Ajker Patrika

কোহলি-রোহিতের যে রেকর্ড ভাঙার সামনে বাবর

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২১ মে ২০২৪, ১২: ১৯
কোহলি-রোহিতের যে রেকর্ড ভাঙার সামনে বাবর

ক্যারিয়ারের শুরু থেকে বাবর আজমের তুলনাটা হয়ে আসছে বিরাট কোহলির সঙ্গে। ভারতীয় ব্যাটারের বেশ কয়েকটি রেকর্ডও ভেঙেছেন তিনি। এবার কোহলি ও রোহিত শর্মাকে টপকে নতুন আরেকটি মাইলফলক গড়ার সামনে পাকিস্তানি অধিনায়ক। 
 
আর ৮৩ রান করলেই এক ঢিলে তিন পাখি মারবেন বাবর। দুই ভারতীয় ব্যাটার কোহলি ও রোহিতকে টপকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক হবেন তিনি। সঙ্গে প্রথম পাকিস্তানি হিসেবে এই সংস্করণে ৪ হাজার রানের মাইলফলক ছোঁবেন। আর এই কীর্তি গড়তে বাবরের দরকার মাত্র ৪৫ রান। 
 
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাবরের রান ১১০ ইনিংসে ৩৯৫৫। তাঁর ওপরে আছেন শুধু রোহিত (৩৯৭৪) ও কোহলি (৪০৩৭)। তবে আগামীকালই কি টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের সিংহাসনে বসবেন বাবর? ৮৩ রান করে টপকে যাবেন কোহলিকে, নাকি ২০ রান করে পেছনে ফেলবেন রোহিতকে? 
 
আগামীকাল লিডসে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করছে পাকিস্তান। এই সিরিজ দিয়েই তিনটি রেকর্ড গড়ার সুযোগ পাবেন বাবর। বিশ্বকাপের আগে ভারতের আর কোনো ম্যাচ নেই। কোহলি ও রোহিত যদি বাবরের কাছে রেকর্ড হারান, তবে সেটি উদ্ধারের জন্য তাঁদের অপেক্ষা করতে হবে বিশ্বকাপ শুরু না হওয়া পর্যন্ত। 
 
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান
 
                           রান         ইনিংস
বিরাট কোহলি       ৪০৩৭         ১০৯
রোহিত শর্মা          ৩৯৭৪         ১৪৩
বাবর আজম         ৩৯৫৫        ১১০
মার্টিন গাপটিল     ৩৫৩১         ১০৫
পল স্টার্লিং           ৩৫২১          ১৩৯

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত