বন্যার কবলে পড়ে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ কঠিন সময় পার করছেন। এই দুঃসময়টা মোকাবিলা করা হচ্ছে মানুষের সম্মিলিত প্রচেষ্টায়। এগিয়ে এসেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রিকেটাররাও। মুশফিকুর রহিম-লিটন দাস পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে ব্যক্তিগত পুরস্কারের অর্থ বন্যার্তদের সহায়তায় দিয়েছিলেন।
এবার বিসিবি থেকে পাওয়া পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের উইনিং বোনাস থেকেও একটা অংশ বন্যার্তদের দেবেন পাকিস্তান সিরিজে খেলা ক্রিকেটাররা। গতকাল অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা সবাই জানি দেশের পরিস্থিতি খুব খারাপ। এখনো সবাই খুব সংগ্রাম করছে। বন্যার যে অবস্থাটা ছিল, এখনো অনেক মানুষ বিপদে আছেন, কাটিয়ে ওঠার চেষ্টা করছেন। আমাদের যে বোনাসটা আমরা পেলাম, দলের পক্ষ থেকে সবাই রাজি হয়েছে, এখান থেকে একটা অংশ তাদেরকে সহায়তা করার জন্য। যতটুকু সম্ভব আমরা করার চেষ্টা করব।’
সামর্থ্যবানদের বন্যাদুর্গতদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন শান্ত। এই বাঁহাতি ব্যাটার বলেছেন, ‘আমি আশা করব দেশের আরও অনেক মানুষ আছেন, যাঁদের সামর্থ্য আছে আপনারা তাদের (বন্যার্তদের) পাশে থাকবেন।’
আজ পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের বোনাস বুঝে পেলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। বিকেলে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া খেলোয়াড়দের ৩ কোটি ২০ লাখ টাকা বোনাস তুলে দেন।
বোনাস পেয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদের কৃতিত্ব দিলেন শান্ত, ‘ধন্যবাদ জানাতে চাই আমাদের বোর্ড সভাপতি ফারুক ভাইকে। আমাদের যে বোনাসের অঙ্গীকার উনি করেছেন, এটা আমাদের চুক্তির একটা অংশ। এত বড় একটা সিরিজে যাওয়ার আগে, এ ধরনের অনুষ্ঠান অবশ্যই প্রত্যেকটা খেলোয়াড়কে আমার মনে হয় অনুপ্রাণিত করবে।’
বন্যার কবলে পড়ে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ কঠিন সময় পার করছেন। এই দুঃসময়টা মোকাবিলা করা হচ্ছে মানুষের সম্মিলিত প্রচেষ্টায়। এগিয়ে এসেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রিকেটাররাও। মুশফিকুর রহিম-লিটন দাস পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে ব্যক্তিগত পুরস্কারের অর্থ বন্যার্তদের সহায়তায় দিয়েছিলেন।
এবার বিসিবি থেকে পাওয়া পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের উইনিং বোনাস থেকেও একটা অংশ বন্যার্তদের দেবেন পাকিস্তান সিরিজে খেলা ক্রিকেটাররা। গতকাল অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা সবাই জানি দেশের পরিস্থিতি খুব খারাপ। এখনো সবাই খুব সংগ্রাম করছে। বন্যার যে অবস্থাটা ছিল, এখনো অনেক মানুষ বিপদে আছেন, কাটিয়ে ওঠার চেষ্টা করছেন। আমাদের যে বোনাসটা আমরা পেলাম, দলের পক্ষ থেকে সবাই রাজি হয়েছে, এখান থেকে একটা অংশ তাদেরকে সহায়তা করার জন্য। যতটুকু সম্ভব আমরা করার চেষ্টা করব।’
সামর্থ্যবানদের বন্যাদুর্গতদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন শান্ত। এই বাঁহাতি ব্যাটার বলেছেন, ‘আমি আশা করব দেশের আরও অনেক মানুষ আছেন, যাঁদের সামর্থ্য আছে আপনারা তাদের (বন্যার্তদের) পাশে থাকবেন।’
আজ পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের বোনাস বুঝে পেলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। বিকেলে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া খেলোয়াড়দের ৩ কোটি ২০ লাখ টাকা বোনাস তুলে দেন।
বোনাস পেয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদের কৃতিত্ব দিলেন শান্ত, ‘ধন্যবাদ জানাতে চাই আমাদের বোর্ড সভাপতি ফারুক ভাইকে। আমাদের যে বোনাসের অঙ্গীকার উনি করেছেন, এটা আমাদের চুক্তির একটা অংশ। এত বড় একটা সিরিজে যাওয়ার আগে, এ ধরনের অনুষ্ঠান অবশ্যই প্রত্যেকটা খেলোয়াড়কে আমার মনে হয় অনুপ্রাণিত করবে।’
মুড়ি-মুড়কির মতো গোল করে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। যখনই গোলের দরকার, তখনই তিনি আবির্ভূত হন স্বমহিমায়। সৌদি প্রো লিগে গতকাল তাঁর ভেলকিতে আল নাসর পেল অবিশ্বাস্য এক জয়।
১ ঘণ্টা আগেমৌসুম শেষে ম্যানচেস্টার সিটি ছাড়বেন কেভিন ডি ব্রুইনা। সেই ঘোষণা তিনি আগেই দিয়েছেন। হতাশার এই মৌসুমে সিটিরও লিগ জেতার তেমন সম্ভাবনা নেই বললেই চলে। তবে বিদায়ের আগে সিটিকে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলাতে চান ডি ব্রুইনা। তাঁর দুর্দান্ত ঝলকে দুই গোলে পিছিয়ে পড়েও আজ ক্রিস্টাল প্যালেসকে ৫-২ ব্যবধানে
১৩ ঘণ্টা আগেম্যাচ চলাকালীন আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ এবং অসদাচরণের দায়ে শাস্তির মুখে পড়েছেন মোহামেডান অধিনায়ক তাওহীদ হৃদয় ও পেসার ইবাদত হোসেন। ঘটনাটি ঘটেছে আজ ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী ও মোহামেডান ম্যাচে। এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন হৃদয়। ৪০ হাজার টাকা অর্থদণ্ডের পাশাপাশি ৩টি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন এবাদত।
১৪ ঘণ্টা আগেচ্যাম্পিয়নশিপ লিগের পয়েন্ট টেবিলে একবারে তলানির দল প্লিমাউথ আরগিল। আজ তাদেরই মুখোমুখি হয়েছিল আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে খেলার স্বপ্ন দেখা শেফিল্ড ইউনাইটেড। হামজা চৌধুরী এই ক্লাবে খেলায় বাংলাদেশি সমর্থকদের চোখ ছিল ম্যাচটিতে। কিন্তু প্লিমাউথের কাছে ২-১ গোলে হেরে উল্টো অঘটনের শেফিল্ড।
১৫ ঘণ্টা আগে