Ajker Patrika

এখনো বিপিএলের দলই ঠিক করেনি বিসিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এখনো বিপিএলের দলই ঠিক করেনি বিসিবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন সংস্করণ শুরু হবে আগামী ২৭ ডিসেম্বর। তার আগে ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। খুব একটা সময় নেই। কিন্তু এখনো ঠিক হয়নি কোন সাতটি দল এবারের আসরে অংশ নেবে। তবে বেশ কয়েকবার সময় বাড়ালেও সব ফ্র্যাঞ্চাইজি এখনো অংশগ্রহণ ফি জমা দেয়নি বলে অনেক কাজই অসমাপ্ত অবস্থায় রয়েছে। 

আজ মিরপুরে বিসিবির কার্যালয়ে বিপিএলের রোডম্যাপ নির্ধারণে ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিদের নিয়ে আলোচনায় বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আলোচনা শেষে যেমনটা জানিয়েছে বিসিবি সভাপতি ফারুক আহমেদ। 

বিপিএলের ৯৫ শতাংশ দল নিশ্চিত হয়েছে। তবে ড্রাফটের আগে বাকিটাও চূড়ান্ত করে ফেলবে বোর্ড। এ নিয়ে আশবাদী বিসিবি সভাপতিও, ‘ফ্র্যাঞ্চাইজির ব্যাপারটা এখনো শতভাগ ঠিক হয়নি। আপনি জানেন শেষ দুই মাস আমরা খুব কঠিন সময়ের মধ্য দিয়ে গেছি। এখনো আমরা সেই পরিস্থিতি থেকে পুরোপুরি বের হতে পারিনি। সে জন্য চ্যালেঞ্জটা এখনো আছে। আমি বলব না যে সব ঠিক হয়ে গেছে। এখনো কিছু পাওনা (ফ্র্যাঞ্চাইজি ফি) বাকি আছে। যেহেতু আমাদের ড্রাফট ১৪ অক্টোবর, আশা করি তার আগেই সবকিছু ঠিক হয়ে যাবে।’ 

সবাইকে নিয়ে উপভোগ্য একটা আসর উপহার দিকে চায় বিসিবি। সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে তারা। এ দিন সব দলের সুবিধা অসুবিধা শুনেছে বিসিবির কর্তারা। আর তাদের জন্য যেটা ভালো হয় সেটাই করবে বোর্ড। ফারুক আহমেদের কথায় এমনটা স্পষ্ট, ‘আমাদের রিটেনশেনর বিষয়টা ভালোভাবে কার্যকর হতো যদি সাতটা টিমই থাকত। যেহেতু সাতটা টিম নেই, চারটা টিম আছে আর তিনটা নতুন এসেছে। তা ছাড়া বেশি সময় হয়নি ফ্র্যাঞ্চাইজিরা এসেছে। আর তাদের সঙ্গে খুব একটা মিটিংও হয়নি। এটাই প্রথম এত বেশি সময় আমরা তাদের সঙ্গে কথা বললাম। তাদের সুবিধা অসুবিধাগুলো জানলাম। আমরা এমন কিছু করব যাতে সবার জন্যই ভালো হয়। আমরা আসলে এখনই সব করতে পারছি না। কারণ পেমেন্টের বিষয়টা যতক্ষণ না নিশ্চিত না হচ্ছে আমরা বাকি কাজগুলো শতভাগ করতে পারছি না। আশা করছি দুই তিন দিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। আমি আশাবাদী দুই একটা ফ্র্যাঞ্চাইজি বাকি আছে তারা দ্রুতই পেমেন্টটা করে ফেলবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আট মাসের পরিচয়, চার মাসে ‘বাগদান’

সৌদি রাষ্ট্রদূত নিয়ে ভিন্ন কথা বলছে মডেল মেঘনার পরিবার

৯ টুকরো লাশ: সবুজকে হেমায়েতপুর থেকে ডেকে নিয়ে হত্যা করেন পলাশ-তৃষা

সৌদি রাষ্ট্রদূতের কাছে ৫ মিলিয়ন ডলার দাবি করেন মেঘনার সহযোগী সমির, পুলিশের প্রতিবেদন

হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি জানা যাবে মাত্র ৮০০ টাকার রক্ত পরীক্ষায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত