লিওনেল মেসি বার্সেলোনা ছেড়েছেন দুই বছরেরও বেশি সময় আগে। এরপর থেকেই চ্যাম্পিয়নস লিগ বার্সার কাছে হয়ে যায় বিভীষিকার এক নাম। নকআউট পর্বে ওঠা তো দূরে থাক, গত দুই মৌসুমে গ্রুপ পর্বের গন্ডিই কাতালানরা পেরোতে পারেনি। জাভি হার্নান্দেজের অধীনে এবারের চ্যাম্পিয়নস লিগে বিধ্বংসী বার্সাকে দেখা যাচ্ছে।
২০২০-২১ মৌসুমে সর্বশেষ চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব উঠতে পেরেছিল বার্সেলোনা। এরপর টানা দুই মৌসুম বার্সার কাছে ছিল হতাশাজনক মৌসুম। টানা দুই মৌসুম চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের তিন নম্বরে থেকে শেষ করেছিল তারা। চ্যাম্পিয়নস লিগ থেকে তাদের খেলতে হয়েছে ইউরোপা লিগ। বায়ার্ন মিউনিখ, বেনফিকা, ইন্টার মিলানের কাছে তাদের হারতে হয়েছে। ২০২৩-২৪ গ্রুপ পর্বে বার্সা দুই ম্যাচের দুটিতেই জিতেছে। ন্যু ক্যাম্পে রয়্যাল অ্যান্টওয়ার্পকে ৫-০ হারিয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু করেছে কাতালানরা। এরপর গতকাল এস্তাদিও দা দ্রাগাও স্টেডিয়ামে পোর্তোকে ১-০ গোলে হারিয়েছে। ছয় পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে।
৬ গোল দেওয়ার বিপরীতে বার্সা কোনো গোল হজম করেনি এখন পর্যন্ত। এই ৬ গোলের মধ্যে হোয়াও ফেলিক্স করেছেন ২ গোল,১টি করে গোল করেছেন রবার্ট লেভানডফস্কি, গাভি ও ফেরান টরেস। আর ‘এইচ’ গ্রুপে বার্সেলোনা, পোর্তো, রয়্যাল অ্যান্টওয়ার্পের সঙ্গে থাকা আরেক দল হচ্ছে শাখতার দোনেৎস্ক। যেভাবে দুর্দান্ত ছন্দে রয়েছে বার্সা, তাতে গ্রুপ পর্বের বৈতরণি পেরিয়ে যাওয়া খুব একটা কঠিন হবে না। গতকাল ম্যাচ শেষে মুভিস্টারকে বার্সা কোচ জাভি বলেন, ‘ভূত নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিল। একটা ভূত আমাদের তাড়া করে বেড়াচ্ছিল। অবশেষে আমরা এক ঐতিহাসিক প্রতিপক্ষের বিপক্ষে জিতেছি।’
পোর্তোর মাঠে গতকাল দাপট দেখিয়ে খেলেছিল বার্সেলোনা। ৫৭ শতাংশ বল দখলে রেখেছিল বার্সা আর পোর্তো বল দখলে রেখেছিল ৪৩ শতাংশ। প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৪টি শট নিয়ে গোল করেছিল বার্সা একটি। সেই একমাত্র গোল প্রথমার্ধের অতিরিক্ত সময়ে করেন ফেরান তরেস। দ্বিতীয়ার্ধে আরও একটু ভালো খেলা যেত বলে মনে করছেন জাভি, ‘দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ আমরা নিতে পারতাম। তবে এটা চ্যাম্পিয়নস লিগ। আমরা অন্যান্য ম্যাচের ফল দেখে আমরা বুঝতে পারছি যে জেতা কতটা কঠিন। বিশেষ করে অ্যাওয়ে গেমে।’
লিওনেল মেসি বার্সেলোনা ছেড়েছেন দুই বছরেরও বেশি সময় আগে। এরপর থেকেই চ্যাম্পিয়নস লিগ বার্সার কাছে হয়ে যায় বিভীষিকার এক নাম। নকআউট পর্বে ওঠা তো দূরে থাক, গত দুই মৌসুমে গ্রুপ পর্বের গন্ডিই কাতালানরা পেরোতে পারেনি। জাভি হার্নান্দেজের অধীনে এবারের চ্যাম্পিয়নস লিগে বিধ্বংসী বার্সাকে দেখা যাচ্ছে।
২০২০-২১ মৌসুমে সর্বশেষ চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব উঠতে পেরেছিল বার্সেলোনা। এরপর টানা দুই মৌসুম বার্সার কাছে ছিল হতাশাজনক মৌসুম। টানা দুই মৌসুম চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের তিন নম্বরে থেকে শেষ করেছিল তারা। চ্যাম্পিয়নস লিগ থেকে তাদের খেলতে হয়েছে ইউরোপা লিগ। বায়ার্ন মিউনিখ, বেনফিকা, ইন্টার মিলানের কাছে তাদের হারতে হয়েছে। ২০২৩-২৪ গ্রুপ পর্বে বার্সা দুই ম্যাচের দুটিতেই জিতেছে। ন্যু ক্যাম্পে রয়্যাল অ্যান্টওয়ার্পকে ৫-০ হারিয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু করেছে কাতালানরা। এরপর গতকাল এস্তাদিও দা দ্রাগাও স্টেডিয়ামে পোর্তোকে ১-০ গোলে হারিয়েছে। ছয় পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে।
৬ গোল দেওয়ার বিপরীতে বার্সা কোনো গোল হজম করেনি এখন পর্যন্ত। এই ৬ গোলের মধ্যে হোয়াও ফেলিক্স করেছেন ২ গোল,১টি করে গোল করেছেন রবার্ট লেভানডফস্কি, গাভি ও ফেরান টরেস। আর ‘এইচ’ গ্রুপে বার্সেলোনা, পোর্তো, রয়্যাল অ্যান্টওয়ার্পের সঙ্গে থাকা আরেক দল হচ্ছে শাখতার দোনেৎস্ক। যেভাবে দুর্দান্ত ছন্দে রয়েছে বার্সা, তাতে গ্রুপ পর্বের বৈতরণি পেরিয়ে যাওয়া খুব একটা কঠিন হবে না। গতকাল ম্যাচ শেষে মুভিস্টারকে বার্সা কোচ জাভি বলেন, ‘ভূত নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিল। একটা ভূত আমাদের তাড়া করে বেড়াচ্ছিল। অবশেষে আমরা এক ঐতিহাসিক প্রতিপক্ষের বিপক্ষে জিতেছি।’
পোর্তোর মাঠে গতকাল দাপট দেখিয়ে খেলেছিল বার্সেলোনা। ৫৭ শতাংশ বল দখলে রেখেছিল বার্সা আর পোর্তো বল দখলে রেখেছিল ৪৩ শতাংশ। প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৪টি শট নিয়ে গোল করেছিল বার্সা একটি। সেই একমাত্র গোল প্রথমার্ধের অতিরিক্ত সময়ে করেন ফেরান তরেস। দ্বিতীয়ার্ধে আরও একটু ভালো খেলা যেত বলে মনে করছেন জাভি, ‘দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ আমরা নিতে পারতাম। তবে এটা চ্যাম্পিয়নস লিগ। আমরা অন্যান্য ম্যাচের ফল দেখে আমরা বুঝতে পারছি যে জেতা কতটা কঠিন। বিশেষ করে অ্যাওয়ে গেমে।’
মুড়ি-মুড়কির মতো গোল করে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। যখনই গোলের দরকার, তখনই তিনি আবির্ভূত হন স্বমহিমায়। সৌদি প্রো লিগে গতকাল তাঁর ভেলকিতে আল নাসর পেল অবিশ্বাস্য এক জয়।
১ ঘণ্টা আগেমৌসুম শেষে ম্যানচেস্টার সিটি ছাড়বেন কেভিন ডি ব্রুইনা। সেই ঘোষণা তিনি আগেই দিয়েছেন। হতাশার এই মৌসুমে সিটিরও লিগ জেতার তেমন সম্ভাবনা নেই বললেই চলে। তবে বিদায়ের আগে সিটিকে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলাতে চান ডি ব্রুইনা। তাঁর দুর্দান্ত ঝলকে দুই গোলে পিছিয়ে পড়েও আজ ক্রিস্টাল প্যালেসকে ৫-২ ব্যবধানে
১৩ ঘণ্টা আগেম্যাচ চলাকালীন আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ এবং অসদাচরণের দায়ে শাস্তির মুখে পড়েছেন মোহামেডান অধিনায়ক তাওহীদ হৃদয় ও পেসার ইবাদত হোসেন। ঘটনাটি ঘটেছে আজ ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী ও মোহামেডান ম্যাচে। এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন হৃদয়। ৪০ হাজার টাকা অর্থদণ্ডের পাশাপাশি ৩টি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন এবাদত।
১৪ ঘণ্টা আগেচ্যাম্পিয়নশিপ লিগের পয়েন্ট টেবিলে একবারে তলানির দল প্লিমাউথ আরগিল। আজ তাদেরই মুখোমুখি হয়েছিল আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে খেলার স্বপ্ন দেখা শেফিল্ড ইউনাইটেড। হামজা চৌধুরী এই ক্লাবে খেলায় বাংলাদেশি সমর্থকদের চোখ ছিল ম্যাচটিতে। কিন্তু প্লিমাউথের কাছে ২-১ গোলে হেরে উল্টো অঘটনের শেফিল্ড।
১৫ ঘণ্টা আগে