Ajker Patrika

কোহলিকে ছাড়িয়ে বাবর আজম

কোহলিকে ছাড়িয়ে বাবর আজম

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান কার? এই প্রশ্নে এখন বিরাট কোহলি নয়, নাম নিতে হবে বাবর আজমের। ভারতের কোহলিকে ছাড়িয়ে ছোট সংস্করণের ক্রিকেটে সবচেয়ে বেশি রান এখন পাকিস্তানি এই ব্যাটারের।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ৪০৩৮ রানের রেকর্ডটি ছিল কোহলির দখলে। গতকাল ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের বিপক্ষে পাকিস্তানের হয়ে ব্যাট করতে নেমে তাঁকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়লেন পাকিস্তান অধিনায়ক। গতকাল ৪৩ বলে ৪৪ রানের ইনিংস খেলার পর তাঁর নামের পাশে টি-টোয়েন্টি রান ৪০৬৭।

৪ হাজার ৩৮ রান করতে কোহলিকে খেলতে হয়েছে ১১০ ইনিংস। আর তাঁকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়তে বাবর আজমকে খেলতে হলো ১১৩ ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোহলির সেঞ্চুরি ও ফিফটি যথাক্রমে ১ ও ৩৭টি। সংখ্যা দুটি বাবর আজমের ৩ ও ৩৬টি।

গতকাল বাবরের ৪৪ এবং শাদাব খানের ২৫ বলে ৪০ রানের সুবাদে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৭ উইকেটে ১৫৯ রান করে পাকিস্তান; যা তাড়া করতে এসে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৩৬ রান তুলেছিল যুক্তরাষ্ট্র।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত