প্রযুক্তি ডেস্ক
কিছুদিন আগেই রাতের আকাশে চাঁদের সঙ্গে এক সারিতে দেখা গিয়েছিল বৃহস্পতি, বুধ, শুক্র, ইউরেনাস এবং মঙ্গলকে। এর মধ্যে ইউরেনাসকে খালি চোখে খুব একটা স্পষ্ট দেখা যায়নি। তবে ইউরেনাসের স্পষ্ট ছবি ঠিকই তুলে এনেছে মহাকাশ গবেষণা সংস্থা নাসা। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের সাহায্যে ইউরেনাসের বেশ স্পষ্ট ছবি তুলেছে সংস্থাটি। ছবিতে গ্রহটির ১৩টি বলয়ের ১১টি স্পষ্ট হয়ে ফুটে উঠেছে।
ভূপৃষ্ঠের তাপমাত্রা মাইনাস ২১৬ ডিগ্রি সেলসিয়াস হওয়ায় ইউরেনাসকে বলা হয় বরফের গ্রহ। এর আগে হাবল টেলিস্কোপ ইউরেনাসের ছবি তুললেও অস্পষ্ট ছিল সেটি। ইউরেনাসের ব্যাসার্ধ ২৫ হাজার ৩৬২ কিলোমিটার। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে গ্রহটি সময় নেয় ৮৪ বছর। ছবিটি নিয়ার ইনফ্রারেড ক্যামেরা দিয়ে তোলা হয়েছে। মাত্র ১২ মিনিটে এই ছবিটি তুলেছে টেলিস্কোপটি।
ইউরেনাসের ১৩টি বলয়ের মধ্যে ১১টি ছবিতে দৃশ্যমান। বলয়গুলোর মধ্যে কিছু এত উজ্জ্বল দেখায় যে যখন এগুলো কাছাকাছি থাকে, তখন এগুলোকে একসঙ্গে একটি বৃহত্তর বলয় মনে হয়। ১১টির ৯টি বলয়কে ইউরেনাসের প্রধান বলয় হিসেবে ধরা হয়। বাকি দুটি হলো ক্ষুদ্র ধূলিকণা দিয়ে তৈরি বলয়। ইউরেনাসের পৃষ্ঠে পানি, মিথেন এবং অ্যামোনিয়া রয়েছে। ছবির ভিত্তিতে ইউরেনাস নিয়ে এখন বিশদ গবেষণা করছেন বিজ্ঞানীরা।
ইউরেনাসের ছবিটিতে এর ২৭টি উপগ্রহও রয়েছে। তবে বেশির ভাগের আঁকার ছোট হওয়ায় ছবিতে তা স্পষ্ট বোঝা যাচ্ছে না। তবে সবচেয়ে উজ্জ্বল ৬টি উপগ্রহকে শনাক্ত করা যাচ্ছে।
কিছুদিন আগেই রাতের আকাশে চাঁদের সঙ্গে এক সারিতে দেখা গিয়েছিল বৃহস্পতি, বুধ, শুক্র, ইউরেনাস এবং মঙ্গলকে। এর মধ্যে ইউরেনাসকে খালি চোখে খুব একটা স্পষ্ট দেখা যায়নি। তবে ইউরেনাসের স্পষ্ট ছবি ঠিকই তুলে এনেছে মহাকাশ গবেষণা সংস্থা নাসা। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের সাহায্যে ইউরেনাসের বেশ স্পষ্ট ছবি তুলেছে সংস্থাটি। ছবিতে গ্রহটির ১৩টি বলয়ের ১১টি স্পষ্ট হয়ে ফুটে উঠেছে।
ভূপৃষ্ঠের তাপমাত্রা মাইনাস ২১৬ ডিগ্রি সেলসিয়াস হওয়ায় ইউরেনাসকে বলা হয় বরফের গ্রহ। এর আগে হাবল টেলিস্কোপ ইউরেনাসের ছবি তুললেও অস্পষ্ট ছিল সেটি। ইউরেনাসের ব্যাসার্ধ ২৫ হাজার ৩৬২ কিলোমিটার। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে গ্রহটি সময় নেয় ৮৪ বছর। ছবিটি নিয়ার ইনফ্রারেড ক্যামেরা দিয়ে তোলা হয়েছে। মাত্র ১২ মিনিটে এই ছবিটি তুলেছে টেলিস্কোপটি।
ইউরেনাসের ১৩টি বলয়ের মধ্যে ১১টি ছবিতে দৃশ্যমান। বলয়গুলোর মধ্যে কিছু এত উজ্জ্বল দেখায় যে যখন এগুলো কাছাকাছি থাকে, তখন এগুলোকে একসঙ্গে একটি বৃহত্তর বলয় মনে হয়। ১১টির ৯টি বলয়কে ইউরেনাসের প্রধান বলয় হিসেবে ধরা হয়। বাকি দুটি হলো ক্ষুদ্র ধূলিকণা দিয়ে তৈরি বলয়। ইউরেনাসের পৃষ্ঠে পানি, মিথেন এবং অ্যামোনিয়া রয়েছে। ছবির ভিত্তিতে ইউরেনাস নিয়ে এখন বিশদ গবেষণা করছেন বিজ্ঞানীরা।
ইউরেনাসের ছবিটিতে এর ২৭টি উপগ্রহও রয়েছে। তবে বেশির ভাগের আঁকার ছোট হওয়ায় ছবিতে তা স্পষ্ট বোঝা যাচ্ছে না। তবে সবচেয়ে উজ্জ্বল ৬টি উপগ্রহকে শনাক্ত করা যাচ্ছে।
পৃথিবীর নিম্ন কক্ষপথে একসঙ্গে শত শত ‘মাইক্রোস্যাটেলাইট’ পাঠানোর পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ভিত্তিক স্টার্টআপ স্পিনলঞ্চ। এ জন্য তারা এক ধরনের বিশাল কামান ব্যবহার করবে। কামানটি স্যাটলাইটগুলোকে ঘুড়িয়ে ঘুড়িয়ে দ্রুত গতিতে মহাকাশে পাঠাবে। প্যানকেকের মতো মহাকাশযানের প্রথম ব্যাচটি আগামী..
৩ ঘণ্টা আগেউপাদানটি স্বচ্ছ পেপারবোর্ড সেলুলোজ থেকে তৈরি করা হয়েছে। এটি উদ্ভিদের কোষপ্রাচীরের মূল উপাদান। সেলোফেনের হলেও এর আগে এটিকে শক্ত করে তৈরি করা সম্ভব হয়নি। তাই এটি শুধু খাদ্য প্যাকেজিংয়ের মতো কাজে ব্যবহৃত হতো। কিন্তু লিথিয়াম ব্রোমাইড দ্রবণে সেলুলোজ প্রক্রিয়াজাত করলে কোনো কোগুল্যান্ট (জমাটকারী রাসায়
২০ ঘণ্টা আগেমহাকাশ ভ্রমণ রোমাঞ্চকর বলে মনে হলেও এটি বেশ চ্যালেঞ্জিং এক অভিযান। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস)-এ নভোচারীদের জন্য খাদ্য নির্বাচনের ক্ষেত্রে একাধিক কঠোর বিধি-নিষেধ রয়েছে, যা শুধুমাত্র স্বাদ বা বৈচিত্র্যের জন্য নয়, বরং স্বাস্থ্য ও নিরাপত্তার খাতিরে গুরুত্বপূর্ণ।
২ দিন আগেযুক্তরাষ্ট্রের ফ্যান্টাসি ড্রামা ‘গেম অব থ্রোনস’ এর মাধ্যমে জনপ্রিয় হয় নেকড়ের এক প্রজাতি—ডায়ার উলফস। প্রায় ১২ হাজার ৫০০ বছর আগে এই প্রজাতি বিলুপ্ত হয়ে যায়। তবে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তাদের ফিরিয়ে আনার দাবি করেছে কলসাল বায়োসায়েন্সেস নামক এক বায়োটেক প্রতিষ্ঠান।
৪ দিন আগে