Ajker Patrika

চ্যাম্পিয়নস ট্রফিতে গ্যালারিতেই ইফতার পাচ্ছেন দর্শকেরা

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬: ১৮
রমজানে দর্শকদের জন্য বিশেষ ইফতারি বক্সের ব্যবস্থা করছে আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)। ছবি: এএফপি
রমজানে দর্শকদের জন্য বিশেষ ইফতারি বক্সের ব্যবস্থা করছে আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)। ছবি: এএফপি

রমজান মাসের সময়ও চলবে চ্যাম্পিয়নস ট্রফি। এই টুর্নামেন্টে স্টেডিয়ামে খেলা দেখতে আসা ভক্ত-সমর্থকদের ইফতার নিয়ে কোনো দুশ্চিন্তা করতে হবে না। দুবাই স্টেডিয়ামের গ্যালারিতে বিনা মূল্যে ইফতারি দেওয়া হবে বলে আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বিবৃতিতে জানিয়েছে।

রমজানে দর্শকদের জন্য ইফতারি বিতরণের কথা ইসিবি গতকাল নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে পোস্ট করেছে। ইসিবি লিখেছে, ‘রমজানের সত্যিকারের চেতনা ধরে রাখতে ইসিবি ঘোষণা দিচ্ছে, দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে বাকি ম্যাচগুলোয় রোজাদার দর্শকদের জন্য দেওয়া হবে বিশেষ ইফতারি বক্স। ২ মার্চ ভারত-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে। পবিত্র রমজান মাসে প্রথম ম্যাচ এটাই। দুবাই স্টেডিয়ামের হসপিটালিটি বক্সের বাইরে সব জায়গায় ইফতারের আগে দেওয়া হবে ইফতারি বক্স।’ তার মানে দুবাই স্টেডিয়ামের সাধারণ স্ট্যান্ড, প্রিমিয়ার স্ট্যান্ড, প্যাভিলিয়ন স্ট্যান্ড ও প্লাটিনাম স্ট্যান্ডে রোজাদারদের দেওয়া হবে ইফতারি বক্স।

মধ্যপ্রাচ্যে রমজান মাস শুরু হতে পারে আগামীকাল থেকে। রমজানের সময় দুবাইয়ে ন্যুনতম দুটি, সর্বোচ্চ ৩ ম্যাচ হতে পারে। দুবাইয়ে পরশু ‘এ’ গ্রুপে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে নামবে ভারত-নিউজিল্যান্ড। ৪ মার্চ এই মাঠে হচ্ছে প্রথম সেমিফাইনাল। তবে সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ এখনো জানা যায়নি। যদি ভারত ফাইনালে ওঠে, তাহলে ৯ মার্চ শিরোপা নির্ধারণী ম্যাচ হবে দুবাইয়ে। অন্যথায় ফাইনাল হবে লাহোরে।

আয়োজক পাকিস্তান হলেও এবারের চ্যাম্পিয়নস ট্রফি হাইব্রিড মডেলে হচ্ছে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে। ভারত তাদের সবগুলো ম্যাচ খেলছে দুবাইয়ে। আট দলের টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে ভারত, নিউজিল্যান্ডের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে। গ্রুপের অপর দুই দল বাংলাদেশ, পাকিস্তান গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেছে। ‘বি’ গ্রুপের ইংল্যান্ডেরও প্রথম পর্বে বিদায়ঘণ্টা বেজে গেছে। অস্ট্রেলিয়া, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা তিনটি দলেরই শেষ চারে ওঠার সম্ভাবনা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত