ক্রীড়া ডেস্ক
ডেভিন ওয়ার্নারের ওপর থেকে আজীবন নেতৃত্বের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এতে করে তাদের ঘরোয়া টি-টোয়েন্টি ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশের সিডনি থান্ডারকে নেতৃত্ব দিতে কোনো সমস্যা থাকছে না। তিন সদস্যের একটি স্বাধীন প্যানেল তাঁর মামলা বিবেচনা করে এই রায় দিয়েছে।
ওয়ার্নারের আচরণে সন্তষ্ট হয়েই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত বলে জানিয়েছে রিভিউ প্যানেল। এক বিবৃতিতে রিভিউ প্যানেল আজ বলেছে,‘তার উত্তরে অনুশোচনা ছিল। তিনি অনেক সম্মানের সঙ্গে কথা বলেছেন। যে বিষয়বস্তু উপস্থাপন করেছেন, সেটা রিভিউ প্যানেলকে খুশি করেছে। এটা সর্বসম্মতিক্রমে স্বীকৃত হয়েছে যে তিনি তার জায়গায় সৎ থেকে দায়ভার স্বীকার করেছেন। তিনি তাঁর কৃতকর্মের জন্য অনেক অনুতপ্ত। নিষেধাজ্ঞা দেওয়ার পর থেকে জনাব ওয়ার্নারের আচরণ অনেক চমৎকার ছিল। উদাহরণস্বরূপ তিনি আর কাউকে স্লেজিং করা বা কোনো দলকে খোঁচানোর চেষ্টা করবেন না।’
কুখ্যাত সেই স্যান্ডপেপার কেলেঙ্কারিতে জরানোয় ওয়ার্নারের ওপর নিষেধাজ্ঞার খড়্গ নেমে এসেছিল। ২০১৮ সালে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল-টেম্পারিংয়ের ঘটনায় অস্ট্রেলিয়ার সহ অধিনায়ক ছিলেন ওয়ার্নার। এই কাণ্ডের অন্যতম হোতা হিসেবে তখন বিবেচিত হয়েছিলেন তিনি।অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটারের ওপর তখন ক্রিকেট থেকে এক বছরের নিষেধাজ্ঞা ও নেতৃত্ব থেকে আজীবন নিষেধাজ্ঞা দেওয়া হয়। রিভিউ প্যানেল উল্লেখ করেছে ৬ বছর আগের পুরোনো সেই ঘটনার কথা, ‘রিভিউ প্যানেল আরও সন্তুষ্ট হয়েছে। কারণ ২০১৮ সালে যে কাণ্ড ঘটিয়ে তিনি নিষেধাজ্ঞা পেয়েছিলেন, তেমন ধরনের কাজ ভবিষ্যতে আর করবেন না।’
নেতৃত্বের যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, এটার বিরুদ্ধে ওয়ার্নার আবেদন করেছিলেন। তবে ২০২২ সালে সেটা প্রত্যাহার করে নিয়েছিলেন। কারণ তদন্ত যেভাবে পরিচালনা করা হচ্ছিল, সেটার ব্যাপারে তিনি তাঁর ক্ষোভ ঝেরেছিলেন। সিএ’র প্রধান নির্বাহী নিক হকলি আজ এই ব্যাপারে বলেন,‘২০২২ সালে আমরা আচরণবিধিটা হালনাগাদ করেছি। সব খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য স্বচ্ছ ও কঠোর প্রক্রিয়া নিশ্চিত করার চেষ্টা করেছি। যাতে করে দীর্ঘ মেয়াদে নিষেধাজ্ঞা পর্যালোচনা করার সুযোগ পান। আমি খুব খুশি যে ডেভিড তার নিষেধাজ্ঞার ব্যাপারটি পর্যালোচনা করার বিষয়টি বেছে নিয়েছে। এই গ্রীষ্মে অস্ট্রেলিয়ান ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা সে ফিরে পেয়েছে।’
এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে চলে যান। যদিও ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে ফেরার দরজা তিনি খুলে রেখেছেন।
এমনকি তাঁর অবসর ভেঙে টেস্টে তাঁর ফেরার কথাও শোনা যাচ্ছে। সেটাও এমন সময়ে যখন দরজায় কড়া নাড়ছে বোর্ডার-গাভাস্কার ট্রফি। ২২ নভেম্বর পার্থে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ।
ডেভিন ওয়ার্নারের ওপর থেকে আজীবন নেতৃত্বের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এতে করে তাদের ঘরোয়া টি-টোয়েন্টি ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশের সিডনি থান্ডারকে নেতৃত্ব দিতে কোনো সমস্যা থাকছে না। তিন সদস্যের একটি স্বাধীন প্যানেল তাঁর মামলা বিবেচনা করে এই রায় দিয়েছে।
ওয়ার্নারের আচরণে সন্তষ্ট হয়েই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত বলে জানিয়েছে রিভিউ প্যানেল। এক বিবৃতিতে রিভিউ প্যানেল আজ বলেছে,‘তার উত্তরে অনুশোচনা ছিল। তিনি অনেক সম্মানের সঙ্গে কথা বলেছেন। যে বিষয়বস্তু উপস্থাপন করেছেন, সেটা রিভিউ প্যানেলকে খুশি করেছে। এটা সর্বসম্মতিক্রমে স্বীকৃত হয়েছে যে তিনি তার জায়গায় সৎ থেকে দায়ভার স্বীকার করেছেন। তিনি তাঁর কৃতকর্মের জন্য অনেক অনুতপ্ত। নিষেধাজ্ঞা দেওয়ার পর থেকে জনাব ওয়ার্নারের আচরণ অনেক চমৎকার ছিল। উদাহরণস্বরূপ তিনি আর কাউকে স্লেজিং করা বা কোনো দলকে খোঁচানোর চেষ্টা করবেন না।’
কুখ্যাত সেই স্যান্ডপেপার কেলেঙ্কারিতে জরানোয় ওয়ার্নারের ওপর নিষেধাজ্ঞার খড়্গ নেমে এসেছিল। ২০১৮ সালে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল-টেম্পারিংয়ের ঘটনায় অস্ট্রেলিয়ার সহ অধিনায়ক ছিলেন ওয়ার্নার। এই কাণ্ডের অন্যতম হোতা হিসেবে তখন বিবেচিত হয়েছিলেন তিনি।অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটারের ওপর তখন ক্রিকেট থেকে এক বছরের নিষেধাজ্ঞা ও নেতৃত্ব থেকে আজীবন নিষেধাজ্ঞা দেওয়া হয়। রিভিউ প্যানেল উল্লেখ করেছে ৬ বছর আগের পুরোনো সেই ঘটনার কথা, ‘রিভিউ প্যানেল আরও সন্তুষ্ট হয়েছে। কারণ ২০১৮ সালে যে কাণ্ড ঘটিয়ে তিনি নিষেধাজ্ঞা পেয়েছিলেন, তেমন ধরনের কাজ ভবিষ্যতে আর করবেন না।’
নেতৃত্বের যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, এটার বিরুদ্ধে ওয়ার্নার আবেদন করেছিলেন। তবে ২০২২ সালে সেটা প্রত্যাহার করে নিয়েছিলেন। কারণ তদন্ত যেভাবে পরিচালনা করা হচ্ছিল, সেটার ব্যাপারে তিনি তাঁর ক্ষোভ ঝেরেছিলেন। সিএ’র প্রধান নির্বাহী নিক হকলি আজ এই ব্যাপারে বলেন,‘২০২২ সালে আমরা আচরণবিধিটা হালনাগাদ করেছি। সব খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য স্বচ্ছ ও কঠোর প্রক্রিয়া নিশ্চিত করার চেষ্টা করেছি। যাতে করে দীর্ঘ মেয়াদে নিষেধাজ্ঞা পর্যালোচনা করার সুযোগ পান। আমি খুব খুশি যে ডেভিড তার নিষেধাজ্ঞার ব্যাপারটি পর্যালোচনা করার বিষয়টি বেছে নিয়েছে। এই গ্রীষ্মে অস্ট্রেলিয়ান ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা সে ফিরে পেয়েছে।’
এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে চলে যান। যদিও ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে ফেরার দরজা তিনি খুলে রেখেছেন।
এমনকি তাঁর অবসর ভেঙে টেস্টে তাঁর ফেরার কথাও শোনা যাচ্ছে। সেটাও এমন সময়ে যখন দরজায় কড়া নাড়ছে বোর্ডার-গাভাস্কার ট্রফি। ২২ নভেম্বর পার্থে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ।
ঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুর
১২ ঘণ্টা আগেবাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
১২ ঘণ্টা আগেসব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
১৪ ঘণ্টা আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
১৬ ঘণ্টা আগে