টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আর একটিমাত্র ম্যাচ বাংলাদেশ পাচ্ছে নিজেদের ঝালিয়ে নিতে। নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ-ভারত। ম্যাচের ভেন্যু দেখে যেন তা বর্ণনা করার ভাষা হারিয়ে ফেলেছেন নাজমুল হোসেন শান্ত।
৩৪ হাজার ধারণক্ষমতার নাসাউ কাউন্টি স্টেডিয়ামের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে। বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে যে ১৬ ম্যাচ হবে, তার ৮টিই হবে এই মাঠে। যদিও স্টেডিয়ামের নির্মাণকাজ শুরু হয় তিন মাস আগে। একদম শূন্য থেকে শুরু করে স্বল্প সময়ের মধ্যে এটাকে আন্তর্জাতিক স্টেডিয়ামে রূপ দেওয়া সম্ভব হয়েছে। বিশ্বকাপের আবহ ফুটিয়ে তোলা হয়েছে দারুণভাবে। ভারতের বিপক্ষে আগামীকাল প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হওয়ার আগে শান্ত যে মাঠ ঘুরে দেখেছেন, তা আইসিসির ফেসবুক পেজে প্রচারিত হয়েছে। বাংলাদেশ অধিনায়ক মাঠের বর্ণনা দিতে গিয়ে বলেন, ‘এটা অবিশ্বাস্য। অদ্ভুত লাগছে। বোঝাতে চাইছি যে ইন্টারনেটে সবাই যখন দেখেছি, তখন কিছুই ছিল না (তিন মাস আগে)। এখন এটাকে সত্যিকারের স্টেডিয়াম মনে হচ্ছে।’
নাসাউ কাউন্টি স্টেডিয়ামটি আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম কোনো মডিউলার স্টেডিয়াম। এই স্টেডিয়াম এমনভাবে ডিজাইন করা, যাতে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। এখানে যে ড্রপ ইন পিচ ব্যবহার করা হচ্ছে, তা এসেছে সুদূর অ্যাডিলেড থেকে সাড়ে ২২ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে। নিউইয়র্কের স্টেডিয়াম দেখে এখনই রোমাঞ্চিত অনুভব করছেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘সত্যি বলতে, আমি এমন কিছু আশা করিনি। তবে আমরা সামাজিক মাধ্যমে সবই দেখেছি যে উইকেট কেমন আচরণ করে, মাঠ কেমন হতে পারে। কী হতে যাচ্ছে, তা ভেবে আমরা খুবই রোমাঞ্চিত। ইস্টার্ন গ্র্যান্ডস্ট্যান্ড এমন হবে আশা করিনি। মাঠটা দেখতেই অনেক সুন্দর লাগছে।’
ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের পর গ্রুপ পর্বেরও একটি ম্যাচ নিউইয়র্কে পাচ্ছে বাংলাদেশ। ১০ জুন ‘ডি’ গ্রুপের ম্যাচে নাসাউ কাউন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। ভারতের গ্রুপ পর্বের চার ম্যাচের তিনটিই এই স্টেডিয়ামে। ৯ জুন নিউইয়র্কে মুখোমুখি হবে উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান।
আরও পড়ুন:
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আর একটিমাত্র ম্যাচ বাংলাদেশ পাচ্ছে নিজেদের ঝালিয়ে নিতে। নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ-ভারত। ম্যাচের ভেন্যু দেখে যেন তা বর্ণনা করার ভাষা হারিয়ে ফেলেছেন নাজমুল হোসেন শান্ত।
৩৪ হাজার ধারণক্ষমতার নাসাউ কাউন্টি স্টেডিয়ামের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে। বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে যে ১৬ ম্যাচ হবে, তার ৮টিই হবে এই মাঠে। যদিও স্টেডিয়ামের নির্মাণকাজ শুরু হয় তিন মাস আগে। একদম শূন্য থেকে শুরু করে স্বল্প সময়ের মধ্যে এটাকে আন্তর্জাতিক স্টেডিয়ামে রূপ দেওয়া সম্ভব হয়েছে। বিশ্বকাপের আবহ ফুটিয়ে তোলা হয়েছে দারুণভাবে। ভারতের বিপক্ষে আগামীকাল প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হওয়ার আগে শান্ত যে মাঠ ঘুরে দেখেছেন, তা আইসিসির ফেসবুক পেজে প্রচারিত হয়েছে। বাংলাদেশ অধিনায়ক মাঠের বর্ণনা দিতে গিয়ে বলেন, ‘এটা অবিশ্বাস্য। অদ্ভুত লাগছে। বোঝাতে চাইছি যে ইন্টারনেটে সবাই যখন দেখেছি, তখন কিছুই ছিল না (তিন মাস আগে)। এখন এটাকে সত্যিকারের স্টেডিয়াম মনে হচ্ছে।’
নাসাউ কাউন্টি স্টেডিয়ামটি আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম কোনো মডিউলার স্টেডিয়াম। এই স্টেডিয়াম এমনভাবে ডিজাইন করা, যাতে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। এখানে যে ড্রপ ইন পিচ ব্যবহার করা হচ্ছে, তা এসেছে সুদূর অ্যাডিলেড থেকে সাড়ে ২২ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে। নিউইয়র্কের স্টেডিয়াম দেখে এখনই রোমাঞ্চিত অনুভব করছেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘সত্যি বলতে, আমি এমন কিছু আশা করিনি। তবে আমরা সামাজিক মাধ্যমে সবই দেখেছি যে উইকেট কেমন আচরণ করে, মাঠ কেমন হতে পারে। কী হতে যাচ্ছে, তা ভেবে আমরা খুবই রোমাঞ্চিত। ইস্টার্ন গ্র্যান্ডস্ট্যান্ড এমন হবে আশা করিনি। মাঠটা দেখতেই অনেক সুন্দর লাগছে।’
ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের পর গ্রুপ পর্বেরও একটি ম্যাচ নিউইয়র্কে পাচ্ছে বাংলাদেশ। ১০ জুন ‘ডি’ গ্রুপের ম্যাচে নাসাউ কাউন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। ভারতের গ্রুপ পর্বের চার ম্যাচের তিনটিই এই স্টেডিয়ামে। ৯ জুন নিউইয়র্কে মুখোমুখি হবে উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান।
আরও পড়ুন:
মুড়ি-মুড়কির মতো গোল করে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। যখনই গোলের দরকার, তখনই তিনি আবির্ভূত হন স্বমহিমায়। সৌদি প্রো লিগে গতকাল তাঁর ভেলকিতে আল নাসর পেল অবিশ্বাস্য এক জয়।
১ ঘণ্টা আগেমৌসুম শেষে ম্যানচেস্টার সিটি ছাড়বেন কেভিন ডি ব্রুইনা। সেই ঘোষণা তিনি আগেই দিয়েছেন। হতাশার এই মৌসুমে সিটিরও লিগ জেতার তেমন সম্ভাবনা নেই বললেই চলে। তবে বিদায়ের আগে সিটিকে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলাতে চান ডি ব্রুইনা। তাঁর দুর্দান্ত ঝলকে দুই গোলে পিছিয়ে পড়েও আজ ক্রিস্টাল প্যালেসকে ৫-২ ব্যবধানে
১৩ ঘণ্টা আগেম্যাচ চলাকালীন আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ এবং অসদাচরণের দায়ে শাস্তির মুখে পড়েছেন মোহামেডান অধিনায়ক তাওহীদ হৃদয় ও পেসার ইবাদত হোসেন। ঘটনাটি ঘটেছে আজ ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী ও মোহামেডান ম্যাচে। এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন হৃদয়। ৪০ হাজার টাকা অর্থদণ্ডের পাশাপাশি ৩টি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন এবাদত।
১৪ ঘণ্টা আগেচ্যাম্পিয়নশিপ লিগের পয়েন্ট টেবিলে একবারে তলানির দল প্লিমাউথ আরগিল। আজ তাদেরই মুখোমুখি হয়েছিল আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে খেলার স্বপ্ন দেখা শেফিল্ড ইউনাইটেড। হামজা চৌধুরী এই ক্লাবে খেলায় বাংলাদেশি সমর্থকদের চোখ ছিল ম্যাচটিতে। কিন্তু প্লিমাউথের কাছে ২-১ গোলে হেরে উল্টো অঘটনের শেফিল্ড।
১৫ ঘণ্টা আগে