ক্রীড়া ডেস্ক
সিরিজ হারের বৃত্ত থেকে বেরোতেই পারছে না বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি-তিন সংস্করণেই এ বছর সিরিজ খুইয়েছে বাংলাদেশ। দলের এমন হতাশাজনক পারফরম্যান্সের মাঝে আইসিসি র্যাঙ্কিংয়ে সুখবর পেলেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজের মতো তারকারা।
শারজায় পরশু রাতে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ৫ উইকেটে হেরে সিরিজ হারিয়েছে আফগানিস্তান। সিরিজে বাংলাদেশের হতাশার মাঝে আলো ছড়িয়েছেন শান্ত, মিরাজ, মোস্তাফিজুর রহমানরা। দুর্দান্ত পারফরম্যান্সের সুফল তাঁরা পেয়েছেন আইসিসি র্যাঙ্কিংয়ে। সাপ্তাহিক র্যাঙ্কিং আজ আইসিসি হালনাগাদ করলে দেখা যায়, ওয়ানডেতে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়ে চারে উঠে এসেছেন মিরাজ। বাংলাদেশের তারকা অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ২৫২। ৩৮.৬৬ গড় ও ৫৭.৬৬ স্ট্রাইকরেটে আফগানদের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে করেছেন ১১৬ রান। বোলিংয়ে ৪.১০ ইকোনমিতে নিয়েছেন ৩ উইকেট।
কুঁচকির চোটে পড়ায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে খেলতে পারেননি বাংলাদেশের নিয়মিত অধিনায়ক শান্ত। যে দুই ওয়ানডে খেলেছেন, তাতে ৬১.৫০ গড়ে করেন ১২৩ রান। মোহাম্মদ নবীর (১৩৫) পর সদ্য সমাপ্ত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক শান্ত।
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৭৬ রানের ইনিংস খেলে শান্ত জেতেন ম্যাচসেরার পুরস্কারও। ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১১ ধাপ এগিয়ে ২৩ নম্বরে উঠে এসেছেন তিনি। সমান ৬০৪ রেটিং পয়েন্ট নিয়ে শান্তর সঙ্গে যৌথভাবে ২৩ নম্বরে অবস্থান করছেন মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তানের সদ্য নিযুক্ত ওয়ানডে অধিনায়ক এগিয়েছেন দুই ধাপ।
ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ শারজায় পরশু আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৯৮ বলে ৯৮ রানের ইনিংস খেলেছেন। ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১০ ধাপ এগিয়ে এখন ৪৪ নম্বরে তিনি। বাংলাদেশের ৩৮ বছর বয়সী এই ব্যাটারের রেটিং পয়েন্ট ৫৩৩। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে প্রথম ৮ নম্বর পর্যন্ত কোনো অবস্থান পরিবর্তন হয়নি। ৬৯৩ রেটিং পয়েন্ট নিয়ে ৮ নম্বরে অবস্থান করছেন রহমানউল্লাহ গুরবাজ। আফগানিস্তানের এই টপ অর্ডার ব্যাটার ওয়ানডে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে পেয়েছেন। ৮২৫, ৭৬৫ ও ৭৬৩ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে প্রথম তিনে বাবর আজম, রোহিত শর্মা ও শুবমান গিল।
শান্ত না থাকায় শেষ ওয়ানডেতে মিরাজকে নিতে হয়েছে অধিনায়কত্বের গুরুদায়িত্ব। অলরাউন্ডারের মতো ওয়ানডেতে বোলারদের র্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে মিরাজের। এই সংস্করণে ৯ ধাপ এগিয়ে ২৩ নম্বর বোলার এখন তিনি। ৫৫৬ রেটিং পয়েন্ট নিয়ে মিরাজ, লুঙ্গি এনগিদি যৌথভাবে ২৩ নম্বরে অবস্থান করছেন। মোস্তাফিজুর রহমান ৬ ধাপ এগিয়ে ওয়ানডেতে বোলারদের র্যাঙ্কিংয়ে এখন ৩৬ নম্বরে। আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৫.৩৭ ইকোনমিতে নিয়েছেন ৮ উইকেট। মোস্তাফিজের সমান ৫২৫ রেটিং পয়েন্ট নিয়ে যৌথভাবে ৩৬ নম্বরে প্যাট কামিন্স। তবে কামিন্স পিছিয়েছেন দুই ধাপ। পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে কামিন্স ৪.৪৪ ইকোনমিতে নিয়েছেন ২ উইকেট। সেই সিরিজে অস্ট্রেলিয়ার এই পেসার খেলেন ২ ম্যাচ। অস্ট্রেলিয়া সিরিজ হেরে যায় ২-১ ব্যবধানে।
ওয়ানডেতে তিন ধাপ এগিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন শাহিন শাহ আফ্রিদি। পাকিস্তানের বাঁহাতি পেসারের রেটিং পয়েন্ট ৬৯৬। ৩.৭৬ ইকোনমিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে নিয়েছেন ৮ উইকেট। ৬৮৭ ও ৬৭৪ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডেতে বোলারদের র্যাঙ্কিংয়ে দুই ও তিনে রশিদ খান ও কেশব মহারাজ। যেখানে মহারাজ পিছিয়েছেন দুই ধাপ। ৩১৮ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডেতে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন মোহাম্মদ নবী। দুই ও তিনে থাকা সিকান্দার রাজা ও রশিদ খানের রেটিং পয়েন্ট ২৮৮ ও ২৫৪। যেখানে রশিদ এগিয়েছেন দুই ধাপ।
সিরিজ হারের বৃত্ত থেকে বেরোতেই পারছে না বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি-তিন সংস্করণেই এ বছর সিরিজ খুইয়েছে বাংলাদেশ। দলের এমন হতাশাজনক পারফরম্যান্সের মাঝে আইসিসি র্যাঙ্কিংয়ে সুখবর পেলেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজের মতো তারকারা।
শারজায় পরশু রাতে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ৫ উইকেটে হেরে সিরিজ হারিয়েছে আফগানিস্তান। সিরিজে বাংলাদেশের হতাশার মাঝে আলো ছড়িয়েছেন শান্ত, মিরাজ, মোস্তাফিজুর রহমানরা। দুর্দান্ত পারফরম্যান্সের সুফল তাঁরা পেয়েছেন আইসিসি র্যাঙ্কিংয়ে। সাপ্তাহিক র্যাঙ্কিং আজ আইসিসি হালনাগাদ করলে দেখা যায়, ওয়ানডেতে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়ে চারে উঠে এসেছেন মিরাজ। বাংলাদেশের তারকা অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ২৫২। ৩৮.৬৬ গড় ও ৫৭.৬৬ স্ট্রাইকরেটে আফগানদের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে করেছেন ১১৬ রান। বোলিংয়ে ৪.১০ ইকোনমিতে নিয়েছেন ৩ উইকেট।
কুঁচকির চোটে পড়ায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে খেলতে পারেননি বাংলাদেশের নিয়মিত অধিনায়ক শান্ত। যে দুই ওয়ানডে খেলেছেন, তাতে ৬১.৫০ গড়ে করেন ১২৩ রান। মোহাম্মদ নবীর (১৩৫) পর সদ্য সমাপ্ত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক শান্ত।
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৭৬ রানের ইনিংস খেলে শান্ত জেতেন ম্যাচসেরার পুরস্কারও। ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১১ ধাপ এগিয়ে ২৩ নম্বরে উঠে এসেছেন তিনি। সমান ৬০৪ রেটিং পয়েন্ট নিয়ে শান্তর সঙ্গে যৌথভাবে ২৩ নম্বরে অবস্থান করছেন মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তানের সদ্য নিযুক্ত ওয়ানডে অধিনায়ক এগিয়েছেন দুই ধাপ।
ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ শারজায় পরশু আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৯৮ বলে ৯৮ রানের ইনিংস খেলেছেন। ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১০ ধাপ এগিয়ে এখন ৪৪ নম্বরে তিনি। বাংলাদেশের ৩৮ বছর বয়সী এই ব্যাটারের রেটিং পয়েন্ট ৫৩৩। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে প্রথম ৮ নম্বর পর্যন্ত কোনো অবস্থান পরিবর্তন হয়নি। ৬৯৩ রেটিং পয়েন্ট নিয়ে ৮ নম্বরে অবস্থান করছেন রহমানউল্লাহ গুরবাজ। আফগানিস্তানের এই টপ অর্ডার ব্যাটার ওয়ানডে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে পেয়েছেন। ৮২৫, ৭৬৫ ও ৭৬৩ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে প্রথম তিনে বাবর আজম, রোহিত শর্মা ও শুবমান গিল।
শান্ত না থাকায় শেষ ওয়ানডেতে মিরাজকে নিতে হয়েছে অধিনায়কত্বের গুরুদায়িত্ব। অলরাউন্ডারের মতো ওয়ানডেতে বোলারদের র্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে মিরাজের। এই সংস্করণে ৯ ধাপ এগিয়ে ২৩ নম্বর বোলার এখন তিনি। ৫৫৬ রেটিং পয়েন্ট নিয়ে মিরাজ, লুঙ্গি এনগিদি যৌথভাবে ২৩ নম্বরে অবস্থান করছেন। মোস্তাফিজুর রহমান ৬ ধাপ এগিয়ে ওয়ানডেতে বোলারদের র্যাঙ্কিংয়ে এখন ৩৬ নম্বরে। আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৫.৩৭ ইকোনমিতে নিয়েছেন ৮ উইকেট। মোস্তাফিজের সমান ৫২৫ রেটিং পয়েন্ট নিয়ে যৌথভাবে ৩৬ নম্বরে প্যাট কামিন্স। তবে কামিন্স পিছিয়েছেন দুই ধাপ। পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে কামিন্স ৪.৪৪ ইকোনমিতে নিয়েছেন ২ উইকেট। সেই সিরিজে অস্ট্রেলিয়ার এই পেসার খেলেন ২ ম্যাচ। অস্ট্রেলিয়া সিরিজ হেরে যায় ২-১ ব্যবধানে।
ওয়ানডেতে তিন ধাপ এগিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন শাহিন শাহ আফ্রিদি। পাকিস্তানের বাঁহাতি পেসারের রেটিং পয়েন্ট ৬৯৬। ৩.৭৬ ইকোনমিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে নিয়েছেন ৮ উইকেট। ৬৮৭ ও ৬৭৪ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডেতে বোলারদের র্যাঙ্কিংয়ে দুই ও তিনে রশিদ খান ও কেশব মহারাজ। যেখানে মহারাজ পিছিয়েছেন দুই ধাপ। ৩১৮ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডেতে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন মোহাম্মদ নবী। দুই ও তিনে থাকা সিকান্দার রাজা ও রশিদ খানের রেটিং পয়েন্ট ২৮৮ ও ২৫৪। যেখানে রশিদ এগিয়েছেন দুই ধাপ।
হারতেই যেন ভুলে গেছে বার্সেলোনা। সব ধরনের প্রতিযোগিতামূলক ফুটবল মিলে টানা ২৪ ম্যাচ অপরাজিত বার্সা। লা লিগা, চ্যাম্পিয়নস লিগ, স্প্যানিশ সুপার কাপ—সব জায়গাতেই দুর্দান্ত খেলছে বার্সা।
১১ মিনিট আগেমুড়ি-মুড়কির মতো গোল করে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। যখনই গোলের দরকার, তখনই তিনি আবির্ভূত হন স্বমহিমায়। সৌদি প্রো লিগে গতকাল তাঁর ভেলকিতে আল নাসর পেল অবিশ্বাস্য এক জয়।
১ ঘণ্টা আগেমৌসুম শেষে ম্যানচেস্টার সিটি ছাড়বেন কেভিন ডি ব্রুইনা। সেই ঘোষণা তিনি আগেই দিয়েছেন। হতাশার এই মৌসুমে সিটিরও লিগ জেতার তেমন সম্ভাবনা নেই বললেই চলে। তবে বিদায়ের আগে সিটিকে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলাতে চান ডি ব্রুইনা। তাঁর দুর্দান্ত ঝলকে দুই গোলে পিছিয়ে পড়েও আজ ক্রিস্টাল প্যালেসকে ৫-২ ব্যবধানে
১৩ ঘণ্টা আগেম্যাচ চলাকালীন আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ এবং অসদাচরণের দায়ে শাস্তির মুখে পড়েছেন মোহামেডান অধিনায়ক তাওহীদ হৃদয় ও পেসার ইবাদত হোসেন। ঘটনাটি ঘটেছে আজ ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী ও মোহামেডান ম্যাচে। এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন হৃদয়। ৪০ হাজার টাকা অর্থদণ্ডের পাশাপাশি ৩টি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন এবাদত।
১৪ ঘণ্টা আগে