্ট্য বিশ্লেষণ করবে।
বক আরও বলেন, ‘এই পর্যবেক্ষণগুলো গ্যালাক্সির গঠন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে এবং আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি পানি ও অন্যান্য জৈব পদার্থের উৎপত্তি অনুসন্ধান করতে সহায়ক হতে পারে।’
পানির উৎপত্তি অনুসন্ধান করার মাধ্যমে বৈজ্ঞানিকেরা শুধু পৃথিবীতে কীভাবে জীবন গড়ে উঠেছে তা জানবেন না, একই সঙ্গে এটি অন্য স্থানে জীবন তৈরি হতে পারে এমন সম্ভাবনা সম্পর্কেও নতুন তথ্য প্রদান করতে পারেন।
স্ফিয়ারএক্স মিশন মহাবিশ্বের গঠন এবং বিগ ব্যাংয়ের প্রথম দিকের ঘটনাগুলোর গবেষণা করবে। বিগ ব্যাংয়ের পর মহাবিশ্বের দ্রুত সম্প্রসারণের তত্ত্ব ‘কসমিক ইনফ্লেশন’-এর মাধ্যমে মহাবিশ্বের বর্তমান আকার ও গঠন ব্যাখ্যা করার চেষ্টা করবে। এই মিশন এ বিষয়ে নতুন অন্তর্দৃষ্টি প্রদান করতে সক্ষম হতে পারে। কারণ এটি গ্যালাক্সির সঠিক বণ্টন চিহ্নিত করবে, যা মহাকাশের ইনফ্লেশন তত্ত্বের পরীক্ষায় গুরুত্বপূর্ণ হতে পারে।
উল্লেখ্য, ১৯৭০-এর দশকের শেষে এবং ১৯৮০-এর দশকের শুরুর দিকে এই কসমিক ইনফ্লেশন তত্ত্বের আবির্ভাব হয়। এই তত্ত্ব অনুসারে, বিগ ব্যাংয়ের পর খুব কম সময়ের মধ্যে মহাবিশ্ব ট্রিলিয়ন-ট্রিলিয়ন গুণ সম্প্রসারণ ঘটে। এটি মহাবিশ্বের সমতল জ্যামিতি এবং বক্রতার অভাব ব্যাখ্যা করতে ব্যবহৃত হয়েছে। এটি মহাবিশ্বের কিছু বৃহত্তম কাঠামো। যেমন: গ্যালাক্সি ও গ্যালাক্সি গুচ্ছের গঠন কেন ঘটেছিল, তার সম্ভাব্য কারণ হিসেবেও কাজ করে।
মহাবিশ্বে কী কারণে কসমিক ইনফ্লেশন ঘটেছিল এবং এর পেছনে কী শক্তি ছিল, তার ব্যাখ্যা জানতে জ্যোতির্বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে সংগ্রাম করছেন। স্ফিয়ারএক্স মিশন এই তত্ত্ব নতুনভাবে পরীক্ষা করতে সক্ষম হতে পারে। কারণ ‘কয়েকশ মিলিয়ন গ্যালাক্সির সঠিক বণ্টন’ নির্ধারণ করার মাধ্যমে বৈজ্ঞানীরা কসমিক ইনফ্লেশনের ‘ভৌত তত্ত্ব’ এবং এমন দ্রুত সম্প্রসারণ কীভাবে ঘটেছিল তা সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাবেন।
নাসার অ্যাস্ট্রোফিজিক্স বিভাগের অস্থায়ী পরিচালক ডোমাগাল-গোল্ডম্যান বলেন, স্ফিয়ারএক্স মিশনের মাধ্যমে গ্যালাক্সির গঠন মহাবিশ্বের উৎপত্তি এবং মৌলিক পদার্থবিদ্যা সম্পর্কে আমাদের জ্ঞান অনেকটাই এগিয়ে যাবে।
তথ্যসূত্র: এনবিসি নিউজ
আইনস্টাইনের কথা উঠলেই চলে আসে আরও একজনের নাম। তিনি হলের এমি নোয়েথার। আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব সহজভাবে ব্যাখ্যা করেছিলেন এই নারী। তিনি ছিলেন জার্মান গণিতবিদ। মাত্র ৫৩ বছর বয়সে মারা যান এই নারী। কিন্তু এই অল্প কিছুদিনেই গণিতে তাঁর অবদান অসামান্য।
৯ ঘণ্টা আগেজলবায়ু পরিবর্তনের কারণে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও বায়ুমণ্ডলে কার্বন ডাই–অক্সাইডের মাত্রা বৃদ্ধির কারণে বাংলাদেশসহ বিশ্বের কৃষিপ্রধান দেশগুলোর ধানে আর্সেনিকের উপস্থিতির আশঙ্কা বেড়ে গেছে। সম্প্রতি দ্য ল্যানসেট প্ল্যানেটারি হেলথ জার্নালে প্রকাশিত এক গবেষণায় এই তথ্য জানানো হয়েছে।
১১ ঘণ্টা আগেডলফিনেরা পৃথিবীর অন্যতম বুদ্ধিমান প্রাণী, যাদের জটিল সামাজিক আচরণ ও শিসের মাধ্যমে নিজস্ব সাংকেতিক নাম রয়েছে। তারা ঘনঘন শব্দ, ক্লিক ও স্কোয়াক ব্যবহার করে একে অপরের সঙ্গে যোগাযোগ করে। রহস্যময় এই যোগাযোগব্যবস্থা ভেদ করার পথেই এগোচ্ছে বিজ্ঞান।
১ দিন আগেপৃথিবী ছাড়া মহাবিশ্বের অন্য কোনো গ্রহে প্রাণের অস্তিত্ব রয়েছে কিনা—এই প্রশ্নের উত্তর খুঁজতে বিগত কয়েক দশক ধরে গবেষণা পরিচালনা করেছেন বিজ্ঞানীরা। এবার সেই উত্তরের খোঁজে আরেক ধাপ এগোল মানবজাতি। নাসার জ্যোতির্বিদরা দাবি করেছেন, পৃথিবী থেকে ১২৪ আলোকবর্ষ দূরে ‘কে২–১৮ বি’ নামের একটি গ্রহের বায়ুমণ্ডলে...
২ দিন আগে