অনলাইন ডেস্ক
আজ আবার আলোচনায় দুর্বার রাজশাহী। এবারও সেই পারিশ্রমিক ইস্যু। বেঁকে বসেছেন বিদেশি ক্রিকেটাররা, পারিশ্রমিক বুঝে না পেলে আজ সন্ধ্যায় তাঁরা রংপুরের বিপক্ষে ম্যাচ খেলবেন না—বিষয়টি নিয়ে আজ দুপুরে আজকের পত্রিকায় একটি প্রতিবেদনও প্রকাশ হয়েছে। তাঁদের ম্যাচ বয়কটের হুমকি শেষ পর্যন্ত সত্যি হয় কি না, এমন সংশয় দেখা দেয় বিকেলেও।
প্রতিপক্ষ রংপুর রাইডার্স যেখানে নিয়ম মেনে খেলা শুরুর দুই ঘণ্টা আগে চলে এসেছে, সেখানে দুর্বার রাজশাহীর দেখা নেই! বিকেল ৫টার দিকে, রংপুর মাঠে আসার প্রায় ১ ঘণ্টা পর স্টেডিয়ামে প্রবেশ করে রাজশাহী দল। ম্যাচের আগে গা গরমের অনুশীলনে মাঠে উপস্থিত বিদেশিদের মধ্যে শুধু কোচ এজাজ আহমেদকেই দেখা গেল। প্রধান কোচ এজাজ আহমেদ এলেও বাকি বিদেশি কোচিং স্টাফরা আসেননি।
হোটেল ওয়েস্টিনের সামনে আজ সকালে দেখা যায় রাজশাহীর ক্রিকেটারদের ব্যাগপত্তর পড়ে আছে সিঁড়িতে। কাল গভীর রাতে আকস্মিকভাবে দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানানো হয় হোটেল বদলের কথা। ম্যাচের কয়েক ঘণ্টা আগে টিম হোটেল বদলে দলের খেলোয়াড়েরা বিরক্ত, হতাশ। একই সঙ্গে দুর্বার রাজশাহীর পেশাদারি নিয়ে ফের উঠেছে প্রশ্ন। বিপিএল ২০২৫ শুরু হওয়ার পর থেকেই বিতর্কিত দুর্বার রাজশাহী। বকেয়া পারিশ্রমিকের ইস্যুটা আঁটার লেগেই আছে ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে। চট্টগ্রামে অনুশীলন বাতিলের ঘটনার পর এবার চরম অসন্তুষ্টি কাজ করছে তাদের বিদেশি ক্রিকেটারদের মধ্যেও।
সকালে রাজশাহীর এক বিদেশি ক্রিকেটার আজকের পত্রিকাকে বলেছেন, ‘বিপিএল শেষ হয়ে যাচ্ছে, এখন আমাদের হাতে একটি চুক্তিপত্র এল, কিন্তু টাকা-পয়সার বিষয়টার সুরাহা এখনো হয়নি। ভবিষ্যতে এখানে খেলতে আসার আগে খুব ভেবে সিদ্ধান্ত নেব।’ আরেকজন বিদেশি ক্রিকেটার জানিয়েছেন, তাঁদের কাছে পারিশ্রমিকের বিষয়টি পরিষ্কার নয়, এই পরিস্থিতিতে খেলা চালিয়ে যাওয়া কঠিন বলে তিনি মনে করেন।
আরও পড়ুন:
আজ আবার আলোচনায় দুর্বার রাজশাহী। এবারও সেই পারিশ্রমিক ইস্যু। বেঁকে বসেছেন বিদেশি ক্রিকেটাররা, পারিশ্রমিক বুঝে না পেলে আজ সন্ধ্যায় তাঁরা রংপুরের বিপক্ষে ম্যাচ খেলবেন না—বিষয়টি নিয়ে আজ দুপুরে আজকের পত্রিকায় একটি প্রতিবেদনও প্রকাশ হয়েছে। তাঁদের ম্যাচ বয়কটের হুমকি শেষ পর্যন্ত সত্যি হয় কি না, এমন সংশয় দেখা দেয় বিকেলেও।
প্রতিপক্ষ রংপুর রাইডার্স যেখানে নিয়ম মেনে খেলা শুরুর দুই ঘণ্টা আগে চলে এসেছে, সেখানে দুর্বার রাজশাহীর দেখা নেই! বিকেল ৫টার দিকে, রংপুর মাঠে আসার প্রায় ১ ঘণ্টা পর স্টেডিয়ামে প্রবেশ করে রাজশাহী দল। ম্যাচের আগে গা গরমের অনুশীলনে মাঠে উপস্থিত বিদেশিদের মধ্যে শুধু কোচ এজাজ আহমেদকেই দেখা গেল। প্রধান কোচ এজাজ আহমেদ এলেও বাকি বিদেশি কোচিং স্টাফরা আসেননি।
হোটেল ওয়েস্টিনের সামনে আজ সকালে দেখা যায় রাজশাহীর ক্রিকেটারদের ব্যাগপত্তর পড়ে আছে সিঁড়িতে। কাল গভীর রাতে আকস্মিকভাবে দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানানো হয় হোটেল বদলের কথা। ম্যাচের কয়েক ঘণ্টা আগে টিম হোটেল বদলে দলের খেলোয়াড়েরা বিরক্ত, হতাশ। একই সঙ্গে দুর্বার রাজশাহীর পেশাদারি নিয়ে ফের উঠেছে প্রশ্ন। বিপিএল ২০২৫ শুরু হওয়ার পর থেকেই বিতর্কিত দুর্বার রাজশাহী। বকেয়া পারিশ্রমিকের ইস্যুটা আঁটার লেগেই আছে ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে। চট্টগ্রামে অনুশীলন বাতিলের ঘটনার পর এবার চরম অসন্তুষ্টি কাজ করছে তাদের বিদেশি ক্রিকেটারদের মধ্যেও।
সকালে রাজশাহীর এক বিদেশি ক্রিকেটার আজকের পত্রিকাকে বলেছেন, ‘বিপিএল শেষ হয়ে যাচ্ছে, এখন আমাদের হাতে একটি চুক্তিপত্র এল, কিন্তু টাকা-পয়সার বিষয়টার সুরাহা এখনো হয়নি। ভবিষ্যতে এখানে খেলতে আসার আগে খুব ভেবে সিদ্ধান্ত নেব।’ আরেকজন বিদেশি ক্রিকেটার জানিয়েছেন, তাঁদের কাছে পারিশ্রমিকের বিষয়টি পরিষ্কার নয়, এই পরিস্থিতিতে খেলা চালিয়ে যাওয়া কঠিন বলে তিনি মনে করেন।
আরও পড়ুন:
ডিপিএলে শাইনপুকুর ও গুলশানের ম্যাচে আজ দুটি আউটের ধরন নিয়ে সমালোচনার ঝড়। সাবেক-বর্তমান ক্রিকেটররা ধুয়ে দিচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এবার এই তালিকায় যুক্ত হয়েছেন ইমরুল কায়েস। ইচ্ছে করেই যেন উইকেট বিলিয়ে দিয়েছেন ব্যাটার। ইমরুল তাঁদের প্রতি প্রশ্ন রেখেই বললেন, এই ক্রিকেটারদের দিয়ে কি দেশের প্রতিনিধি
১১ ঘণ্টা আগেডিপিএলে ভুতুড়ে আউট নিয়ে নিয়ে সমালোচনার ঝড় সামাজিক যোগাযোগমাধ্যমে। হাস্যকরভাবে আউট হয়ে ড্রেসিংরুমে ফিরেছেন ব্যাটার। মিরপুরে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মিনহাজুল আবেদীন সাব্বির উইকেট থেকে বেরিয়ে এসে খেলতে গিয়ে, স্বজ্ঞানে যেন আর বক্সে ব্যাট রাখলেন না। স্টাম্পিং হয়েই ফিরলেন
১২ ঘণ্টা আগে২০২৫ বিপিএলের ফিক্সিং অভিযোগ নিয়ে এখনো তদন্ত চলছে। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ক্রিকেটার ও ক্লাব কর্তারা আরও সচেতন হবেন, অন্তত দেশের সবচেয়ে বড় ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে এমনই আশা করছিল। লিগ যত শেষের দিকে যাচ্ছে, ততই যেন খেলার চেতনা পরিপন্থী ঘটনা ঘটতে দেখা যাচ্ছে।
১৩ ঘণ্টা আগে