Ajker Patrika

বোনাসের একটা অংশ বন্যার্তদের দেবেন শান্তরা

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ২০: ৩৭
বোনাসের একটা অংশ বন্যার্তদের দেবেন শান্তরা

বন্যার কবলে পড়ে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ কঠিন সময় পার করছেন। এই দুঃসময়টা মোকাবিলা করা হচ্ছে মানুষের সম্মিলিত প্রচেষ্টায়। এগিয়ে এসেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রিকেটাররাও। মুশফিকুর রহিম-লিটন দাস পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে ব্যক্তিগত পুরস্কারের অর্থ বন্যার্তদের সহায়তায় দিয়েছিলেন।

এবার বিসিবি থেকে পাওয়া পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের উইনিং বোনাস থেকেও একটা অংশ বন্যার্তদের দেবেন পাকিস্তান সিরিজে খেলা ক্রিকেটাররা। গতকাল অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা সবাই জানি দেশের পরিস্থিতি খুব খারাপ। এখনো সবাই খুব সংগ্রাম করছে। বন্যার যে অবস্থাটা ছিল, এখনো অনেক মানুষ বিপদে আছেন, কাটিয়ে ওঠার চেষ্টা করছেন। আমাদের যে বোনাসটা আমরা পেলাম, দলের পক্ষ থেকে সবাই রাজি হয়েছে, এখান থেকে একটা অংশ তাদেরকে সহায়তা করার জন্য। যতটুকু সম্ভব আমরা করার চেষ্টা করব।’

সামর্থ্যবানদের বন্যাদুর্গতদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন শান্ত। এই বাঁহাতি ব্যাটার বলেছেন, ‘আমি আশা করব দেশের আরও অনেক মানুষ আছেন, যাঁদের সামর্থ্য আছে আপনারা তাদের (বন্যার্তদের) পাশে থাকবেন।’

আজ পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের বোনাস বুঝে পেলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। বিকেলে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া খেলোয়াড়দের ৩ কোটি ২০ লাখ টাকা বোনাস তুলে দেন।

বোনাস পেয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদের কৃতিত্ব দিলেন শান্ত, ‘ধন্যবাদ জানাতে চাই আমাদের বোর্ড সভাপতি ফারুক ভাইকে। আমাদের যে বোনাসের অঙ্গীকার উনি করেছেন, এটা আমাদের চুক্তির একটা অংশ। এত বড় একটা সিরিজে যাওয়ার আগে, এ ধরনের অনুষ্ঠান অবশ্যই প্রত্যেকটা খেলোয়াড়কে আমার মনে হয় অনুপ্রাণিত করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আট মাসের পরিচয়, চার মাসে ‘বাগদান’

সৌদি রাষ্ট্রদূত নিয়ে ভিন্ন কথা বলছে মডেল মেঘনার পরিবার

৯ টুকরো লাশ: সবুজকে হেমায়েতপুর থেকে ডেকে নিয়ে হত্যা করেন পলাশ-তৃষা

সৌদি রাষ্ট্রদূতের কাছে ৫ মিলিয়ন ডলার দাবি করেন মেঘনার সহযোগী সমির, পুলিশের প্রতিবেদন

হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি জানা যাবে মাত্র ৮০০ টাকার রক্ত পরীক্ষায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত