ক্রীড়া ডেস্ক
বল হাতে এক ওভারেই হ্যাটট্রিকসহ চার উইকেট নিয়েছেন ক্রিস জর্ডান। রান তাড়ায় ২১৮.৪২ স্ট্রাইকরেটে ৩৮ বলে হার না মানা ৮৩ রান করেছেন জস বাটলার। তবে দুজনের কেউই নন, ইংল্যান্ড-যুক্তরাষ্ট্রের ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন আদিল রশিদ।
গুরুত্বপূর্ণ দুটি উইকেট নিয়েছেন আদিল, রান দেওয়ায় দেখিয়েছেন কিপ্টেমি। তাই ম্যাচসেরার পুরস্কার উঠেছে তাঁর হাতেই। তবে বার্বাডোজের কেনসিংটন ওভালে যুক্তরাষ্ট্রকে কম রানে আটকে দেওয়ার পেছনে সতীর্থ বোলারদের কৃতিত্ব দিলেন আদিল। ম্যাচ শেষে বললেন, ‘যুক্তরাষ্ট্রকে ১১৫ রানে থামাতে সব বোলারই দুর্দান্ত বোলিং করেছে, এটা খুবই স্বস্তিদায়ক। আঁটসাঁট বোলিং করে উইকেট পাওয়া এবং নতুন ব্যাটারকে উইকেটে আসতে দেখাটা সব সময়ই ভালো লাগার ব্যাপার।’
আদিল রশিদের আরও ভালো লাগার ব্যাপার, ইংলিশ বোলাররা বাতাসকে কাজে লাগিয়ে বল করেছেন।
তবে বোলারদের সাফল্যের পেছনে বাতাসের অবদানও দেখছেন আদিল।
আলাদা করে দুজনের নামও মুখে আনলেন আদিল রশিদ, ‘সি জে (ক্রিস জর্ডান) একজন ম্যাচ উইনার। বেশ কয়েক বছর ধরেই এটি করে যাচ্ছেন তিনি। আর জস (বাটলার) বিশ্বমানের খেলোয়াড়। এক বছর ধরেই ফর্মে আছেন তিনি। আশা করি, এটা সেমিফাইনালেও আমরা ধরে রাখতে পারব।’
বল হাতে এক ওভারেই হ্যাটট্রিকসহ চার উইকেট নিয়েছেন ক্রিস জর্ডান। রান তাড়ায় ২১৮.৪২ স্ট্রাইকরেটে ৩৮ বলে হার না মানা ৮৩ রান করেছেন জস বাটলার। তবে দুজনের কেউই নন, ইংল্যান্ড-যুক্তরাষ্ট্রের ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন আদিল রশিদ।
গুরুত্বপূর্ণ দুটি উইকেট নিয়েছেন আদিল, রান দেওয়ায় দেখিয়েছেন কিপ্টেমি। তাই ম্যাচসেরার পুরস্কার উঠেছে তাঁর হাতেই। তবে বার্বাডোজের কেনসিংটন ওভালে যুক্তরাষ্ট্রকে কম রানে আটকে দেওয়ার পেছনে সতীর্থ বোলারদের কৃতিত্ব দিলেন আদিল। ম্যাচ শেষে বললেন, ‘যুক্তরাষ্ট্রকে ১১৫ রানে থামাতে সব বোলারই দুর্দান্ত বোলিং করেছে, এটা খুবই স্বস্তিদায়ক। আঁটসাঁট বোলিং করে উইকেট পাওয়া এবং নতুন ব্যাটারকে উইকেটে আসতে দেখাটা সব সময়ই ভালো লাগার ব্যাপার।’
আদিল রশিদের আরও ভালো লাগার ব্যাপার, ইংলিশ বোলাররা বাতাসকে কাজে লাগিয়ে বল করেছেন।
তবে বোলারদের সাফল্যের পেছনে বাতাসের অবদানও দেখছেন আদিল।
আলাদা করে দুজনের নামও মুখে আনলেন আদিল রশিদ, ‘সি জে (ক্রিস জর্ডান) একজন ম্যাচ উইনার। বেশ কয়েক বছর ধরেই এটি করে যাচ্ছেন তিনি। আর জস (বাটলার) বিশ্বমানের খেলোয়াড়। এক বছর ধরেই ফর্মে আছেন তিনি। আশা করি, এটা সেমিফাইনালেও আমরা ধরে রাখতে পারব।’
কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়নশিপ জেতার পর থেকেই তাঁকে নিয়ে আলোচনা। কদিন আগে শোনা গিয়েছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হবেন তিনি। কিন্তু সূত্র জানিয়েছে, পিটার বাটলার মেয়েদের কোচ হিসেবেই থাকছেন।
৪ মিনিট আগেটেস্ট ক্যারিয়ারের ফিফটির ম্যাচেই নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। এর চেয়ে স্মরণীয় মুহূর্ত মিরাজের জন্য আর কী হতে পারে! মিরাজও অ্যান্টিগায় গতকাল যখন সংবাদ সম্মেলনে এসেছেন, তাঁকে দেখেই বোঝা গেছে এমন রোমাঞ্চ তাঁকে কতটা স্পর্শ করেছে।
২৭ মিনিট আগে২০২৫ আইপিএল সামনে রেখে মেগা নিলাম শুরু হতে বেশি দিন বাকি নেই। মেগা নিলামের আগেই জানা গেল টুর্নামেন্টের দিনক্ষণ। শুধু তাই নয়, একই সঙ্গে তিন আইপিএলের সূচিও ফাঁস হয়ে গেল।
১ ঘণ্টা আগেবাংলাদেশ ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগেও একাদশ প্রকাশের ‘সাহস’ দেখায় না। তবে এখন বেশির ভাগ টেস্ট দল খেলা শুরুর একদিন আগেই টেস্ট একাদশ জানিয়ে দেয়। আজ ওয়েস্ট ইন্ডিজ জানিয়ে দিয়েছে কাল অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের বিপক্ষে একাদশটা কেমন হবে।
১০ ঘণ্টা আগে