Ajker Patrika

‘অবশেষে ভূত তাড়াল বার্সেলোনা’ 

ক্রীড়া ডেস্ক
‘অবশেষে ভূত তাড়াল বার্সেলোনা’ 

লিওনেল মেসি বার্সেলোনা ছেড়েছেন দুই বছরেরও বেশি সময় আগে। এরপর থেকেই চ্যাম্পিয়নস লিগ বার্সার কাছে হয়ে যায় বিভীষিকার এক নাম। নকআউট পর্বে ওঠা তো দূরে থাক, গত দুই মৌসুমে গ্রুপ পর্বের গন্ডিই কাতালানরা পেরোতে পারেনি। জাভি হার্নান্দেজের অধীনে এবারের চ্যাম্পিয়নস লিগে বিধ্বংসী বার্সাকে দেখা যাচ্ছে।

২০২০-২১ মৌসুমে সর্বশেষ চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব উঠতে পেরেছিল বার্সেলোনা। এরপর টানা দুই মৌসুম বার্সার কাছে ছিল হতাশাজনক মৌসুম। টানা দুই মৌসুম চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের তিন নম্বরে থেকে শেষ করেছিল তারা। চ্যাম্পিয়নস লিগ থেকে তাদের খেলতে হয়েছে ইউরোপা লিগ। বায়ার্ন মিউনিখ, বেনফিকা, ইন্টার মিলানের কাছে তাদের হারতে হয়েছে। ২০২৩-২৪ গ্রুপ পর্বে বার্সা দুই ম্যাচের দুটিতেই জিতেছে। ন্যু ক্যাম্পে রয়্যাল অ্যান্টওয়ার্পকে ৫-০ হারিয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু করেছে কাতালানরা। এরপর গতকাল এস্তাদিও দা দ্রাগাও স্টেডিয়ামে পোর্তোকে ১-০ গোলে হারিয়েছে। ছয় পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে।

৬ গোল দেওয়ার বিপরীতে বার্সা কোনো গোল হজম করেনি এখন পর্যন্ত। এই ৬ গোলের মধ্যে হোয়াও ফেলিক্স করেছেন ২ গোল,১টি করে গোল করেছেন রবার্ট লেভানডফস্কি, গাভি ও ফেরান টরেস। আর ‘এইচ’ গ্রুপে বার্সেলোনা, পোর্তো, রয়্যাল অ্যান্টওয়ার্পের সঙ্গে থাকা আরেক দল হচ্ছে শাখতার দোনেৎস্ক। যেভাবে দুর্দান্ত ছন্দে রয়েছে বার্সা, তাতে গ্রুপ পর্বের বৈতরণি পেরিয়ে যাওয়া খুব একটা কঠিন হবে না। গতকাল ম্যাচ শেষে মুভিস্টারকে বার্সা কোচ জাভি বলেন, ‘ভূত নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিল। একটা ভূত আমাদের তাড়া করে বেড়াচ্ছিল। অবশেষে আমরা এক ঐতিহাসিক প্রতিপক্ষের বিপক্ষে জিতেছি।’

পোর্তোর মাঠে গতকাল দাপট দেখিয়ে খেলেছিল বার্সেলোনা। ৫৭ শতাংশ বল দখলে রেখেছিল বার্সা আর পোর্তো বল দখলে রেখেছিল ৪৩ শতাংশ। প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৪টি শট নিয়ে গোল করেছিল বার্সা একটি। সেই একমাত্র গোল প্রথমার্ধের অতিরিক্ত সময়ে করেন ফেরান তরেস। দ্বিতীয়ার্ধে আরও একটু ভালো খেলা যেত বলে মনে করছেন জাভি, ‘দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ আমরা নিতে পারতাম। তবে এটা চ্যাম্পিয়নস লিগ। আমরা অন্যান্য ম্যাচের ফল দেখে আমরা বুঝতে পারছি যে জেতা কতটা কঠিন। বিশেষ করে অ্যাওয়ে গেমে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত