নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন সংস্করণ শুরু হবে আগামী ২৭ ডিসেম্বর। তার আগে ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। খুব একটা সময় নেই। কিন্তু এখনো ঠিক হয়নি কোন সাতটি দল এবারের আসরে অংশ নেবে। তবে বেশ কয়েকবার সময় বাড়ালেও সব ফ্র্যাঞ্চাইজি এখনো অংশগ্রহণ ফি জমা দেয়নি বলে অনেক কাজই অসমাপ্ত অবস্থায় রয়েছে।
আজ মিরপুরে বিসিবির কার্যালয়ে বিপিএলের রোডম্যাপ নির্ধারণে ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিদের নিয়ে আলোচনায় বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আলোচনা শেষে যেমনটা জানিয়েছে বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
বিপিএলের ৯৫ শতাংশ দল নিশ্চিত হয়েছে। তবে ড্রাফটের আগে বাকিটাও চূড়ান্ত করে ফেলবে বোর্ড। এ নিয়ে আশবাদী বিসিবি সভাপতিও, ‘ফ্র্যাঞ্চাইজির ব্যাপারটা এখনো শতভাগ ঠিক হয়নি। আপনি জানেন শেষ দুই মাস আমরা খুব কঠিন সময়ের মধ্য দিয়ে গেছি। এখনো আমরা সেই পরিস্থিতি থেকে পুরোপুরি বের হতে পারিনি। সে জন্য চ্যালেঞ্জটা এখনো আছে। আমি বলব না যে সব ঠিক হয়ে গেছে। এখনো কিছু পাওনা (ফ্র্যাঞ্চাইজি ফি) বাকি আছে। যেহেতু আমাদের ড্রাফট ১৪ অক্টোবর, আশা করি তার আগেই সবকিছু ঠিক হয়ে যাবে।’
সবাইকে নিয়ে উপভোগ্য একটা আসর উপহার দিকে চায় বিসিবি। সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে তারা। এ দিন সব দলের সুবিধা অসুবিধা শুনেছে বিসিবির কর্তারা। আর তাদের জন্য যেটা ভালো হয় সেটাই করবে বোর্ড। ফারুক আহমেদের কথায় এমনটা স্পষ্ট, ‘আমাদের রিটেনশেনর বিষয়টা ভালোভাবে কার্যকর হতো যদি সাতটা টিমই থাকত। যেহেতু সাতটা টিম নেই, চারটা টিম আছে আর তিনটা নতুন এসেছে। তা ছাড়া বেশি সময় হয়নি ফ্র্যাঞ্চাইজিরা এসেছে। আর তাদের সঙ্গে খুব একটা মিটিংও হয়নি। এটাই প্রথম এত বেশি সময় আমরা তাদের সঙ্গে কথা বললাম। তাদের সুবিধা অসুবিধাগুলো জানলাম। আমরা এমন কিছু করব যাতে সবার জন্যই ভালো হয়। আমরা আসলে এখনই সব করতে পারছি না। কারণ পেমেন্টের বিষয়টা যতক্ষণ না নিশ্চিত না হচ্ছে আমরা বাকি কাজগুলো শতভাগ করতে পারছি না। আশা করছি দুই তিন দিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। আমি আশাবাদী দুই একটা ফ্র্যাঞ্চাইজি বাকি আছে তারা দ্রুতই পেমেন্টটা করে ফেলবে।’
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন সংস্করণ শুরু হবে আগামী ২৭ ডিসেম্বর। তার আগে ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। খুব একটা সময় নেই। কিন্তু এখনো ঠিক হয়নি কোন সাতটি দল এবারের আসরে অংশ নেবে। তবে বেশ কয়েকবার সময় বাড়ালেও সব ফ্র্যাঞ্চাইজি এখনো অংশগ্রহণ ফি জমা দেয়নি বলে অনেক কাজই অসমাপ্ত অবস্থায় রয়েছে।
আজ মিরপুরে বিসিবির কার্যালয়ে বিপিএলের রোডম্যাপ নির্ধারণে ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিদের নিয়ে আলোচনায় বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আলোচনা শেষে যেমনটা জানিয়েছে বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
বিপিএলের ৯৫ শতাংশ দল নিশ্চিত হয়েছে। তবে ড্রাফটের আগে বাকিটাও চূড়ান্ত করে ফেলবে বোর্ড। এ নিয়ে আশবাদী বিসিবি সভাপতিও, ‘ফ্র্যাঞ্চাইজির ব্যাপারটা এখনো শতভাগ ঠিক হয়নি। আপনি জানেন শেষ দুই মাস আমরা খুব কঠিন সময়ের মধ্য দিয়ে গেছি। এখনো আমরা সেই পরিস্থিতি থেকে পুরোপুরি বের হতে পারিনি। সে জন্য চ্যালেঞ্জটা এখনো আছে। আমি বলব না যে সব ঠিক হয়ে গেছে। এখনো কিছু পাওনা (ফ্র্যাঞ্চাইজি ফি) বাকি আছে। যেহেতু আমাদের ড্রাফট ১৪ অক্টোবর, আশা করি তার আগেই সবকিছু ঠিক হয়ে যাবে।’
সবাইকে নিয়ে উপভোগ্য একটা আসর উপহার দিকে চায় বিসিবি। সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে তারা। এ দিন সব দলের সুবিধা অসুবিধা শুনেছে বিসিবির কর্তারা। আর তাদের জন্য যেটা ভালো হয় সেটাই করবে বোর্ড। ফারুক আহমেদের কথায় এমনটা স্পষ্ট, ‘আমাদের রিটেনশেনর বিষয়টা ভালোভাবে কার্যকর হতো যদি সাতটা টিমই থাকত। যেহেতু সাতটা টিম নেই, চারটা টিম আছে আর তিনটা নতুন এসেছে। তা ছাড়া বেশি সময় হয়নি ফ্র্যাঞ্চাইজিরা এসেছে। আর তাদের সঙ্গে খুব একটা মিটিংও হয়নি। এটাই প্রথম এত বেশি সময় আমরা তাদের সঙ্গে কথা বললাম। তাদের সুবিধা অসুবিধাগুলো জানলাম। আমরা এমন কিছু করব যাতে সবার জন্যই ভালো হয়। আমরা আসলে এখনই সব করতে পারছি না। কারণ পেমেন্টের বিষয়টা যতক্ষণ না নিশ্চিত না হচ্ছে আমরা বাকি কাজগুলো শতভাগ করতে পারছি না। আশা করছি দুই তিন দিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। আমি আশাবাদী দুই একটা ফ্র্যাঞ্চাইজি বাকি আছে তারা দ্রুতই পেমেন্টটা করে ফেলবে।’
মুড়ি-মুড়কির মতো গোল করে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। যখনই গোলের দরকার, তখনই তিনি আবির্ভূত হন স্বমহিমায়। সৌদি প্রো লিগে গতকাল তাঁর ভেলকিতে আল নাসর পেল অবিশ্বাস্য এক জয়।
১ ঘণ্টা আগেমৌসুম শেষে ম্যানচেস্টার সিটি ছাড়বেন কেভিন ডি ব্রুইনা। সেই ঘোষণা তিনি আগেই দিয়েছেন। হতাশার এই মৌসুমে সিটিরও লিগ জেতার তেমন সম্ভাবনা নেই বললেই চলে। তবে বিদায়ের আগে সিটিকে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলাতে চান ডি ব্রুইনা। তাঁর দুর্দান্ত ঝলকে দুই গোলে পিছিয়ে পড়েও আজ ক্রিস্টাল প্যালেসকে ৫-২ ব্যবধানে
১৩ ঘণ্টা আগেম্যাচ চলাকালীন আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ এবং অসদাচরণের দায়ে শাস্তির মুখে পড়েছেন মোহামেডান অধিনায়ক তাওহীদ হৃদয় ও পেসার ইবাদত হোসেন। ঘটনাটি ঘটেছে আজ ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী ও মোহামেডান ম্যাচে। এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন হৃদয়। ৪০ হাজার টাকা অর্থদণ্ডের পাশাপাশি ৩টি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন এবাদত।
১৪ ঘণ্টা আগেচ্যাম্পিয়নশিপ লিগের পয়েন্ট টেবিলে একবারে তলানির দল প্লিমাউথ আরগিল। আজ তাদেরই মুখোমুখি হয়েছিল আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে খেলার স্বপ্ন দেখা শেফিল্ড ইউনাইটেড। হামজা চৌধুরী এই ক্লাবে খেলায় বাংলাদেশি সমর্থকদের চোখ ছিল ম্যাচটিতে। কিন্তু প্লিমাউথের কাছে ২-১ গোলে হেরে উল্টো অঘটনের শেফিল্ড।
১৫ ঘণ্টা আগে